Close Ad close
Breaking
Sun. Jan 12th, 2025
আজকের দিনে ইতিহাসের পাতায় ২২ জানুয়ারি | Today's Historical Events 22 Januaryআজকের দিনে ইতিহাসের পাতায় ২২ জানুয়ারি | Today's Historical Events 22 January

আজকের দিনে ইতিহাসের পাতায় ২২ জানুয়ারি | Today’s Historical Events 22 January in Bengali

আজকের দিনে ইতিহাসের পাতায় ২২ জানুয়ারি  : Today’s Historical Events 22 January in Bengali : আজকের বিখ্যাত দিনে ২২ জানুয়ারি ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ২২ জানুয়ারি  : Today’s Historical Events 22 January) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা  ইতিহাসে ২২ জানুয়ারি।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২২ জানুয়ারি | Today’s Famous Day or Important Day in Bengali : 22 January

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২২ জানুয়ারি – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 22 January. On this day Important Day in Bengali)

22 January : আজ ২২ জানুয়ারি – বিশ্ব জীবন উদযাপন দিবস।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২২ জানুয়ারি | Today’s Famous Day in History (Bengali) : 22 January

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২২ জানুয়ারি | Today’s famous day in the history of India (Bengali) : 22 January

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২২ জানুয়ারি । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 22 January. Today’s Famous day on 22 January in India. On this day Historical Famous Events in India)

22 January 1666 : ১৬৬৬ সালের আজকের দিনে পঞ্চম মোঘল সম্রাট শাহজাহানের মৃত্যু হয়।

22 January 1760 : ১৭৬০ সালের আজকের দিনে ভারতে ওয়ান্দিওয়াশের যুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনী ফরাসি সেনাবাহিনীকে পরাজিত করে।

22 January 1849 : ১৮৪৯ সালের আজকের দিনে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মুলতান অধিগ্রহণের মধ্য দিয়ে দ্বিতীয় ইঙ্গ-শিখ যুদ্ধ সমাপ্ত হয়।

22 January 1999 : ১৯৯৯ সালের আজকের দিনে পূর্ব ভারতে উগ্র হিন্দুত্ববাদীরা অস্ট্রেলীয় মিশনারি গ্রাহাম স্টেইনস এবং তাঁর দুই সন্তানকে গাড়িতে নিদ্রামগ্ন অবস্থায় আগুনে পুড়িয়ে হত্যা করে।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২২ জানুয়ারি | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 22 January

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২২ জানুয়ারি : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

22 January 1972 : ১৯৭২ সালের আজকের দিনে বাংলাদেশকে স্বাধীন ও স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় যুগোস্লাভিয়া।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২২ জানুয়ারি | Today’s famous day in the history of the world (Bengali) : 22 January

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২২ জানুয়ারি, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 22 January, Today’s Famous day on 22 January in the World. On this day Historical Famous Events in The World)

22 January 1517 : ১৫১৭ সালের আজকের দিনে অটোমান তুর্কীদের সেনাবাহিনী মামেলুক সলতনৎ-এর রাজধানী কায়রো অধিগ্রহণ করে।

22 January 1561 : ১৫৬১ সালের আজকের দিনে ইংরেজ দার্শনিক ফ্রান্সিস বেকন জন্মগ্রহণ করেন।

22 January 1771 : ১৭৭১ সালের আজকের দিনে স্পেন ফকল্যান্ড দীপপুঞ্জটি ইংল্যান্ডের হাতে ছেড়ে দিতে সম্মত হয়।

22 January 1837 : ১৮৩৭ সালের আজকের দিনে দক্ষিণ সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে সহস্রাধিক মানুষের মৃত্যু ঘটে।

22 January 1901 : ১৯০১ সালের আজকের দিনে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের রাণী এবং ভারতের সম্রাজ্ঞী ভিক্টোরিয়ার মৃত্যু হয়।

22 January 1905 : ১৯০৫ সালের আজকের দিনে রাশিয়ায় প্রথম বিপ্লবের সূচনা হয়। রাশিয়ায় ইতিহাসে এই দিনটি ‘রক্তাক্ত রবিবার’ নামে পরিচিত।

22 January 1909 : ১৯০৯ সালের আজকের দিনে জাতিসংঘের তৃতীয় মহাসচিব ইউ থান্ট বার্মায় (বর্তমান মায়ানমার) জন্মগ্রহণ করেন।

22 January 1927 : ১৯২৭ সালের আজকের দিনে টেডি ওয়াকেলাম প্রথম কোনও ফুটবল ম্যাচ চলাকালীন রেডিওতে লাইভ ভাষ্য দেন। এই ম্যাচটি হাইবারি তে অনুষ্ঠিত হয়েছিল আর্সেনাল এফ.সি ও শেফিল্ড ইউনাইটেডের মধ্যে।

22 January 1946 : ১৯৪৬ সালের আজকের দিনে মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান ‘সি.আই.এ’ প্রতিষ্ঠা করেন।

22 January 1970 : ১৯৭০ সালের আজকের দিনে পৃথিবীর প্রথম জাম্বোজেট ‘বোয়েং ৭৪৭’ বাণিজ্যিক পরিষেবা প্রদান শুরু করে।

22 January 1984 : ১৯৮৪ সালের আজকের দিনে অ্যাপল-এর ‘ম্যাকিনটস’ সর্বসাধারণের ব্যবহার উপযোগী মাউস ও গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস যুক্ত প্রথম কম্পিউটার হিসেবে বাণিজ্যিক ভাবে আত্মপ্রকাশ করে।

22 January 1990 : ১৯৯০ সালের আজকের দিনে সোভিয়েত রাষ্ট্রপতি মিখাইল গর্বাচেভ সোভিয়েত প্রজাতান্ত্রিক আজারবাইজানে লালফৌজের সেনাদের প্রেরণ করেন।

22 January 1991 : ১৯৯১ সালের আজকের দিনে মধ্য প্রাচ্যে উপমহাসাগরীয় যুদ্ধ চলাকালীন ইরাকি সৈন্যরা কুয়েতের আল ওয়াফবার তেলের খনি জ্বালিয়ে দেয়।

22 January 2005 : ২০০৫ সালের আজকের দিনে প্রভাবশালী মার্কিন ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প (বর্তমান মার্কিন রাষ্ট্রপতি) মডেল মেলানিয়া নাউস কে বিবাহ করেন।

22 January 2014 : ২০১৪ সালের আজকের দিনে বামন গ্রহ সেরেসে জলীয় বাষ্প শনাক্ত করা হয়।

আজকের বিখ্যাত জন্মদিন : ২২ জানুয়ারি | Today Famous Birthdays : 22 January

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 22 January. On this day Famous Birthdays in Bengali)

22 January 1916 : ১৯১৬ সালের আজকের দিনে ভারতের গুজরাটে জন্মগ্রহণ করেন হরিলাল উপাধ্যায়, তিনি গুজরাটি লেখক, কবি, জ্যোতিষবিদ (মৃত্যু: 1994)।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ২২ জানুয়ারি | Today Famous Deaths : 22 January

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 22 January. On this day Famous Deaths in Bengali)

22 January 1666 : ১৬৬৬ সালের আজকের দিনে ভারতের প্রথম মোগল সম্রাট শাহ জাহান (1628-58) যিনি তাঁর প্রিয় স্ত্রী মমতাজ মহলের জন্য তাজমহল তৈরি করেছিলেন, 74 বছর বয়সে তাঁর মৃত্যু হয়।

আজকের দিনে ইতিহাস প্রশ্ন ও উত্তর : ২২ জানুয়ারি | Today’s History Question and Answer : 22 January | History QNA 

  1. বিশ্ব জীবন উদযাপন দিবস কবে পালন করা হয়?

Ans. ২২ জানুয়ারি (22 January) বিশ্ব জীবন উদযাপন দিবস পালন করা হয়।

  1. হরিলাল উপাধ্যায় কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯১৬ সালের ২২ জানুয়ারি (22 January 1916) ভারতের গুজরাটে জন্মগ্রহণ করেন হরিলাল উপাধ্যায়। তিনি গুজরাটি লেখক, কবি, জ্যোতিষবিদ।

  1. ভারতের প্রথম মোগল সম্রাট শাহ জাহান কবে মারা যান?

Ans. ১৬৬৬ সালের ২২ জানুয়ারি (22 January 1666) ভারতের প্রথম মোগল সম্রাট শাহ জাহান 74 বছর বয়সে মারা যান। যিনি তাঁর প্রিয় স্ত্রী মমতাজ মহলের জন্য তাজমহল তৈরি করেছিলেন।

  1. যুগোস্লাভিয়া কবে বাংলাদেশকে স্বাধীন ও স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়?

Ans. ১৯৭২ সালের ২২ জানুয়ারি (22 January 1972) বাংলাদেশকে স্বাধীন ও স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় যুগোস্লাভিয়া।

  1. ইংরেজ দার্শনিক ফ্রান্সিস বেকন কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৫৬১ সালের ২২ জানুয়ারি (22 January 1561) ইংরেজ দার্শনিক ফ্রান্সিস বেকন জন্মগ্রহণ করেন।

  1. কবে স্পেন ফকল্যান্ড দীপপুঞ্জটি ইংল্যান্ডের হাতে ছেড়ে দিতে সম্মত হয়।

Ans. ১৭৭১ সালের ২২ জানুয়ারি (22 January 1771) স্পেন ফকল্যান্ড দীপপুঞ্জটি ইংল্যান্ডের হাতে ছেড়ে দিতে সম্মত হয়।

  1. ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের রাণী এবং ভারতের সম্রাজ্ঞী কবে মৃত্যু হয়?

Ans. ১৯০১ সালের ২২ জানুয়ারি (22 January 1901) ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের রাণী এবং ভারতের সম্রাজ্ঞী ভিক্টোরিয়ার মৃত্যু হয়।

  1. রাশিয়ায় প্রথম বিপ্লবের সূচনা কবে হয়?

Ans. ১৯০৫ সালের ২২ জানুয়ারি (22 January 1905) রাশিয়ায় প্রথম বিপ্লবের সূচনা হয়।

  1. কবে মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান ‘সি.আই.এ’ প্রতিষ্ঠা করেন?

Ans. ১৯৪৬ সালের ২২ জানুয়ারি (22 January 1946) মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান ‘সি.আই.এ’ প্রতিষ্ঠা করেন।

  1. ডোনাল্ড ট্রাম্প (বর্তমান মার্কিন রাষ্ট্রপতি) ও মডেল মেলানিয়া নাউস কবে বিবাহ করেন?

Ans. ২০০৫ সালের ২২ জানুয়ারি (22 January 2005) ডোনাল্ড ট্রাম্প (বর্তমান মার্কিন রাষ্ট্রপতি) মডেল মেলানিয়া নাউস কে বিবাহ করেন।

আজকের বিখ্যাত দিনে ২২ জানুয়ারি : The Famous Day 22 January in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ২২ জানুয়ারি | Today’s Historical Events : 22 January (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। এই পোস্টটি লেখার জন্য On this day, Wikipedia, Bornglorious, Google এই উৎসগুলো থেকে কিছু তথ্য সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *