Close Ad close
Breaking
Sun. Jan 12th, 2025
আজকের দিনে ইতিহাসের পাতায় ২১ মার্চ | Today's Historical Events 21 Marchআজকের দিনে ইতিহাসের পাতায় ২১ মার্চ | Today's Historical Events 21 March

আজকের দিনে ইতিহাসের পাতায় ২১ মার্চ | Today’s Historical Events 21 March in Bengali

আজকের দিনে ইতিহাসের পাতায় ২১ মার্চ  : Today’s Historical Events 21 March in Bengali : আজকের বিখ্যাত দিনে ২১ মার্চ ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ২১ মার্চ  : Today’s Historical Events 21 March) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা  ইতিহাসে ২১ মার্চ।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২১ মার্চ | Today’s Famous Day or Important Day in Bengali : 21 March

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২১ মার্চ – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 21 March. On this day Important Day in Bengali)

21 March : আজ ২১ মার্চ – বিশ্ব কবিতা দিবস (World Poetry Day)। ১৯৯৯ সালে ইউনেস্কো ২১ মার্চ তারিখটিকে বিশ্ব কবিতা দিবস হিসেবে ঘোষণা করে। এই দিবস পালনের উদ্দেশ্য হল বিশ্বব্যাপী কবিতা পাঠ, রচনা, প্রকাশনা ও শিক্ষাকে উৎসাহিত করা। ইউনেস্কোর অধিবেশনে এই দিবস ঘোষণা করার সময় বলা হয়েছিল, “এই দিবস বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক কবিতা আন্দোলনগুলিকে নতুন করে স্বীকৃতি ও গতি দান করবে।”

21 March : আজ ২১ মার্চ – বিশ্ব ডাউন সিনড্রোম দিবস (World Down Syndrome Day)। আমাদের দেহে কোষের মধ্যকার ক্রোমোজমের ভেতর অবস্থিত ডিএনএকে বলা হয় বংশগতির ধারক ও বাহক। বিভিন্ন বৈশিষ্ট্য যেমন আচার, আচরণ, বুদ্ধিমত্তা, চেহারা, উচ্চতা, গায়ের রং সবকিছুই এই ডিএনএর মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। এই ডিএনএ কিংবা ক্রোমোজমে কোনো অসামঞ্জস্যতা দেখা দিলে বিভিন্ন রকমের শারীরিক ও মানসিক ত্রুটি দেখা দেয়। এগুলোকে বলা হয় জেনেটিক ত্রুটি। ডাউন সিনড্রোম এ রকমই একটি জন্মগত জেনেটিক ত্রুটি। পৃথিবীতে প্রায় ৭০ লাখ ডাউন সিনড্রোমে আক্রান্ত ব্যক্তি রয়েছেন। মানব ভ্রুণকোষে ২৩ জোড়া ক্রোমোজম থাকে- এরকম প্রতি জোড়া ক্রোমোজমে বিদ্যমান দুটি ক্রোমোজমের একটি আসে বাবার কাছ থেকে, আর আরেকটি আসে মায়ের কাছ থেকে। ডাউন সিনড্রোম হলে আরও একটি বাড়তি ক্রোমোজম ২১ নম্বর ক্রোমোজম জোড়ের জায়গায় ঢুকে পড়ে৷ তখন ২১তম স্থানে ক্রোমোজমের সংখ্যা ২টির বদলে হয়ে যায় ৩টি। একে ‘ট্রাইসোমি ২১’ বলা হয়৷ ৯৫ শতাংশ ডাউন সিনড্রোমই এ কারণে হয়ে থাকে বলে গবেষকরা মনে করেন৷ ২১ নম্বর ক্রোমোজম সংখ্যায় তিনটি থাকে বলে ২১/৩ অর্থাৎ একুশ মার্চ বিশ্ব ডাউন সিনড্রোম দিবস হিসাবে পালিত হয়।

21 March : আজ ২১ মার্চ – বিশ্ব বন দিবস (International Day of Forests)। ১৯৯২ সালে ‘রিও ঘোষণা’য় বন সৃজন ও রক্ষার্থে কার্যকর পদক্ষেপ গ্রহণে জাতিসংঘ সিদ্ধান্ত নেয়। এরপর ২০১২ সালে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় বন ও বনভূমির নিরাপত্তা রক্ষার্থে ২১ মার্চকে বিশ্ব বন দিবস ঘোষণা করা হয়। সেই থেকে ২১ মার্চকে বিশ্ব বন দিবস হিসেবে পালন করা হচ্ছে। The theme of the International Day of Forests for 2021 is “Forest restoration: a path to recovery and well-being.”

21 March : আজ ২১ মার্চ – বিশ্ব পুতুলনাট্য দিবস (World Doll Drama Day)। ২০০৩ সাল থেকে বিশ্ব পুতুলনাট্য সংস্থা দিবসটি পালন করে আসছে। ভারতবর্ষ পুতুলনাট্যের আদিভূমি এবং বাংলাদেশে পুতুলনাট্যের ঐতিহ্য হাজার বছরের। এমন কোনো জাতি-গোষ্ঠী-ধর্ম-বর্ণের মানুষ নেই, যারা শিশুর মুখে হাসি ফোটাতে হাতে পুতুল তুলে দেন না। ছেলে-মেয়ে সবারই শৈশবে পুতুল খেলার অভিজ্ঞতা রয়েছে। তথ্যের প্রচার, গণসচেতনতা সৃষ্টিসহ শিশুশিক্ষা, বিজ্ঞাপন, পরিবেশ-উন্নয়ন, সামাজিক ও পারিবারিক সম্পর্ক উন্নয়নে ‘পুতুলনাট্য’ অন্যতম শক্তিশালী শিল্পমাধ্যম।

21 March : আজ ২১ মার্চ – আন্তর্জাতিক রং দিবস (International Colour Day)। দিসবটি যথাযথ বিবেচিত হয়ে আসছে, যখন থেকে রঙ দৃশ্যমান উপলব্ধির বিষয় হয়ে উঠেছে। এটি মানব জীবনের সবচেয়ে প্রভাবশালী ঘটনাগুলির একটি এবং এমন এক মাধ্যম যা বাস্তবতা অনুধাবনের ক্ষেত্রে সর্বাধিক অবদান রাখে। বিশ্বব্যাপী আন্তর্জাতিক রঙ দিবসের মাধ্যমে স্মরণীয় রঙের কার্যক্রমসমূহ ক্রমবর্ধমানভাবে বিকশিত হচ্ছে।

21 March : আজ ২১ মার্চ – আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস (International day for the elimination of racial discrimination)। বৈষম্যহীন ও জাতপাতের মতো অভিশপ্ত সামাজিক ব্যধিমুক্ত সমাজ গড়ার অনুপ্রেরণার দিন আজ। কলঙ্কমুক্ত মানবিক সমাজের স্বপ্ন দেখার দিন আজ। যেখানে উঁচু-নিচু, ফর্সা-কালো, পৃথিবীর তাবৎ ধর্ম-বর্ণ-জাতি-শ্রেণি নির্বিশেষে সর্বত্র সমতা ও সম্প্রীতি বিরাজ করবে। প্রতিবছরের মত এই বছরও পৃথিবীর বিভিন্ন দেশে এই দিনটিকে যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে।এই মহান দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপটের দিকে দৃষ্টিপাত করলে দেখা যায়: দক্ষিণ আফ্রিকার শার্পভ্যালিতে সাধারণ জনগণ জাতিগত বর্ণ বৈষম্য বিল পাশের বিরুদ্ধে ১৯৬০ সালে একটি শান্তিপূর্ণ মিছিল বের করে এবং পুলিশ বিনা উস্কানিতে মিছিলে গুলি করে ৬৯ জন নিরীহ মানুষকে হত্যা করে। মর্মান্তিক এই ঘটনাকে উল্লেখ করে জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৬৬ সালে সকল দেশের সকল মানুষের মধ্যে বিদ্যমান বৈষম্য কমানোর জন্য সকল দেশের প্রতি জোরালোভাবে কাজ করার প্রয়োজনীয়তা তুলে ধরে। এরই ধারাবাহিকতায় ১৯৭৯ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ জাতিগত বৈষম্য কমানোর জন্য সংহতি সপ্তাহ ঘোষণাসহ প্রতিবছর ২১ মার্চকে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস ঘোষণা করে। সেই থেকে ২১ মার্চ সারা বিশ্বে একযোগে এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় ‘আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস’ হিসেবে পালন করে আসছে।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২১ মার্চ | Today’s Famous Day in History (Bengali) : 21 March

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২১ মার্চ | Today’s famous day in the history of India (Bengali) : 21 March

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২১ মার্চ । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 21 March. Today’s Famous day on 21 March in India. On this day Historical Famous Events in India)

21 March 1791 : ১৭৯১ সালের আজকের দিনে ৩য় অ্যাংলো-মাইসোর যুদ্ধের শেষ দিনে ব্রিটিশ সৈন্যরা টিপু সুলতানের কাছ থেকে ব্যাঙ্গালোর দখল করে নেয়।

21 March 1836 : ১৮৩৬ সালের আজকের দিনে কলকাতায় প্রথম গ্রন্থাগার স্থাপিত হয়।

21 March 1887 : ১৮৮৭ সালের আজকের দিনে ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ও ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহনকারী বিপ্লবী মানবেন্দ্র নাথ রায় জন্মগ্রহণ করেন।

21 March 1916 : ১৯১৬ সালের আজকের দিনে ভারতীয় সানাই বাদক উস্তাদ বিসমিল্লাহ খান জন্মগ্রহণ করেন। বারাণসীতে জন্মগ্রহণকারী উস্তাদ বিসমিল্লাহ মূলত সানাই বাদক ছিলেন এবং ভারতে সানাই নামক বাদ্যযন্ত্রটিকে প্রবল জনপ্রিয় করার ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ভারতীয় শাস্ত্রীয় সংগীতে উস্তাদ সানাই বাদক হিসেবে তাঁর অবদানের জন্য তিনি ভারত সরকার কর্তৃক ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘ভারতরত্ন’ লাভ করেন। তাঁর আগে বাদ্যযন্ত্র শিল্পী হিসেবে কেবলমাত্র দু’জন ‘ভারতরত্ন’ সম্মান লাভ করেছিলেন।

21 March 1978 : ১৯৭৮ সালের আজকের দিনে ভারতীয় অভিনেত্রী রাণী মুখার্জী জন্মগ্রহণ করেন।। এখনও পর্যন্ত তিনি মোট ৭টি ফিল্মফেয়ার পুরষ্কার পেয়েছেন।

21 March 2003 : ২০০৩ সালের আজকের দিনে অধ্যাপক, গবেষক ও পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির ভূতপূর্ব সভাপতি অসিতকুমার বন্দ্যোপাধ্যায় পরলোক গমন করেন।

21 March 1934 : ১৯৩৪ সালের আজকের দিনে ভারতীয় জাতীয় কংগ্রেসের সিনিয়র সদস্য রাজনীতিবিদ বুটা সিং জন্মগ্রহণ করেন। তিনি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং পরে বিহারের রাজ্যপাল হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।

21 March 1942 : ১৯৪২ সালের আজকের দিনে ভারতীয় ধাতববিদ ও প্রশাসক পি. রামচন্দ্র রাও জন্মগ্রহণ করেন। তিনি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অনুষদ ও উপাচার্য হওয়ার অনন্য নজির গড়েছিলেন। বিজ্ঞানে অবদান রাখার জন্য তিনি পরবর্তীকালে ‘ভাটনগর পুরস্কার’ পান।

21 March 2003 : ২০০৩ সালের আজকের দিনে ভারতীয় লেখক গৌরা পান্ত্‌ পরলোক গমন করেন। তিনি মূলত শিবানী ছদ্মনামে জনপ্রিয় ছিলেন। তিনি হিন্দি কথাসাহিত্য এবং গল্পের অগ্রগামীদের একজন হিসাবে গণ্য হন। ‘সুরঙ্গা’, ‘রাতি বিলাপ’, ‘তিসরা ভিটা’ প্রভৃতি অনেক জনপ্রিয় বই তিনি লিখেছেন। হিন্দী সাহিত্যে তাঁর অবদানের জন্য তাঁকে ভারত সরকার ‘পদ্মশ্রী পুরস্কার’ প্রদান করে।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২১ মার্চ | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 21 March

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২১ মার্চ : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

21 March 1948 : ১৯৪৮ সালের আজকের দিনে রেসকোর্স ময়দানে অনুষ্ঠিত জনসভায় পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন যে, ‘উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা।‘ উপস্থিত জনতা ‘না, না’ বলে তাঁর উক্তির তীব্র প্রতিবাদ জানায়।

21 March 1974 : ১৯৭৪ সালের আজকের দিনে কঙ্গো প্রজাতন্ত্র স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়।

21 March 1985 : ১৯৮৫ সালের আজকের দিনে বাংলাদেশে গণভোট সংগঠিত হয়।

21 March 2002 : ২০০২ সালের আজকের দিনে বাংলাদেশের জাতীয় সংসদে বঙ্গবন্ধুর ছবি অপসারণ বিল পাস।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২১ মার্চ | Today’s famous day in the history of the world (Bengali) : 21 March

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২১ মার্চ, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 21 March, Today’s Famous day on 21 March in the World. On this day Historical Famous Events in The World)

21 March 1413 : ১৪১৩ সালের আজকের দিনে পঞ্চম হেনরি ইংল্যান্ডের পরবর্তী রাজা হিসেবে মান্যতা পান। ৯ এপ্রিল ১৪১৩ সালে তিনি ইংল্যান্ডের সিংহাসনে অভিষিক্ত হন।

21 March 1685 : ১৬৮৫ সালের আজকের দিনে জার্মান সুরকার জোহান সেবাস্টিয়ান বাখ জন্মগ্রহণ করেন।

21 March 1829 : ১৮২৯ সালের আজকের দিনে স্পেনে ভূমিকম্পে ২৮৯ লোক নিহত হয়।

21 March 1955 : ১৯৫৫ সালের আজকের দিনে আমেরিকান গায়ক, গীতিকার বব বেন্নেট জন্মগ্রহণ করেন।

21 March 1961 : ১৯৬১ সালের আজকের দিনে প্রসিদ্ধ জার্মান ফুটবল খেলোয়াড় লোথার ম্যাথেয়াস জন্মগ্রহণ করেন।

21 March 1975 : ১৯৭৫ সালের আজকের দিনে ইথিওপিয়ায় সামরিক সরকার কর্তৃক রাজকীয় সম্রাটের পদ বিলোপ করা হয়।

21 March 1990 : ১৯৯০ সালের আজকের দিনে দক্ষিণ আফ্রিকার কাছ থেকে নামিবিয়া স্বাধীনতা লাভ করে।

21 March 2006 : ২০০৬ সালের আজকের দিনে টুইটার নামক প্রখ্যাত জনপ্রিয় স্যোসাল নেটওয়ার্ক সাইটটি প্রতিষ্ঠিত হয়৷

আজকের বিখ্যাত জন্মদিন : ২১ মার্চ | Today Famous Birthdays : 21 March

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 21 March. On this day Famous Birthdays in Bengali)

21 March 1861 : ১৮৬১ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন প্রখ্যাত ভারতীয় বহুভাষাবিদ ও পণ্ডিত ব্যক্তিত্ব শ্রীশচন্দ্র বসু (Srisa Chandra Vasu)। ১৮৯১ খ্রিস্টাব্দে তিনি ‘পাণিনীয় অষ্টাধ্যায়ী’ র ইংরাজীতে অনুবাদ করে সুপরিচিত হন। 

21 March 1887 : ১৮৮৭ সালে আজকের দিনে আড়বেলিয়াতে (২৪ পরগণা জেলা,ব্রিটিশ ভারত) জন্ম গ্রহণ করেন ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নাথ রায় (Manabendra Nath Roy)।  তার আসল নাম ছিল নরেন্দ্রনাথ ভট্টাচার্য। তিনি ১৯২০ খ্রিষ্টাব্দের ১৭ই অক্টোবর সোভিয়েত ইউনিয়নের তাসখন্দে ভারতের কমিউনিস্ট পার্টি গঠন করেন। তিনি সমাজতাত্তিকদের কাছে একজন ‘র‌্যাডিক্যাল হিউম্যানিস্ট’ হিসেবে পরিচিত।

21 March 1916 : ১৯১৬ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন বিখ্যাত ভারতীয় সানাই বাদক ওস্তাদ বিসমিল্লাহ খান সাহেব (Ustad Bismillah Khan)। সানাইকে উচ্চাঙ্গ সঙ্গীত বাদনের মর্যাদায় অধিষ্ঠিত করে এই অমর শিল্পী ভারতের উচ্চাঙ্গ শাস্ত্রীয় সঙ্গীত জগতে ওস্তাদ উপাধিতে ভূষিত হয়েছেন। উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পীদের মধ্যে তিনি তৃতীয় যাঁরা ভারতরত্ন পদক পেয়েছেন। তিনি ছিলেন অল্পসংখ্যক গুণীদের মধ্যে একজন যিনি ভারতের চারটি সর্বোচ্চ বেসামরিক পদকে সম্মানিত হয়েছেন।

21 March 1934 : ১৯৩৪ সালে আজকের দিনে পাঞ্জাবে জন্ম গ্রহণ করেন ভারতীয় জাতীয় কংগ্রেসের সিনিয়র সদস্য রাজনীতিবিদ বুটা সিং (Buta Singh)। তিনি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং পরে বিহারের রাজ্যপাল হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।

21 March 1942 : ১৯৪২ সালে আজকের দিনে অন্ধ্র প্রদেশে জন্ম গ্রহণ করেন ভারতীয় ধাতববিদ ও প্রশাসক পি. রামচন্দ্র রাও (Patcha Ramachandra Rao)। তিনি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অনুষদ ও উপাচার্য হওয়ার অনন্য নজির গড়েছিলেন। বিজ্ঞানে অবদান রাখার জন্য তিনি পরবর্তীকালে ‘ভাটনগর পুরস্কার’ পান।

21 March 1978 : ১৯৭৮ সালে আজকের দিনে মুম্বাইয়ে জন্ম গ্রহণ করেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাণী মুখার্জী(Rani Mukherji)। তিনি ২০০০-এর দশকের বলিউডের অন্যতম জনপ্রিয় ও সর্বোচ্চ পারিশ্রমিক গ্রহীতা অভিনেত্রী ছিলেন।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ২১ মার্চ | Today Famous Deaths : 21 March

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 21 March. On this day Famous Deaths in Bengali)

21 March 2003 : ২০০৩ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন গুজরাটের ভারতীয় লেখক গৌরা পান্থ্ (Gaura Pant)। তিনি মূলত শিবানী ছদ্মনামে জনপ্রিয় ছিলেন। তিনি হিন্দি কথাসাহিত্য এবং গল্পের অগ্রগামীদের একজন হিসাবে গণ্য হন। ‘সুরঙ্গা’, ‘রাতি বিলাপ’, ‘তিসরা ভিটা’ প্রভৃতি অনেক জনপ্রিয় বই তিনি লিখেছেন। হিন্দী সাহিত্যে তাঁর অবদানের জন্য তাঁকে ভারত সরকার ‘পদ্মশ্রী পুরস্কার’ প্রদান করে।

21 March 2003 : ২০০৩ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন 

উত্তর চব্বিশ পরগনা জেলার বাংলা সাহিত্যের ইতিহাসকার, বিশিষ্ট অধ্যাপক, গবেষক ও পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির ভূতপূর্ব সভাপতি অসিতকুমার বন্দ্যোপাধ্যায় (Asit Kumar Bandyopadhyay)। নয় খণ্ডে প্রকাশিত তার বাংলা সাহিত্যের ইতিবৃত্ত একটি হিমালয়-প্রতিম কীর্তি এবং এই গ্রন্থখানির জন্য তিনি সারস্বত সমাজে শ্রদ্ধার বিশেষ শ্রদ্ধার আসন অধিকার করেন।

আজকের দিনে ইতিহাস প্রশ্ন ও উত্তর : ২১ মার্চ | Today’s History Question and Answer : 21 March | History QNA 

  1. বিশ্ব কবিতা দিবস কবে পালন করা হয়?

Ans. ২১ মার্চ (21 March) বিশ্ব কবিতা দিবস পালন করা হয়।

  1. বিশ্ববিশ্ব বন দিবস কবে পালন করা হয়?

Ans. ২১ মার্চ (21 March) বিশ্ব বন দিবস পালন করা হয়।

  1. আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস কবে পালন করা হয়?

Ans. ২১ মার্চ (21 March) আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালন করা হয়।

  1. ভারতীয় বহুভাষাবিদ ও পণ্ডিত ব্যক্তিত্ব শ্রীশচন্দ্র বসু কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৬১৫ সালের ২১ মার্চ (21 March 1615) ভারতীয় বহুভাষাবিদ ও পণ্ডিত ব্যক্তিত্ব শ্রীশচন্দ্র বসু জন্মগ্রহণ করেন।

  1. ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নাথ রায় কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯২০ সালের ২১ মার্চ (21 March 1920) ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নাথ রায় জন্মগ্রহণ করেন।

  1. ভারতীয় সানাই বাদক ওস্তাদ বিসমিল্লাহ খান সাহেব কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৫১ সালের ২১ মার্চ (21 March 1951) ভারতীয় সানাই বাদক ওস্তাদ বিসমিল্লাহ খান সাহেব জন্মগ্রহণ করেন।

আজকের বিখ্যাত দিনে ২১ মার্চ – The Famous Day 21 March in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ২১ মার্চ | Today’s Historical Events : 21 March (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। এই পোস্টটি লেখার জন্য On this day, Wikipedia, Bornglorious, Google এই উৎসগুলো থেকে কিছু তথ্য সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *