আজকের দিনে ইতিহাসের পাতায় ২৬ মার্চ | Today’s Historical Events 26 March in Bengali
আজকের দিনে ইতিহাসের পাতায় ২৬ মার্চ : Today’s Historical Events 26 March in Bengali : আজকের বিখ্যাত দিনে ২৬ মার্চ ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ২৬ মার্চ : Today’s Historical Events 26 March) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা ইতিহাসে ২৬ মার্চ।
আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২৬ মার্চ | Today’s Famous Day or Important Day in Bengali : 26 March
আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২৬ মার্চ – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 26 March. On this day Important Day in Bengali)
26 March : আজ ২৬ মার্চ – বাংলাদেশের স্বাধীনতা দিবস।
ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৬ মার্চ | Today’s Famous Day in History (Bengali) : 26 March
ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৬ মার্চ | Today’s famous day in the history of India (Bengali) : 26 March
আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৬ মার্চ । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 26 March. Today’s Famous day on 26 March in India. On this day Historical Famous Events in India)
26 March 1552 : ১৫৫২ – গুরু অমর দাস তৃতীয় শিখ গুরু হয়ে ওঠেন।
26 March 1907 : ১৯০৭ সালের আজকের দিনে প্রখ্যাত হিন্দি ভাষার কবি মহাদেবী বর্মা জন্মগ্রহণ করেন।
26 March 1974 : ১৯৭৪ সালের আজকের দিনে ‘চিপকো আন্দোলন’ শুরু হয়।
26 March 2015 : ২০১৫ সালে আজকের দিনে গুগল অনুবাদে বাংলা ভাষার সাত লাখ শব্দ যোগ করে রেকর্ড সৃষ্টি ৷
বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৬ মার্চ | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 26 March
আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৬ মার্চ : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ : আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)
26 March 1971 : ১৯৭১ সালের আজকের দিনে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীনতা ঘোষণা করে বাংলাদেশ গঠন ঘোষিত হয়, ফলে বাংলাদেশ মুক্তিযুদ্ধ শুরু হয়।
26 March 1971 : ১৯৭১ সালের আজকের দিনে বাঙালি শিক্ষাবিদ অনুদ্বৈপায়ন ভট্টাচার্য বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনা কতৃক নিহত হন।
26 March 1971 : ১৯৭১ সালের আজকের দিনে বাংলাদেশী শিক্ষাবিদ আতাউর রহমান খান খাদিম পরলোক গমন করেন।
26 March 1971 : ১৯৭১ সালের আজকের দিনে বাংলাদেশী বুদ্ধিজীবী গোবিন্দ চন্দ্র দেব পরলোক গমন করেন।
26 March 1998 : ১৯৯৮ সালের আজকের দিনে মুঠোফোন পরিষেবা প্রতিষ্ঠান ‘রবি’ চট্টগ্রামে মোবাইল পরিষেবা শুরু করে।
26 March 2015 : ২০১৫ সালের আজকের দিনে গুগল অনুবাদে বাংলা ভাষার সাত লাখ শব্দ যোগ করে রেকর্ড সৃষ্টি৷
বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৬ মার্চ | Today’s famous day in the history of the world (Bengali) : 26 March
আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৬ মার্চ, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 26 March, Today’s Famous day on 26 March in the World. On this day Historical Famous Events in The World)
26 March 1169 : ১১৬৯ সালের আজকের দিনে সালাদিন মিশরের আমির হয়ে ওঠে।
26 March 1827 : ১৮২৭ সালের আজকের দিনে জার্মান সুরকার এবং পিয়ানো বাদক লুডউইগ ভ্যান বেটোভেন পরলোক গমন করেন।
26 March 1913 : ১৯১৩ সালের আজকের দিনে হাঙ্গেরীয় গণিতবিদ পল এর্ডশ জন্মগ্রহণ করেন।
26 March 1931 : ১৯৩১ সালের আজকের দিনে মার্কিন অভিনেতা লিওনার্ড নিময় জন্মগ্রহণ করেন।
26 March 1941 : ১৯৪১ সালের আজকের দিনে ইংরেজ বিবর্তনবাদ বিশেষজ্ঞ, বিজ্ঞানী, এবং বিজ্ঞান লেখক রিচার্ড ডকিন্স জন্মগ্রহণ করেন।
26 March 1917 : ১৯১৭ সালের আজকের দিনে প্রথম বিশ্বযুদ্ধ: গাজার প্রথম যুদ্ধ।
26 March 1931 : ১৯৩১ – হো চি মিন কমিউনিস্ট ইউথ ইউনিয়ন ভিয়েতনামে প্রতিষ্ঠিত হয়।
26 March 2015 : ২০১৫ সালের আজকের দিনে নোবেল বিজয়ী সুয়েডীয় কবি ও অনুবাদক টমাস ট্রান্সট্রোমার পরলোক গমন করেন।
26 March 2015 : ২০১৫ সালের আজকের দিনে নরওয়ের চলচ্চিত্র অভিনেতা ফ্রেড রবশাহম পরলোক গমন করেন।
আজকের বিখ্যাত জন্মদিন : ২৬ মার্চ | Today Famous Birthdays : 26 March
আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 26 March. On this day Famous Birthdays in Bengali)
26 March 1893 : ১৮৯৩ সালে আজকের দিনে কলকাতায় জন্ম গ্রহণ করেন চলচ্চিত্র প্রযোজক, নির্দেশক, অভিনেতা আর সর্বোপরি বাংলা চলচ্চিত্র জগতের ইতিহাসে উজ্জ্বল নক্ষত্র ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় (Dhirendra Nath Ganguly), যিনি ডি.জি. নামে পরিচিত বাংলা সিনেমা জগতের অন্যতম পথিকৃৎ। তিনি একাধিক চলচ্চিত্র নির্মাণকারী সংস্থা স্থাপন করেছিলেন, যথা ‘ইন্দো ব্রিটিশ ফিল্ম কোম্পানী’, ‘ব্রিটিশ ডমিনিয়ন ফিল্মস’, ‘লোটাস ফিল্ম কোম্পানী’ ইত্যাদি। পরবর্তীকালে তিনি নিউ থিয়েটার্সে যোগদান করেছিলেন।
26 March 1907 : ১৯০৭ সালে আজকের দিনে উত্তরপ্রদেশে জন্ম গ্রহণ করেন হিন্দি সাহিত্যের মহান কবি ও সুবিখ্যাত লেখিকা মহাদেবী বর্মা (Mahadevi Verma)। ওনাকে আধুনিক হিন্দি কাব্যধারার “ছাযাবাদ” ঘরাণার একজন উল্লেখযোগ্য কবি বলে মানা হয়।
26 March 1965 : ১৯৬৫ সালে আজকের দিনে বেঙ্গালুরুতে (কর্ণাটক) জন্ম গ্রহণ করেন বিখ্যাত অভিনেতা প্রকাশ রাজ (Prakash Raj)। শুরুর দিকে তিনি যখন বেঙ্গালুরুর কালাক্ষেত্রাতে জয়েন করেন তখন একমাসে ৩০০ পিঠাপিঠি মঞ্চ প্রদর্শনীতে অংশ নেন এবং তার অর্জনের খাতায় ২০০০ পথ প্রদর্শনীতে অংশ নেওয়ার ইতিহাস আছে।
26 March 1969 : ১৯৬৯ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন অভিনেত্রী মধু/মধুবালা (Madhoo Shah)। তার অভিনীত গুরুত্বপূর্ণ চলচ্চিত্রগুলো হচ্ছে ফুল অর কাঁটে (হিন্দি, ১৯৯১), রোজা (তামিল, ১৯৯২), এস. শঙ্কর পরিচালিত তামিল চলচ্চিত্র জেন্টলম্যান (১৯৯৩)। রোজা চলচ্চিত্রটির জন্য মধু জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন এবং মানুষ মূলত তাকে এই চলচ্চিত্রের জন্যই মনে রেখেছে।
26 March 1993 : ১৯৯৩ সালে আজকের দিনে দিল্লীতে জন্ম গ্রহণ করেন ভারতীয় ক্রিকেটার উন্মুক্ত চাঁদ (Unmukt Chand)। ভারতীয় ঘরোয়া ক্রিকেটে প্রতিযোগিতায় তিনি দিল্লির হয়ে খেলে থাকেন এবং মুম্বাই ইন্ডিয়ান্স এর হয়ে আইপিএলে প্রতিনিধিত্ব করেন।
আজকের বিখ্যাত মৃত্যুদিন : ২৬ মার্চ | Today Famous Deaths : 26 March
আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 26 March. On this day Famous Deaths in Bengali)
26 March 1999 : ১৯৯৯ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন সুরকার আনন্দশঙ্কর (Ananda Shankar)। He was a Bengali musician, singer and composer best known for fusing Western and Eastern musical styles.
26 March 2006 : ২০০৬ সালে আজকের দিনে কলকাতায় মৃত্যুবরণ করেন বাঙালি রাজনীতিবিদ অনিল বিশ্বাস (Anil Biswas)। তিনি ভারতের CPIM দলের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক ও পলিটব্যুরো সদস্য ছিলেন।
26 March 2009 : ২০০৯ সালে আজকের দিনে কলকাতায় মৃত্যুবরণ করেন সংস্কৃত ভাষার অধ্যাপক ও সংগীতশিল্পী অধ্যাপক ড. গোবিন্দগোপাল মুখোপাধ্যায় (Prof. Dr. Gobindagopal Mukhopadhyay)। মহামহোপাধ্যায় উপাধি ও রাষ্ট্রপতি সম্মানে ভূষিত সংস্কৃত পণ্ডিত।
আজকের দিনে ইতিহাস প্রশ্ন ও উত্তর : ২৬ মার্চ | Today’s History Question and Answer : 26 March | History QNA
- বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে পালন করা হয়?
Ans. ২৬ মার্চ (26 March) বাংলাদেশের স্বাধীনতা দিবস পালন করা হয়।
- ভারতীয় ক্রিকেটার উন্মুক্ত চাঁদ কবে জন্মগ্রহণ করেন?
Ans. ১৯৯৩ সালের ২৬ মার্চ (26 March 1993) ভারতীয় ক্রিকেটার উন্মুক্ত চাঁদ জন্মগ্রহণ করেন।
- অভিনেত্রী মধু/মধুবালা কবে জন্মগ্রহণ করেন?
Ans. ১৯৬৯ সালের ২৬ মার্চ (26 March 1969) অভিনেত্রী মধু/মধুবালা জন্মগ্রহণ করেন।
- অভিনেতা প্রকাশ রাজ কবে জন্মগ্রহণ করেন?
Ans. ১৯৬৬ সালের ২৬ মার্চ (26 March 1965) অভিনেতা প্রকাশ রাজ জন্মগ্রহণ করেন।
আজকের বিখ্যাত দিনে ২৬ মার্চ – The Famous Day 26 March in Bengali
আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ২৬ মার্চ | Today’s Historical Events : 26 March (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। এই পোস্টটি লেখার জন্য On this day, Wikipedia, Bornglorious, Google এই উৎসগুলো থেকে কিছু তথ্য সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।