Close Ad close
Breaking
Sun. Jan 12th, 2025
আজকের দিনে ইতিহাসের পাতায় ২৭ মার্চ | Today's Historical Events 27 Marchআজকের দিনে ইতিহাসের পাতায় ২৭ মার্চ | Today's Historical Events 27 March

আজকের দিনে ইতিহাসের পাতায় ২৭ মার্চ | Today’s Historical Events 27 March in Bengali

আজকের দিনে ইতিহাসের পাতায় ২৭ মার্চ  : Today’s Historical Events 27 March in Bengali : আজকের বিখ্যাত দিনে ২৭ মার্চ ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ২৭ মার্চ  : Today’s Historical Events 27 March) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা  ইতিহাসে ২৭ মার্চ।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২৭ মার্চ | Today’s Famous Day or Important Day in Bengali : 27 March

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২৭ মার্চ – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 27 March. On this day Important Day in Bengali)

27 March : আজ ২৭ মার্চ – বিশ্ব থিয়েটার দিবস (World Theatre Day)। ১৯৬১ সালের জুন মাসে ভিয়েনায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) নবম কংগ্রেসে বিশ্ব নাট্য দিবস প্রবর্তনের প্রস্তাব গৃহীত হয়। পরের বছর প্যারিসে অনুষ্ঠেয়(১৯৬২ সালে) থিয়েটার অব নেশন্স উৎসবের সূচনার দিনটি অর্থাৎ ২৭ মার্চ প্রতি বছর বিশ্ব নাট্য দিবস উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৭ মার্চ | Today’s Famous Day in History (Bengali) : 27 March

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৭ মার্চ | Today’s famous day in the history of India (Bengali) : 27 March

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৭ মার্চ । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 27 March. Today’s Famous day on 27 March in India. On this day Historical Famous Events in India)

27 March 1668 : ১৬৬৮ সালের আজকের দিনে ইংরেজ রাজ দ্বিতীয় চার্লস বম্বে শহরটিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে তুলে দেন।

27 March 1960 : ১৯৬০ সালের আজকের দিনে বাঙালি কবি ও সমাজকর্মী মল্লিকা সেনগুপ্ত জন্মগ্রহণ করেন।

27 March 1989 : ১৯৮৯ সালের আজকের দিনে ক্যাবিনেট সেক্রেটারি হিসেবে টি.এন.সেনেশনের নিয়োগ হয়।

27 March 2015 : ২০১৫  সালের আজকের দিনে ভারতের রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায় ভারতরত্ন সম্মান তুলে দেন প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ীর হাতে।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৭ মার্চ | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 27 March

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৭ মার্চ : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

27 March 1971 : ১৯৭১ সালের আজকের দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে মেজর জিয়াউর রহমান রেডিওতে স্বাধীনতার ঘোষণা প্রচার করেন।

27 March 1982 : ১৯৮২ সালের আজকের দিনে বাংলাদেশের বিশ্ববিখ্যাত স্থপতি ফজলুর রহমান খান পরলোক গমন করেন।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৭ মার্চ | Today’s famous day in the history of the world (Bengali) : 27 March

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৭ মার্চ, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 27 March, Today’s Famous day on 27 March in the World. On this day Historical Famous Events in The World)

27 March 1513 : ১৫১৩ সালের আজকের দিনে স্পেনীয় জুয়ান পোন্স ডে লিওন অভিযানের মাধ্যমে ফ্লোরিডা দেশ আবিষ্কার করেন।

27 March 1625 : ১৬২৫ সালের আজকের দিনে চার্লস প্রথম, ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড-এর শাসক ও রাজা হিসেবে ব্রিটিশ সিংহাসনে আরোহণ করেন।

27 March 1854 : ১৮৫৪ সালের আজকের দিনে আব্রাহাম জেসনার কেরোসিন পেটেন্ট নেন।

27 March 1845 : ১৮৪৫ সালের আজকের দিনে জার্মান পদার্থবিদ উইলিয়াম রন্টজেন জন্মগ্রহণ করেন।

27 March 1884 : ১৮৮৪ সালের আজকের দিনে প্রথম দীর্ঘ দূরত্ব টেলিফোন কল করা হয়, বোস্টন থেকে নিউ ইয়র্ক।

27 March 1912 : ১৯১২ সালের আজকের দিনে ওয়াশিংটনে প্রথম জাপানী চেরি ফলের গাছ লাগানো হয়েছিল।

27 March 1918 : ১৯১৮ সালের আজকের দিনে একজন মার্কিন ইতিহাসবিদ, সাংবাদিক ও ঔপন্যাসিক হেনরি অ্যাডাম্‌স পরলোক গমন করেন।

27 March 1958 : ১৯৫৮ সালের আজকের দিনে নিকিতা খরুশেভ সোভিয়েত কমিউনিস্ট পার্টির প্রথম সচিব হন।

27 March 1977 : ১৯৭৭ সালের আজকের দিনে স্পেনের টেনারিফ বিমানবন্দরে দুটি বোয়িং-৭৪৭ বিমানের সংঘর্ষে ৫৮৩ জন মারা যায়।

27 March 1963 : ১৯৬৩ সালের আজকের দিনে মার্কিন চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা কুয়েনতিন তারানতিনো জন্মগ্রহণ করেন।

27 March 1968 : ১৯৬৮ সালের আজকের দিনে রুশ নভোচারী ইউরি গ্যাগারিন পরলোক গমন করেন। তিনি মহাকাশচারী প্রথম ব্যক্তি যিনি প্রশিক্ষণের সময় বিমান দুর্ঘটনায় নিহত হন।

27 March 1972 : ১৯৭২ সালের আজকের দিনে হল্যান্ডের  কৃতি ফুটবল খেলোয়াড় জিমি ফ্লয়েড হ্যাসেলবেইংক্‌ জন্মগ্রহণ করেন।

আজকের বিখ্যাত জন্মদিন : ২৭ মার্চ | Today Famous Birthdays : 27 March

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 27 March. On this day Famous Birthdays in Bengali)

27 March 1845 : ১৮৪৫ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন জার্মান পদার্থবিদ উইলিয়াম রন্টজেন (Wilhelm Conrad Rontgen)। তিনি পদার্থবিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। তিনি এক্স রশ্মির আবিষ্কারক যাকে তার নামানুসারে রঞ্জন রশ্মিও বলা হয়। ১৮৯৫ সালে নভেম্বর মাসের আট তারিখে উইলিয়াম রন্টজেন এই রশ্মি আবিষ্কার করেন। তরঙ্গদৈর্ঘ্য যত ছোট হয় পদার্থ ভেদ করার ক্ষমতা তত বেশি হয়। চিকিৎসাক্ষেত্রে রোগনির্ণয়ে যুগান্তকারী পরিবর্তন এনেছে রঞ্জনরশ্মি।

27 March 1914 : ১৯১৪ সালে আজকের দিনে কলকাতায় জন্ম গ্রহণ করেন পরিচালক অজয় কর (Ajoy Kar)। ১৯৪৯ থেকে ১৯৬১ সাল পর্যন্ত তিনি ২৬টি চলচ্চিত্র নির্মাণ করেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো হারানো সুর(১৯৫৭), সপ্তপদী(১৯৬১), পরিণীতা(১৯৬৯), সাত পাকে বাঁধা(১৯৬৩)।

27 March 1917 : ১৯১৭ সালে আজকের দিনে কলকাতায় জন্ম গ্রহণ করেন বাঙালি কবি ও শিশু সাহিত্যিক কামাক্ষীপ্রসাদ চট্টোপাধ্যায় (Kamakhkhi Prasad Chattopadhyay)। তার রচিত উল্লেখযোগ্য বই হল “মৈনাক”, “একা”, “ছায়ামূর্তি”, “শ্বেতচক্র”, “সোনার কপাট”, “শ্মশানে বসন্ত”, “ঘনশ্যামের ঘোড়া”, “পারুলদি” প্রভৃতি। “কৃত্তিবাস ওঝা” ছদ্মনামে তার অনেক লেখা প্রকাশিত হয়েছিল।

27 March 1960 : ১৯৬০ সালে আজকের দিনে কৃষ্ণনগরে(নদীয়া) জন্ম গ্রহণ করেন বাঙ্গালী কবি ও সমাজকর্মী মল্লিকা সেনগুপ্ত (Mallika Sengupta)। তার লেখা নারীবাদী ও সংবেদনশীল, সমসাময়িক ও ইতিহাস মুখী। তিনি কুড়িটি বই রচনা করেন। পেশায় তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাজবিদ্যার অধ্যাপক ছিলেন।

27 March 1972 : ১৯৭২ সালে আজকের দিনে মহারাষ্ট্রে জন্ম গ্রহণ করেন পরিচালক রাধিকা রাও (Jonnalagadda Radhika Rao)। She started her career with her feature film directorial debut Lucky: No Time for Love (2005) with Vinay Sapru. Her next films were I Love NY (2015) and Sanam Teri Kasam (2016).

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ২৭ মার্চ | Today Famous Deaths : 27 March

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 27 March. On this day Famous Deaths in Bengali)

27 March 1898 : ১৮৯৮ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন লেখক ও দার্শনিক সৈয়দ আহমেদ খান (Syed Ahmad Khan)। তিনি ভারতের একজন বিখ্যাত শিক্ষাবিদ ও রাজনীতিবিদ যিনি ভারতের মুসলিমদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার ক্ষেত্রে অগ্রদূতের ভূমিকা পালন করেন। তিনি এই কাজের জন্যই মোহামেডান অ্যাংলো-ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন যা পরবর্তীতে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় নামে পরিচিতি লাভ করে।

27 March 1966 : ১৯৬৬ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন প্রখ্যাত বাঙালি শ্যামাসঙ্গীত শিল্পী পান্নালাল ভট্টাচার্য (Pannalal Bhattacharya)। কালীপুজো এলেই ভীষণ ভাবে জীবন্ত হয়ে ওঠেন জনপ্রিয় শ্যামাসঙ্গীত শিল্পী পান্নালাল ভট্টাচার্য। তার গাওয়া “মায়ের পায়ের জবা হয়ে” অথবা “আমার সাধ না মিটিল” আজও অকল্পনীয়৷ জীবদ্দশায় ৩৬টি আধুনিক গান সমেত ১৮টি রেকর্ড, ৩টি বাংলা ছায়াছবির গান, এবং ৪০টি শ্যামাসঙ্গীতের রেকর্ড করে গেছেন। 

27 March 1968 : ১৯৬৮ সালে আজকের দিনে রুশ মহাকাশচারী প্রথম ব্যক্তি, প্রশিক্ষনের সময় বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন ইউরি গ্যাগারিন (Yuri Alekseyevich Gagarin)। তিনি সর্বপ্রথম ব্যক্তি যিনি মহাকাশ ভ্রমণ করেন, তিনি ভস্টক নভোযানে করে ১৯৬১ সালের ১২ই এপ্রিল, পৃথিবীর কক্ষপথ প্রদক্ষিণ করেন।

27 March 1973 : ১৯৭৩ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন স্বাধীনতা সংগ্রামের বিপ্লবী ও রাজনৈতিক নেতা ভূপতি মজুমদার (Bhupati Majumdar)। ১৯২৩ সালে তিনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের স্বরাজ্য দলে যোগ দেওয়ার কিছুদিন পর জাতীয় কংগ্রেসের বাঙলা শাখার সম্পাদক নির্বাচিত হন। চট্টগ্রাম অস্ত্রাগার দখলের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দীর্ঘ দিন কারারুদ্ধ থাকেন। ‘ভারত-ছাড়’ আন্দোলন-কালেও তাঁকে কারাবরণ করতে হয়েছিল। 

27 March 1989 : ১৯৮৯ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম বিপ্লবী শান্তি ঘোষ (Santi Ghose)। কুমিল্লার জেলা ম্যাজিস্ট্রেট মি. স্টিভেন্সকে ১৯৩১ সালে ১৪ই ডিসেম্বর বিপ্লবী শান্তি ঘোষ ও সুনীতি চৌধুরী হত্যা করেন। বিচারে শান্তি ঘোষ ও সুনীতি চৌধুরীর দ্বীপান্তর দণ্ড হয়।তারা হাসিমুখেই কারাবরণ করেন।

আজকের দিনে ইতিহাস প্রশ্ন ও উত্তর : ২৭ মার্চ | Today’s History Question and Answer : 27 March | History QNA 

  1. বিশ্ব থিয়েটার দিবস কবে পালন করা হয়?

Ans. ২৭ মার্চ (27 March) বিশ্ব থিয়েটার দিবস পালন করা হয়।

  1. পরিচালক রাধিকা রাও কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৭২ সালের ২৭ মার্চ (27 March 1972) পরিচালক রাধিকা রাও জন্মগ্রহণ করেন।

  1. বাঙ্গালী কবি ও সমাজকর্মী মল্লিকা সেনগুপ্ত কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৬০ সালের ২৭ মার্চ (27 March 1960) বাঙ্গালী কবি ও সমাজকর্মী মল্লিকা সেনগুপ্ত জন্মগ্রহণ করেন।

  1. বাঙালি কবি ও শিশু সাহিত্যিক কামাক্ষীপ্রসাদ চট্টোপাধ্যায় কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯১৭ সালের ২৭ মার্চ (27 March 1917) বাঙালি কবি ও শিশু সাহিত্যিক কামাক্ষীপ্রসাদ চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন।

আজকের বিখ্যাত দিনে ২৭ মার্চ – The Famous Day 27 March in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ২৭ মার্চ | Today’s Historical Events : 27 March (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। এই পোস্টটি লেখার জন্য On this day, Wikipedia, Bornglorious, Google এই উৎসগুলো থেকে কিছু তথ্য সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *