আজকের দিনে ইতিহাসের পাতায় ২৫ জানুয়ারি | Today’s Historical Events 25 January in Bengali
আজকের দিনে ইতিহাসের পাতায় ২৫ জানুয়ারি : Today’s Historical Events 25 January in Bengali : আজকের বিখ্যাত দিনে ২৫ জানুয়ারি ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ২৫ জানুয়ারি : Today’s Historical Events 25 January) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা ইতিহাসে ২৫ জানুয়ারি।
আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২৫ জানুয়ারি | Today’s Famous Day or Important Day in Bengali : 25 January
আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২৫ জানুয়ারি – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 25 January. On this day Important Day in Bengali)
25 January : আজ ২৫ জানুয়ারি – জাতীয় ভোটাধিকার দিবস (ভারত)।
ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৫ জানুয়ারি | Today’s Famous Day in History (Bengali) : 25 January
ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৫ জানুয়ারি | Today’s famous day in the history of India (Bengali) : 25 January
আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৫ জানুয়ারি । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 25 January. Today’s Famous day on 25 January in India. On this day Historical Famous Events in India)
25 January 1565 : ১৫৬৫ সালের আজকের দিনে তালিকোটের যুদ্ধে দক্ষিণ ভারতের সুলতানি সাম্রাজ্যের জোটের কাছে বিজয়নগরের সেনাদল পরাজিত হয়।
25 January 1824 : ১৮২৪ সালের আজকের দিনে বিশিষ্ট বাঙালী কবি ও নাট্যকার মাইকেল মধুসূদন দত্তের জন্ম হয়।
25 January 1856 : ১৮৫৬ সালের আজকের দিনে বিশিষ্ট বাঙালি রাজনীতিবিদ, সমাজসেবক ও লেখক অশ্বিনীকুমার দত্তের জন্ম হয়।
25 January 1918 : ১৯১৪ সালের আজকের দিনে ডার্বানে একটি ভারতীয় জনসমাবেশ স্বেচ্ছাসেবী নিবন্ধন, পোল ট্যাক্স, ভারতীয় বিবাহের স্বীকৃতি এবং অন্যান্য বিষয়ে জেনারেল জে সি স্মটস এবং মহাত্মা গান্ধীর মধ্যে সমঝোতাভাবে সর্বসম্মতভাবে সমর্থন করে।
25 January 1950 : ১৯৫০ সালের আজকের দিনে ভারতের নির্বাচন কমিশন গঠিত হয়।
25 January 1954 : ১৯৫৪ সালের আজকের দিনে ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নাথ রায়ের মৃত্যু হয়।
25 January 1971 : ১৯৭১ সালের আজকের দিনে হিমাচল প্রদেশ ভারতের 18 তম রাজ্য হিসেবে ঘোষিত হয়।
25 January 1980 : ১৯৮০ সালের আজকের দিনে মাদার টেরেজাকে ‘ভারতরত্ন’ উপাধিতে সম্মানিত করা হয়।
25 January 1994 : ১৯৯৪ সালের আজকের দিনে ভারতের আসানসোলে খনিতে আগুন লেগে 55 জন নিহত হয়েছেন।
বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৫ জানুয়ারি | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 25 January
আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৫ জানুয়ারি : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ : আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)
25 January 1934 : ১৯৩৪ সালের আজকের দিনে অর্থনীতিবিদ, কূটনীতিবিদ ও ভাষাসৈনিক আবুল মাল আবদুল মুহিতের জন্ম হয়।
25 January 1972 : ১৯৭২ সালের আজকের দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় চেকোস্লাভিয়া ও টোঙ্গা।
25 January 1975 : ১৯৭৫ সালের আজকের দিনে বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত সরকার কায়েম হয় ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।
25 January 1975 : ১৯৭৫ সালের আজকের দিনে ‘বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ’ (বাকশাল) ব্যবস্থার প্রবর্তন হয়।
25 January 1979 : ১৯৭৯ সালের আজকের দিনে চট্টগ্রাম যুব বিদ্রোহের অন্যতম নায়ক অনন্ত সিংয়ের মৃত্যু ঘটে।
বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৫ জানুয়ারি | Today’s famous day in the history of the world (Bengali) : 25 January
আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৫ জানুয়ারি, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 25 January, Today’s Famous day on 25 January in the World. On this day Historical Famous Events in The World)
25 January 1802 : ১৮০২ সালের আজকের দিনে নেপোলিয়ন বোনাপার্ট ইতালিয় প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি নির্বাচিত হন।
25 January 1840 : ১৮৪০ সালের আজকের দিনে চার্লস উইলকেস পরিচালিত মার্কিন নৌ অভিযান প্রথম আন্টার্কটিকাকে একটি নতুন ভূখন্ড হিসেবে শনাক্ত করে।
25 January 1871 : ১৮৭১ সালের আজকের দিনে জার্মানির চিকিৎসক হানসেন কুষ্ঠ রোগের জীবাণু আবিষ্কার করেন।
25 January 1881 : ১৮৮১ সালের আজকের দিনে থমাস এডিসন ও আলেকজান্ডার গ্রাহাম বেল ‘ওরিয়েন্টাল টেলিফোন কোম্পানি’ প্রতিষ্ঠা করেন।
25 January 1919 : ১৯১৯ সালের আজকের দিনে জাতিপুঞ্জের প্রতিষ্ঠা করা হয়।
25 January 1924 : ১৯২৪ সালের আজকের দিনে ফ্রান্সের ক্যামোনিক্সে প্রথম শীতকালীন অলিম্পিক আয়োজিত হয়।
25 January 1939 : ১৯৩৯ সালের আজকের দিনে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ভূগর্ভস্থ পিউপিন হলে প্রথম নিউক্লিয়ার ফিসন পরীক্ষা সম্পন্ন হয়।
25 January 1949 : ১৯৪৯ সালের আজকের দিনে ইজরায়েলের প্রথম সাধারণ নির্বাচনে জয়লাভ করে ডেভিড বেন গুরিয়ন পরিচালিত মাপাই দল।
25 January 1993 : ১৯৯৩ সালের আজকের দিনে ২০তম আমেরিকান সংগীত শিরোপা পান মাইকেল জ্যাকসন ও মারিয়া ক্যারি।
25 January 1996 : ১৯৯৬ সালের আজকের দিনে বিলি বেইলিকে মার্কিন যুক্তরাষ্ট্রের শেষ ব্যক্তি হিসেবে ফাঁসি দেওয়া হয়।
25 January 2011 : ২০১১ সালের আজকের দিনে মিশরে রাষ্ট্রপতি হোসনি মুবারকের বিরুদ্ধে বিপ্লব ও গণঅভ্যুত্থান শুরু হয়।
আজকের বিখ্যাত জন্মদিন : ২৫ জানুয়ারি | Today Famous Birthdays : 25 January
আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 25 January. On this day Famous Birthdays in Bengali)
25 January 1884 : ১৮৮৪ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন রাধাকুমুদ মুখোপাধ্যায় , ভারতীয় বাঙালি ইতিহাসবিদ, জাতীয়তাবাদী ব্যক্তিত্ব (মৃত্যু: 1963)।
আজকের বিখ্যাত মৃত্যুদিন : ২৫ জানুয়ারি | Today Famous Deaths : 25 January
আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 25 January. On this day Famous Deaths in Bengali)
25 January 1954 : ১৯৫৪ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন মানবেন্দ্র নাথ রায়, ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা (জন্ম: 21.03.1887)।
আজকের দিনে ইতিহাস প্রশ্ন ও উত্তর : ২৫ জানুয়ারি | Today’s History Question and Answer : 25 January | History QNA
- জাতীয় ভোটাধিকার দিবস (ভারত) কবে পালন করা হয়?
Ans. ২৫ জানুয়ারি (25 January) জাতীয় ভোটাধিকার দিবস (ভারত) পালন করা হয়।
- তালিকোটের যুদ্ধে দক্ষিণ ভারতের সুলতানি সাম্রাজ্যের জোটের কাছে করা পরাজিত হয়?
Ans. Ans. ১৫৬৫ সালের ২৫ জানুয়ারি (25 January 1565) তালিকোটের যুদ্ধে দক্ষিণ ভারতের সুলতানি সাম্রাজ্যের জোটের কাছে বিজয়নগরের সেনাদল পরাজিত হয়।
- রাধাকুমুদ মুখোপাধ্যায় কবে জন্মগ্রহণ করেন?
Ans. ১৮৮৪ সালের ২৫ জানুয়ারি (25 January 1884) রাধাকুমুদ মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ভারতীয় বাঙালি ইতিহাসবিদ, জাতীয়তাবাদী ব্যক্তিত্ব (মৃত্যু: 1963)।
- ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নাথ রায় কবে মারা যান?
Ans. ১৯৫৪ সালের ২৫ জানুয়ারি (25 January 1954) ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নাথ রায় মারা যান।
- বিশিষ্ট বাঙালী কবি ও নাট্যকার মাইকেল মধুসূদন দত্তের কবে জন্ম হয়?
Ans. ১৮২৪ সালের ২৫ জানুয়ারি (25 January 1824) বিশিষ্ট বাঙালী কবি ও নাট্যকার মাইকেল মধুসূদন দত্তের জন্ম হয়।
- বিশিষ্ট বাঙালি রাজনীতিবিদ, সমাজসেবক ও লেখক অশ্বিনীকুমার দত্তের কবে জন্ম হয়?
Ans. ১৮৫৬ সালের ২৫ জানুয়ারি (25 January 1856) বিশিষ্ট বাঙালি রাজনীতিবিদ, সমাজসেবক ও লেখক অশ্বিনীকুমার দত্তের জন্ম হয়।
- কবে ভারতের নির্বাচন কমিশন গঠিত হয়?
Ans. ১৯৫০ সালের ২৫ জানুয়ারি (25 January 1950) ভারতের নির্বাচন কমিশন গঠিত হয়।
- হিমাচল প্রদেশ ভারতের রাজ্য হিসেবে কবে ঘোষিত হয়?
Ans. ১৯৭১ সালের ২৫ জানুয়ারি (25 January 1971) হিমাচল প্রদেশ ভারতের 18 তম রাজ্য হিসেবে ঘোষিত হয়।
- কবে মাদার টেরেজাকে ‘ভারতরত্ন’ উপাধিতে সম্মানিত করা হয়?
Ans. ১৯৮০ সালের ২৫ জানুয়ারি (25 January 1980) মাদার টেরেজাকে ‘ভারতরত্ন’ উপাধিতে সম্মানিত করা হয়।
- অর্থনীতিবিদ, কূটনীতিবিদ ও ভাষাসৈনিক আবুল মাল আবদুল মুহিতের কবে জন্ম হয়?
Ans. ১৯৩৪ সালের ২৫ জানুয়ারি (25 January 1934) অর্থনীতিবিদ, কূটনীতিবিদ ও ভাষাসৈনিক আবুল মাল আবদুল মুহিতের জন্ম হয়।
- কবে বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি পায়?
Ans. ১৯৭২ সালের ২৫ জানুয়ারি (25 January 1972) বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় চেকোস্লাভিয়া ও টোঙ্গা।
- কবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন?
Ans. ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি (25 January 1975) বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত সরকার কায়েম হয় ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।
- ‘বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ’ (বাকশাল) ব্যবস্থার কবে প্রবর্তন হয়?
Ans. ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি (25 January 1975) ‘বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ’ (বাকশাল) ব্যবস্থার প্রবর্তন হয়।
- চট্টগ্রাম যুব বিদ্রোহের অন্যতম নায়ক অনন্ত সিংয়ের কবে মৃত্যু ঘটে?
Ans. ১৯৭৯ সালের ২৫ জানুয়ারি (25 January 1979) চট্টগ্রাম যুব বিদ্রোহের অন্যতম নায়ক অনন্ত সিংয়ের মৃত্যু ঘটে।
- কবে নেপোলিয়ন বোনাপার্ট ইতালিয় প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি নির্বাচিত হন?
Ans. ১৮০২ সালের ২৫ জানুয়ারি (25 January 1802) নেপোলিয়ন বোনাপার্ট ইতালিয় প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি নির্বাচিত হন।
- কে আন্টার্কটিকাকে একটি নতুন ভূখন্ড হিসেবে শনাক্ত করেন?
Ans. ১৮৪০ সালের ২৫ জানুয়ারি (25 January 1840) চার্লস উইলকেস পরিচালিত মার্কিন নৌ অভিযান প্রথম আন্টার্কটিকাকে একটি নতুন ভূখন্ড হিসেবে শনাক্ত করে।
- কুষ্ঠ রোগের জীবাণু কে আবিষ্কার করেন?
Ans. ১৮৭১ সালের ২৫ জানুয়ারি (25 January 1871) জার্মানির চিকিৎসক হানসেন কুষ্ঠ রোগের জীবাণু আবিষ্কার করেন।
- কবে জাতিপুঞ্জের প্রতিষ্ঠা করা হয়?
Ans. ১৯১৯ সালের ২৫ জানুয়ারি (25 January 1919) জাতিপুঞ্জের প্রতিষ্ঠা করা হয়।
- প্রথম শীতকালীন অলিম্পিক কোথায় আয়োজিত হয়?
Ans. ১৯২৪ সালের ২৫ জানুয়ারি (25 January 1924) ফ্রান্সের ক্যামোনিক্সে প্রথম শীতকালীন অলিম্পিক আয়োজিত হয়।
- ‘ওরিয়েন্টাল টেলিফোন কোম্পানি’ কে প্রতিষ্ঠা করেন?
Ans. ১৮৮১ সালের ২৫ জানুয়ারি (25 January 1881) থমাস এডিসন ও আলেকজান্ডার গ্রাহাম বেল ‘ওরিয়েন্টাল টেলিফোন কোম্পানি’ প্রতিষ্ঠা করেন।
আজকের বিখ্যাত দিনে ২৫ জানুয়ারি : The Famous Day 25 January in Bengali
আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ২৫ জানুয়ারি | Today’s Historical Events : 25 January (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। এই পোস্টটি লেখার জন্য On this day, Wikipedia, Bornglorious, Google এই উৎসগুলো থেকে কিছু তথ্য সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।