Close Ad close
Breaking
Sun. Jan 12th, 2025
আজকের দিনে ইতিহাসের পাতায় ২০ মার্চ | Today's Historical Events 20 Marchআজকের দিনে ইতিহাসের পাতায় ২০ মার্চ | Today's Historical Events 20 March

আজকের দিনে ইতিহাসের পাতায় ২০ মার্চ | Today’s Historical Events 20 March in Bengali

আজকের দিনে ইতিহাসের পাতায় ২০ মার্চ  : Today’s Historical Events 20 March in Bengali : আজকের বিখ্যাত দিনে ২০ মার্চ ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ২০ মার্চ  : Today’s Historical Events 20 March) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা  ইতিহাসে ২০ মার্চ।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২০ মার্চ | Today’s Famous Day or Important Day in Bengali : 20 March

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২০ মার্চ – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 20 March. On this day Important Day in Bengali)

20 March : আজ ২০ মার্চ – আন্তর্জাতিক সুখ দিবস (International Day of Happiness)। ২৮শে জুন ২০১২ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের এক অধিবেশনে এ দিনটি পালনের সিদ্ধান্ত নেয়া হয়। এরপর থেকে প্রতিবছর বিশ্বের একাধিক দেশ দিবসটি নানা আয়োজনে পালন করে। দিনটি পালন সংক্রান্ত বিষয়ে জাতিসংঘ সাধারণ অধিবেশনের প্রস্তাবে বলা হয় মানুষের জীবনের মূল উদ্দেশ্য সুখে থাকা। ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক প্রবৃদ্ধিও মাধ্যমে টেকসই উন্নয়ন, দারিদ্র্য দূরীকরণসহ পৃথিবীর প্রতিটি মানুষের সুখ-সমৃদ্ধি নিশ্চিত করার জন্য দিবসটি পালন করা হবে। The theme of ‘International Day of Happiness 2021’ is “Happiness For All, Together”.

20 March : আজ ২০ মার্চ – বিশ্ব মৌখিক স্বাস্থ্য দিবস বা বিশ্ব মুখগহ্বর স্বাস্থ্য দিবস (World Oral Health Day)। ২০১৩ থেকে শুরু হয় এই দিনে এই দিবস উদযাপন। এই দিনটিতে ভাল মৌখিক স্বাস্থ্যের উপকারিতা, মুখগহ্বরের বিভিন্ন অসুখ নিয়ে সচেতনতা, মৌখিক স্বাস্থ্যবিধি বজায় রাখার উপর জোর দেওয়া হয়। The theme of ‘World Oral Health Day’ for the next three years(2021-2023) is “Be proud of your mouth. In other words, value and take care of it.”

20 March : আজ ২০ মার্চ – বিশ্ব চড়ুই দিবস (World Sparrow Day)। ২০১০ থেকে শুরু হয় এই দিনে এই দিবস উদযাপন। মূলত চড়ুই পাখির অবলুপ্তির জন্য এই জনচেতনা গড়ে তোলা। একাধিক বৈদেশিক সংস্থা পালন করে এই দিনটি। তবে তার সূত্রপাত ভারতের ন্যাচার ফরেভার সোসাইটি ও ফ্রান্সের ইকো-সিস অ্যাকশন ফাউন্ডেশনের উদ্যোগে। The theme of ‘World Sparrow Day 2021’ is “I Love Sparrows”.

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২০ মার্চ | Today’s Famous Day in History (Bengali) : 20 March

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২০ মার্চ | Today’s famous day in the history of India (Bengali) : 20 March

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২০ মার্চ । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 20 March. Today’s Famous day on 20 March in India. On this day Historical Famous Events in India)

20 March 1686 : ১৬৮৬ সালে আজকের দিনে কলকাতার সুতানটি গ্রামে প্রথম ব্রিটিশ পতাকা উত্তোলন করা হয়।

20 March 1739 : ১৭৩৯ সালে আজকের দিনে নাদির শাহ দিল্লি দখল করেন।

20 March 1921 : ১৯২১ সালের আজকের দিনে ভারতের রাজনীতিবিদ পি. সি. আলেকজান্ডার জন্মগ্রহণ করেন।। তিনি তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে এবং পরে মহারাষ্ট্রের রাজ্যপাল হিসাবে দায়িত্ব পালন করেন। ২০০২ সালে তিনি ভারতীয় রাষ্ট্রপতির পদের জন্য সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত ছিলেন। তিনি তাঁর আত্মজীবনী ‘থ্রু দ্য করিডর অফ পাওয়ার’ এবং ‘মাই ইয়ারস উইথ ইন্দিরা গান্ধী’ এবং ‘দ্য পেরিলস্‌ অফ ডেমোক্রেসি’’ সহ বিভিন্ন গ্রন্থ লিখেছেন।

20 March 1925 : ১৯২৫ ব্রিটিশ ভারতের ভাইসরয় লর্ড কার্জন পরলোক গমন করেন। তিনি ১৮৯৯ থেকে ১৯০৫ সাল পর্যন্ত ভারতের ভাইসরয় হিসেবে কাজ করেছিলেন। ভারতে এই সময়কালের মধ্যে ইতিহাসের সবচেয়ে বড় মাপের  দুর্ভিক্ষের মুখোমুখি হয়েছিল, যার ফলে ১০ লাখেরও বেশি মানুষ অনাহারে মারা গিয়েছিলেন। কিছু ঐতিহাসিক এই সংখ্যাটা  প্রায় ৪ মিলিয়ন (চল্লিশ লাখ)এর কাছাকাছি বলে অনুমান করেন।

20 March 1926 : ১৯২৬ সালের আজকের দিনে ব্রিটিশ ভারতের বাঙালি কবি কাজী ইমদাদুল হক পরলোক গমন করেন।

20 March 1951 : ১৯৫১ সালের আজকের দিনে ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার মদনলাল জন্মগ্রহণ করেন।। তিনি ভারতীয় জাতীয় ক্রিকেট কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন এবং ১৯৮৩ সালে ভারতীয় ক্রিকেট দলের সদস্য হিসেবে বিশ্বকাপ জিতেছিলেন। ২০০৯ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নেন।

20 March 1952 : ১৯৫২ সালের আজকের দিনে আন্তর্জাতিক ভারতীয় টেনিস খেলোয়াড় আনন্দ অমৃতরাজ জন্মগ্রহণ করেন।

20 March 2010 : ২০১০ সালের আজকের দিনে নেপালি রাজনীতিবিদ গিরিজাপ্রসাদ কৈরালা পরলোক গমন করেন। তিনি বিহারে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে নেপালে চার বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

20 March 2018 : ২০১৪ সালের আজকের দিনে ভারতীয় লেখক, ঔপন্যাসিক, রাজনীতিবিদ, সাংবাদিক এবং কূটনীতিক খুশওয়ান্ত সিং পরলোক গমন করেন। তাঁর বিখ্যাত বই ‘ট্রেন টু পাকিস্তান’। সাহিত্য অবদানের জন্য তিনি ‘পদ্মভূষণ’ পুরস্কার পেয়েছিলেন, যা পরে তিনি ‘অপারেশন ব্লু স্টার’-এর বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে ফিরিয়ে দিয়েছিলেন। পরে তিনি পদ্মবিভূষণে ভূষিত হন। তিনি সাহিত্য আকাদেমি ফেলোশিপ লাভ করেন।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২০ মার্চ | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 20 March

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২০ মার্চ : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

20 March 1989 : ১৯৮৯ সালের আজকের দিনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উদ্বোধনী তথা ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবাল জন্মগ্রহণ করেন।

20 March 1991 : ১৯৯১ সালের আজকের দিনে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া দায়িত্ব গ্রহণ করেন।

20 March 2013 : ২০১৩ সালের আজকের দিনে বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি জিল্লুর রহমান পরলোক গমন করেন।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২০ মার্চ | Today’s famous day in the history of the world (Bengali) : 20 March

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২০ মার্চ, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 20 March, Today’s Famous day on 20 March in the World. On this day Historical Famous Events in The World)

20 March 1497 : ১৪৯৭ সালের আজকের দিনে ইনকা সম্রাট আটাহুয়ালপা জন্মগ্রহণ করেন।

20 March 1602 : ১৬০২ সালের আজকের দিনে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানিটি গঠিত হয়েছিল। এটি ভারত ও দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলির সাথে বাণিজ্য নিশ্চিত করার জন্য গঠিত হয়েছিল।

20 March 1815 : ১৮১৫ সালের আজকের দিনে এলব থেকে পালিয়ে নেপোলিয়ন প্যারিসে প্রবেশ করে ১০০ দিনের শাসনকালের সূচনা করেন।

20 March 1828 : ১৮২৮ সালের আজকের দিনে নরওয়ে দেশের নাট্যকার হেনরিক ইবসেন জন্মগ্রহণ করেন।

20 March 1956 : ১৯৫৬ সালের আজকের দিনে তিউনিশিয়া ফ্রান্স থেকে স্বাধীনতা অর্জন করেছিল।

20 March 2012 : ২০১২ সালের আজকের দিনে ইরাকের দশটি শহরে পরস্পর সন্ত্রাসী হামলায় ৫২ জন নিহত এবং ২৫০ জনেরও বেশি আহত হয়েছিল।

আজকের বিখ্যাত জন্মদিন : ২০ মার্চ | Today Famous Birthdays : 20 March

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 20 March. On this day Famous Birthdays in Bengali)

20 March 1615 : ১৬১৫ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন মোগল সম্রাট শাহজাহান ও তার স্ত্রী মুমতাজ মহল এর বড় পুত্র দারা শিকো (DaraShikoh)। তিনি সর্বপ্রথম ফার্সি ভাষায় ভগবত গীতা ও উপনিষদ অনুবাদ করেন। তার ছোট ভাই আওরঙ্গজেব এর সাথে সাম্রাজ্য নিয়ে যুদ্ধে দারা শিকোহ পরাজিত হন। আওরঙ্গজেবের আদেশে তার শিরোচ্ছেদ করা হয়।

20 March 1920 : ১৯২০ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন স্বনামধন্য বাঙালি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী চিন্ময় লাহিড়ী (Acharya Chinmoy Lahiri)। তিনি বংশপরম্পরায় সঙ্গীতশিল্পী না হয়ে, রেওয়াজের শ্রমে আর তালিমের গুণে যেমন একাধারে বাংলা তথা ভারতের খ্যাতনামা সঙ্গীতশিল্পী হয়েছিলেন, তেমনি বিভিন্ন রাগে ঠুমরি, দাদরা, হোলি, ত্রিবট, চতুরঙ্গ, গীত, ভজন, গজল সহ বাংলা রাগপ্রধান সঙ্গীতের স্রষ্টা ছিলেন।

20 March 1921 : ১৯২১ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন ভারতের রাজনীতিবিদ পি. সি. আলেকজান্ডার (Padinjarethalakal Cherian Alexander)। তিনি তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে এবং পরে মহারাষ্ট্রের রাজ্যপাল হিসাবে দায়িত্ব পালন করেন। ২০০২ সালে তিনি ভারতীয় রাষ্ট্রপতির পদের জন্য সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত ছিলেন। তিনি তাঁর আত্মজীবনী ‘থ্রু দ্য করিডর অফ পাওয়ার’ এবং ‘মাই ইয়ারস উইথ ইন্দিরা গান্ধী’ এবং ‘দ্য পেরিলস্‌ অফ ডেমোক্রেসি’’ সহ বিভিন্ন গ্রন্থ লিখেছেন।

20 March 1951 : ১৯৫১ সালে আজকের দিনে অমৃতসরে(পাঞ্জাব) জন্ম গ্রহণ করেন ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার মদনলাল (Madan Lal Udhouram Sharma)। তিনি ভারতীয় জাতীয় ক্রিকেট কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন এবং ১৯৮৩ সালে ভারতীয় ক্রিকেট দলের সদস্য হিসেবে বিশ্বকাপ জিতেছিলেন। ২০০৯ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নেন।

20 March 1952 : ১৯৫২ সালে আজকের দিনে চেন্নাইয়ে (তামিলনাড়ু) জন্ম গ্রহণ করেন আন্তর্জাতিক ভারতীয় টেনিস খেলোয়াড় আনন্দ অমৃতরাজ (Anand Amritraj)।

20 March 1966 : ১৯৬৬ সালে আজকের দিনে কলকাতায় এক গুজরাতি পরিবারে জন্ম গ্রহণ করেন বলিউডের সুরসম্রাজ্ঞীর একাধিপত্য “মেলোডি কুইন” অলকা যাজ্ঞিক (Alka Yagnik)। মাত্র ১৪ বছর বয়সে বলি ইন্ডাস্ট্রিতে গানে ডেবিউ তাঁর। দু’হাজারেরও বেশি গান রেকর্ড করেছেন তিনি। অন্তত ১৬টি ভাষায় গান গেয়েছেন। নব্বইয়ের দশকে তাঁর গানই মাতিয়ে রাখত দর্শকদের। লতা মঙ্গেশকর এবং আশা ভোঁসলের পর তাঁর নামই উচ্চারিত হত সুরের দুনিয়ায়।

20 March 1977 : ১৯৭৭ সালে আজকের দিনে মুম্বাইয়ে জন্ম গ্রহণ করেন মডেল এবং বলিউড অভিনেত্রী গায়েত্রী জোশি (Gayatri Joshi)। তার প্রথম চলচ্চিত্র ছিল ২০০৪-এ স্বদেশ।

20 March 1986 : ১৯৮৬ সালে আজকের দিনে দিল্লীত জন্ম গ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, মডেল এবং প্রাক্তন বিউটি কুইন রিচা গঙ্গোপাধ্যায়/অন্তরা রিচা গঙ্গোপাধ্যায় (Richa Langella)।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ২০ মার্চ | Today Famous Deaths : 20 March

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 20 March. On this day Famous Deaths in Bengali)

20 March 1925 : ১৯২৫ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ব্রিটিশ ভারতের ভাইসরয় লর্ড কার্জন (Lord Curzon)। তিনি ১৮৯৯ থেকে ১৯০৫ সাল পর্যন্ত ভারতের ভাইসরয় হিসেবে কাজ করেছিলেন। ভারতে এই সময়কালের মধ্যে ইতিহাসের সবচেয়ে বড় মাপের  দুর্ভিক্ষের মুখোমুখি হয়েছিল, যার ফলে ১০ লাখেরও বেশি মানুষ অনাহারে মারা গিয়েছিলেন। কিছু ঐতিহাসিক এই সংখ্যাটা  প্রায় ৪ মিলিয়ন (চল্লিশ লাখ)এর কাছাকাছি বলে অনুমান করেন।

20 March 1926 : ১৯২৬ সালে আজকের দিনে কলকাতায় মৃত্যুবরণ করেন ব্রিটিশ ভারতের বাঙালি কবি কাজী ইমদাদুল হক (Qazi Imdadul Haq)। । তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহ: অাঁখিজল (১৯০০), নবীকাহিনী (১৯১৭), প্রবন্ধমালা (১৯১৮), কামারের কান্ড (১৯১৯) ও আবদুল্লাহ (১৯৩২)। আবদুল্লাহ উপন্যাসের লেখক হিসেবেই তাঁর সমধিক পরিচিতি।

20 March 1962 : ১৯৬২ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন বীরেশচন্দ্র গুহ (Biresh Chandra Guha) , তিনি প্রখ্যাত প্রাণ-রসায়ণবিদ ও অন্যতম বিশিষ্ট অধ্যাপক – ভারতে প্রাণ-রসায়ণের জনক হিসাবে পরিচিতি।

20 March 1973 : ১৯৭৩ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন প্রখ্যাত বাঙালি সাঁতারু শ্যামাপদ গোস্বামী (Shyamapada Goswami)।

20 March 1988 : ১৯৮৮ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন কলকাতার বিশিষ্ট বাঙালি সঙ্গীত শিল্পী অখিলবন্ধু ঘোষ (Akhil Bandhu Ghosh)। তার জনপ্রিয় গানের মধ্যে উল্লেখযোগ্য : সেসিন চাঁদের আলো চেয়েছিলো জানতে , পিয়াল শাখার ফাঁকে ওঠে , তোমার ভুবনে ফুলের মেলা , ও দয়াল বিচার কর , কেন তুমি বদলে গেছ।

20 March 1993 : ১৯৯৩ সালে আজকের দিনে কলকাতায় মৃত্যুবরণ করেন খ্যাতনামা ভারতীয় বাঙালি সাংবাদিক ও সাহিত্যিক বিবেকানন্দ মুখোপাধ্যায় (Vivekananda Mukhopadhyaya)। সাংবাদিক হিসেবে তিনি পদ্মভূষণ পুরস্কার লাভ করেন।

20 March 2003 : ২০০৩ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন কলকাতায় জন্ম গ্রহণকারি ভারতীয় আন্তর্জাতিক ফুটবল খেলোয়াড় কৃশানু দে (Krishanu Dey)। খেলোয়াড় জীবনে তিনি আক্রমণাত্বক মিডফিল্ডার ছিলেন এবং তার ক্রীড়ানৈপুণ্যের জন্য ভারতীয় মারাদোনা নামে সুপরিচিত ছিলেন।

20 March 2008 : ২০০৮ সালে আজকের দিনে তামিলনাড়ুর চেন্নাইয়ে মৃত্যুবরণ করেন প্রখ্যাত দক্ষিণ ভারতীয় অভিনেতা সোবহান বাবু (Sobhan Babu)।

20 March 2010 : ২০১০ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন নেপালি রাজনীতিবিদ গিরিজাপ্রসাদ কৈরালা (Girija Prasad Koirala)। তিনি বিহারে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে নেপালে চার বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

20 March 2014 : ২০১৪ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ভারতীয় লেখক, ঔপন্যাসিক, রাজনীতিবিদ, সাংবাদিক এবং কূটনীতিক খুশবন্ত সিং (Khushwant Singh)। তাঁর বিখ্যাত বই ‘ট্রেন টু পাকিস্তান’। সাহিত্য অবদানের জন্য তিনি ‘পদ্মভূষণ’ পুরস্কার পেয়েছিলেন, যা পরে তিনি ‘অপারেশন ব্লু স্টার’-এর বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে ফিরিয়ে দিয়েছিলেন। পরে তিনি পদ্মবিভূষণে ভূষিত হন। তিনি সাহিত্য আকাদেমি ফেলোশিপ লাভ করেন।

আজকের দিনে ইতিহাস প্রশ্ন ও উত্তর : ২০ মার্চ | Today’s History Question and Answer : 20 March | History QNA 

  1. আন্তর্জাতিক সুখ দিবস কবে পালন করা হয়?

Ans. ২০ মার্চ (20 March) আন্তর্জাতিক সুখ দিবস পালন করা হয়।

  1. বিশ্ব মৌখিক স্বাস্থ্য দিবস কবে পালন করা হয়?

Ans. ২০ মার্চ (20 March) বিশ্ব মৌখিক স্বাস্থ্য দিবস পালন করা হয়।

  1. বিশ্ব চড়ুই দিবস কবে পালন করা হয়?

Ans. ২০ মার্চ (20 March) বিশ্ব চড়ুই দিবস পালন করা হয়।

  1. মোগল সম্রাট শাহজাহান ও তার স্ত্রী মুমতাজ মহল এর বড় পুত্র দারা শিকো কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৬১৫ সালের ২০ মার্চ (20 March 1615) মোগল সম্রাট শাহজাহান ও তার স্ত্রী মুমতাজ মহল এর বড় পুত্র দারা শিকো জন্মগ্রহণ করেন।

  1. বাঙালি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী চিন্ময় লাহিড়ী কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯২০ সালের ২০ মার্চ (20 March 1920) বাঙালি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী চিন্ময় লাহিড়ী জন্মগ্রহণ করেন।

  1. ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার মদনলাল কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৫১ সালের ২০ মার্চ (20 March 1951) ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার মদনলাল জন্মগ্রহণ করেন।

আজকের বিখ্যাত দিনে ২০ মার্চ – The Famous Day 20 March in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ২০ মার্চ | Today’s Historical Events : 20 March (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। এই পোস্টটি লেখার জন্য On this day, Wikipedia, Bornglorious, Google এই উৎসগুলো থেকে কিছু তথ্য সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *