Close Ad close
Breaking
Mon. Nov 18th, 2024
আজকের দিনে ইতিহাসের পাতায় ২৯ জানুয়ারি | Today's Historical Events 29 Januaryআজকের দিনে ইতিহাসের পাতায় ২৯ জানুয়ারি | Today's Historical Events 29 January

আজকের দিনে ইতিহাসের পাতায় ২৯ জানুয়ারি | Today’s Historical Events 29 January in Bengali

আজকের দিনে ইতিহাসের পাতায় ২৯ জানুয়ারি  : Today’s Historical Events 29 January in Bengali : আজকের বিখ্যাত দিনে ২৯ জানুয়ারি ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ২৯ জানুয়ারি  : Today’s Historical Events 29 January) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা  ইতিহাসে ২৯ জানুয়ারি।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২৯ জানুয়ারি | Today’s Famous Day or Important Day in Bengali : 29 January

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২৯ জানুয়ারি – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 29 January. On this day Important Day in Bengali)

29 January : আজ ২৯ জানুয়ারি – ভারতীয় সংবাদপত্র দিবস।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৯ জানুয়ারি | Today’s Famous Day in History (Bengali) : 29 January

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৯ জানুয়ারি | Today’s famous day in the history of India (Bengali) : 29 January

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৯ জানুয়ারি । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 29 January. Today’s Famous day on 29 January in India. On this day Historical Famous Events in India)

29 January 1528 : ১৫২৮ সালের এই দিনে মোগল সম্রাট বাবর চান্দেরি দুর্গ দখল করেন।

29 January 1781 : ১৭৮১ সালের এই দিনে জে.এ হিক্কিস সম্পাদিত ‘বেঙ্গল গেজেট’ ভারতের প্রথম সংবাদপত্র হিসেবে প্রকাশ পায়।

29 January 1870 : ১৮৭০ সালের আজকের দিনে বেঙ্গল গেজেট প্রথম কলকাতায় প্রকাশিত হয়।

29 January 1919 : ১৯১৯ সালের আজকের দিনে ব্রিটিশ ভারতে ‘সন্ত্রাসমূলক বৈপ্লবিক অপরাধ আইন’ নামে দমননীতি চালু হয়।

29 January 1931 : ১৯৩১ সালের এই দিনে ভারতের প্রতিনিধি হিসেবে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে অংশগ্রহণের জন্য গান্ধীজি ইংল্যান্ডের উদ্দেশ্যে পাড়ি দেন।

29 January 1939 : ১৯৩৯ সালের এই দিনে নেতাজী সুভাষচন্দ্র বোস ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন।

29 January 1955 : ১৯৫৫ সালের এই দিনে ‘ভারতীয় কামগার কিষাণ দল’ প্রতিষ্ঠিত হয়।

29 January 1992 : ১৯৯২ সালের এই দিনে ইজরায়েলের সাথে ভারতের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।

29 January 1993 : ১৯৯৩ সালের আজকের দিনে প্রথম টেস্ট খেলেন বিনোদ কাম্বলির, প্রখ্যাত ভারতীয় ব্যাটসম্যান।

29 January 1994 : ১৯৯৪ সালের এই দিনে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিয়ান এয়ারলাইন্স কোম্পানিতে রূপান্তরিত হয়।

29 January 2008 : ২০০৮ সালের এই দিনে জাতীয় পুরস্কার প্রাপ্ত মালিয়ালি অভিনেতা ভারত গোপী পরলোক গমন করেন।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৯ জানুয়ারি | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 29 January

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৯ জানুয়ারি : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

29 January 1890 : ১৮৯০ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষক ড. সুশীল কুমার দে জন্মগ্রহণ করেন।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৯ জানুয়ারি | Today’s famous day in the history of the world (Bengali) : 29 January

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৯ জানুয়ারি, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 29 January, Today’s Famous day on 29 January in the World. On this day Historical Famous Events in The World)

29 January 1595 : ১৫৯৫ সালের এই দিনে প্রখ্যাত নাট্যকার উইলিয়াম শেকসপিয়ারের বিখ্যাত নাটক ‘রোমিও এবং জুলিয়েট প্রথমবারের জন্য মঞ্চস্থ হয়েছিল বলে মনে করা হয়।

29 January 1820 : ১৮২০ সালের এই দিনে সম্রাট চতুর্থ জর্জের ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন।

29 January 1839 : ১৮৩৯সালের এই দিনে ‘প্রজাতিসমূহের উৎস সন্ধানে’-এর বিখ্যাত লেখক চার্লস ডারউইন বিয়ে করেন এমা ওয়েড্গউডকে।

29 January 1886 : ১৮৮৬ সালের এই দিনে জার্মানির কার্লস্রুহেতে পৃথিবীর প্রথম গ্যাসোলিন ইঞ্জিনচালিত তিনচাকার যানটির পেটেন্ট করেন কার্ল বেনজ্।

29 January 1896 : ১৮৯৬ সালের এই দিনে স্তন ক্যানসারের চিকিৎসায় প্রথম রশ্মিবিচ্ছুরণ পদ্ধতির ব্যবহার করেন এমাইল গ্রুব্বে।

29 January 1921 : ১৯২১ সালের এই দিনে হোসেন বিন আলী শরীফ মক্কার পুত্র বাদশাহ প্রথম ফয়সলকে ইংরেজরা ইরাকের বাদশাহ হিসেবে মনোনীত করে।

29 January 1926 : ১৯২৬ সালের এই দিনে নোবেল পুরস্কার বিজয়ী পাকিস্তানের তত্ত্বীয় পদার্থবিজ্ঞানী আব্দুস সালাম জন্মগ্রহণ করেন।

29 January 1948 : ১৯৪৮ সালের আজকের দিনে পাকিস্তান সমাজতান্ত্রিক পার্টি প্রতিষ্ঠিত হয়।

29 January 1963 : ১৯৬৩ সালের এই দিনে বিখ্যাত আমেরিকান কবি রবার্ট ফ্রস্ট পরলোক গমন করেন।

29 January 1979 : ১৯৭৯ সালের এই দিনে চীনের উপ-প্রধানমন্ত্রী দেন জিয়াও পিং এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জিমি কার্টার একটি চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তির মাধ্যমে চীনের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েক দশকের বৈরিতার অবসান ঘটে।

29 January 1996 : ১৯৯৬ সালের এই দিনে ভেনিসের লা ফেনিস অপেরা হাউস আগুনে পুড়ে যায়।

29 January 2014 : ২০১৪ সালের এই দিনে ক্রিস্চিয়ানো রোনাল্ডো রিয়াল মাদ্রিদের প্রথম অ-স্পেনীয় অধিনায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন।

29 January 2015 : ২০১৫ সালের এই দিনে মালয়েশিয়া দাপ্তরিকভাবে মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট ৩৭০ নিখোঁজকে দুর্ঘটনা হিসাবে ঘোষণা করে এবং এর সকল যাত্রী ও ক্রুকে মৃত হিসাবে ঘোষণা করে।

আজকের বিখ্যাত জন্মদিন : ২৯ জানুয়ারি | Today Famous Birthdays : 29 January

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 29 January. On this day Famous Birthdays in Bengali)

29 January 1896 : ১৮৯৬ সালের আজকের দিনে ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা হিন্দুযোগী ও সন্ন্যাসী স্বামী প্রণবানন্দের জন্মদিন (মৃত্যু: 1941)।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ২৯ জানুয়ারি | Today Famous Deaths : 29 January

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 29 January. On this day Famous Deaths in Bengali)

29 January 1976 : ১৯৭৬ সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন অচিন্ত্যকুমার সেনগুপ্ত, একজন বাঙালি সাহিত্যিক (জন্ম: 19.09.1903)।

আজকের দিনে ইতিহাস প্রশ্ন ও উত্তর : ২৯ জানুয়ারি | Today’s History Question and Answer : 29 January | History QNA 

  1. ভারতীয় সংবাদপত্র দিবস কবে পালন করা হয়?

Ans. ২৯ জানুয়ারি (29 January) ভারতীয় সংবাদপত্র দিবস পালন করা হয়।

  1. ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা হিন্দুযোগী ও সন্ন্যাসী স্বামী প্রণবানন্দ কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৮৯৬ সালের ২৯ জানুয়ারি (29 January 1896) ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা হিন্দুযোগী ও সন্ন্যাসী স্বামী প্রণবানন্দ জন্মগ্রহণ করেন।

  1. বাঙালি সাহিত্যিক অচিন্ত্যকুমার সেনগুপ্ত কবে মারা যান?

Ans. ১৯৭৬ সালের ২৯ জানুয়ারি (29 January 1976) বাঙালি সাহিত্যিক অচিন্ত্যকুমার সেনগুপ্ত মারা যান।

  1. কবে মোগল সম্রাট বাবর চান্দেরি দুর্গ দখল করেন?

Ans. ১৫২৮ সালের ২৯ জানুয়ারি (29 January 1528) মোগল সম্রাট বাবর চান্দেরি দুর্গ দখল করেন।

  1. ভারতের প্রথম সংবাদপত্র কবে প্রকাশিত হয়?

Ans. ১৭৮১ সালের ২৯ জানুয়ারি (29 January 1781) জে.এ হিক্কিস সম্পাদিত ‘বেঙ্গল গেজেট’ ভারতের প্রথম সংবাদপত্র হিসেবে প্রকাশিত হয়।

  1. বেঙ্গল গেজেট প্রথম কলকাতায় কবে প্রকাশিত হয়?

Ans. ১৮৭০ সালের ২৯ জানুয়ারি (29 January 1870) বেঙ্গল গেজেট প্রথম কলকাতায় প্রকাশিত হয়।

  1. ভারতের প্রতিনিধি হিসেবে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে অংশগ্রহণের জন্য কে গিয়েছিলেন?

Ans. ১৯৩১ সালের ২৯ জানুয়ারি (29 January 1931) ভারতের প্রতিনিধি হিসেবে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে অংশগ্রহণের জন্য গান্ধীজি ইংল্যান্ডের উদ্দেশ্যে পাড়ি দেন।

  1. ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে কে নির্বাচিত হন?

Ans. ১৯৩৯ সালের ২৯ জানুয়ারি (29 January 1939) নেতাজী সুভাষচন্দ্র বোস ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন।

  1. কবে ‘ভারতীয় কামগার কিষাণ দল’ প্রতিষ্ঠিত হয়?

Ans. ১৯৫৫ সালের ২৯ জানুয়ারি (29 January 1955) ‘ভারতীয় কামগার কিষাণ দল’ প্রতিষ্ঠিত হয়।

  1. কবে ইজরায়েলের সাথে ভারতের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়?

Ans. ১৯৯২ সালের ২৯ জানুয়ারি (29 January 1992) ইজরায়েলের সাথে ভারতের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।

  1. কবে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিয়ান এয়ারলাইন্স কোম্পানিতে রূপান্তরিত হয়?

Ans. ১৯৯৪ সালের ২৯ জানুয়ারি (29 January 1994) এয়ার ইন্ডিয়া ও ইন্ডিয়ান এয়ারলাইন্স কোম্পানিতে রূপান্তরিত হয়।

  1. জাতীয় পুরস্কার প্রাপ্ত মালিয়ালি অভিনেতা ভারত গোপী কবে মারা যান?

Ans. ২০০৮ সালের ২৯ জানুয়ারি (29 January 2008) জাতীয় পুরস্কার প্রাপ্ত মালিয়ালি অভিনেতা ভারত গোপী মারা যান।

  1. পাকিস্তান সমাজতান্ত্রিক পার্টি কবে প্রতিষ্ঠিত হয়?

Ans. ১৯৪৮ সালের ২৯ জানুয়ারি (29 January 1948) পাকিস্তান সমাজতান্ত্রিক পার্টি প্রতিষ্ঠিত হয়।

আজকের বিখ্যাত দিনে ২৯ জানুয়ারি – The Famous Day 29 January in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ২৯ জানুয়ারি | Today’s Historical Events : 29 January (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। এই পোস্টটি লেখার জন্য On this day, Wikipedia, Bornglorious, Google এই উৎসগুলো থেকে কিছু তথ্য সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *