Close Ad close
Breaking
Sun. Nov 17th, 2024
আজকের দিনে ইতিহাসের পাতায় ৩ ফেব্রুয়ারি | Today's Historical Events 3 Februaryআজকের দিনে ইতিহাসের পাতায় ৩ ফেব্রুয়ারি | Today's Historical Events 3 February

আজকের দিনে ইতিহাসের পাতায় ৩ ফেব্রুয়ারি | Today’s Historical Events 3 February in Bengali

আজকের দিনে ইতিহাসের পাতায় ৩ ফেব্রুয়ারি  : Today’s Historical Events 3 February in Bengali : আজকের বিখ্যাত দিনে ৩ ফেব্রুয়ারি ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ৩ ফেব্রুয়ারি  : Today’s Historical Events 3 February) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা  ইতিহাসে ৩ ফেব্রুয়ারি।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৩ ফেব্রুয়ারি | Today’s Famous Day or Important Day in Bengali : 3 February

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৩ ফেব্রুয়ারি – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 3 February. On this day Important Day in Bengali)

3 February : আজ ৩ ফেব্রুয়ারি – বিশ্ব ক্যান্সার সচেতনতা দিবস (World Cancer Awareness Day)।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩ ফেব্রুয়ারি | Today’s Famous Day in History (Bengali) : 3 February

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩ ফেব্রুয়ারি | Today’s famous day in the history of India (Bengali) : 3 February

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩ ফেব্রুয়ারি । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 3 February. Today’s Famous day on 3 February in India. On this day Historical Famous Events in India)

3 February 1509 : ১৫০৯ সালের আজকের দিনে দিউ যুদ্ধ হয়, পর্তুগাল এবং অটোমান সাম্রাজ্যের মধ্যে ভারতের দিউ বন্দরে নৌযুদ্ধ, পর্তুগিজ বাণিজ্য নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।

3 February 1855 : ১৮৫৫ সালের আজকের দিনে লর্ড ডালহৌসি হাওড়া-বর্ধমান রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

3 February 1873 : ১৮৭৩ সালের আজকের দিনে বিশিষ্ট বাঙালি কথাসাহিত্যিক প্রভাতকুমার মুখোপাধ্যায়ের জন্ম হয়।

3 February 1883 : ১৮৮৩ সালের আজকের দিনে ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী নেত্রী ও লেখিকা ঊর্মিলা দেবী জন্ম হয়।

3 February 1925 : ১৯২৫ সালের আজকের দিনে বোম্বে (বর্তমান মুম্বাই) ও কুর্লার মধ্যে ভারতের প্রথম ইলেকট্রিক রেলগাড়িটির যাতায়াত শুরু হয়।

3 February 1927 : ১৯২৭ সালের আজকের দিনে হেমেন্দ্রপ্রসাদ ঘোষ ও পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনায় ‘বসুমতী পত্রিকা’-র প্রথম সংকলন প্রকাশিত হয়।

3 February 1928 : ১৯২৮ সালের আজকের দিনে বোম্বেতে (বর্তমান মুম্বাই) সাইমন কমিশনের আগমন ঘটে।

3 February 1935 : ১৯৩৫ সালের আজকের দিনে ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বিশিষ্ট বিপ্লবী ভবানীপ্রসাদ ভট্টাচার্যের ফাঁসি হয়।

3 February 1963 : ১৯৬৩ সালের আজকের দিনে বিশিষ্ট অর্থনীতিবিদ ও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ভূতপূর্ব গভর্নর রঘুরাম রাজনের জন্ম হয়।

3 February 1969 : ১৯৬৯ সালের আজকের দিনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও ডি.এম.কে দলের প্রতিষ্ঠাতা কোঞ্জেভারাম নটরাজন আন্নাদুরাই-এর মৃত্যু হয়।

3 February 1986 : ১৯৮৬ সালের আজকের দিনে পোপ এবং মাদার তেরেসা মিলিত হয়েছিল কলকাতায়।

3 February 1997 : ১৯৯৭ সালের আজকের দিনে বিধ্বংসী অগ্নিকাণ্ডে কলকাতা পুস্তকমেলা ভষ্মীভূত হয়ে যায়।

3 February 1999 : ১৯৯৯ জম্মু ও কাশ্মীরে রাজনৈতিক দল ডেমোক্র্যাটিক জনতা দল (জম্মু ও কাশ্মীর) পুনরুদ্ধার করা হয়েছে।

3 February 2005 : ২০০৫ সালের আজকের দিনে ৫১ তম জাতীয় চলচ্চিত্র পুরষ্কার (ভারত): “শোয়াস” গোল্ডেন লোটাস জিতেছে।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩ ফেব্রুয়ারি | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 3 February

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩ ফেব্রুয়ারি : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

3 February : আজ ৩ ফেব্রুয়ারি – No record.

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩ ফেব্রুয়ারি | Today’s famous day in the history of the world (Bengali) : 3 February

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩ ফেব্রুয়ারি, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 3 February, Today’s Famous day on 3 February in the World. On this day Historical Famous Events in The World)

3 February 1468 : ১৪৬৮ সালের আজকের দিনে প্রথম চলমান ছাপাখানার প্রতিষ্ঠাতা জোহানেস গুটেনবার্গের মৃত্যু হয়।

3 February 1919 : ১৯১৯ সালের আজকের দিনে জাতিপুঞ্জের প্রথম সভাটি অনুষ্ঠিত হয়।

3 February 1924 : ১৯২৪ সালের আজকের দিনে নোবেল শান্তি পুরস্কারজয়ী মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসনের মৃত্যু হয়।

3 February 1928 : ১৯২৮ সালের আজকের দিনে নৃতত্ববিদ ডেভিডসন ব্ল্যাক ‘নেচার’ শীর্ষক জার্নালে তাঁর চিনের ঝৌখোডিয়ানে খুঁজে পাওয়া মনুষ্য ফসিল ‘সিন্যানথ্রোপাস পেকিনেনসিস’-এর অবতারণা করেন। এটি পরবর্তীকালে ‘হোমো ইরেক্টাস’-এর অন্তর্ভূক্ত হয়।

3 February 1966 : ১৯৬৬ সালের আজকের দিনে সোভিয়েত ইউনিয়নের পাঠানো ‘লুনা ৯’ মহাকাশযান সফলভাবে চাঁদে অবতরণ সম্পন্ন করে।

3 February 1973 : ১৯৭৩ সালের আজকের দিনে ভিয়েতনাম শান্তিচুক্তি সাক্ষরিত হয়।

3 February 2007 : ২০০৭ সালের আজকের দিনে ইরাকের বাগদাদে একটি আত্মহত্যামূলক বোমা বিস্ফোরণে একশত ত্রিশ জন মানুষের মৃত্যু ঘটে।

3 February 2009 : ২০০৯ সালের আজকের দিনে হ্যারি পটার স্রষ্টা জে.কে.রাউলিং ফ্রান্সের সর্বোচ্চ সিভিলিয়ান সম্মান ‘লিজিয়ন দি অনার’ দ্বারা সম্মানিত হন।

আজকের বিখ্যাত জন্মদিন : ৩ ফেব্রুয়ারি | Today Famous Birthdays : 3 February

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 3 February. On this day Famous Birthdays in Bengali)

3 February 1906 : ১৯০৬ সালের আজকের দিনে জর্জ অ্যাডামসন (বাবা ইয়া সিম্বা – “সিংহের জনক”), ব্রিটিশ সংরক্ষণবাদী (জন্মমুক্ত), ভারতের ইটাওয়ায় জন্মগ্রহণ করেন (মৃত্যু: 1989)।

3 February 1983 : ১৯৮৩ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন সিলামবারসন রাজেন্দ্র, দক্ষিণ ভারতের বিখ্যাত অভিনেতা।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ৩ ফেব্রুয়ারি | Today Famous Deaths : 3 February

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 3 February. On this day Famous Deaths in Bengali)

3 February 1969 : ১৯৬৯ সালের আজকের দিনে সি এন আন্নাদুরাই, ভারতের রাজনীতিবিদ এবং তামিলনাড়ুর প্রথম মুখ্যমন্ত্রী, 59 বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান।

3 February 1984 : ১৯৮৪ সালের আজকের দিনে রবীন্দ্র মহাত্রে, ভারতীয় কূটনীতিক, ইংল্যান্ডের বার্মিংহামে কাশ্মীরি সন্ত্রাসীদের দ্বারা 48 এ হত্যা করে মারা হয়।

3 February 2012 : ২০১২ সালের আজকের দিনে ভারতীয় চলচিত্রকার, রাইটার রাজ কানওয়ারা মৃত্যুবরণ করেন।

আজকের দিনে ইতিহাস প্রশ্ন ও উত্তর : ৩ ফেব্রুয়ারি | Today’s History Question and Answer : 3 February | History QNA 

  1. বিশ্ব ক্যান্সার সচেতনতা দিবস (World Cancer Awareness Day) কবে পালন করা হয়?

Ans. ৩ ফেব্রুয়ারি (3 February) বিশ্ব ক্যান্সার সচেতনতা দিবস (World Cancer Awareness Day) পালন করা হয়।

  1. দক্ষিণ ভারতের বিখ্যাত অভিনেতা সিলামবারসন রাজেন্দ্র কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৮৩ সালের ৩ ফেব্রুয়ারি (3 February 1983) দক্ষিণ ভারতের বিখ্যাত অভিনেতা সিলামবারসন রাজেন্দ্র জন্মগ্রহণ করেন।

  1. ভারতের রাজনীতিবিদ এবং তামিলনাড়ুর প্রথম মুখ্যমন্ত্রী সি এন আন্নাদুরাই কবে মারা যান?

Ans. ১৯৬৯ সালের ৩ ফেব্রুয়ারি (3 February 1969) ভারতের রাজনীতিবিদ এবং তামিলনাড়ুর প্রথম মুখ্যমন্ত্রী সি এন আন্নাদুরাই মারা যান।

  1. ভারতীয় চলচিত্রকার রাইটার রাজ কানওয়ারা কবে মারা যান?

Ans. ২০১২ সালের ৩ ফেব্রুয়ারি (3 February 2012) ভারতীয় চলচিত্রকার রাইটার রাজ কানওয়ারা মারা যান।

  1. কবে লর্ড ডালহৌসি হাওড়া-বর্ধমান রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন?

Ans. ১৮৫৫ সালের ৩ ফেব্রুয়ারি (3 February 1855) লর্ড ডালহৌসি হাওড়া-বর্ধমান রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

  1. বিশিষ্ট বাঙালি কথাসাহিত্যিক প্রভাতকুমার মুখোপাধ্যায়ের জন্ম হয়।?

Ans. ১৮৭৩ সালের ৩ ফেব্রুয়ারি (3 February 1873) বিশিষ্ট বাঙালি কথাসাহিত্যিক প্রভাতকুমার মুখোপাধ্যায়ের জন্ম হয়।

  1. কবে ও কোথায় ভারতের প্রথম ইলেকট্রিক রেলগাড়িটির যাতায়াত শুরু হয়?

Ans. ১৯২৫ সালের ৩ ফেব্রুয়ারি (3 February 1925) বোম্বে (বর্তমান মুম্বাই) ও কুর্লার মধ্যে ভারতের প্রথম ইলেকট্রিক রেলগাড়িটির যাতায়াত শুরু হয়।

  1. ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বিশিষ্ট বিপ্লবী ভবানীপ্রসাদ ভট্টাচার্যের কবে ফাঁসি হয়?

Ans. ১৯৩৫ সালের ৩ ফেব্রুয়ারি (3 February 1935) ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বিশিষ্ট বিপ্লবী ভবানীপ্রসাদ ভট্টাচার্যের ফাঁসি হয়।

  1. বিশিষ্ট অর্থনীতিবিদ ও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ভূতপূর্ব গভর্নর রঘুরাম রাজনম কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৬৩ সালের ৩ ফেব্রুয়ারি (3 February 1963) বিশিষ্ট অর্থনীতিবিদ ও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ভূতপূর্ব গভর্নর রঘুরাম রাজনম কবে জন্মগ্রহণ করেন।

  1. কত তম জাতীয় চলচ্চিত্র পুরষ্কার (ভারত): “শোয়াস” গোল্ডেন লোটাস জিতেছে?

Ans. ২০০৫ সালের ৩ ফেব্রুয়ারি (3 February 2005) ৫১ তম জাতীয় চলচ্চিত্র পুরষ্কার (ভারত): “শোয়াস” গোল্ডেন লোটাস জিতেছে।

আজকের বিখ্যাত দিনে ৩ ফেব্রুয়ারি – The Famous Day 3 February in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ৩ ফেব্রুয়ারি | Today’s Historical Events : 3 February (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। এই পোস্টটি লেখার জন্য On this day, Wikipedia, Bornglorious, Google এই উৎসগুলো থেকে কিছু তথ্য সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *