আজকের দিনে ইতিহাসের পাতায় ২৪ জানুয়ারি | Today’s Historical Events 24 January in Bengali
আজকের দিনে ইতিহাসের পাতায় ২৪ জানুয়ারি : Today’s Historical Events 24 January in Bengali : আজকের বিখ্যাত দিনে ২৪ জানুয়ারি ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ২৪ জানুয়ারি : Today’s Historical Events 24 January) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা ইতিহাসে ২৪ জানুয়ারি।
আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২৪ জানুয়ারি | Today’s Famous Day or Important Day in Bengali : 24 January
আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২৪ জানুয়ারি – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 24 January. On this day Important Day in Bengali)
24 January : আজ ২৪ জানুয়ারি – জাতীয় বালিকা দিবস (ভারত)।
24 January : আজ ২৪ জানুয়ারি – উত্তর প্রদেশ দিবস (Uttar Pradesh Day)।
ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৪ জানুয়ারি | Today’s Famous Day in History (Bengali) : 24 January
ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৪ জানুয়ারি | Today’s famous day in the history of India (Bengali) : 24 January
আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৪ জানুয়ারি । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 24 January. Today’s Famous day on 24 January in India. On this day Historical Famous Events in India)
24 January 1826 : ১৮২৬ সালের আজকের দিনে জ্ঞানেন্দ্রমোহন ঠাকুর জন্মগ্রহণ করেন, যিনি প্রথম ভারতীয় হিসেবে ১৮৬২ সালে ইংল্যান্ডের উকিলসভা থেকে ডাক পান।
24 January 1857 : ১৮৫৭ সালের আজকের দিনে কলিকাতা বিশ্ববিদ্যালয় এশিয়া মহাদেশের প্রথম পরিপূর্ণ বিশ্ববিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করে।
24 January 1924 : ১৯২৪ সালের আজকের দিনে ভারতের চলচ্চিত্র জগতের বিশিষ্ট পরিচালক ও চিত্রনাট্যকার সুভাষ ঘাই জন্মগ্রহণ করেন।
24 January 1952 : ১৯৫২ সালের আজকের দিনে বোম্বেতে (বর্তমান মুম্বাই) সর্বপ্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়।
24 January 1966 : ১৯৬৬ সালের আজকের দিনে ভারতের বিশিষ্ট নিউক্লিয়ার বিজ্ঞানী হোমি ভাবা পরলোক গমন করেন।
24 January 1966 : ১৯৬৬ সালের আজকের দিনে Air India Boeing-707 বিমানটি ফ্রান্সের মন্ট ব্লাঙ্কে বিধ্বস্ত হওয়ার 117 জন যাত্রী নিহত হয়েছেন।
24 January 2011 : ২০১১ সালের আজকের দিনে ভারতীয় সনাতন সংগীতের বিশিষ্ট শিল্পী পন্ডিত ভীমসেন জোশী মহারাষ্ট্রের পুণেতে পরলোক গমন করেন।
বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৪ জানুয়ারি | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 24 January
আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৪ জানুয়ারি : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ : আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)
24 January 1965 : ১৯৬৫ সালের এই দিনে সাহিত্যরত্ন পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট কবি এবং পুঁথি সংগ্রাহক মুনশি আশরাফ হোসেন রহিমপুরে পরলোক গমন করেন।
24 January 1972 : ১৯৭২ সালের এই দিনে সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়।
24 January 2015 : ২০১৫ সালের এই দিনে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদ জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন।
বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৪ জানুয়ারি | Today’s famous day in the history of the world (Bengali) : 24 January
আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৪ জানুয়ারি, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 24 January, Today’s Famous day on 24 January in the World. On this day Historical Famous Events in The World)
24 January 1908 : ১৯০৮ সালের আজকের দিনে ইংল্যান্ডে রবার্ট ব্যাডেন-পওয়েল-এর হাত ধরে বয়স্কাউট আন্দোলনের সূচনা হয়।
24 January 1924 : ১৯২৪ সালের আজকের দিনে ইতালির একনায়ক বেনিতো মুসোলিনী অ-ফ্যাসিবাদী কর্ম সংগঠনগুলি নিষিদ্ধ করেন।
24 January 1927 : ১৯২৭ সালের আজকের দিনে বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক অ্যালফ্রেড হিচককের ‘দ্য প্লেজার গার্ডেন’ ইংল্যান্ডে মুক্তিলাভ করে।
24 January 1943 : ১৯৪৩ সালের আজকের দিনে জার্মান ফুয়েরার অ্যাডল্ফ হিটলার তার সৈন্যদের স্ট্যালিনগ্রাদে আমৃত্যু লড়ে যাওয়ার আদেশ দেন।
24 January 1947 : ১৯৪৭ সালের আজকের দিনে ‘স্ট্রিং ফিল্ড থিয়োরি’র মূল প্রবক্তা আমেরিকান পদার্থ বিজ্ঞানী মিশিও কাকু জন্মগ্রহণ করেন।
24 January 1848 : ১৮৪৮ সালের আজকের দিনে জেমস মার্শাল মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কোলোমার ‘শাটার’ মিলে প্রথম সোনা আবিষ্কার করেন।
24 January 1958 : ১৯৫৮ সালের আজকের দিনে প্রথম মনুষ্যসৃষ্ট ‘নিউক্লিয়ার ফিউসান’ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়।
24 January 1965 : ১৯৬৫ সালের আজকের দিনে ইংল্যান্ডের অন্যতম বিশিষ্ট প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল পরলোক গমন করেন।
24 January 1972 : ১৯৭২ সালের আজকের দিনে জাপানের সার্জেন্ট সৈচি ইয়োকোইকে গুয়ামের জঙ্গলে লুকানো অবস্থায় পাওয়া যায়| তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ থেকে ওখানে ছিলেন।
24 January 1984 : ১৯৮৪ সালের আজকের দিনে অ্যাপল কোম্পানির ম্যাকিন্টশ কম্পিউটারের বিক্রি শুরু হয়।
24 January 2018 : ২০১৮ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের অলিম্পিক দলের ভূতপূর্ব চিকিৎসক ল্যারি ন্যাসার ১৫০ জন মেয়ের সাথে শ্লীলতাহানি করায় দোষীসাব্যস্ত হয়ে ১৭৫ বছর পর্যন্ত কারাদন্ডের সাজাপ্রাপ্ত হন।
আজকের বিখ্যাত জন্মদিন : ২৪ জানুয়ারি | Today Famous Birthdays : 24 January
আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 24 January. On this day Famous Birthdays in Bengali)
24 January 1826 : ১৮২৬ সালের আজকের দিনে অবিভক্ত ভারতের প্রথম ব্যারিস্টার জ্ঞানেন্দ্রমোহন ঠাকুর জন্মগ্রহণ করেন (মৃত্যু: ১৮৯০)।
24 January 1943 : ১৯৪৩ সালের আজকের দিনে ভারতীয় চলচ্চিত্র পরিচালক সুভাষ ঘাই, ভারতের নাগপুরে জন্মগ্রহণ করেছিলেন।
আজকের বিখ্যাত মৃত্যুদিন : ২৪ জানুয়ারি | Today Famous Deaths : 24 January
আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 24 January. On this day Famous Deaths in Bengali)
24 January 1966 : ১৯৬৬ সালের আজকের দিনে ভারতীয় পারমাণবিক পদার্থবিজ্ঞানী হোমি জে ভাভা 56 সালে মারা যান।
24 January 2011 : ২০১১ সালের আজকের দিনে পন্ডিত ভীমসেন জোশী, ভারতীয় ধ্রুপদী গায়ক (গানটির খায়াল রূপ, ভজন, অভ্যাস) ৮৮ বছর বয়সে মারা যান।
আজকের দিনে ইতিহাস প্রশ্ন ও উত্তর : ২৪ জানুয়ারি | Today’s History Question and Answer : 24 January | History QNA
- জাতীয় বালিকা দিবস (ভারত) কবে পালন করা হয়?
Ans. ২৪ জানুয়ারি (24 January) জাতীয় বালিকা দিবস (ভারত) পালন করা হয়।
- উত্তর প্রদেশ দিবস (Uttar Pradesh Day) কবে পালন করা হয়?
Ans. ২৪ জানুয়ারি (24 January) উত্তর প্রদেশ দিবস (Uttar Pradesh Day) পালন করা হয়।
- জ্ঞানেন্দ্রমোহন ঠাকুর কবে জন্মগ্রহণ করেন?
Ans. ১৮২৬ সালের ২৪ জানুয়ারি (24 January 1826) জ্ঞানেন্দ্রমোহন ঠাকুর জন্মগ্রহণ করেন। যিনি প্রথম ভারতীয় হিসেবে ১৮৬২ সালে ইংল্যান্ডের উকিলসভা থেকে ডাক পান।
- কলিকাতা বিশ্ববিদ্যালয় কবে এশিয়া মহাদেশের প্রথম পরিপূর্ণ বিশ্ববিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করে?
Ans. ১৮৫৭ সালের ২৪ জানুয়ারি (24 January 1857) কলিকাতা বিশ্ববিদ্যালয় এশিয়া মহাদেশের প্রথম পরিপূর্ণ বিশ্ববিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করে।
- ভারতের চলচ্চিত্র জগতের বিশিষ্ট পরিচালক ও চিত্রনাট্যকার সুভাষ ঘাই কবে জন্মগ্রহণ করেন?
Ans. ১৯২৪ সালের ২৪ জানুয়ারি (24 January 1924) ভারতের চলচ্চিত্র জগতের বিশিষ্ট পরিচালক ও চিত্রনাট্যকার সুভাষ ঘাই জন্মগ্রহণ করেন।
- বোম্বেতে (বর্তমান মুম্বাই) সর্বপ্রথম কবে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়?
Ans. ১৯৫২ সালের ২৪ জানুয়ারি (24 January 1952) বোম্বেতে (বর্তমান মুম্বাই) সর্বপ্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়।
- ভারতের বিশিষ্ট নিউক্লিয়ার বিজ্ঞানী হোমি ভাবা কবে মারা যান?
Ans. ১৯৫২ সালের ২৪ জানুয়ারি (24 January 1952) ভারতের বিশিষ্ট নিউক্লিয়ার বিজ্ঞানী হোমি ভাবা মারা যান।
- Air India Boeing-707 বিমানটি কবে ও কোথায় বিধ্বস্ত হয়?
Ans. ১৯৬৬ সালের ২৪ জানুয়ারি (24 January 1966) Air India Boeing-707 বিমানটি ফ্রান্সের মন্ট ব্লাঙ্কে বিধ্বস্ত হওয়ার 117 জন যাত্রী নিহত হয়েছেন।
- ভারতীয় চলচ্চিত্র পরিচালক সুভাষ ঘাই কবে জন্মগ্রহণ করেছিলেন?
Ans. ১৯৪৩ সালের ২৪ জানুয়ারি (24 January 1943) ভারতীয় চলচ্চিত্র পরিচালক সুভাষ ঘাই, ভারতের নাগপুরে জন্মগ্রহণ করেছিলেন।
- ভারতীয় পারমাণবিক পদার্থবিজ্ঞানী হোমি জে ভাভা কবে মারা যান?
Ans. ১৯৬৬ সালের ২৪ জানুয়ারি (24 January 1966) ভারতীয় পারমাণবিক পদার্থবিজ্ঞানী হোমি জে ভাভা মারা যান।
- ভারতীয় ধ্রুপদী গায়ক পন্ডিত ভীমসেন জোশী কবে মারা যান?
Ans. ২০১১ সালের ২৪ জানুয়ারি (24 January 2011) ভারতীয় ধ্রুপদী গায়ক পন্ডিত ভীমসেন জোশী ৮৮ বছর বয়সে মারা যান।
- সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশকে কবে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়?
Ans. ১৯৭২ সালের ২৪ জানুয়ারি (24 January 1972) সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়।
- কবে ইংল্যান্ডে রবার্ট ব্যাডেন-পওয়েল-এর হাত ধরে বয়স্কাউট আন্দোলনের সূচনা হয়?
Ans. ১৯০৮ সালের ২৪ জানুয়ারি (24 January 1908) ইংল্যান্ডে রবার্ট ব্যাডেন-পওয়েল-এর হাত ধরে বয়স্কাউট আন্দোলনের সূচনা হয়।
- ‘স্ট্রিং ফিল্ড থিয়োরি’র মূল প্রবক্তা আমেরিকান পদার্থ বিজ্ঞানী মিশিও কাকু কবে জন্মগ্রহণ করেন?
Ans. ১৯৪৭ সালের ২৪ জানুয়ারি (24 January 1947) ‘স্ট্রিং ফিল্ড থিয়োরি’র মূল প্রবক্তা আমেরিকান পদার্থ বিজ্ঞানী মিশিও কাকু জন্মগ্রহণ করেন।
- প্রথম সোনা কোথায় আবিষ্কার হয়?
Ans. ১৮৪৮ সালের ২৪ জানুয়ারি (24 January 1848) জেমস মার্শাল মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কোলোমার ‘শাটার’ মিলে প্রথম সোনা আবিষ্কার করেন।
আজকের বিখ্যাত দিনে ২৪ জানুয়ারি : The Famous Day 24 January in Bengali
আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ২৪ জানুয়ারি | Today’s Historical Events : 24 January (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। এই পোস্টটি লেখার জন্য On this day, Wikipedia, Bornglorious, Google এই উৎসগুলো থেকে কিছু তথ্য সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।