Close Ad close
Breaking
Tue. Oct 1st, 2024
আজকের দিনে ইতিহাসের পাতায় ২ মার্চ | Today's Historical Events 2 Marchআজকের দিনে ইতিহাসের পাতায় ২ মার্চ | Today's Historical Events 2 March

আজকের দিনে ইতিহাসের পাতায় ২ মার্চ | Today’s Historical Events 2 March in Bengali

আজকের দিনে ইতিহাসের পাতায় ২ মার্চ  : Today’s Historical Events 2 March in Bengali : আজকের বিখ্যাত দিনে ২ মার্চ ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ২ মার্চ  : Today’s Historical Events 2 March) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা  ইতিহাসে ২ মার্চ।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২ মার্চ | Today’s Famous Day or Important Day in Bengali : 2 March

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২ মার্চ – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 2 March. On this day Important Day in Bengali)

2 March : আজ ২ মার্চ – জাতীয় পতাকা উত্তোলন দিবস, বাংলাদেশ।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২ মার্চ | Today’s Famous Day in History (Bengali) : 2 March

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২ মার্চ | Today’s famous day in the history of India (Bengali) : 2 March

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২ মার্চ । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 2 March. Today’s Famous day on 2 March in India. On this day Historical Famous Events in India)

2 March 1845 : ১৮৪৫ সালের আজকের দিনে বিশিষ্ট অভিধানকার ও পণ্ডিত রামচন্দ্র বিদ্যাবাগীশের মৃত্যু হয়।

2 March 1881 : ১৮৮১ সালের আজকের দিনে অতুলচন্দ্র ঘোষের জন্ম হয়। তিনি ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামী, লোকসেবক সঙ্ঘের প্রতিষ্ঠাতা ও পুরুলিয়া জেলার বঙ্গভূক্তি আন্দোলনের মূখ্যস্থপতি।

2 March 1933 : ১৯৩৩ সালের আজকের দিনে ভারতীয় সঙ্গীত পরিচালক আনন্দজি ভিরজি শাহের জন্ম হয়।

2 March 1949 : ১৯৪৯ সালের আজকের দিনে ভারতীয় বিখ্যাত বাঙালি স্বাধীনতা সংগ্রামী সরোজিনী নাইডুর মৃত্যু হয়।

2 March 1952 : ১৯৫২ সালের আজকের দিনে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু বিহারের (বর্তমানে ঝাড়খণ্ডের সিন্ধ্রিতে সার কারখানার উদ্বোধন করেন।

2 March 1990 : ১৯৯০ সালের আজকের দিনে ভারতীয় বলিউডের অভিনেতা টাইগার শ্রফের জন্ম হয়।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২ মার্চ | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 2 March

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২ মার্চ : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

2 March 1898 : ১৮৯৮ সালের আজকের দিনে বিশিষ্ট সাহিত্যিক মোহাম্মদ বরকত উল্লাহের জন্ম হয়।

2 March 1971 : ১৯৭১ সালের আজকের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে ছাত্র সমাবেশে প্রথমবারের মতো স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন হয়।

2 March 1972 : ১৯৭২ সালের আজকের দিনে বাংলাদেশকে স্বীকৃতি দেয় জাম্বিয়া।

2 March 1999 : ১৯৯৯ সালের আজকের দিনে ঢাকায় ডি-৮ শীর্ষ সম্মেলনের সমাপ্তি হয়।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২ মার্চ | Today’s famous day in the history of the world (Bengali) : 2 March

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২ মার্চ, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 2 March, Today’s Famous day on 2 March in the World. On this day Historical Famous Events in The World)

2 March 1498 : ১৪৯৮ সালের আজকের দিনে ভাস্কো দা গামা মোজাম্বিক দ্বীপপুঞ্জ পরিভ্রমণ করেন।

2 March 1525 : ১৫২৫ সালের আজকের দিনে হাঙ্গেরীর রাজধানী বুদাপেস্ট ওসমানীয় সেনারা দখল করে নেয়।

2 March 1791 : ১৭৯১ সালের আজকের দিনে পদ্ধতিবাদের (methodism) জনক জন ওয়েসলির মৃত্যু হয়।

2 March 1801 : ১৮০১ সালের আজকের দিনে স্পেন ও পর্তুগালের মধ্যে ‘কমলন যুদ্ধ’ শুরু হয়।

2 March 1896 : ১৮৯৬ সালের আজকের দিনে ফরাসী পদার্থ বিজ্ঞানী এন্টনী হেনরী বেকুইরেল প্রাকৃতিক তেজস্ক্রিয়তার বিষয়টি আবিষ্কার করেন।

2 March 1917 : ১৯১৭ সালের আজকের দিনে পুয়ের্তো রিকো মার্কিন অধিকৃত অঞ্চলে পরিণত হয়।

2 March 1942 : ১৯৪২ সালের আজকের দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান ম্যানিলা দখল করে নেয়।

2 March 1944 : ১৯৪৪ সালের আজকের দিনে নেপলসে ট্রেন দুর্ঘটনায় ৫২১ জনের মৃত্যু হয়।

2 March 1956 : ১৯৫৬ সালের আজকের দিনে মরক্কো ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা ফিরে পায়।

2 March 1991 : ১৯৯১ সালের আজকের দিনে শ্রীলংকায় বোমা বিস্ফোরণে উপ-প্রতিরক্ষামন্ত্রী বিজয় সহ ২৯ জন নিহত হন।

2 March 1995 : ১৯৯৫ সালের আজকের দিনে কোপেনহাগেনে সামাজিক উন্নয়ন সম্পর্কিত বিশ্ব সম্মেলন শুরু হয়।

2 March 1997 : ১৯৯৭ সালের আজকের দিনে পাকিস্তানে ২০ বছরেরও অধিক সময় পর রবিবার দিনটিতে সাপ্তাহিক ছুটি পালন শুরু হয়।

2 March 2000 : ২০০০ সালের আজকের দিনে ব্রিটেনে আটক চিলির সাবেক স্বৈরশাসক আগাস্তো পিনোশের মুক্তি লাভ করেন।

2 March 2001.  ২০০১ সালের আজকের দিনে আফগানিস্তানে শান্তির দূত হিসেবে প্রতিষ্ঠিত বুদ্ধ মূর্তিগুলো ভেঙ্গে ফেলা হয়।

আজকের বিখ্যাত জন্মদিন : ২ মার্চ | Today Famous Birthdays : 2 March

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 2 March. On this day Famous Birthdays in Bengali)

2 March 1881 : ১৮৮১ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন অতুলচন্দ্র ঘোষ, ভারতের স্বাধীনতা সংগ্রামী, লোকসেবক সঙ্ঘের প্রতিষ্ঠাতা ও পুরুলিয়া জেলার বঙ্গভূক্তি আন্দোলনের মূখ্যস্থপতি (মৃত্যু: 1962)।

2 March 1990 : ১৯৯০ সালের আজকের দিনে ভারতীয় বলিউডের অভিনেতা টাইগার শ্রফের জন্ম হয়।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ২ মার্চ | Today Famous Deaths : 2 March

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 2 March. On this day Famous Deaths in Bengali)

2 March 1949 : ১৯৪৯ সালের আজকের দিনে ভারতীয় মুক্তিযোদ্ধা ও কবি সরোজিনী নাইডু 70 বছর বয়সে মারা যান।

আজকের দিনে ইতিহাস প্রশ্ন ও উত্তর : ২ মার্চ | Today’s History Question and Answer : 2 March | History QNA 

  1. জাতীয় পতাকা উত্তোলন দিবস, বাংলাদেশ কবে পালন করা হয়?

Ans. ২ মার্চ (2 March) জাতীয় পতাকা উত্তোলন দিবস, বাংলাদেশ পালন করা হয়।

  1. ভারতের স্বাধীনতা সংগ্রামী অতুলচন্দ্র ঘোষ কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৮৮১ সালের ২ মার্চ (2 March 1881) ভারতের স্বাধীনতা সংগ্রামী অতুলচন্দ্র ঘোষ জন্মগ্রহণ করেন।

  1. ভারতীয় মুক্তিযোদ্ধা ও কবি সরোজিনী নাইডু কবে মারা যান?

Ans. ১৯৪৯ সালের ২ মার্চ (2 March 1949) ভারতীয় মুক্তিযোদ্ধা ও কবি সরোজিনী নাইডু মারা যান।

  1. বিশিষ্ট অভিধানকার ও পণ্ডিত রামচন্দ্র বিদ্যাবাগীশ কবে মারা যান?

Ans. ১৮৪৫ সালের ২ মার্চ (2 March 1845) বিশিষ্ট অভিধানকার ও পণ্ডিত রামচন্দ্র বিদ্যাবাগীশ মারা যান।

  1. ভারতীয় সঙ্গীত পরিচালক আনন্দজি ভিরজি শাহ কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৩৩ সালের ২ মার্চ (2 March 1933) ভারতীয় সঙ্গীত পরিচালক আনন্দজি ভিরজি শাহ জন্মগ্রহণ করেন।

  1. ভারতীয় বলিউডের অভিনেতা টাইগার শ্রফ কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৯০ সালের ২ মার্চ (2 March 1990) ভারতীয় বলিউডের অভিনেতা টাইগার শ্রফ কবে জন্মগ্রহণ করেন

  1. বিশিষ্ট সাহিত্যিক মোহাম্মদ বরকত উল্লাহ কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৮৯৮ সালের ২ মার্চ (2 March 1898) বিশিষ্ট সাহিত্যিক মোহাম্মদ বরকত উল্লাহ জন্মগ্রহণ করেন।

  1. প্রথমবারের মতো স্বাধীন বাংলাদেশের পতাকা কবে ও কোথায় উত্তোলন হয়?

Ans. ১৯৭১ সালের ২ মার্চ (2 March 1971) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে ছাত্র সমাবেশে প্রথমবারের মতো স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন হয়।

আজকের বিখ্যাত দিনে ২ মার্চ – The Famous Day 2 March in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ২ মার্চ | Today’s Historical Events : 2 March (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। এই পোস্টটি লেখার জন্য On this day, Wikipedia, Bornglorious, Google এই উৎসগুলো থেকে কিছু তথ্য সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *