আজকের দিনে ইতিহাসের পাতায় ২০ জানুয়ারি | Today’s Historical Events 20 January in Bengali
আজকের দিনে ইতিহাসের পাতায় ২০ জানুয়ারি : Today’s Historical Events 20 January in Bengali : আজকের বিখ্যাত দিনে ২০ জানুয়ারি ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ২০ জানুয়ারি : Today’s Historical Events 20 January) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা ইতিহাসে ২০ জানুয়ারি।
আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২০ জানুয়ারি | Today’s Famous Day or Important Day in Bengali : 20 January
আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২০ জানুয়ারি – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 20 January. On this day Important Day in Bengali)
20 January : আজ ২০ জানুয়ারি – No record.
ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২০ জানুয়ারি | Today’s Famous Day in History (Bengali) : 20 January
ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২০ জানুয়ারি | Today’s famous day in the history of India (Bengali) : 20 January
আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২০ জানুয়ারি । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 20 January. Today’s Famous day on 20 January in India. On this day Historical Famous Events in India)
20 January 1817 : ১৮১৭ সালে আজকের দিনে হিন্দু কলেজ শুরু হয়। পরে যার নাম হয় প্রেসিডেন্সি কলেজ।
20 January 1870 : ১৮৭০ সালে আজকের দিনে বেঙ্গল গেজেট প্রথম প্রকাশিত হয়।
20 January 1953 : ১৯৫৩ সালে আজকের দিনে অভিনেতা, গায়ক, পরিচালক, সুরকার অঞ্জন দত্ত জন্ম গ্রহণ করেন।
20 January 1988 : ১৯৮৮ সালে আজকের দিনে সীমান্ত গান্ধী (খান আব্দুর গফফর খান) পরলোক গমন করেন।
বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২০ জানুয়ারি | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 20 January
আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২০ জানুয়ারি : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ : আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)
20 January 1972 : ১৯৭২ সালে আজকের দিনে বার্বাডোস বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
20 January 1981 : ১৯৮১ সালে আজকের দিনে মাদার টেরেসা ঢাকা আসেন।
20 January 1997 : ১৯৯৭ সালে আজকের দিনে বঙ্গবন্ধু হত্যা মামলা শুরু হয়।
বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২০ জানুয়ারি | Today’s famous day in the history of the world (Bengali) : 20 January
আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২০ জানুয়ারি, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 20 January, Today’s Famous day on 20 January in the World. On this day Historical Famous Events in The World)
20 January 1265 : ১২৬৫ সালে আজকের দিনে ব্রিটিশ পার্লামেন্টের প্রথম অধিবেশন শুরু হয়।
20 January 1841 : ১৮৪১ সালে আজকের দিনে হংকং ব্রিটিশ সাম্রাজ্যের আওতাধীন হয়।
20 January 1892 : ১৮৯২ সালে আজকের দিনে আমেরিকার স্প্রিং ফিল্ডে প্রথম বাস্কেটবল খেলা হয়।
20 January 1905 : ১৯০৫ সালে আজকের দিনে দক্ষিন আফ্রিকার ট্রান্সভালের প্রিমিয়ার খনিতে পৃথিবীর সবথেকে বড় হীরা পাওয়া যায় যার ওজন ছিল ৩.১০৬ ক্যারট।
20 January 1925 : ১৯২৫ সালে আজকের দিনে ব্রিটেন ও চীনের পিকিং চুক্তি স্বাক্ষরিত হয়।
20 January 1944 : ১৯৪৪ সালে আজকের দিনে বার্লিনে ব্রিটেন ২,৩০০ টন বোমা নিক্ষেপ করে।
20 January 1955 : ১৯৫৫ সালে আজকের দিনে চীন-আফগানিস্তানের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।
20 January 1989 : ১৯৮৯ সালে আজকের দিনে জর্জ বুশ যুক্তরাষ্ট্রের ৪১ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন।
20 January 1993 : ১৯৯৩ সালে আজকের দিনে বিল ক্লিনটন যুক্তরাষ্ট্রের ৪২ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন।
20 January 1997 : ১৯৯৭ সালে আজকের দিনে ক্লিনটন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদ শুরু করেন।
20 January 2009 : ২০০৯ সালে আজকের দিনে প্রথম আফ্রো-আমেরিকান হিসেবে বারাক ওবামা ৪৪ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন।
20 January 2013 : ২০১৩ সালে আজকের দিনে জাপানি কবি টয় শিবাটা পরলোক গমন করেন।
আজকের বিখ্যাত জন্মদিন : ২০ জানুয়ারি | Today Famous Birthdays : 20 January
আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 20 January. On this day Famous Birthdays in Bengali)
20 January 1926 : ১৯২৬ সালের আজকের দিনে জামালউদ্দিন আলি পাকিস্তানের কবি ও লেখক, ভারতের নয়া দিল্লিতে জন্মগ্রহণ করেন (মৃত্যু: 2015)।
20 January 1926 : ১৯২৬ সালের আজকের দিনে কুররাতুলাইন হায়দার, ভারতীয় উর্দু উপন্যাসিক ও লেখক, ভারতের আলীগড়ে জন্মগ্রহণ করেন (মৃত্যু: 2007)।
20 January 1940 : ১৯৪০ সালের আজকের দিনে কৃষ্ণনাম রাজু, ভারতীয় অভিনেতা ও রাজনীতিবিদ, ভারতের মোগলথুরে জন্মগ্রহণ করেন।
আজকের বিখ্যাত মৃত্যুদিন : ২০ জানুয়ারি | Today Famous Deaths : 20 January
আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 20 January. On this day Famous Deaths in Bengali)
20 January 1936 : ১৯৩৬ সালের আজকের দিনে পঞ্চম জর্জ , রাজা যুক্তরাজ্য ও ব্রিটিশ রাজত্বগুলোতে, এবং ভারতের সম্রাট (1910-36), 70 বছর বয়সে মারা যান।
আজকের দিনে ইতিহাস প্রশ্ন ও উত্তর : ২০ জানুয়ারি | Today’s History Question and Answer : 20 January | History QNA
- হিন্দু কলেজ বা প্রেসিডেন্সি কলেজ কবে শুরু হয়?
Ans. ১৮১৭ সালের ২০ জানুয়ারি (20th January 1817) হিন্দু কলেজ বা প্রেসিডেন্সি কলেজ শুরু হয়।
- বেঙ্গল গেজেট প্রথম কবে প্রকাশিত হয়?
Ans. ১৮৭০ সালের ২০ জানুয়ারি (20th January 1870) বেঙ্গল গেজেট প্রথম প্রকাশিত হয়।
- অঞ্জন দত্ত কবে জন্ম গ্রহণ করেন?
Ans. ১৯৫৩ সালের ২০ জানুয়ারি (20th January 1953) অঞ্জন দত্ত জন্ম গ্রহণ করেন। তিনি অভিনেতা, গায়ক, পরিচালক, সুরকার।
- সীমান্ত গান্ধী (খান আব্দুর গফফর খান) কবে মারা যান?
Ans. ১৯৮৮ সালের ২০ জানুয়ারি (20th January 1988) সীমান্ত গান্ধী (খান আব্দুর গফফর খান) মারা যান।
- কবে বার্বাডোস বাংলাদেশকে স্বীকৃতি দেয়?
Ans. ১৯৭২ সালের ২০ জানুয়ারি (20th January 1972) বার্বাডোস বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
- মাদার টেরেসা কবে ঢাকা যান?
Ans. ১৯৮১ সালের ২০ জানুয়ারি (20th January 1981) মাদার টেরেসা ঢাকা যান।
- কবে বঙ্গবন্ধু হত্যা মামলা শুরু হয়?
Ans. ১৯৯৭ সালের ২০ জানুয়ারি (20th January 1997) বঙ্গবন্ধু হত্যা মামলা শুরু হয়।
- কবে ব্রিটিশ পার্লামেন্টের প্রথম অধিবেশন শুরু হয়?
Ans. ১২৬৫ সালের ২০ জানুয়ারি (20th January 1265) ব্রিটিশ পার্লামেন্টের প্রথম অধিবেশন শুরু হয়।
- কবে হংকং ব্রিটিশ সাম্রাজ্যের আওতাধীন হয়?
Ans. ১৮৪১ সালের ২০ জানুয়ারি (20th January 1841) হংকং ব্রিটিশ সাম্রাজ্যের আওতাধীন হয়।
- কবে এবং কোথায় প্রথম বাস্কেটবল খেলা হয়?
Ans. ১৮৯২ সালের ২০ জানুয়ারি (20th January 1892) আমেরিকার স্প্রিং ফিল্ডে প্রথম বাস্কেটবল খেলা হয়।
আজকের বিখ্যাত দিনে ২০ জানুয়ারি : The Famous Day 20 January in Bengali
আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ২০ জানুয়ারি | Today’s Historical Events : 20 January (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। এই পোস্টটি লেখার জন্য On this day, Wikipedia, Bornglorious, Google এই উৎসগুলো থেকে কিছু তথ্য সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।