আজকের দিনে ইতিহাসের পাতায় ২৩ মার্চ | Today’s Historical Events 23 March in Bengali
আজকের দিনে ইতিহাসের পাতায় ২৩ মার্চ : Today’s Historical Events 23 March in Bengali : আজকের বিখ্যাত দিনে ২৩ মার্চ ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ২৩ মার্চ : Today’s Historical Events 23 March) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা ইতিহাসে ২৩ মার্চ।
আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২৩ মার্চ | Today’s Famous Day or Important Day in Bengali : 23 March
আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২৩ মার্চ – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 23 March. On this day Important Day in Bengali)
23 March : আজ ২৩ মার্চ – বিশ্ব আবহাওয়া দিবস (World Meteorological Day)। এটি স্থাপিত হয়েছিল ১৯৫০ সালে। ১৮৭৩ সালে আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা থেকে এর উৎপত্তি হয়। ১৯৬১ সাল থেকে সারা বিশ্বে ২৩ মার্চ বিশ্ব আবহাওয়া দিবস পালিত হয়ে আসছে। বিশ্ব আবহাওয়া সংস্থার ১৯১টি সদস্য রাষ্ট্র রয়েছে। এর প্রধান কার্যালয় সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। The theme of World Meteorological Day 2021 is “The Ocean, Our Climate And Weather”.
ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৩ মার্চ | Today’s Famous Day in History (Bengali) : 23 March
ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৩ মার্চ | Today’s famous day in the history of India (Bengali) : 23 March
আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৩ মার্চ । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 23 March. Today’s Famous day on 23 March in India. On this day Historical Famous Events in India)
23 March 1881 : ১৮৮১ সালের আজকের দিনে ব্রিটিশ বাংলার বিশিষ্ট চিকিৎসক, লেখক, রাজনীতিবিদ হাকিম হাবিবুর রহমান জন্মগ্রহণ করেন।
23 March 1893 : ১৮৯৩ সালের আজকের দিনে জিডি নাইডু জন্মগ্রহণ করেন। বিখ্যাত এই প্রযুক্তিবিদ ভারতে প্রথম বৈদ্যুতিক মোটর উত্পাদন শিল্প স্থাপন করেন। তাঁকে ‘ভারতের এডিসন’ হিসাবে উল্লেখ করা হয়।
23 March 1898 : ১৮৯৮ সালের আজকের দিনে ভারতীয় কবি নলিনী বালা দেবী জন্মগ্রহণ করেন। তিনি অসমীয়া সাহিত্যের একজন কবি ছিলেন। তিনি তার সাহিত্যকীর্তি ‘আলকানন্দা’র জন্য সাহিত্য আকাডেমি পুরস্কার জিতেছিলেন এবং ভারতীয় সাহিত্যে তাঁর বিশেষ অবদানের জন্য ভারত সরকার তাঁকে পদ্মশ্রী পুরস্কার প্রদান করেছিলেন।
23 March 1919 : ১৯১৯ সালের আজকের দিনে ভারতীয় রাজনীতিবিদ ও দিল্লি প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সুভদ্রা যোশী জন্মগ্রহণ করেন। যিনি ১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। ১৯৫২ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত চারবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন।
23 March 1923 : ১৯২৩ সালের আজকের দিনে সিন্ধ্রি আন্দোলনের সক্রিয় সদস্য, ছাত্র সংগঠন স্বরাজ সেনার নেতা ও ভারতের স্বাধীনতা সংগ্রামে সক্রিয় অংশগ্রহণকারী বিপ্লবী হেমু কালানি জন্মগ্রহণ করেন।
23 March 1931 : ১৯৩১ সালের আজকের দিনে প্রসিদ্ধ বিপ্লবী ভগৎ সিং শহীদ হন।
23 March 1947 : ১৯৪৭ সালের আজকের দিনে বাঙালি শিক্ষাবিদ, কূটনীতিবিদ, রাজনীতিবিদ, সমাজসেবক এবং লেখক স্যার খান বাহাদুর আজিজুল হক পরলোক গমন করেন। তিনি ১৯২৬ সালে খান বাহাদুর খেতাবে ভূষিত হন। ১৯৪১ সালে তিনি নাইট খেতাব লাভ করেন।
23 March 1953 : ১৯৫৩ সালের আজকের দিনে ভারতীয় উদ্যোক্তা কিরণ মজুমদার সাউ জন্মগ্রহণ করেন।
23 March 1976 : ১৯৭৬ সালের আজকের দিনে ভারতীয় রাজনীতিবিদ ও অভিনেত্রী স্মৃতি জুবিন ইরানী জন্মগ্রহণ করেন।
23 March 1987 : ১৯৮৭ সালের আজকের দিনে ভারতীয় অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত জন্মগ্রহণ করেন।
23 March 1995 : ১৯৯৫ সালের আজকের দিনে বিখ্যাত বাঙালি কবি এবং লেখক শক্তি চট্টোপাধ্যায় পরলোক গমন করেন। তিনি বাংলা সাহিত্যে অবদানের জন্য সাহিত্য আকাডেমি পুরস্কার পেয়েছিলেন। কবিতা পত্রিকায় তাঁর প্রথম কবিতা ছাপা হয়। বিখ্যাত কৃ্ত্তিবাস পত্রিকাটি তিনি কিছুদিন সম্পাদনা করেন। এছাড়া কর্মজীবনে বিখ্যাত ‘দেশ’ পত্রিকার কবিতা বিভাগটিও দীর্ঘদিন সম্পাদনা করেন।
23 March 2003 : ২০০৩ সালের আজকের দিনে ভারতীয় হকি কিংবদন্তী উধম সিং কুলার পরলোক গমন করেন। ১৯৫২, ১৯৫৬, ১৯৬০, ১৯৬৪ সালে চারটি ধারাবাহিক অলিম্পিকে তিনি তাঁর দেশকে প্রতিনিধিত্ব করেছিলেন। ভারতীয় হকি দলের সদস্য হিসেবে তিনি তিনটি স্বর্ণ এবং ১টি রৌপ্য পদক জিতেছিলেন। ভারতীয় ক্রীড়ায় অবদানের জন্য ভারত সরকার তাকে অর্জুন পুরস্কার দিয়ে ভূষিত করে।
বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৩ মার্চ | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 23 March
আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৩ মার্চ : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ : আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)
23 March 1940 : ১৯৪০ সালের আজকের দিনে আবুল কাশেম ফজলুল হক নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশনে লাহোর প্রস্তাব উত্থাপন করেন।
23 March 1950 : ১৯৫০ সালের আজকের দিনে বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা ওয়াসিম জন্মগ্রহণ করেন।
23 March 1966 : ১৯৬৬ সালের আজকের দিনে শেখ মুজিবুর রহমান লাহোরে ছয় দফা প্রস্তাব আনুষ্ঠানিক ভাবে উত্থাপন করেন।
23 March 1972 : ১৯৭২ সালের আজকের দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় বতসোয়ানা।
বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৩ মার্চ | Today’s famous day in the history of the world (Bengali) : 23 March
আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৩ মার্চ, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 23 March, Today’s Famous day on 23 March in the World. On this day Historical Famous Events in The World)
23 March 1868 : ১৮৬৮ সালের আজকের দিনে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় অকল্যান্ডে প্রতিষ্ঠিত হয়।
23 March 1904 : ১৯০৪ সালের আজকের দিনে মার্কিন অভিনেত্রী জন ক্রফোর্ড জন্মগ্রহণ করেন।
23 March 1910 : ১৯১০ সালের আজকের দিনে জাপানী চলচ্চিত্র পরিচালক আকিরা কুরোসাওয়া জন্মগ্রহণ করেন।
23 March 1952 : ১৯৫২ সালের আজকের দিনে মার্কিন ব্যবসায়ী, প্রকৌশলী রেক্স টিলারসন জন্মগ্রহণ করেন।
23 March 1956 : ১৯৫৬ সালের আজকের দিনে পাকিস্তান বিশ্বের প্রথম ইসলামী প্রজাতন্ত্র হয়ে ওঠে। আজকের দিনটি পাকিস্তান দিবস বা পাকিস্তান প্রজাতন্ত্র দিবস হিসেবে খ্যাত।
23 March 1992 : ১৯৯২ সালের আজকের দিনে বিখ্যাত অস্ট্রীয় অর্থনীতিবিদ ফ্রিড্রিখ হায়েক পরলোক গমন করেন।
23 March 2006 : ২০০৬ সালের আজকের দিনে আমেরিকার পশুপ্রেমী কলেন পাইজি কতৃক আমেরিকায় জাতীয় সারমেয় শাবক দিবস (ন্যাশানাল পাপ্পি ডে) প্রচলিত হয়।
23 March 2011 : ২০১১ সালের আজকের দিনে ইংল্যান্ডে জন্মগ্রহণকারী ব্রিটিশ-মার্কিন চলচ্চিত্রাভিনেত্রী এলিজাবেথ টেলর পরলোক গমন করেন।
23 March 2015 : ২০১৫ সালের আজকের দিনে আধুনিক সিঙ্গাপুরের জনক লি কুয়ান ইউ পরলোক গমন করেন।
আজকের বিখ্যাত জন্মদিন : ২৩ মার্চ | Today Famous Birthdays : 23 March
আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 23 March. On this day Famous Birthdays in Bengali)
23 March 1880 : ১৮৮০ সালে আজকের দিনে কলকাতায় জন্ম গ্রহণ করেন বৃটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অগ্নিকন্যা এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের সহধর্মিণী বাসন্তী দেবী (Basanti Devi)। তিনি ছিলেন ব্রিটিশ কারাগারে কারারুদ্ধ প্রথম স্বাধীনতা সংগ্রামী নারী। ১৯৫৯ সালে কলকাতায় তার স্মৃতিসৌধে তৈরি হয় প্রথম মহিলা কলেজ “বাসন্তী দেবী কলেজ”।
23 March 1893 : ১৮৯৩ সালে আজকের দিনে তামিলনাড়ুতে জন্ম গ্রহণ করেন জিডি নাইডু (Gopalswamy Doraiswamy Naidu)। বিখ্যাত এই প্রযুক্তিবিদ ভারতে প্রথম বৈদ্যুতিক মোটর উত্পাদন শিল্প স্থাপন করেন। তাঁকে ‘ভারতের এডিসন’ হিসাবে উল্লেখ করা হয়।
23 March 1898 : ১৮৯৮ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন অসমীয়া সাহিত্যের কবি নলিনী বালা দেবী (Nalini Bala Devi)। তিনি তার সাহিত্যকীর্তি ‘আলকানন্দা’র জন্য সাহিত্য আকাডেমি পুরস্কার জিতেছিলেন এবং ভারতীয় সাহিত্যে তাঁর বিশেষ অবদানের জন্য ভারত সরকার তাঁকে পদ্মশ্রী পুরস্কার প্রদান করেছিলেন।
23 March 1902 : ১৯০২ সালে আজকের দিনে ফরিদপুর জেলায় (বর্তমানে বাংলাদেশের ব্রাহ্মণডাঙ্গায়) জন্ম গ্রহণ করেন বাঙালি সাহিত্যিক ও ঔপন্যাসিক চারুচন্দ্র চক্রবর্তী (Charu Chandra Chakraborty)। তিনি ‘জরাসন্ধ’ ছদ্মনামেই অধিক পরিচিত। তার সর্বশ্রেষ্ঠ উপন্যাস ‘লৌহকপাট’। এ ছাড়াও আরও প্রায় কুড়িটি উপন্যাস উনি লিখেছেন, ‘তামসী’, ‘পাড়ি’, ‘মসীরেখা’, ‘ন্যায়দণ্ড’, ‘উত্তরাধিকার’, প্রভৃতি। ওঁর আত্মজীবনীমূলক লেখা হল ‘নিঃসঙ্গ পথিক’ ।
23 March 1916 : ১৯১৬ সালে আজকের দিনে কলকাতার ভবানীপুরে জন্ম গ্রহণ করেন বাঙালি সাহিত্যিক হরিনারায়ণ চট্টোপাধ্যায় (Harinarayan Chattopadhyay)। তার শিশুদের জন্য লেখা বইয়ের মধ্যে বিখ্যাত হল, ‘ভয়ের মুখোশ’ ও ‘পাথরের চোখ’। তাঁর রচিত সাহিত্য থেকে বাংলায় ‘অভিসারিকা’, ‘অশান্ত ঘূর্ণি’, ‘জি টি রোড’ আর হিন্দিতে ‘মুঠঠি ভর চাউল’ সিনেমাগুলি তৈরি হয়েছে।
23 March 1919 : ১৯১৯ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন ভারতীয় রাজনীতিবিদ ও দিল্লি প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সুভদ্রা যোশী (Subhadra Joshi)। যিনি ১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। ১৯৫২ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত চারবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন।
23 March 1923 : ১৯২৩ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন সিন্ধ্রি আন্দোলনের সক্রিয় সদস্য, ছাত্র সংগঠন স্বরাজ সেনার নেতা ও ভারতের স্বাধীনতা সংগ্রামে সক্রিয় অংশগ্রহণকারী বিপ্লবী হেমু কালানি (Hemu Kalani)।
23 March 1953 : ১৯৫৩ সালে আজকের দিনে মহারাষ্ট্রের পুনেতে জন্ম গ্রহণ করেন বেঙ্গালুরু বেষ্টিত বায়োকন লিমিটেডের কার্যনির্বাহী চেয়ারপার্সন কিরণ মজুমদার সাউ (Kiran Mazumdar-Shaw)। In 2014, She was awarded the ‘Othmer Gold Medal’ for outstanding contributions to the progress of science and chemistry. She is on the Financial Times’ top 50 women in business list.
23 March 1976 : ১৯৭৬ সালে আজকের দিনে নিউ দিল্লীতে জন্ম গ্রহণ করেন ভারতীয় অভিনেত্রী, প্রযোজক, রাজনীতিবিদ স্মৃতি ইরানি/স্মৃতি জুবিন ইরানি (Smriti Irani)। রাজনৈতিক জীবনের প্রথম দিকে তিনি বিজেপির মহিলা শাখার নেত্রী ছিলেন এবং পরবর্তীতে গুজরাট থেকে রাজ্যসভার সাংসদ হন। ২০১৪ সালের মাঝামাঝি থেকে ২০১৬ সালের মাঝামাঝি পর্যন্ত তিনি কেন্দ্রের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব সামলান। বর্তমানে তিনি ভারত সরকারের বস্ত্র মন্ত্রী।
23 March 1987 : ১৯৮৭ সালে আজকের দিনে হিমাচল প্রদেশে জন্ম গ্রহণ করেন হিন্দি চলচ্চিত্র জগতের অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)।
আজকের বিখ্যাত মৃত্যুদিন : ২৩ মার্চ | Today Famous Deaths : 23 March
আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 23 March. On this day Famous Deaths in Bengali)
23 March 1911 : ১৯১১ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন পূর্ব বর্ধমানের বাঙালি কবি, সাহিত্যিক ও আইনজীবী ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (Indranath Bandyopadhyay)। তিনি ‘পঞ্চানন্দ’ নামে একটি মাসিক পত্রিকা প্রকাশ করেন ১৮৭৮ খ্রিস্টাব্দের ২৬ শে অক্টোবর । বিলেতি আচারের অন্ধ অনুকরণ, প্রগতি ও সংস্কৃতির নামে ইংরেজ সেবার বিরুদ্ধে তীব্র ব্যঙ্গ বিদ্রুপ করতেন ‘পঞ্চানন্দ’ এর মাধ্যমে । এর জন্যে তিনি সেসময় ‘পাঁচুঠাকুর’ বা ‘পঞ্চানন্দ’ নামে প্রতিষ্ঠিত হন। বঙ্কিমের ভাষায় বাংলার জীবন ও সাহিত্যাকাশে তিনি ‘হেলির ধূমকেতু’ । পাঁচটি সর্গে সম্মূর্ণ অমিত্রাক্ষর ছন্দে রচিত তাঁর অন্যতম শ্রেষ্ঠ ব্যঙ্গকাব্য ছিল ‘ভারত উদ্ধার’।
23 March 1931 : ১৯৩১ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন পাঞ্জাবের, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রভাবশালী বিপ্লবী ভগৎ সিং (Bhagat Singh)। প্রবীণ স্বাধীনতা সংগ্রামী লালা লাজপত রায়ের হত্যার প্রতিশোধে এক ব্রিটিশ পুলিশ সুপারিনটেনডেন্ট মিস্টার স্যান্ডার্সকে গুলি করে হত্যা করেন ভগৎ। বিচারে তার ফাঁসি হয়। তার দৃষ্টান্ত শুধুমাত্র ভারতীয় যুবসমাজকে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধই করেনি, ভারতে সমাজতন্ত্রের উত্থানেও প্রভূত সহায়তা করেছিল।
23 March 1948 : ১৯৪৮ সালে আজকের দিনে কলকাতায় মৃত্যুবরণ করেন বৌদ্ধধর্ম ও দর্শন শাস্ত্রের বিশেষজ্ঞ বেনী মাধক বড়ুয়া (Benimadhab Barua)।
23 March 1995 : ১৯৯৫ সালে আজকের দিনে কলকাতায় মৃত্যুবরণ করেন বিখ্যাত বাঙালি কবি এবং লেখক শক্তি চট্টোপাধ্যায় (Shakti Chattopadhyay)। তিনি বাংলা সাহিত্যে অবদানের জন্য সাহিত্য আকাডেমি পুরস্কার পেয়েছিলেন। কবিতা পত্রিকায় তাঁর প্রথম কবিতা ছাপা হয়। বিখ্যাত কৃ্ত্তিবাস পত্রিকাটি তিনি কিছুদিন সম্পাদনা করেন। এছাড়া কর্মজীবনে বিখ্যাত ‘দেশ’ পত্রিকার কবিতা বিভাগটিও দীর্ঘদিন সম্পাদনা করেন।
23 March 2000 : ২০০০ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন পাঞ্জাবের ভারতীয় কিংবদন্তী হকি খেলোয়াড় উধম সিং কুলার (Udham Singh Kular)। ১৯৫২, ১৯৫৬, ১৯৬০, ১৯৬৪ সালে চারটি ধারাবাহিক অলিম্পিকে তিনি তাঁর দেশকে প্রতিনিধিত্ব করেছিলেন। ভারতীয় হকি দলের সদস্য হিসেবে তিনি তিনটি স্বর্ণ এবং ১টি রৌপ্য পদক জিতেছিলেন। ভারতীয় ক্রীড়ায় অবদানের জন্য ভারত সরকার তাকে অর্জুন পুরস্কার দিয়ে ভূষিত করে।
23 March 2007 : ২০০৭ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত দাঁতনের সাউটিয়া গ্রামের পদার্থবিজ্ঞানী সূর্যেন্দুবিকাশ করমহাপাত্র (Surjendu Bikas Karmahapatra)। তিনি ‘মাসস্পেকট্রোমিটার’ যন্ত্র বানিয়ে(১৯৫৫) তা নিউক্লিও পদার্থ বিজ্ঞান গবেষণায় ব্যবহার করেন। পেয়ে যান ডক্টরেট ডিগ্রি। মূলতঃ তাঁর গবেষণার বিষয় ছিল ভর বর্ণালীবিদ্যা এবং আইসােটোপ পৃথকীকরণ। তিনি একাধিক আয়নিক পরমাণু সমষ্টির সংমিশ্রনের বিশ্লেষণের জন্য তড়িৎচুম্বকীয় পদ্ধতিতে এমন এক বিশেষ ধরনের ভর বর্ণালি যন্ত্র গঠন করেছিলেন, যা প্রচলিত যন্ত্রের তুলনায় অনেক বেশি কার্যকর হয়েছিল। তাঁর আবিষ্কৃত এই যন্ত্র আলােড়ন ফেলে দেয় বিজ্ঞানীমহলে।
আজকের দিনে ইতিহাস প্রশ্ন ও উত্তর : ২৩ মার্চ | Today’s History Question and Answer : 23 March | History QNA
- বিশ্ব আবহাওয়া দিবস কবে পালন করা হয়?
Ans. ২৩ মার্চ (23 March) বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয়।
- বাঙালি সাহিত্যিক হরিনারায়ণ চট্টোপাধ্যায় কবে জন্মগ্রহণ করেন?
Ans. ১৯১৬ সালের ২৩ মার্চ (23 March 1916) বাঙালি সাহিত্যিক হরিনারায়ণ চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন।
- হিন্দি চলচ্চিত্র জগতের অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত কবে জন্মগ্রহণ করেন?
Ans. ১৯৮৭ সালের ২৩ মার্চ (23 March 1987) হিন্দি চলচ্চিত্র জগতের অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত জন্মগ্রহণ করেন।
আজকের বিখ্যাত দিনে ২৩ মার্চ – The Famous Day 23 March in Bengali
আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ২৩ মার্চ | Today’s Historical Events : 23 March (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। এই পোস্টটি লেখার জন্য On this day, Wikipedia, Bornglorious, Google এই উৎসগুলো থেকে কিছু তথ্য সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।