Close Ad close
Breaking
Sat. Nov 16th, 2024
আজকের দিনে ইতিহাসের পাতায় ২৫ ফেব্রুয়ারি | Today's Historical Events 25 Februaryআজকের দিনে ইতিহাসের পাতায় ২৫ ফেব্রুয়ারি | Today's Historical Events 25 February

আজকের দিনে ইতিহাসের পাতায় ২৫ ফেব্রুয়ারি | Today’s Historical Events 25 February in Bengali

আজকের দিনে ইতিহাসের পাতায় ২৫ ফেব্রুয়ারি  : Today’s Historical Events 25 February in Bengali : আজকের বিখ্যাত দিনে ২৫ ফেব্রুয়ারি ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ২৫ ফেব্রুয়ারি  : Today’s Historical Events 25 February) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা  ইতিহাসে ২৫ ফেব্রুয়ারি।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২৫ ফেব্রুয়ারি | Today’s Famous Day or Important Day in Bengali : 25 February

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২৫ ফেব্রুয়ারি – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 25 February. On this day Important Day in Bengali)

25 February : আজ ২৫ ফেব্রুয়ারি – No record.

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৫ ফেব্রুয়ারি | Today’s Famous Day in History (Bengali) : 25 February

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৫ ফেব্রুয়ারি | Today’s famous day in the history of India (Bengali) : 25 February

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৫ ফেব্রুয়ারি । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 25 February. Today’s Famous day on 25 February in India. On this day Historical Famous Events in India)

25 February 1857 : ১৮৫৭ সালের আজকের দিনে  শিশুসাহিত্যিক ও কবি সুনির্মল বসুর মৃত্যু হয়।

25 February 1894 : ১৮৯৪ সালের আজকের দিনে মেহের বাবার জন্ম হয়। তিনি একজন ভারতীয় আধ্যাত্মিক গুরু হিসেবে পরিচিত ছিলেন।  এই আধ্যাত্মিক গুরু  নিজেকে অবতার বা মানুষের রূপে ঈশ্বর বলে দাবী করতেন।

25 February 1910 : ১৯১০ সালের আজকের দিনে চীনা সৈন্যদের পালাতে দালাই লামা তিব্বত থেকে ব্রিটিশ ভারতের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন

25 February 1948 : ১৯৪৮ সালের আজকের দিনে ভারতীয় অভিনেতা ড্যানি ডেনজোংপার জন্ম হয় ।

25 February 1962 : ১৯৬২ সালের আজকের দিনে ইন্ডিয়া কংগ্রেস পার্টি নির্বাচনে জিতেছে।

25 February 1974 : ১৯৭৪ সালের আজকের দিনে ভারতীয় অভিনেত্রী দিব্যা ভারতীর জন্ম হয় ৷

25 February 1981 : ১৯৮১ সালের আজকের দিনে অভিনেতা শাহীদ কাপুরের জন্ম হয়।

25 February 1995 : ১৯৯৫ সালের আজকের দিনে আসাম ভারতে ট্রেনে বোমা হামলাই দুই সেনা নিহত হন।

25 February 2012 : ২০১২ সালের আজকের দিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতকে পোলিও রোগের দেশগুলির তালিকা থেকে সরিয়ে দিয়েছে।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৫ ফেব্রুয়ারি | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 25 February

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৫ ফেব্রুয়ারি : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

25 February 1931 : ১৯৩১ সালের আজকের দিনে বাংলাদেশের একজন প্রতিথযশা নাট্যকার ও সংস্কৃতিকর্মী নিখিল সেনের জন্ম হয়।

25 February 1993 : ১৯৯৩ সালের আজকের দিনে বাংলাদেশি ক্রিকেটার সৌম্য সরকারের জন্ম হয়।

25 February 1972 : ১৯৭২ সালের আজকের দিনে বাংলাদেশকে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া স্বীকৃতি দান করে।

25 February 2009 : ২০০৯ সালের আজকের দিনে ঢাকার পিলখানায় বিডিআর (বাংলাদেশ রাইফেলস) বিদ্রোহ সংঘটিত হয়েছিল। এই বিদ্রোহ দুদিন ধরে হয়েছিল অর্থাৎ ২৫ ফেব্রুয়ারি এবং ২৬ ফেব্রুয়ারি।  বিদ্রোহের পর সংস্থাটির নাম বর্ডার গার্ড বাংলাদেশ বা সংক্ষেপে বিজিবি করা হয়েছে।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৫ ফেব্রুয়ারি | Today’s famous day in the history of the world (Bengali) : 25 February

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৫ ফেব্রুয়ারি, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 25 February, Today’s Famous day on 25 February in the World. On this day Historical Famous Events in The World)

25 February 1916 : ১৯১৬  সালের আজকের দিনে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানরা ফ্রান্সের ফর দুয়ামোঁ নামক দুর্গ দখল করে নিয়েছিল ।

25 February 1932 : ১৯৩২ সালের আজকের দিনে অ্যাডলফ হিটলার জার্মান নাগরিকত্ব লাভ করেন।

25 February 1945 : ১৯৪৫ সালের আজকের দিনে  দ্বিতীয় বিশ্বযুদ্ধে তুরস্ক জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

25 February 1954 : ১৯৫৪ সালের আজকের দিনে জামাল আবদেল নাসের মিশরের প্রধানমন্ত্রী হন।

25 February 1991 : ১৯৯১ সালের আজকের দিনে উপসাগরীয় যুদ্ধে ইরাকি স্কাড ক্ষেপণাস্ত্র সৌদি আরবের দাহরানে মার্কিন সামরিক ঘাটিতে আঘাত করে ফলে ২৮জন মার্কিন সেনা নিহত হয়।

25 February 1994 : ১৯৯৪ সালের আজকের দিনে হেবরন মসজিদ হত্যাকাণ্ডে পশ্চিম তীরের হেবরন শহরে ইব্রাহিমী মসজিদে গোলাগুলির ঘটনায় ২৯জন ফিলিস্তিনি নিহত ও ১২৫ জন আহত হয়।

আজকের বিখ্যাত জন্মদিন : ২৫ ফেব্রুয়ারি | Today Famous Birthdays : 25 February

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 25 February. On this day Famous Birthdays in Bengali)

25 February 1894 : ১৮৯৪ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন মেহের বাবা, ভারতীয় আধ্যাত্মিক নেতা (মৃত্যু: 1969)।

25 February 1948 : ১৯৪৮ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ড্যানি ডেনজংপা, ভারতীয় অভিনেতা।

25 February 1974 : ১৯৭৪সালের আজকের দিনে ভারতের মহারাস্ত্র, মুম্বাইয়ে জন্মগ্রহণ করেছিলেন ভারতীয় অভিনেত্রী দিব্যা ভারতী। তিনি হিন্দি ও তেলুগু সিনেমায় অভিনয় করেছিলেন (শোলা অর শবনম, দেওয়ানা) (মৃত্যু: 1993)।

25 February 1981 : ১৯৮১ সালের আজকের দিনে ভারতের নয়াদিল্লিতে জন্মগ্রহণ করেন শহীদ কাপুর, ভারতীয় অভিনেতা (ইশক বিশক)।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ২৫ ফেব্রুয়ারি | Today Famous Deaths : 25 February

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 25 February. On this day Famous Deaths in Bengali)

25 February 2008 : ২০০৮ সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন হানস রাজ খান্না, ভারতের সুপ্রিম কোর্টের বিচারক (জন্ম: 1911)।

আজকের দিনে ইতিহাস প্রশ্ন ও উত্তর : ২৫ ফেব্রুয়ারি | Today’s History Question and Answer : 25 February | History QNA 

  1. ভারতীয় আধ্যাত্মিক নেতা মেহের বাবা কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৮৯৪ সালের ২৫ ফেব্রুয়ারি (25 February 1894) ভারতীয় আধ্যাত্মিক নেতা মেহের বাবা জন্মগ্রহণ করেন।

  1. ভারতীয় অভিনেতা ড্যানি ডেনজংপা কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৪৮ সালের ২৫ ফেব্রুয়ারি (25 February 1948) ভারতীয় অভিনেতা ড্যানি ডেনজংপা জন্মগ্রহণ করেন।

  1. ভারতীয় অভিনেত্রী দিব্যা ভারতী কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৭৪ সালের ২৫ ফেব্রুয়ারি (25 February 1974) ভারতীয় অভিনেত্রী দিব্যা ভারতী জন্মগ্রহণ করেন।

  1. ভারতীয় অভিনেতা শহীদ কাপুর কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৮১ সালের ২৫ ফেব্রুয়ারি (25 February 1981) ভারতীয় অভিনেতা শহীদ কাপুর জন্মগ্রহণ করেন।

  1. ভারতের সুপ্রিম কোর্টের বিচারক হানস রাজ খান্না কবে জন্মগ্রহণ করেন?

Ans. ২০০৮ সালের ২৫ ফেব্রুয়ারি (25 February 2008) ভারতের সুপ্রিম কোর্টের বিচারক হানস রাজ খান্না জন্মগ্রহণ করেন।

  1. শিশুসাহিত্যিক ও কবি সুনির্মল বসু কবে মারা যান?

Ans. ১৮৫৭ সালের ২৫ ফেব্রুয়ারি (25 February 1857) শিশুসাহিত্যিক ও কবি সুনির্মল বসু মারা যান।

  1. বাংলাদেশের প্রতিথযশা নাট্যকার ও সংস্কৃতিকর্মী নিখিল সেন কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৩১ সালের ২৫ ফেব্রুয়ারি (25 February 1931) বাংলাদেশের প্রতিথযশা নাট্যকার ও সংস্কৃতিকর্মী নিখিল সেন জন্মগ্রহণ করেন।

  1. বাংলাদেশি ক্রিকেটার সৌম্য সরকার কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৯৩ সালের ২৫ ফেব্রুয়ারি (25 February 1993) বাংলাদেশি ক্রিকেটার সৌম্য সরকার জন্মগ্রহণ করেন।

  1. অ্যাডলফ হিটলার কবে জার্মান নাগরিকত্ব লাভ করেন?

Ans. ১৯৩২ সালের ২৫ ফেব্রুয়ারি (25 February 1932) অ্যাডলফ হিটলার জার্মান নাগরিকত্ব লাভ করেন।

  1. জামাল আবদেল নাসের কবে মিশরের প্রধানমন্ত্রী হন?

Ans. ১৯৫৪ সালের ২৫ ফেব্রুয়ারি (25 February 1954) জামাল আবদেল নাসের মিশরের প্রধানমন্ত্রী হন।

আজকের বিখ্যাত দিনে ২৫ ফেব্রুয়ারি – The Famous Day 25 February in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ২৫ ফেব্রুয়ারি | Today’s Historical Events : 25 February (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। এই পোস্টটি লেখার জন্য On this day, Wikipedia, Bornglorious, Google এই উৎসগুলো থেকে কিছু তথ্য সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *