Close Ad close
Breaking
Mon. Sep 30th, 2024
Today's Historical EventsToday's Historical Events

আজকের দিনে ইতিহাসের পাতায় ২৮ মার্চ | Today’s Historical Events 28 March in Bengali

আজকের দিনে ইতিহাসের পাতায় ২৮ মার্চ  : Today’s Historical Events 28 March in Bengali : আজকের বিখ্যাত দিনে ২৮ মার্চ ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ২৮ মার্চ  : Today’s Historical Events 28 March) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা  ইতিহাসে ২৮ মার্চ।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২৮ মার্চ | Today’s Famous Day or Important Day in Bengali : 28 March

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২৮ মার্চ – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 28 March. On this day Important Day in Bengali)

28 March : আজ ২৮ মার্চ – Weed Appreciation Day.

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৮ মার্চ | Today’s Famous Day in History (Bengali) : 28 March

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৮ মার্চ | Today’s famous day in the history of India (Bengali) : 28 March

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৮ মার্চ । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 28 March. Today’s Famous day on 28 March in India. On this day Historical Famous Events in India)

28 March 1904 : ১৯০৪ সালের আজকের দিনে তেলেগু চলচ্চিত্র অভিনেতা চিত্তর ভি নাগাইয়া জন্মগ্রহণ করেন।

28 March 1926 : ১৯২৬ সালের আজকের দিনে ক্রিকেটার পলি উমিগর জন্মগ্রহণ করেন।

28 March 1941 : ১৯৪১ সালের আজকের দিনে সুভাষচন্দ্র বসু বার্লিন পৌঁছেছিলেন।

28 March 1954 : ১৯৫৪ বাঙালি অভিনেত্রী মুনমুন সেন জন্মগ্রহণ করেন।

28 March 1990 : ১৯৯০ সালের আজকের দিনে বাংলা রণজি ট্রফি জিতেছিল।

28 March 2015 : ২০১৫ সালের আজকের দিনে আন্তর্জাতিক ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে বিশ্ব র‍্যাঙ্কিং-এর শীর্ষে পৌঁছন সাইনা নেহওয়াল।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৮ মার্চ | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 28 March

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৮ মার্চ : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

28 March 1907 : ১৯০৭ সালের আজকের দিনে প্রগতিশীল লেখক ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সত্যেন সেন জন্মগ্রহণ করেন।

28 March 1948 : ১৯৪৮ সালের আজকের দিনে জিন্না রেডিওতে তার ভাষা নীতি ঘোষণা করেন।

28 March 1972 : ১৯৭২ সালের আজকের দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় তাইওয়ান।

28 March 1973 : ১৯৭৩ সালের আজকের দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় লেবানন।

28 March 2010 : ২০১০ সালের আজকের দিনে বাংলাদেশের মোবাইল পরিষেবা প্রতিষ্ঠান ‘একটেল’ ‘রবি আজিয়াটা কোম্পানি’ নামে পরিবর্তীত হয়।

28 March 2019 : ২০১৯ সালে আজকের দিনে ঢাকার বনানীতে এফআর টাওয়ারে আগুন লেগে ২৫ জন নিহত হন।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৮ মার্চ | Today’s famous day in the history of the world (Bengali) : 28 March

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৮ মার্চ, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 28 March, Today’s Famous day on 28 March in the World. On this day Historical Famous Events in The World)

28 March 1795 : ১৭৯৫ সালের আজকের দিনে পোল্যান্ডের পার্টিশন হয়। এই পার্টিশনের ফলে ‘পোল্যান্ড-লিথুয়ানিয়ান কমনওয়েলথ’-এর উত্তর দিকে কোরল্যান্ডের ‘ডচি’ এবং ‘সেমিগালিয়া’ অঞ্চল রাশিয়ার অংশ হয়ে ওঠে।

28 March 1854 : ১৮৫৪ সালের আজকের দিনে ব্রিটেন ও ফ্রান্স ক্রিমিয়ান যুদ্ধের সময় যৌথভাবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

28 March 1920 : ১৯২০ সালের আজকের দিনে ‘পাম সানডে টর্নেডো’ ঝড়ের আঘাতে আমেরিকার ‘গ্রেট লেক’ অঞ্চল এবং ‘ডিপ সাউথ স্ট্রেট’ অঞ্চল ক্ষয়ক্ষতির শিকার হয় এবং ৩৮০ জন নিহত ও ১২১৫ জন আহত হয়।

28 March 1939 : ১৯৩৯ সালের আজকের দিনে স্প্যানিশ গৃহযুদ্ধ শেষ হয়।

28 March 1949 : ১৯৪৯ সালের আজকের দিনে খ্যাতিমান কম্পিউটার বিজ্ঞানী ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লেসলি ভ্যালিয়ান্ট জন্মগ্রহণ করেন।

28 March 1969 : ১৯৬৯ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৪তম রাষ্ট্রপতি ডোয়াইট্‌ ডি. আইজেনহাওয়ার পরলোক গমন করেন।

28 March 1970 : ১৯৭০ সালের আজকের দিনে পশ্চিম তুরস্কে ভূমিকম্পে ১০৮৬ জনের প্রাণহানি এবং ১২৬০ জন আহত হয়।

28 March 2005 : ২০০৫ সালের আজকের দিনে উত্তর সুমাত্রায় ছয় মারসেলি তীব্রতা সহ একটি ভূমিকম্পে প্রায় ৯১৫ জন মারা যায় এবং ১১৪৬ জন আহত হয়।

আজকের বিখ্যাত জন্মদিন : ২৮ মার্চ | Today Famous Birthdays : 28 March

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 28 March. On this day Famous Birthdays in Bengali)

28 March 1904 : ১৯০৪ সালে আজকের দিনে চেন্নাইতে জন্ম গ্রহণ করেন তেলেগু চলচ্চিত্র অভিনেতা চিত্তর ভি নাগাইয়া (Chittoor V. Nagaiah)। 

28 March 1926 : ১৯২৬ সালে আজকের দিনে মহারাষ্ট্রের সোলাপুরে জন্ম গ্রহণ করেন ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার পলি উমিগর/পলান রতনজী উমরিগড় (Pahlan Ratanji “Polly” Umrigar)।

28 March 1927 : ১৯২৭ সালে আজকের দিনে দিল্লীতে জন্ম গ্রহণ করেন বিশিষ্ট ভারতীয় প্রমিলা শিক্ষাবিদ, বামপন্থী কর্মী বীণা মজুমদার (Vina Mazumdar)। প্রথম মহিলা শিক্ষাবিদ হিসেবে সক্রিয়তার পাশাপাশি নারী গবেষণায় পাণ্ডিত্যপূর্ণ ভূমিকা রাখেন। ভারতে নারীদের মর্যাদাবিষয়ক প্রথম কমিটির সচিবের দায়িত্ব পালন করেন। ১৯৭৪ সালে টুওয়ার্ডস ইকুয়ালিটি শীর্ষক প্রতিবেদনে দেশের নারীদের অবস্থার বিষয়ে তুলে ধরেছিলেন।

28 March 1954 : ১৯৫৪ সালে আজকের দিনে কলকাতায় জন্ম গ্রহণ করেন বাঙালি অভিনেত্রী মুনমুন সেন (Moon Moon Sen)।তাকে ৬০ টি চলচ্চিত্র এবং ৪০ টি টেলিভিশন নাটকে অভিনয় করতে দেখা যায়। 

28 March 1975 : ১৯৭৫ সালে আজকের দিনে মুম্বাইয়ে জন্ম গ্রহণ করেন হিন্দি চলচ্চিত্র অভিনেতা অক্ষয় খান্না (Akshaye Khanna)।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ২৮ মার্চ | Today Famous Deaths : 28 March

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 28 March. On this day Famous Deaths in Bengali)

28 March 2008 : ২০০৮ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন বিশিষ্ট শিল্পপতি অরুণ বাজোরিয়া (Arun Kumar Bajoria)। দেশের অগ্রণী পাট শিল্পপতিদের অন্যতম। পশ্চিমবঙ্গে ৬টি ও আন্ধ্রা প্রদেশে ৪টি চটকলের মালিক।

28 March 2009 : ২০০৯ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন সাহিত্যিক সাংবাদিক দুলেন্দ্র ভৌমিক (Dulendra Bhowmik)। গল্প, উপন্যাস, রম্যরচনা, চলচ্চিত্র সমালােচনা প্রভৃতি নানা স্বাদের লেখা লেখেন। ‘আনন্দলােক’ পত্রিকার প্রাক্তন সম্পাদকও ছিলেন।

আজকের দিনে ইতিহাস প্রশ্ন ও উত্তর : ২৮ মার্চ | Today’s History Question and Answer : 28 March | History QNA 

  1. হিন্দি চলচ্চিত্র অভিনেতা অক্ষয় খান্না কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৭৫ সালের ২৮ মার্চ (28 March 1975) হিন্দি চলচ্চিত্র অভিনেতা অক্ষয় খান্না জন্মগ্রহণ করেন।

  1. বাঙালি অভিনেত্রী মুনমুন সেন কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৫৪ সালের ২৮ মার্চ (28 March 1954) বাঙালি অভিনেত্রী মুনমুন সেন জন্মগ্রহণ করেন।

  1. ভারতীয় প্রমিলা শিক্ষাবিদ, বামপন্থী কর্মী বীণা মজুমদার কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯২৭ সালের ২৮ মার্চ (28 March 1927) ভারতীয় প্রমিলা শিক্ষাবিদ, বামপন্থী কর্মী বীণা মজুমদার জন্মগ্রহণ করেন।

  1. কবে সুভাষচন্দ্র বসু বার্লিন পৌঁছেছিলেন?

Ans. ১৯৪১ সালের ২৮ মার্চ (28 March 1941) সুভাষচন্দ্র বসু বার্লিন পৌঁছেছিলেন।

আজকের বিখ্যাত দিনে ২৮ মার্চ – The Famous Day 28 March in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ২৮ মার্চ | Today’s Historical Events : 28 March (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। এই পোস্টটি লেখার জন্য On this day, Wikipedia, Bornglorious, Google এই উৎসগুলো থেকে কিছু তথ্য সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *