Close Ad close
Breaking
Sat. Nov 16th, 2024
আজকের দিনে ইতিহাসের পাতায় ৩ মার্চ | Today's Historical Events 3 Marchআজকের দিনে ইতিহাসের পাতায় ৩ মার্চ | Today's Historical Events 3 March

আজকের দিনে ইতিহাসের পাতায় ৩ মার্চ | Today’s Historical Events 3 March in Bengali

আজকের দিনে ইতিহাসের পাতায় ৩ মার্চ  : Today’s Historical Events 3 March in Bengali : আজকের বিখ্যাত দিনে ৩ মার্চ ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ৩ মার্চ  : Today’s Historical Events 3 March) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা  ইতিহাসে ৩ মার্চ।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৩ মার্চ | Today’s Famous Day or Important Day in Bengali : 3 March

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৩ মার্চ – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 3 March. On this day Important Day in Bengali)

3 March : আজ ৩ মার্চ – বিশ্ব বন্যপ্রাণী দিবস।

3 March : আজ ৩ মার্চ – বিশ্ব জন্ম-ত্রুটি দিবস (২০১৫ সাল থেকে পালিত) ৷

3 March : আজ ৩ মার্চ – বিশ্ব শ্রবণ দিবস।

3 March : আজ ৩ মার্চ – আন্তর্জাতিক কর্ণসেবা দিবস ৷

3 March : আজ ৩ মার্চ – বিশ্ব বই দিবস ৷

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩ মার্চ | Today’s Famous Day in History (Bengali) : 3 March

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩ মার্চ | Today’s famous day in the history of India (Bengali) : 3 March

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩ মার্চ । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 3 March. Today’s Famous day on 3 March in India. On this day Historical Famous Events in India)

3 March 1575 : ১৫৭৫ সালের আজকের দিনে তুকারয়ের যুদ্ধে মুঘল সম্রাট আকবরের বাহিনী বাংলার সুলতান দাউদ খান কররানীর বাহিনীকে পরাজিত করে।

3 March 1707 : ১৭০৭ সালের আজকের দিনে মুঘল সম্ৰাট আওরঙ্গজেবের মৃত্যু হয়।

3 March 1839 : ১৮৩৯ সালের আজকের টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা জামসেদজী টাটার জন্ম হয়।

3 March 1899 : ১৮৯৯ সালের আজকের অভিনেতা তুলসী চক্রবর্তীর জন্ম হয়।

3 March 1939 : ১৯৩৯ সালের আজকের ভারতীয় টেস্ট ক্রিকেটার এম এল জয়সিমহার জন্ম হয়।

3 March 1939 : ১৯৩৯ সালের আজকের দিনে ভারতে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য মহাত্মা গান্ধী মুম্বাই (বোম্বাই) -এ উপবাস শুরু করেছিলেন।

3 March 1992 : ১৯৯২ সালের আজকের দিনে শিক্ষাবিদ, ভাষাবিদ ও গবেষক সুকুমার সেনের মৃত্যু হয়।

3 March 2002 : ২০০২ সালের আজকের দিনে উকিল এবং রাজনীতিবিদ জি এম সি বালাযোগীর মৃত্যু হয়।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩ মার্চ | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 3 March

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩ মার্চ : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

3 March 1949 : ১৯৪৯ সালের আজকের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিম্ন কর্মচারীদের ধর্মঘট হয়।

3 March 1950 : ১৯৫০ সালের আজকের দিনে বাংলাদেশী বিশিষ্ট সুরকার ও সঙ্গীত পরিচালক শেখ সাদী খানের জন্ম হয়।

3 March 1971 : ১৯৭১ সালের আজকের দিনে “আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি” – কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচয়িত এই গানটিকে ঢাকা শহরের পল্টন ময়দানে ঘোষিত ইশতেহারে বাংলাদেশের প্রস্তাবিত জাতীয় সঙ্গীত হিসাবে ঘোষণা করা হয়।

3 March 1971 : ১৯৭১ সালের আজকের দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে অসহযোগ আন্দোলন শুরু হয়।

3 March 1972 : ১৯৭২ সালের আজকের দিনে বাংলাদেশ রাইফেলস প্রতিষ্ঠিত হয়।

3 March 1972 : ১৯৭২ সালের আজকের দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় শ্রীলংকা ও সোয়াজিল্যান্ড।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩ মার্চ | Today’s famous day in the history of the world (Bengali) : 3 March

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩ মার্চ, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 3 March, Today’s Famous day on 3 March in the World. On this day Historical Famous Events in The World)

3 March 1845 : ১৮৪৫ সালের আজকের দিনে জার্মান গণিতবিদ ও দার্শনিক গেয়র্গ কান্টরের জন্ম হয়।

3 March 1847 : ১৮৪৭ সালের আজকের দিনে স্কটিশ বিজ্ঞানী এবং উদ্ভাবক আলেকজান্ডার গ্রাহাম বেলের জন্ম হয়।

3 March 1857 : ১৮৫৭ সালের আজকের দিনে ব্রিটিশ যুক্তরাজ্য ও ফ্রান্স যুগ্মভাবে চীনের বিরুদ্ধে দ্বিতীয় আফিম যুদ্ধের ঘোষণা করে।

3 March 1861 : ১৮৬১ সালের আজকের দিনে রাশিয়ায় ভূমিদাস প্রথা বিলুপ্তি করা হয়।

3 March 1878 : ১৮৭৮ সালের আজকের দিনে যুদ্ধ অবসানের পর রুশ-তুর্কি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।

3 March 1924 : ১৯২৪ সালের আজকের দিনে তুরস্কের জাতীয় পরিষদ কর্তৃক খিলাফতের বিলুপ্তি ঘোষণা করা হয়।

3 March 1974 : ১৯৭৪ সালের আজকের দিনে তুর্কি ডিসি-১০ বিমান বিধ্বস্ত হয়ে ৩৪৬ জন নিহত হন।

3 March 1991 : ১৯৯১ সালের আজকের দিনে এস্তোনিয়া ও লাটভিয়া সোভিয়েত ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হওয়ার পক্ষে ভোট দেয়।

3 March 2016 : ২০১৬ সালের আজকের দিনে নিউজিল্যান্ডের জনপ্রিয় ক্রিকেটার, ধারাভাষ্যকার ও লেখক মার্টিন ক্রো’র মৃত্যু হয়।

আজকের বিখ্যাত জন্মদিন : ৩ মার্চ | Today Famous Birthdays : 3 March

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 3 March. On this day Famous Birthdays in Bengali)

3 March 1839 : ১৮৩৯ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন জামসেটজি টাটা, ভারতীয় শিল্পপতি (মৃত্যু: 1904)।

3 March 1908 : ১৯০৮ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন শক্তিরঞ্জন বসু, ভারতের স্বাধীনতা আন্দোলনের কর্মী ও সমাজসেবী (মৃত্যু: 1984)।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ৩ মার্চ | Today Famous Deaths : 3 March

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 3 March. On this day Famous Deaths in Bengali)

3 March 1707 : ১৭০৭ সালের আজকের দিনে আওরঙ্গজেব, ষষ্ঠ মুঘল সম্রাট (1658-1707) 88 বছর বয়সে মারা যান।

আজকের দিনে ইতিহাস প্রশ্ন ও উত্তর : ৩ মার্চ | Today’s History Question and Answer : 3 March | History QNA 

  1. বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালন করা হয়?

Ans. ৩ মার্চ (3 March) বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন করা হয়।

  1. বিশ্ব জন্ম-ত্রুটি দিবস কবে পালন করা হয়?

Ans. ৩ মার্চ (3 March) বিশ্ব জন্ম-ত্রুটি দিবস (২০১৫ সাল থেকে পালিত) পালন করা হয়।

  1. বিশ্ব শ্রবণ দিবস কবে পালন করা হয়?

Ans. ৩ মার্চ (3 March) বিশ্ব শ্রবণ দিবস পালন করা হয়।

  1. আন্তর্জাতিক কর্ণসেবা দিবস কবে পালন করা হয়?

Ans. ৩ মার্চ (3 March) আন্তর্জাতিক কর্ণসেবা দিবস পালন করা হয়।

  1. বিশ্ব বই দিবস কবে পালন করা হয়?

Ans. ৩ মার্চ (3 March) বিশ্ব বই দিবস পালন করা হয়।

  1. ভারতীয় শিল্পপতি জামসেটজি টাটা কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৮৩৯ সালের ৩ মার্চ (3 March 1839) ভারতীয় শিল্পপতি জামসেটজি টাটা জন্মগ্রহণ করেন।

  1. ভারতের স্বাধীনতা আন্দোলনের কর্মী ও সমাজসেবী শক্তিরঞ্জন বসু কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯০৮ সালের ৩ মার্চ (3 March 1908) ভারতের স্বাধীনতা আন্দোলনের কর্মী ও সমাজসেবী শক্তিরঞ্জন বসু জন্মগ্রহণ করেন।

  1. ষষ্ঠ মুঘল সম্রাট আওরঙ্গজেব কবে মারা যান?

Ans. ১৭০৭ সালের ৩ মার্চ (3 March 1707) ষষ্ঠ মুঘল সম্রাট আওরঙ্গজেব মারা যান।

  1. ভারতীয় টেস্ট ক্রিকেটার এম এল জয়সিমহার কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৩৯ সালের ৩ মার্চ (3 March 1939) ভারতীয় টেস্ট ক্রিকেটার এম এল জয়সিমহার জন্মগ্রহণ করেন।

  1. বাংলাদেশ রাইফেলস কবে প্রতিষ্ঠিত হয়?

Ans. ১৯৭২ সালের ৩ মার্চ (3 March 1972) বাংলাদেশ রাইফেলস প্রতিষ্ঠিত হয়।

আজকের বিখ্যাত দিনে ৩ মার্চ – The Famous Day 3 March in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ৩ মার্চ | Today’s Historical Events : 3 March (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। এই পোস্টটি লেখার জন্য On this day, Wikipedia, Bornglorious, Google এই উৎসগুলো থেকে কিছু তথ্য সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *