Close Ad close
Breaking
Sun. Jan 12th, 2025
আজকের দিনে ইতিহাসের পাতায় ২৬ জানুয়ারি | Today's Historical Events 26 Januaryআজকের দিনে ইতিহাসের পাতায় ২৬ জানুয়ারি | Today's Historical Events 26 January

আজকের দিনে ইতিহাসের পাতায় ২৬ জানুয়ারি | Today’s Historical Events 26 January in Bengali

আজকের দিনে ইতিহাসের পাতায় ২৬ জানুয়ারি  : Today’s Historical Events 26 January in Bengali : আজকের বিখ্যাত দিনে ২৬ জানুয়ারি ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ২৬ জানুয়ারি  : Today’s Historical Events 26 January) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা  ইতিহাসে ২৬ জানুয়ারি।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২৬ জানুয়ারি | Today’s Famous Day or Important Day in Bengali : 26 January

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২৬ জানুয়ারি – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 26 January. On this day Important Day in Bengali)

26 January : আজ ২৬ জানুয়ারি – প্রজাতন্ত্র দিবস (ভারত)।

26 January : আজ ২৬ জানুয়ারি – আন্তর্জাতিক শুল্ক দিবস।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৬ জানুয়ারি | Today’s Famous Day in History (Bengali) : 26 January

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৬ জানুয়ারি | Today’s famous day in the history of India (Bengali) : 26 January

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৬ জানুয়ারি । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 26 January. Today’s Famous day on 26 January in India. On this day Historical Famous Events in India)

26 January 1929 : ১৯২৯ সালের আজকের দিনে ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতের স্বাধীনতার জন্য লক্ষ্য ঘোষণা করে।

26 January 1930 : ১৯৩০ সালে আজকের দিনটিকে ভারতীয় জাতীয় কংগ্রেস স্বাধীনতা দিবস বা পূর্ণ স্বরাজ দিবস হিসেবে ঘোষণা করেছিল।

26 January 1950 : ১৯৫০ সালের আজকের দিনে স্বাধীন ভারতের সংবিধান কার্যকরের মধ্য দিয়ে ভারতীয় প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা হয় । তাই এই তারিখটি ভারতে ‘প্রজাতন্ত্র দিবস’ হিসেবে পালিত হয়। এই একই দিনে ড.রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।

26 January 1957 : ১৯৫৭ সালের আজকের দিনে ভারত কাশ্মীরকে তার সীমানার মধ্যে অন্তর্ভূক্ত করে।

26 January 1965 : ১৯৬৫ সালের আজকের দিনে  ভারতের কেন্দ্রীয় সরকারের সরকারি ভাষা হিসেবে হিন্দি স্বীকৃতি পায়।

26 January 1969 : ১৯৬৯ সালের আজকের দিনে বাঙালি ধর্ম সংস্কারক অনুকূলচন্দ্র ঠাকুরের জন্ম হয়।

26 January 2001 : ২০০১ সালের আজকের দিনে গুজরাটে এক ভয়াবহ ভূমিকম্পে প্রায় কুড়ি হাজার মানুষের মৃত্যু হয়।

26 January 2018 : ২০১৮ সালের আজকের দিনে প্রবাদপ্রতীম বাঙালি অভিনেত্রী সুপ্রিয়া দেবীর মৃত্যু হয়।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৬ জানুয়ারি | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 26 January

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৬ জানুয়ারি : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

26 January 1952 : ১৯৫২ সালের আজকের দিনে পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ঢাকার (তৎকালীন পূর্ব পাকিস্তানের অন্তর্ভূক্ত) পল্টন ময়দানে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেন।

26 January 1972 : ১৯৭২ সালের আজকের দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় সাইপ্রাস, হাঙ্গেরী, নিউজিল্যান্ড ও ফিজি।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৬ জানুয়ারি | Today’s famous day in the history of the world (Bengali) : 26 January

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৬ জানুয়ারি, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 26 January, Today’s Famous day on 26 January in the World. On this day Historical Famous Events in The World)

26 January 1697 : ১৬৯৭ সালের আজকের দিনে আইজ্যাক নিউটন জাঁ বার্নৌলির থেকে ৬ মাসের মধ্যে সমাধান করতে হবে, এমন একটি সমস্যা পান, যা তিনি ওই দিনই রাতে ঘুমোতে যাবার আগে সমাধানও করে ফেলেন।

26 January 1891 : ১৮৯১ সালের আজকের দিনে বিশিষ্ট লেখক এবং কবি অস্কার ওয়াইল্ডের ‘ডাচেস অফ পাডুয়া’ নাটকটি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রথম অভিনীত হয়।

26 January 1905 : ১৯০৫ সালের আজকের দিনে পৃথিবীর সর্ববৃহৎ হীরেটি দক্ষিন আফ্রিকার প্রিটোরিয়ার নিকট প্রিমিয়ার খনি থেকে উদ্ধার করা হয়।

26 January 1924 : ১৯২৪ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের চার্লস জেউট্র ৫০০ মিটার তীরন্দাজিতে শীতকালীন অলিম্পিকের প্রথম স্বর্ণপদক অর্জন করেন।

26 January 1926 : ১৯২৬ সালের আজকের দিনে টেলিভিশনের আবিষ্কর্তা জন লোগিয়ে বায়ার্ড তাঁর লন্ডনের গবেষণাগারে প্রথম জনগণের উদ্দেশ্যে টেলিভিশনের প্রদর্শন করেন।

26 January 1932 : ১৯৩২ সালের আজকের দিনে ব্রিটিশ সাবমেরিন এম-২ ইংলিশ চ্যানেলে ডুবে যাওয়ায় ষাটজন মানুষের মৃত্যু হয়।

26 January 1934 : ১৯৩৪ সালের আজকের দিনে নাৎসি জার্মানি ও পোল্যান্ড দশ বছরের জন্য অনাক্রমণ চুক্তিতে স্বাক্ষর করে।

26 January 1993 : ১৯৯৩ সালের আজকের দিনে ওয়েস্ট ইন্ডিজ অ্যাডিলেডে চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়াকে পরাজিত করে।

26 January 2004 : ২০০৪ সালের আজকের দিনে আফগানিস্তানের রাষ্ট্রপতি হামিদ কারজাই দেশের নতুন সংবিধানে স্বাক্ষর করেন।

26 January 2005 : ২০০৫ সালের আজকের দিনে কনডোলেজ্জা রাইস প্রথম আফ্রো-আমেরিকান মহিলা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রসচিব পদে আসীন হন।

26 January 2015 : ২০১৫ সালের আজকের দিনে লিবি লেন ইংল্যান্ডের চার্চের প্রথম মহিলা বিশপ হিসেবে নিযুক্ত হন।

আজকের বিখ্যাত জন্মদিন : ২৬ জানুয়ারি | Today Famous Birthdays : 26 January

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 26 January. On this day Famous Birthdays in Bengali)

26 January 1844 : ১৮৪৪ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন গুরুদাস বন্দ্যোপাধ্যায়, কলকাতা হাইকোর্টের বাঙালি বিচারপতি ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য (মৃত্যু: 1918)।

26 January 1926 : ১৯২৬ সালের আজকের দিনে ফরমান ফতেহপুরী (সৈয়দ দিলদার আলী), উর্দু পন্ডিত, ভাষাবিদ, সমালোচক এবং লেখক, উত্তর ফরিদপুর, উত্তর প্রদেশ, ব্রিটিশ ভারতে জন্মগ্রহণ করেন (মৃত্যু: 2013)।

26 January 1967 : ১৯৬৭ সালের আজকের দিনে ভারতের প্লেব্যাক গায়ক প্রদীপ সোমসুন্দরন, ভারতের ত্রিসুরে জন্মগ্রহণ করেছিলেন।

26 January 1964 : ১৯৬৪ সালের আজকের দিনে রবী তেজা, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, ভারতের জগগম্পেটাতে জন্মগ্রহণ করেছিলেন।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ২৬ জানুয়ারি | Today Famous Deaths : 26 January

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 26 January. On this day Famous Deaths in Bengali)

26 January 1831 : ১৮৩১ সালের আজকের দিনে ভারতীয় সামরিক প্রধান যোদ্ধা সাঙ্গোলি রায়ান্না 32 বছর বয়সে মারা যান।

26 January 2018 : ২০১৮ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন সুপ্রিয়া দেবী, ভারতীয় বাঙালি অভিনেত্রী (জন্ম: 08.01.1933)।

আজকের দিনে ইতিহাস প্রশ্ন ও উত্তর : ২৬ জানুয়ারি | Today’s History Question and Answer : 26 January | History QNA 

  1. প্রজাতন্ত্র দিবস (ভারত) কবে পালন করা হয়?

Ans. ২৬ জানুয়ারি (26 January) প্রজাতন্ত্র দিবস (ভারত) পালন করা হয়।

  1. আন্তর্জাতিক শুল্ক দিবস কবে পালন করা হয়?

Ans. ২৬ জানুয়ারি (26 January) আন্তর্জাতিক শুল্ক দিবস পালন করা হয়।

  1. গুরুদাস বন্দ্যোপাধ্যায় কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৮৪৪ সালের ২৬ জানুয়ারি (26 January 1844) গুরুদাস বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা হাইকোর্টের বাঙালি বিচারপতি ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন।

  1. ফরমান ফতেহপুরী (সৈয়দ দিলদার আলী) কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯২৬ সালের ২৬ জানুয়ারি (26 January 1926) ফরমান ফতেহপুরী (সৈয়দ দিলদার আলী) ভারতের উত্তর প্রদেশের উত্তর ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি উর্দু পন্ডিত, ভাষাবিদ, সমালোচক এবং লেখক।

  1. ভারতের প্লেব্যাক গায়ক প্রদীপ সোমসুন্দরন কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৬৭ সালের ২৬ জানুয়ারি (26 January 1967) ভারতের প্লেব্যাক গায়ক প্রদীপ সোমসুন্দরন ভারতের ত্রিসুরে জন্মগ্রহণ করেছিলেন।

  1. ভারতীয় সামরিক প্রধান যোদ্ধা সাঙ্গোলি রায়ান্না কবে মারা যান?

Ans. ১৮৩১ সালের ২৬ জানুয়ারি (26 January 1831) ভারতীয় সামরিক প্রধান যোদ্ধা সাঙ্গোলি রায়ান্না 32 বছর বয়সে মারা যান।

  1. ভারতীয় বাঙালি অভিনেত্রী সুপ্রিয়া দেবী কবে মারা যান?

Ans. ২০১৮ সালের ২৬ জানুয়ারি (26 January 2018) ভারতীয় বাঙালি অভিনেত্রী সুপ্রিয়া দেবী মারা যান।

  1. কবে স্বাধীনতা দিবস বা পূর্ণ স্বরাজ দিবস হিসেবে ঘোষণা করা হয়?

Ans. ১৯৩০ সালের ২৬ জানুয়ারি (26 January 1930) ভারতীয় জাতীয় কংগ্রেস স্বাধীনতা দিবস বা পূর্ণ স্বরাজ দিবস হিসেবে ঘোষণা করেছিল।

  1. কবে ভারতীয় প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা হয়?

Ans. ১৯৫০ সালের ২৬ জানুয়ারি (26 January 1950) ভারতীয় প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা হয়। তাই এই তারিখটি ভারতে ‘প্রজাতন্ত্র দিবস’ হিসেবে পালিত হয়।

  1. কবে ড.রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন?

Ans. ১৯৫০ সালের ২৬ জানুয়ারি (26 January 1950) ড.রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।

  1. কবে ভারত কাশ্মীরকে তার সীমানার মধ্যে অন্তর্ভূক্ত করে?

Ans. ১৯৫৭ সালের ২৬ জানুয়ারি (26 January 1957) ভারত কাশ্মীরকে তার সীমানার মধ্যে অন্তর্ভূক্ত করে।

  1. কবে ভারতের কেন্দ্রীয় সরকারের সরকারি ভাষা হিসেবে হিন্দি স্বীকৃতি পায়?

Ans. ১৯৬৫ সালের ২৬ জানুয়ারি (26 January 1965) ভারতের কেন্দ্রীয় সরকারের সরকারি ভাষা হিসেবে হিন্দি স্বীকৃতি পায়।

  1. কবে বাঙালি ধর্ম সংস্কারক অনুকূলচন্দ্র ঠাকুরের জন্ম হয়?

Ans. ১৯৬৯ সালের ২৬ জানুয়ারি (26 January 1969) বাঙালি ধর্ম সংস্কারক অনুকূলচন্দ্র ঠাকুরের জন্ম হয়।

  1. কবে বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি?

Ans. ১৯৭২ সালের ২৬ জানুয়ারি (26 January 1972) বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় সাইপ্রাস, হাঙ্গেরী, নিউজিল্যান্ড ও ফিজি।

  1. পৃথিবীর সর্ববৃহৎ হীরে কবে ও কোথায় থেকে উদ্ধার করা হয়?

Ans. ১৯০৫ সালের ২৬ জানুয়ারি (26 January 1905) পৃথিবীর সর্ববৃহৎ হীরেটি দক্ষিন আফ্রিকার প্রিটোরিয়ার নিকট প্রিমিয়ার খনি থেকে উদ্ধার করা হয়।

  1. কে ইংল্যান্ডের চার্চের প্রথম মহিলা বিশপ হিসেবে নিযুক্ত হন?

Ans. ২০১৫ সালের ২৬ জানুয়ারি (26 January 2015) লিবি লেন ইংল্যান্ডের চার্চের প্রথম মহিলা বিশপ হিসেবে নিযুক্ত হন।

  1. কে প্রথম আফ্রো-আমেরিকান মহিলা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রসচিব পদে আসীন হন?

Ans. ২০০৫ সালের ২৬ জানুয়ারি (26 January 2005) কনডোলেজ্জা রাইস প্রথম আফ্রো-আমেরিকান মহিলা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রসচিব পদে আসীন হন।

  1. কবে আফগানিস্তানের রাষ্ট্রপতি হামিদ কারজাই দেশের নতুন সংবিধানে স্বাক্ষর করেন?

Ans. ২০০৪ সালের ২৬ জানুয়ারি (26 January 2004) আফগানিস্তানের রাষ্ট্রপতি হামিদ কারজাই দেশের নতুন সংবিধানে স্বাক্ষর করেন।

আজকের বিখ্যাত দিনে ২৬ জানুয়ারি : The Famous Day 26 January in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ২৬ জানুয়ারি | Today’s Historical Events : 26 January (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। এই পোস্টটি লেখার জন্য On this day, Wikipedia, Bornglorious, Google এই উৎসগুলো থেকে কিছু তথ্য সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *