Close Ad close
Breaking
Fri. Oct 4th, 2024
আজকের দিনে ইতিহাসের পাতায় ২৮ ফেব্রুয়ারি | Today's Historical Events 28 Februaryআজকের দিনে ইতিহাসের পাতায় ২৮ ফেব্রুয়ারি | Today's Historical Events 28 February

আজকের দিনে ইতিহাসের পাতায় ২৮ ফেব্রুয়ারি | Today’s Historical Events 28 February in Bengali

আজকের দিনে ইতিহাসের পাতায় ২৮ ফেব্রুয়ারি  : Today’s Historical Events 28 February in Bengali : আজকের বিখ্যাত দিনে ২৮ ফেব্রুয়ারি ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ২৮ ফেব্রুয়ারি  : Today’s Historical Events 28 February) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা  ইতিহাসে ২৮ ফেব্রুয়ারি।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২৮ ফেব্রুয়ারি | Today’s Famous Day or Important Day in Bengali : 28 February

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২৮ ফেব্রুয়ারি – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 28 February. On this day Important Day in Bengali)

28 February : আজ ২৮ ফেব্রুয়ারি – জাতীয় বিজ্ঞান দিবস (ভারত)।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৮ ফেব্রুয়ারি | Today’s Famous Day in History (Bengali) : 28 February

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৮ ফেব্রুয়ারি | Today’s famous day in the history of India (Bengali) : 28 February

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৮ ফেব্রুয়ারি । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 28 February. Today’s Famous day on 28 February in India. On this day Historical Famous Events in India)

28 February 1712 : ১৭১২ সালে আজকের দিনে মুঘল সম্রাট প্রথম বাহাদুর শাহের মৃত্যু হয়।

28 February 1728 : ১৭২৮ সালে আজকের দিনে পালখেদের যুদ্ধে পেশোয়া বাজিরাও  আসাফ জাহকে পরাজিত করেন।

28 February 1883 : ১৮৮৩  সালে আজকের দিনে ভারতে প্রথম টেলিগ্রাফ চালু হয়।

28 February 1844 : ১৮৪৪  সালে আজকের দিনে বিখ্যাত নাট্যব্যক্তিত্ব গিরিশচন্দ্র ঘোষের জন্ম হয়।

28 February 1928 : ১৯২৮ সালে পদার্থ বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কট রামন ও তার ছাত্ৰ কে এস কৃষ্ণণ একটি গবেষণা করার সময়  রামন এফেক্ট আবিষ্কার করেছিলেন।

28 February 1948 : ১৯৪৮ সালে আজকের দিনে ব্রিটিশ সৈন্যদের শেষ দল ভারত ত্যাগ করে।

28 February 1970 : ১৯৭০ সালে আজকের দিনে  সাহিত্য সমালোচক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৮ ফেব্রুয়ারি | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 28 February

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৮ ফেব্রুয়ারি : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

28 February 1931 : ১৯৩১ সালে আজকের দিনে বাংলাদেশের প্রখ‍্যাত সাংবাদিক এ বি এম মূসার জন্ম হয়।

28 February 1950 : ১৯৫০ সালে আজকের দিনে জনপ্রিয় বাংলাদেশী গায়ক আজম খানের জন্ম হয়।

28 February 1974 : ১৯৭৪ সালে আজকের দিনে বাংলাদেশে প্রথম আদমশুমারীর কাজ সম্পন্ন হয়৷

28 February 1982 : ১৯৮২ সালে আজকের দিনে ঢাকার জাতীয় সংসদ ভবনের নির্মাণ কাজ সম্পন্ন হয়।

28 February 1984 : ১৯৮৪ সালে আজকের দিনে স্বৈরশাসন বিরোধী আন্দোলনে পুলিশের ট্রাকের তলায় পিষ্ট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেলিম ও দেলোয়ার শহীদ হন।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৮ ফেব্রুয়ারি | Today’s famous day in the history of the world (Bengali) : 28 February

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৮ ফেব্রুয়ারি, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 28 February, Today’s Famous day on 28 February in the World. On this day Historical Famous Events in The World)

28 February 1066 : ১০৬৬ সালে আজকের দিনে ওয়েস্টমিনিস্টার অ্যাবি চালু হয়।

28 February 1522 : ১৫২২ সালে আজকের দিনে ডেনমাকের্র রাজা দ্বিতীয় ক্রিস্টিয়ানের বিরুদ্ধে সুইডেনের জনগণের গণঅভ্যুত্থান শুরু হয়।

28 February 1708 : ১৭০৮ সালে আজকের দিনে  নিউইয়র্কে ক্রীতদাসদের বিদ্রোহে ১১ জন নিহত হয়।

28 February 1728 : ১৭২৮ সালে আজকের দিনে লন্ডনে জর্জ এফ হ্যান্ডেলের অপেরা প্রদর্শনী হয়।

28 February 1813 : ১৮১৩ সালে আজকের দিনে তৎকালীন ইউরোপের দুই বড় শক্তি প্রুশিয়া ও রাশিয়ার মধ্যে রাজনৈতিক এবং সামরিক জোট গঠিত হয়।

28 February 1820 : ১৮২০ সালে আজকের দিনে চতুর্থ জর্জ ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন।

28 February 1827 : ১৮২৭ সালে আজকের দিনে আমেরিকায় প্রথম বাণিজ্যিক রেলপথ চালু হয়।

28 February 1877 : ১৮৭৭ সালে আজকের দিনে তুরস্ক ও সার্বিয়ার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর হয়।

28 February 1919 : ১৯১৯ সালে আজকের দিনে স্বাধীন রাষ্ট্র হিসেবে আফগানিস্তানের অভ্যুদয় হয়।

28 February 1922 : ১৯২২ সালে আজকের দিনে মিশর স্বাধীনতা লাভ করে।

28 February 1979 : ১৯৭৯ সালে আজকের দিনে ইরানের ইসলামী বিপ্লবের রূপকার মরহুম ইমাম খোমেনী (রঃ) ধর্মীয় শহর কোমে ফিরে আসেন।

28 February 1988 : ১৯৮৮ সালে আজকের দিনে ইরাকের আগ্রাসী সাদ্দামের সেনারা ইরানের মুজাহিদদের হাতে বিভিন্ন রণাঙ্গনে উপর্যুপরি পরাজয়ে দিশেহারা হয়ে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন শহরের আবাসিক এলাকায় চতুর্থ পর্যায়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

28 February 1991 : ১৯৯১ সালে আজকের দিনে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট সিনিয়র জর্জ বুশ ইরাকের বিরুদ্ধে ৪০ দিনের যুদ্ধের পর যুদ্ধ-বিরতি ঘোষণা করেন।

28 February 2013 : ২০১৩ সালে আজকের দিনে দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় প্রদান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল।

আজকের বিখ্যাত জন্মদিন : ২৮ ফেব্রুয়ারি | Today Famous Birthdays : 28 February

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 28 February. On this day Famous Birthdays in Bengali)

28 February 1844 : ১৮৪৪ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন বিখ্যাত নাট্যব্যক্তিত্ব গিরিশচন্দ্র ঘোষ(মৃত্যু: 1912)।

28 February 1936 : ১৯৩৬ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন সঞ্জীব চট্টোপাধ্যায়, রম্যরচনার জন্য খ্যাত জনপ্রিয় বাঙালি ঔপন্যাসিক, ছোটগল্পকার ও প্রাবন্ধিক।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ২৮ ফেব্রুয়ারি | Today Famous Deaths : 28 February

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 28 February. On this day Famous Deaths in Bengali)

28 February 1963 : ১৯৬৩ সালের আজকের দিনে ভারতের প্রথম রাষ্ট্রপতি (1950-62), ভারতীয় নেতা রাজেন্দ্র প্রসাদ 78 বছর বয়সে মারা যান।

28 February 2018 : ২০১৮ সালের আজকের দিনে জয়েন্দ্র সরস্বতী, হিন্দু ধর্মীয় নেতা (69 তম শঙ্করাচার্য গুরু), 82 বছর বয়সে মারা যান।

আজকের দিনে ইতিহাস প্রশ্ন ও উত্তর : ২৮ ফেব্রুয়ারি | Today’s History Question and Answer : 28 February | History QNA 

  1. জাতীয় বিজ্ঞান দিবস (ভারত) কবে পালন করা হয়?

Ans. ২৮ ফেব্রুয়ারি (28 February) জাতীয় বিজ্ঞান দিবস (ভারত) পালন করা হয়।

  1. বিখ্যাত নাট্যব্যক্তিত্ব গিরিশচন্দ্র ঘোষ কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৮৪৪ সালের ২৮ ফেব্রুয়ারি (28 February 1844) বিখ্যাত নাট্যব্যক্তিত্ব গিরিশচন্দ্র ঘোষ জন্মগ্রহণ করেন।

  1. সঞ্জীব চট্টোপাধ্যায় কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৮৪৪ সালের ২৮ ফেব্রুয়ারি (28 February 1844) সঞ্জীব চট্টোপাধ্যায়, রম্যরচনার জন্য খ্যাত জনপ্রিয় বাঙালি ঔপন্যাসিক, ছোটগল্পকার ও প্রাবন্ধিক। 

  1. ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ কবে মারা যান?

Ans. ১৯৬৩ সালের ২৮ ফেব্রুয়ারি (28 February 1963) ভারতের প্রথম রাষ্ট্রপতি (1950-62), ভারতীয় নেতা রাজেন্দ্র প্রসাদ মারা যান।

  1. হিন্দু ধর্মীয় নেতা জয়েন্দ্র সরস্বতী কবে মারা যান?

Ans. ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারি (28 February 2018) হিন্দু ধর্মীয় নেতা জয়েন্দ্র সরস্বতী মারা যান।

  1. মুঘল সম্রাট প্রথম বাহাদুর শাহ কবে মারা যান?

Ans. ১৭১২ সালের ২৮ ফেব্রুয়ারি (28 February 1712) মুঘল সম্রাট প্রথম বাহাদুর শাহ মারা যান।

  1. ভারতে প্রথম কবে টেলিগ্রাফ চালু হয়?

Ans. ১৮৮৩ সালের ২৮ ফেব্রুয়ারি (28 February 1883) ভারতে প্রথম টেলিগ্রাফ চালু হয়।

  1. বিখ্যাত নাট্যব্যক্তিত্ব গিরিশচন্দ্র ঘোষ কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৮৪৪ সালের ২৮ ফেব্রুয়ারি (28 February 1844) বিখ্যাত নাট্যব্যক্তিত্ব গিরিশচন্দ্র ঘোষ জন্মগ্রহণ করেন।

  1. সাহিত্য সমালোচক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় কবে মারা যান?

Ans. ১৯৭০ সালের ২৮ ফেব্রুয়ারি (28 February 1970) সাহিত্য সমালোচক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় মারা যান।

  1. জনপ্রিয় বাংলাদেশী গায়ক আজম খান কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৫০ সালের ২৮ ফেব্রুয়ারি (28 February 1950) জনপ্রিয় বাংলাদেশী গায়ক আজম খান জন্মগ্রহণ করেন।

আজকের বিখ্যাত দিনে ২৮ ফেব্রুয়ারি – The Famous Day 28 February in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ২৮ ফেব্রুয়ারি | Today’s Historical Events : 28 February (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। এই পোস্টটি লেখার জন্য On this day, Wikipedia, Bornglorious, Google এই উৎসগুলো থেকে কিছু তথ্য সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *