Close Ad close
Breaking
Sun. Jan 12th, 2025
আজকের দিনে ইতিহাসের পাতায় ৩০ মার্চ | Today's Historical Events 30 Marchআজকের দিনে ইতিহাসের পাতায় ৩০ মার্চ | Today's Historical Events 30 March

আজকের দিনে ইতিহাসের পাতায় ৩০ মার্চ | Today’s Historical Events 30 March in Bengali

আজকের দিনে ইতিহাসের পাতায় ৩০ মার্চ  : Today’s Historical Events 30 March in Bengali : আজকের বিখ্যাত দিনে ৩০ মার্চ ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ৩০ মার্চ  : Today’s Historical Events 30 March) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা  ইতিহাসে ৩০ মার্চ।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৩০ মার্চ | Today’s Famous Day or Important Day in Bengali : 30 March

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৩০ মার্চ – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 30 March. On this day Important Day in Bengali)

30 March : আজ ৩০ মার্চ – বিশ্ব বাইপোলার দিবস (World Bipolar Day)। World Bipolar Day is celebrated each year on March 30th, the birthday of Vincent Van Gogh, who was posthumously diagnosed as having bipolar disorder. The purpose of the day is to raise awareness of bipolar disorders and to improve sensitivity towards the illness. It is promoted by the International Bipolar Foundation and partners.

30 March : আজ ৩০ মার্চ – বিশ্ব চিকিৎসক দিবস (National Doctors’ Day)। মার্কিন যুক্তরাষ্ট্র-তে দিবসটি পরিচিতি পায় ৩০ মার্চ ১৯৩৩ সালে। সেই অনুষ্ঠানেই প্রথম দিবসের স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে ডাক্তার রোগীর সম্পর্কের ব্যাপারটি ব্যাপকভাবে আলোচিত হয়। মার্কিন রাষ্ট্রপতি জর্জ বুশ (সিনিয়র) ৩০ অক্টোবর ১৯৯০ সালে ৩০ মার্চকে জাতীয় চিকিৎসক দিবস পালনের জন্য আইন পাশ করেন। ভারতে এই দিনটি ১ জুলাই তারিখে কিংবদতন্তী চিকিৎসক ও পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায়ের (১ জুলাই, ১৮৮২ – ১ জুলাই, ১৯৬২) সম্মানার্থে পালন করা হয়।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩০ মার্চ | Today’s Famous Day in History (Bengali) : 30 March

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩০ মার্চ | Today’s famous day in the history of India (Bengali) : 30 March

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩০ মার্চ । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 30 March. Today’s Famous day on 30 March in India. On this day Historical Famous Events in India)

30 March 1664 : ১৬৬৪ সালের আজকের দিনে সর্বকনিষ্ঠ শিখ গুরু হরকিষাণ সিং মাত্র ৭ বছর বয়সে স্মলপক্স রোগে পরলোক গমন করেন।

30 March 1699 : ১৬৯৯ সালের আজকের দিনে পাঞ্জাবের আনন্দপুর সাহেবে গুরু গোবিন্দ সিং খালসা প্রতিষ্ঠা করেন।

30 March 1899 : ১৮৯৯ সালের আজকের দিনে বাঙালি লেখক ও চিত্রনাট্যকার শরদিন্দু বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন।

30 March 1919 : ১৯১৯ সালের আজকের দিনে গান্ধী রৌলাট আইনের বিরুদ্ধে প্রতিরোধ ঘোষণা করেন।

30 March 1929 : ১৯২৯ সালের আজকের দিনে ইংল্যান্ড ও ভারতের মধ্যে বিমানবন্দর দ্বারা ডাক সেবা শুরু হয়।

30 March 1949 : ১৯৪৯ সালের আজকের দিনে ‘নিউ ইউনিয়ন অফ গ্রেটার রাজস্থান’ উদ্বোধন করা হয়।

30 March 1988 : ১৯৮৮ সালের আজকের দিনে তামিলনাড়ু রণজি ট্রফি জিতে নেয়।

30 March 1992 : ১৯৯২ সালের আজকের দিনে সত্যজিত রায়কে অস্কার সম্মান প্রদান করা হয়।

30 March 1997 : ১৯৯৭ সালের আজকের দিনে জাতীয় কংগ্রেস পার্টি কেন্দ্রীয় দেবগৌড়া সরকার-এর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছিল।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩০ মার্চ | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 30 March

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩০ মার্চ : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

30 March 1971 : ১৯৭১ সালের আজকের দিনে বাংলাদেশী শিক্ষাবিদ ও মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী জ্যোতির্ময় গুহঠাকুরতা পরলোক গমন করেন।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩০ মার্চ | Today’s famous day in the history of the world (Bengali) : 30 March

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩০ মার্চ, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 30 March, Today’s Famous day on 30 March in the World. On this day Historical Famous Events in The World)

30 March 240 : ২৪০ খ্রিস্টপূর্বাব্দে সালের আজকের দিনে প্রথমবার হ্যালির ধূমকেতু দেখা গেছিল তথা নথিভুক্ত হয়েছিল।

30 March 1746 : ১৭৪৬ সালের আজকের দিনে স্প্যানিশ চিত্রকর ফ্রান্সিস্কো গোয়া জন্মগ্রহণ করেন।

30 March 1844 : ১৮৪৪ সালের আজকের দিনে ফরাসী কবি পল ভের্লেন জন্মগ্রহণ করেন।

30 March 1853 : ১৮৫৩ সালের আজকের দিনে চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গখ জন্মগ্রহণ করেন।

30 March 1871 : ১৮৭১ সালের আজকের দিনে রয়্যাল অ্যালবার্ট হল রানী ভিক্টোরিয়া দ্বারা খোলা হয়।

30 March 1981 : ১৯৮১ সালের আজকের দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রোনাল্ড রেগান গুলিবিদ্ধ হন।

30 March 2009 : ২০০৯ সালের আজকের দিনে ১২ জন সশস্ত্র লোক পাকিস্তানের লাহোরে অবস্থিত মানাওয়ান পুলিশ একাডেমী আক্রমণ করে।

30 March 2013 : ২০১৩ সালের আজকের দিনে মার্কিন কবি ও শিক্ষাবিদ ড্যানিয়েল হফম্যান পরলোক গমন করেন।

আজকের বিখ্যাত জন্মদিন : ৩০ মার্চ | Today Famous Birthdays : 30 March

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 30 March. On this day Famous Birthdays in Bengali)

30 March 1870 : ১৮৭০ সালে আজকের দিনে কলকাতায় জন্ম গ্রহণ করেন বসুমতীর সম্পাদক ও লেখক সুরেশচন্দ্র সমাজপতি (Suresh Chandra Samajpati)।

30 March 1899 : ১৮৯৯ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন বাঙালি লেখক ও চিত্রনাট্যকার শরদিন্দু বন্দ্যোপাধ্যায় (Sharadindu Bandyopadhyay)। তার সৃষ্ট গোয়েন্দা চরিত্র ‘ব্যোমকেশ বক্সী’ আত্মপ্রকাশ করে ১৯৩২ সালে। তার বিভিন্ন রচনা থেকেও সিনেমা তৈরি হয়েছে, যেমন- চিড়িয়াখানা – নির্দেশক সত্যজিত রায় , ঝিন্দের বন্দী – নির্দেশক তপন সিংহ , বিষের ধোঁয়া , দাদার কীর্তি – নির্দেশক তরুণ মজুমদার।

30 March 1908 : ১৯০৮ সালে আজকের দিনে বিশাখাপত্তমে জন্ম গ্রহণ করেন অভিনেত্রী দেবিকা রানি (Devika Rani Chaudhuri)। বিংশ শতাব্দীর ত্রিশের দশক হতে চল্লিশের দশক পর্যন্ত ভারতীয় চলচ্চিত্রে অভিনয় করেন।

30 March 1992 : ১৯৯২ সালে আজকের দিনে মধ্যপ্রদেশের ইন্ডোরে জন্ম গ্রহণ করেন গায়িকা পালক মুচ্ছাল (Palak Muchhal)। তিনি হিন্দি ছবি এক থা টাইগার(২০১২), আশিকি ২(২০১৩), কিক(২০১৪) এবং অ্যাকশন জ্যাকসন(২০১৪) প্রেম রতন ধন পায়ো(২০১৫) এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি(২০১৬) এবং কাবিল(২০১৭) ইত্যাদি ছায়াছবিতে কন্ঠদান করেছেন।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ৩০ মার্চ | Today Famous Deaths : 30 March

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 30 March. On this day Famous Deaths in Bengali)

30 March 1956 : ১৯৫৬ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন বাংলা ভাষার রূপকথার প্রখ্যাত রচয়িতা ও সংগ্রাহক দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার (Dakshinaranjan Mitra Majumder)। তার সংগৃহীত জনপ্রিয় “রূপকথার” সংকলনটি চারটি খণ্ডে প্রকাশিত। খণ্ডগুলো নাম ঠাকুরমার ঝুলি, ঠাকুরদাদার ঝুলি, ঠানদিদির থলে এবং দাদামাশয়ের থলে।

30 March 1965 : ১৯৬৫ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন প্রথিতযশা বাঙালি সাহিত্যিক সতীনাথ ভাদুড়ী (Satinath Bhaduri)। তার উল্লেখযোগ্য গ্রন্থাবলীগুলো হলো – জাগরী(১৯৪৫) , চিত্রগুপ্তের ফাইল(১৯৪৯) , গণনায়ক(১৯৪৮) , সত্যি ভ্রমণ কাহিনি(১৯৫১) , অচিন রাগিনী(১৯৫৪) , চকাচকি(১৯৫৬) , জলভ্রমি(১৯৬২)।

30 March 2002 : ২০০২ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন প্রখ্যাত ভারতীয় কবি,গীতিকার ও সুরকার আনন্দ বক্সী (Anand Bakshi)। ৪৫ বছরের সঙ্গীত জীবনে তিনি ৬৫০টি ছবিতে ৩৫০০টি গান লিখেছেন।

আজকের দিনে ইতিহাস প্রশ্ন ও উত্তর : ৩০ মার্চ | Today’s History Question and Answer : 30 March | History QNA 

  1. বিশ্ব বাইপোলার দিবস কবে পালন করা হয়?

Ans. ৩০ মার্চ (30 March) বিশ্ব বাইপোলার দিবস পালন করা হয়।

  1. বিশ্ব চিকিৎসক দিবস কবে পালন করা হয়?

Ans. ৩০ মার্চ (30 March) বিশ্ব চিকিৎসক দিবস পালন করা হয়।

  1. গায়িকা পালক মুচ্ছাল কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৯২ সালের ৩০ মার্চ (30 March 1992) গায়িকা পালক মুচ্ছাল জন্মগ্রহণ করেন।

  1. অভিনেত্রী দেবিকা রানি কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯০৮ সালের ৩০ মার্চ (30 March 1908) অভিনেত্রী দেবিকা রানি জন্মগ্রহণ করেন।

  1. বাঙালি লেখক ও চিত্রনাট্যকার শরদিন্দু বন্দ্যোপাধ্যায় কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৮৯৯ সালের ৩০ মার্চ (30 March 1899) বাঙালি লেখক ও চিত্রনাট্যকার শরদিন্দু বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন।

  1. বসুমতীর সম্পাদক ও লেখক সুরেশচন্দ্র সমাজপতি কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৮৭০ সালের ৩০ মার্চ (30 March 1870) বসুমতীর সম্পাদক ও লেখক সুরেশচন্দ্র সমাজপতি জন্মগ্রহণ করেন।

আজকের বিখ্যাত দিনে ৩০ মার্চ – The Famous Day 30 March in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ৩০ মার্চ | Today’s Historical Events : 30 March (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। এই পোস্টটি লেখার জন্য On this day, Wikipedia, Bornglorious, Google এই উৎসগুলো থেকে কিছু তথ্য সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *