Close Ad close
Breaking
Sun. Jan 12th, 2025
আজকের দিনে ইতিহাসের পাতায় ৩১ মার্চ | Today's Historical Events 31 Marchআজকের দিনে ইতিহাসের পাতায় ৩১ মার্চ | Today's Historical Events 31 March

আজকের দিনে ইতিহাসের পাতায় ৩১ মার্চ | Today’s Historical Events 31 March in Bengali

আজকের দিনে ইতিহাসের পাতায় ৩১ মার্চ  : Today’s Historical Events 31 March in Bengali : আজকের বিখ্যাত দিনে ৩১ মার্চ ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ৩১ মার্চ  : Today’s Historical Events 31 March) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা  ইতিহাসে ৩১ মার্চ।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৩১ মার্চ | Today’s Famous Day or Important Day in Bengali : 31 March

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৩১ মার্চ – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 31 March. On this day Important Day in Bengali)

31 March : আজ ৩১ মার্চ – No record.

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩১ মার্চ | Today’s Famous Day in History (Bengali) : 31 March

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩১ মার্চ | Today’s famous day in the history of India (Bengali) : 31 March

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩১ মার্চ । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 31 March. Today’s Famous day on 31 March in India. On this day Historical Famous Events in India)

31 March 1774 : ১৭৭৪ সালের আজকের দিনে কলকাতায় পোস্ট মাস্টার জেনারেলের পদ সৃষ্টি করা হয়।

31 March 1807 : ১৮০৭ সালের আজকের দিনে খিদিরপুর থেকে প্রথম বাষ্পচালিত ব্রিটিশ-ভারতীয় জাহাজ জলেতে ভাসানো হয়।

31 March 1867 : ১৮৬৭ সালের আজকের দিনে সভাপতি সমাজ প্রতিষ্ঠা করেন মুম্বাইয়ে এম. জি. রানাডে(M.G.RANADE)।

31 March 1913 : ১৯১৩ গেটওয়ে অব ইন্ডিয়ার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।

31 March 1942 : ১৯৪২ সালের আজকের দিনে জাপান সফলভাবে বার্মা ও আন্দামান আক্রমণ করে।

31 March 1964 : ১৯৬৪ সালের আজকের দিনে বোম্বেতে ট্রামওয়ে পরিষেবা বন্ধ হয়।

31 March 1972 : ১৯৭২ সালের আজকের দিনে মিনা কুমারী মুম্বাইয়ে পরলোক গমন করেন।

31 March 1992 : ১৯৯২ সালের আজকের দিনে নতুন পাঁচ বছর রপ্তানি-আমদানি নীতি ঘোষণা হয়।ভারতীয় অর্থনীতির একটি বড় পরিবর্তন এটি।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩১ মার্চ | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 31 March

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩১ মার্চ : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

31 March 1971 : ১৯৭১ সালের আজকের দিনে সাহিত্যিক ও সাংবাদিক শহীদ সাবের নিহত হন।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩১ মার্চ | Today’s famous day in the history of the world (Bengali) : 31 March

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩১ মার্চ, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 31 March, Today’s Famous day on 31 March in the World. On this day Historical Famous Events in The World)

31 March 1596 : ১৫৯৬ সালের আজকের দিনে ফরাসি দার্শনিক ও আধুনিক দর্শনের জনক, গণিতজ্ঞ, বিজ্ঞানী রেনে দেকার্ত জন্মগ্রহণ করেন।

31 March 1631 : ১৬৩১ সালের আজকের দিনে ইংরেজ কবি জন ডান পরলোক গমন করেন।

31 March 1713 : ১৭১৩ সালের আজকের দিনে ইউট্র্যাক্ট নগরের সন্ধির মাধ্যমে স্পেনীয় উত্তরাধিকার সংক্রান্ত মহাযুদ্ধের অবসান হয়।

31 March 1889 : ১৮৮৯ সালের আজকের দিনে প্যারিসে আইফেল টাওয়ার উদ্বোধন করা হয়।

31 March 1914 : ১৯১৪ সালের আজকের দিনে সাহিত্যে নোবেলজয়ী মেক্সিকান কবি ওক্টাভীও পাজ- জন্মগ্রহণ করেন।

31 March 1917 : ১৯১৭ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী জার্মান জীব বিজ্ঞানী এমিল ভন বেহরিং পরলোক গমন করেন।

31 March 1954 : ১৯৫৪ সালের আজকের দিনে জেনারেল গিয়াপের নেতৃত্বে ভিয়েত মীন নামে পরিচিত ভিয়েতনামের বাহিনী দিয়েন বিয়েন ফুতে ফরাসি বাহিনীকে অবরোধের সূচনা করে।

31 March 1966 : ১৯৬৬ সালের আজকের দিনে সাবেক সোভিয়েত ইউনিয়ন লুন টেন নামের প্রথম চন্দ্র প্রদক্ষিণকারী একটি মহাকাশযান উৎক্ষেপণ করে।

31 March 1979 : ১৯৭৯ সালের আজকের দিনে আরব লীগের সদস্যরা  মিশরের সদস্য পদ নাকচ করে দেয়।

31 March 1979 : ১৯৭৯ সালের আজকের দিনে ইংল্যান্ডের রক্ষনশীল দলের সাংসদ এয়ারি নিভ কমন্সসভার বাইরে নিজ মোটর গাড়িতে বোমা বিস্ফোরনে প্রাণ হারান।

31 March 1991 : ১৯৯১ সালের আজকের দিনে মধ্যরাতে ওয়ারশ জোট আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয়।

আজকের বিখ্যাত জন্মদিন : ৩১ মার্চ | Today Famous Birthdays : 31 March

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 31 March. On this day Famous Birthdays in Bengali)

31 March 1938 : ১৯৩৮ সালে আজকের দিনে কাপুরথালা, পাঞ্জাবে জন্ম গ্রহণ করেন ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতিবিদ ও দিল্লীর প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত (Sheila Dikshit)। দীর্ঘতম মেয়াদের দিল্লির মুখ্যমন্ত্রী, ১৯৯৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত ১৫ বছর একটি নির্দিষ্ট সময়ের জন্য মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। 

31 March 1945 : ১৯৪৫ সালে আজকের দিনে বিহারের পাটনাতে জন্ম গ্রহণ করেন ভারতীয় জাতীয় কংগ্রেস এবং সংসদের প্রাক্তন অধ্যক্ষ মীরা কুমার (Meira Kumar)। তিনি ১৫তম ভারতীয় লোকসভার অধ্যক্ষ ছিলেন এবং তিনি ভারতের প্রথম নারী স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

31 March 1963 : ১৯৬৩ সালে আজকের দিনে কেরলে জন্ম গ্রহণ করেন ভারতীয় নেপথ্য সঙ্গীতশিল্পী সুজাতা মােহন (Sujatha Mohan)। তিনি মালয়ালম ও তামিল চলচ্চিত্রে গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন।

31 March 1983 : ১৯৮৩ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হাশিম আমলা (Hashim Mahomed Amla)।

31 March 1992 : ১৯৯২ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন অস্ট্রেলীয় ক্রিকেটার অ্যাডাম জাম্পা (Adam Zampa)।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ৩১ মার্চ | Today Famous Deaths : 31 March

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 31 March. On this day Famous Deaths in Bengali)

31 March 1727 : ১৭২৭ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ইংরেজ পদার্থ ও গণিতবিদ বিশ্বের প্রধানতম বিজ্ঞানীদের অন্যতম স্যার আইজ্যাক নিউটন (Sir Isaac Newton)। ১৬৮৭ সনে তার বিশ্ব নন্দিত গ্রন্থ “ফিলসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা” প্রকাশিত হয় যাতে তিনি সর্বজনীন মহাকর্ষ এবং গতির তিনটি সূত্র বিধৃত করেছিলেন। এই সূত্র ও মৌল নীতিগুলোই চিরায়ত বলবিজ্ঞানের ভিত্তি হিসেবে কাজ করেছে, আর তার গবেষণার ফলে উদ্ভূত এই চিরায়ত বলবিজ্ঞান পরবর্তী তিন শতক জুড়ে বৈজ্ঞানিক চিন্তাধারার জগতে একক আধিপত্য করেছে। তিনিই প্রথম দেখিয়েছিলেন, পৃথিবী এবং মহাবিশ্বের সকল বস্তু একই প্রাকৃতিক নিয়মের অধীনে পরিচালিত হচ্ছে। বলবিজ্ঞানের ভিত্তিভূমিও রচনা করেছেন নিউটন। রৈখিক এবং কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্রের মাধ্যমে তিনি এই ভিত্তি রচনা করেন। আলোকবিজ্ঞানের তার হাতে তৈরি প্রতিফলন দূরবীক্ষণ যন্ত্রের কথা সবারই জানা।

31 March 1972 : ১৯৭২ সালে আজকের দিনে মুম্বাইয়ে মৃত্যুবরণ করেন হিন্দি চলচ্চিত্র জগতের খ্যাতনামা অভিনেত্রী মিনা কুমারী/মেহজাবিন বানু (Meena Kumari)। ১৯৩৯ থেকে ১৯৭২ সাল পর্যন্ত তার অভিনয় জীবনে তিনি ৯০ টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেন।

31 March 2013 : ২০১৩ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ছোটদের বাংলা গানের যশস্বী কণ্ঠ শিল্পী সনৎ সিংহ (Sanat Singh)। কালজয়ী যে গানগুলি আজো বাঙালি শ্রোতাদের মোহিত করে সেগুলি হল- বাবুরাম সাপুড়ে , সরস্বতী বিদ্যেবতী , ঠিক দুক্কুরবেলা ভূতে মারে ঢিল , এক এক্কে এক , টাকডুম টাকডুম ডুমাডুম , ফুশ মন্তর ফুশ।

আজকের দিনে ইতিহাস প্রশ্ন ও উত্তর : ৩১ মার্চ | Today’s History Question and Answer : 31 March | History QNA 

  1. ভারতীয় নেপথ্য সঙ্গীতশিল্পী সুজাতা মােহন কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৬৩ সালের ৩১ মার্চ (31 March 1963) ভারতীয় নেপথ্য সঙ্গীতশিল্পী সুজাতা মােহন জন্মগ্রহণ করেন।

  1. ভারতীয় জাতীয় কংগ্রেস এবং সংসদের প্রাক্তন অধ্যক্ষ মীরা কুমার কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৪৫ সালের ৩১ মার্চ (31 March 1945) ভারতীয় জাতীয় কংগ্রেস এবং সংসদের প্রাক্তন অধ্যক্ষ মীরা কুমার জন্মগ্রহণ করেন।

  1. ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতিবিদ ও দিল্লীর প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৩৮ সালের ৩১ মার্চ (31 March 1938) ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতিবিদ ও দিল্লীর প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত জন্মগ্রহণ করেন।

আজকের বিখ্যাত দিনে ৩১ মার্চ – The Famous Day 31 March in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ৩১ মার্চ | Today’s Historical Events : 31 March (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। এই পোস্টটি লেখার জন্য On this day, Wikipedia, Bornglorious, Google এই উৎসগুলো থেকে কিছু তথ্য সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *