Close Ad close
Breaking
Sat. Nov 16th, 2024
আজকের দিনে ইতিহাসের পাতায় ২২ মার্চ | Today's Historical Events 22 Marchআজকের দিনে ইতিহাসের পাতায় ২২ মার্চ | Today's Historical Events 22 March

আজকের দিনে ইতিহাসের পাতায় ২২ মার্চ | Today’s Historical Events 22 March in Bengali

আজকের দিনে ইতিহাসের পাতায় ২২ মার্চ  : Today’s Historical Events 22 March in Bengali : আজকের বিখ্যাত দিনে ২২ মার্চ ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ২২ মার্চ  : Today’s Historical Events 22 March) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা  ইতিহাসে ২২ মার্চ।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২২ মার্চ | Today’s Famous Day or Important Day in Bengali : 22 March

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২২ মার্চ – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 22 March. On this day Important Day in Bengali)

22 March : আজ ২২ মার্চ – বিশ্ব জল দিবস (World Water Day)। জলের গুরুত্বকে তুলে ধরার জন্য জাতিসংঘ কর্তৃক বার্ষিকভাবে উদযাপিত একটি দিন (সর্বদা ২২শে মার্চ)। ১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ সভা ২২শে মার্চ তারিখটিকে বিশ্ব জল দিবস হিসেবে ঘোষণা করে। ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে জাতিসংঘ পরিবেশ ও উন্নয়ন সম্মেলনের (ইউএনসিইডি) এজেন্ডা ২১-এ প্রথম বিশ্ব জল দিবস পালনের আনুষ্ঠানিক প্রস্তাবটি উত্থাপিত হয়। ১৯৯৩ সালে প্রথম বিশ্ব জল দিবস পালিত হয় এবং তার পর থেকে এই দিবস পালনের গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। এই বছরের (২০২১) থিম “Valuing Water”.

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২২ মার্চ | Today’s Famous Day in History (Bengali) : 22 March

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২২ মার্চ | Today’s famous day in the history of India (Bengali) : 22 March

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২২ মার্চ । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 22 March. Today’s Famous day on 22 March in India. On this day Historical Famous Events in India)

22 March 1739 : ১৭৩৯ সালের আজকের দিনে নাদির শাহ্ ভারতের দিল্লি দখল করেন এবং নাদির শাহের সেনাবাহিনী দিল্লিতে ব্যাপক লুটপাট করে শহরের মূল্যবান বস্তু লুন্ঠন করেন। মুঘল সম্রাটকে লুণ্ঠন বন্ধ করার জন্য রাজ তোষাখানার চাবি হস্তান্তর করতে হয়েছিল। এই সময় ময়ূর সিংহাসন এবং কোহিনুর সহ ভারতের বেশিরভাগ প্রত্নতাত্ত্বিক গহনা-হিরে-জহরত হারিয়ে যায়।

22 March 1793 : ১৭৯৩ সালের আজকের দিনে বাংলা ও বিহারে লর্ড কর্নওয়ালিস কুখ্যাত চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন।

22 March 1883 : ১৮৮৩ সালের আজকের দিনে বাঙালি সাহিত্যিক এবং গবেষক যোগেন্দ্রনাথ গুপ্ত জন্মগ্রহণ করেন।

22 March 1885 : ১৮৮৫ সালের আজকের দিনে ভারতীয় প্রত্নতাত্ত্বিক গোলাম ইয়াজদানি জন্মগ্রহণ করেন। তিনি অজন্তা গুহা, বিদর দুর্গ ও দৌলতাবাদ সহ ভারতের বেশিরভাগ প্রত্নতাত্ত্বিক স্থান সংরক্ষণ ও পুনরুদ্ধারের ক্ষেত্রে সহায়ক ছিলেন। ১৯৫২ সালে তিনি তাঁর অবদানের জন্য ভারত সরকার কর্তৃক পদ্ম ভূষণ পুরস্কার লাভ করেন।

22 March 2007 : ২০০৭ সালের আজকের দিনে ভারতীয় দার্শনিক ইউ জি কৃষ্ণমূর্তি পরলোক গমন করেন।

22 March 1893 : ১৮৯৩ সালের আজকের দিনে ব্রিটিশ বিরোধী সশস্ত্র স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব মাস্টারদা সূর্য সেনজন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রামে অস্ত্রাগার লুন্ঠন-অভিযানের নেতৃত্বের জন্য সুপরিচিত ছিলেন। যদিও তিনি ২ বছরেরও বেশি সময় ধরে পুলিশকে এড়িয়ে চলতে সক্ষম হন, তবুও তিনি ব্রিটিশ সরকার কর্তৃক গ্রেফতার, নির্যাতন ও নিহত হন।

22 March 1898 : ১৮৯৮ সালের আজকের দিনে অবিভক্ত ভারতে ব্রিটিশ ফৌজদারি কার্যবিধি প্রবর্তন হয়।

22 March 1947 : ১৯৪৭ সালের আজকের দিনে লর্ড মাউন্ট ব্যাটেন ভাইসরয় পদে নিযুক্ত হয়ে ভারতে আসেন।

22 March 1957 : ১৯৫৭ সালের আজকের দিনে ভারত সরকার গ্রেগরিয়ান ক্যালেন্ডারের সাথে সরকারি উদ্দেশ্যে সরকারি উদ্দেশ্যে প্রথম মাস হিসাবে চৈত্রের সাথে শক যুগের ক্যালেন্ডার গ্রহণ করেছিল।

22 March 1977 : ১৯৭৭ সালের আজকের দিনে কমিউনিস্ট নেতা এ কে গোপালন পরলোক গমন করেন।

22 March 2014 : ২০১৪ সালের আজকের দিনে কন্নর কথাসাহিত্য লেখক যশবন্ত ভিথোবা চিতাল পরলোক গমন করেন। তিনি একজন রাসায়নিক প্রকৌশলী ছিলেন।  তিনি ভারতীয় সাহিত্যে ছোটগল্প বিভাগে অবদান রাখার জন্য  সাহিত্য আকাদেমি পুরস্কারে সম্মানিত হয়েছিলেন।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২২ মার্চ | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 22 March

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২২ মার্চ : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

22 March 2012 : ২০১২ এশিয়া কাপ ক্রিকেটে পাকিস্তানের কাছে মাত্র ২ রানে হারে বাংলাদেশ ।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২২ মার্চ | Today’s famous day in the history of the world (Bengali) : 22 March

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২২ মার্চ, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 22 March, Today’s Famous day on 22 March in the World. On this day Historical Famous Events in The World)

22 March 1888 : ১৮৮৮ সালের আজকের দিনে ইংলিশ ফুটবল লিগ গঠন হবার প্রথম ধাপ হিসেবে অ্যাস্টন ভিলার একজন পরিচালক উইলিয়াম ম্যাকগ্রেগর ইংল্যান্ডের বিভিন্ন ক্লাবকে চিঠি লিখে একটা প্রতিযোগিতামূলক লিগ করার প্রস্তাব দিয়েছিলেন। তাঁর এই কর্মসূচির পরিপ্রেক্ষিতেই পরবর্তীকালে ইংলিশ ফুটবল লিগ গঠিত হয়।

22 March 1904 : ১৯০৪ সালের আজকের দিনে নিউইয়র্ক ইলাসট্রেটেড মিরর পত্রিকার মাধ্যমে পত্রিকায় বিশ্বের প্রথম রঙিন ছবি মুদ্রণের ঘটনা ঘটে।

22 March 1933 : ১৯৩৩ সালের আজকের দিনে সালে নাৎসি ড্যাচো কনসেন্ট্রেশন ক্যাম্প তৈরি হয়।

22 March 1946 : ১৯৪৬ সালের আজকের দিনে জর্ডনের স্বাধীন হয়।

22 March 1982 : ১৯৮২ সালের আজকের দিনে নাসার স্পেস-শাটল ‘কলম্বিয়া’ উৎক্ষেপণ করা হয় তৃতীয়বারের মতো।

22 March 1985 : ১৯৮৫ সালের আজকের দিনে বিশ্বের ওজোন স্তর সংরক্ষণের জন্য আন্তর্জাতিক চুক্তি অনুমোদন করা হয়।

22 March 1832 : ১৮৩২ সালের আজকের দিনে জার্মান লেখক ও কবি ইয়োহান ভল্‌ফগাং ফন গোটে পরলোক গমন করেন।

22 March 1931 : ১৯৩১ সালের আজকের দিনে কানাডীয় বংশোদ্ভূত মার্কিন অভিনেতা উইলিয়াম শ্যাটনার জন্মগ্রহণ করেন।

22 March 1931 : ১৯৩১ সালের আজকের দিনে নোবেল বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী বার্টন রিখটার জন্মগ্রহণ করেন।

22 March 1976 : ১৯৭৬ সালের আজকের দিনে মার্কিন অভিনেত্রী ও চলচ্চিত্র পরিচালক রিজি উইদারস্পুন জন্মগ্রহণ করেন।

আজকের বিখ্যাত জন্মদিন : ২২ মার্চ | Today Famous Birthdays : 22 March

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 22 March. On this day Famous Birthdays in Bengali)

22 March 1883 : ১৮৮৩ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন বাঙালি সাহিত্যিক এবং গবেষক যোগেন্দ্রনাথ গুপ্ত (Jogendranath Gupta)। ‘শিশুভারতী’ নামের বিখ্যাত কোষগ্রন্থের সম্পাদনা তার উল্লেখযোগ্য কীর্তি। তিনি কৈশোরক পত্রিকার সম্পাদক ছিলেন। তার রচিত ‘বাংলার ডাকাত’ বইখানি উল্লেখযোগ্য।

22 March 1885 : ১৮৮৫ সালে আজকের দিনে দিল্লীতে(বর্তমান) জন্ম গ্রহণ করেন ভারতীয় প্রত্নতাত্ত্বিক গোলাম ইয়াজদানি (Ghulam Yazdani)। তিনি অজন্তা গুহা, বিদর দুর্গ ও দৌলতাবাদ সহ ভারতের বেশিরভাগ প্রত্নতাত্ত্বিক স্থান সংরক্ষণ ও পুনরুদ্ধারের ক্ষেত্রে সহায়ক ছিলেন। ১৯৫২ সালে তিনি তাঁর অবদানের জন্য ভারত সরকার কর্তৃক পদ্ম ভূষণ পুরস্কার লাভ করেন।

22 March 1894 : ১৮৯৪ সালে আজকের দিনে

নোয়াপারায় (চট্টগ্রাম, ব্রিটিশ ভারত, বর্তমান বাংলাদেশ) জন্ম গ্রহণ করেন ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব মাস্টারদা সূর্য সেন (Surya Sen)। তিনি চট্টগ্রামে অস্ত্রাগার লুন্ঠন-অভিযানের নেতৃত্বের জন্য সুপরিচিত ছিলেন। যদিও তিনি ২ বছরেরও বেশি সময় ধরে পুলিশকে এড়িয়ে চলতে সক্ষম হন, তবুও তিনি ব্রিটিশ সরকার কর্তৃক গ্রেফতার, নির্যাতন ও নিহত হন।

22 March 1918 : ১৯১৮ সালে আজকের দিনে কোচবিহারে জন্ম গ্রহণ করেন বাঙালি কথাসাহিত্যিক অমিয়ভূষণ মজুমদার (Amiya Bhushan Majumdar)। তিনি ১৯৮৬ খ্রিষ্টাব্দে তার ‘রাজনগর’ উপন্যাসের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেছেন।

22 March 1942 : ১৯৪২ সালে আজকের দিনে কেরলে জন্ম গ্রহণ করেন ভারতীয় মালয়ালম চলচ্চিত্রে অভিনেত্রী শীলা (Sheela)। প্রেম নাজিরের সাথে যুগলবন্দী হয়ে তারা প্রধান অভিনেতা-অভিনেত্রী হিসেবে ১৩০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন, যা গিনেজ বিশ্ব রেকর্ড বইতে স্থান করে নেয়।

22 March 1988 : ১৯৮৮ সালে আজকের দিনে দিল্লীতে জন্ম গ্রহণ করেন ভারতীয় অভিনেতা আদিত্য সিল (Aditya Seal)। তিনি তুম বিন ২ ছবিতে শেখর মালহোত্রা, নমস্তে ইংল্যান্ড ছবিতে স্যাম, পুরানি জিনস ছবিতে স্যামুয়েল, স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২ ছবিতে রান্ধওয়া এবং ফিৎরাত ছবিতে বীর শেরগিলের চরিত্রে অভিনয় করেন।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ২২ মার্চ | Today Famous Deaths : 22 March

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 22 March. On this day Famous Deaths in Bengali)

22 March 1955 : ১৯৫৫ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ভারতের শিল্প ও স্থাপত্যের ইতিহাসকার পার্সি ব্রাউন (Percy Brown)। He was Principal of the Mayo School of Arts Curator of the Lahore Museum , Principal of the Government School of Art in Kolkata , Secretary and curator of the Victoria and Albert Museum. 

22 March 1977 : ১৯৭৭ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন কমিউনিস্ট নেতা এ কে গোপালন (Ayillyath Kuttiari Gopalan)। He was one of 16 Communist Party of India members elected to the first Lok Sabha in 1952. Later, he became one of the founding members of the CPI(M).

22 March 2007 : ২০০৭ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ভারতীয় দার্শনিক ইউ জি কৃষ্ণমূর্তি (Uppaluri Gopala Krishnamurti)। He was an Indian speaker who questioned the state of enlightenment as a real thing. Instead of using the word “enlightenment”, he used the terms “calamity” and “natural state”. 

22 March 2014 : ২০১৪ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন কন্নর কথাসাহিত্য লেখক যশবন্ত ভিথোবা চিতাল (Yashwant Vithoba Chittal)। তিনি একজন রাসায়নিক প্রকৌশলী ছিলেন।  তিনি ভারতীয় সাহিত্যে ছোটগল্প বিভাগে অবদান রাখার জন্য  সাহিত্য আকাদেমি পুরস্কারে সম্মানিত হয়েছিলেন।

আজকের দিনে ইতিহাস প্রশ্ন ও উত্তর : ২২ মার্চ | Today’s History Question and Answer : 22 March | History QNA 

  1. বিশ্ব জল দিবস কবে পালন করা হয়?

Ans. ২২ মার্চ (22 March) বিশ্ব জল দিবস পালন করা হয়।

  1. বাঙালি সাহিত্যিক এবং গবেষক যোগেন্দ্রনাথ গুপ্ত কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৮৮৩ সালের ২২ মার্চ (22 March 1883) বাঙালি সাহিত্যিক এবং গবেষক যোগেন্দ্রনাথ গুপ্ত জন্মগ্রহণ করেন।

  1. ভারতীয় প্রত্নতাত্ত্বিক গোলাম ইয়াজদানি কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৮৮৫ সালের ২২ মার্চ (22 March 1885) ভারতীয় প্রত্নতাত্ত্বিক গোলাম ইয়াজদানি জন্মগ্রহণ করেন।

  1. স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব মাস্টারদা সূর্য সেন কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৮৯৪ সালের ২২ মার্চ (22 March 1894) স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব মাস্টারদা সূর্য সেন জন্মগ্রহণ করেন।

  1. কথাসাহিত্যিক অমিয়ভূষণ মজুমদার কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯১৮ সালের ২২ মার্চ (22 March 1918) কথাসাহিত্যিক অমিয়ভূষণ মজুমদার জন্মগ্রহণ করেন।

  1. ভারতীয় অভিনেতা আদিত্য সিল কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৮৮ সালের ২২ মার্চ (22 March 1988) ভারতীয় অভিনেতা আদিত্য সিল জন্মগ্রহণ করেন।

আজকের বিখ্যাত দিনে ২২ মার্চ – The Famous Day 22 March in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ২২ মার্চ | Today’s Historical Events : 22 March (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। এই পোস্টটি লেখার জন্য On this day, Wikipedia, Bornglorious, Google এই উৎসগুলো থেকে কিছু তথ্য সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *