Close Ad close
Breaking
Sun. Jan 12th, 2025
আজকের দিনে ইতিহাসের পাতায় ৪ এপ্রিল | Today’s Historical Events 4 Aprilআজকের দিনে ইতিহাসের পাতায় ৪ এপ্রিল | Today’s Historical Events 4 April

আজকের দিনে ইতিহাসের পাতায় ৪ এপ্রিল | Today’s Historical Events 4 April in Bengali

আজকের দিনে ইতিহাসের পাতায় ৪ এপ্রিল  : Today’s Historical Events 4 April in Bengali : আজকের বিখ্যাত দিনে ৪ এপ্রিল ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ৪ এপ্রিল  : Today’s Historical Events 4 April) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা  ইতিহাসে ৪ এপ্রিল।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৪ এপ্রিল | Today’s Famous Day or Important Day in Bengali : 4 April

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৪ এপ্রিল – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 4 April. On this day Important Day in Bengali)

4 April : আজ ৪ এপ্রিল – শিশু দিবস (হংকং, তাইওয়ান)।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৪ এপ্রিল | Today’s Famous Day in History (Bengali) : 4 April

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৪ এপ্রিল | Today’s famous day in the history of India (Bengali) : 4 April

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৪ এপ্রিল । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 4 April. Today’s Famous day on 4 April in India. On this day Historical Famous Events in India)

4 April 1937 : ১৯৩৭ সালে আজকের দিনে এম এন রায় কর্তৃক ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া পত্রিকা প্রকাশিত হয়।

4 April 1940 : ১৯৪০ সালের এই দিনে বিশিষ্ট বাঙালি সম্পাদক, শিক্ষক ও পন্ডিত ব্যক্তিত্ব অমূল্যচরণ বিদ্যাভূষণ পরলোক গমন করেন।

4 April 1971 : ১৯৭১ সালের এই দিনে বিখ্যাত আয়ুর্বেদ শাস্ত্র বিশারদ এবং শিক্ষাবিদ ও ‘সাধনা ঔষধালয়’-এর প্রতিষ্ঠাতা যোগেশচন্দ্র ঘোষ পরলোক গমন করেন।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৪ এপ্রিল | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 4 April

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৪ এপ্রিল : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

4 April 1972 : ১৯৭২ সালের এই দিনে  মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়।

4 April 1990 : ১৯৯০ সালের এই দিনে বাঙালি অভিনেতা ও টেলিভিশন প্রযোজক মোহাম্মদ জাকারিয়া পরলোক গমন করেন।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৪ এপ্রিল | Today’s famous day in the history of the world (Bengali) : 4 April

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৪ এপ্রিল, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 4 April, Today’s Famous day on 4 April in the World. On this day Historical Famous Events in The World)

4 April 1460 : ১৪৬০ সালের এই দিনে সুইজারল্যান্ডে ব্যাসলে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

4 April 1541 : ১৫৪১ সালের এই দিনে লোয়োলার ইগন্যাটিয়াস জেসুইটদের প্রথম সামরিক কর্মকর্তা নিযুক্ত হন।

4 April 1932 : ১৯৩২ সালের এই দিনে বিশিষ্ট মার্কিন অভিনেতা অ্যান্থনি পারকিন্স জন্মগ্রহণ করেন।

4 April 1932 : ১৯৩২ সালের এই দিনে নোবেল বিজয়ী বিশিষ্ট জার্মান রসায়নবিদ উইলহেম অসওয়াল্ড পরলোক গমন করেন।

4 April 1939 : ১৯৩৯ সালের এই দিনে ইরাকের দ্বিতীয় বাদশাহ গাজি বিন ফয়সাল পরলোক গমন করেন।

4 April 1960 : ১৯৬০ সালের এই দিনে বিখ্যাত নাইজেরীয়-অস্ট্রেলীয় অভিনেতা হুগো ওয়েভিং জন্মগ্রহণ করেন।

4 April 1965 : ১৯৬৫ সালের এই দিনে ‘আয়রন ম্যান’-এর চরিত্রে অভিনয়ের সূত্রে ভীষণরকম জনপ্রিয়তা অর্জনকারী মার্কিন অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র জন্মগ্রহণ করেন।

4 April 1968 : ১৯৬৮ সালের এই দিনে বিখ্যাত আমেরিকান কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং আততায়ীর হাতে নিহত হন।

4 April 1975 : ১৯৭৫ সালের এই দিনে বিল গেটস ও পল অ্যালেন ‘মাইক্রোসফট (Microsoft) কর্পোরেশন’-এর প্রতিষ্ঠা করেন।

4 April 1979 : ১৯৭৯ সালের এই দিনে বিশিষ্ট অস্ট্রেলীয় অভিনেতা হিথ লেজার জন্মগ্রহণ করেন।

4 April 1979 : ১৯৭৯ সালের এই দিনে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো-এর ফাঁসি হয়।

4 April 1987 : ১৯৮৭ সালের এই দিনে বিশিষ্ট জার্মান ফুটবলার সামি খেদিরা জন্মগ্রহণ করেন।

4 April 1989 : ১৯৮৯ সালের এই দিনে বিশিষ্ট ইংরেজ ক্রিকেটার স্টিভেন ফিন জন্মগ্রহণ করেন।

4 April 1999 : ১৯৯৯ সালের এই দিনে জ্যাক মা চীনের বিখ্যাত ইন্টারনেট-নির্ভর ব্যবসায়িক কোম্পানি ‘আলিবাবা’ প্রতিষ্ঠা করেন।

4 April 2014 : ২০১৪ সালের এই দিনে বিশ্ব ব্যাঙ্কের সভাপতি জিম ইয়ং কিম দাবি করেন যে, বর্তমানের আবহাওয়া পরিবর্তনের ফলে আগামী ৫-১০ বছরের মধ্যে খাদ্য ও জলের ওপর কর্তৃত্বকে কেন্দ্র করে লড়াই শুরু হবে।

4 April 2018 : ২০১৮ সালের এই দিনে অস্ট্রেলিয়ার গোল্ড উপত্যকায় ২১তম কমনওয়েলথ খেলার উদ্বোধন হয়।

আজকের বিখ্যাত জন্মদিন : ৪ এপ্রিল | Today Famous Birthdays : 4 April

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 4 April. On this day Famous Birthdays in Bengali)

4 April 1949 : ১৯৪৯ সালে আজকের দিনে গুজরাটে জন্ম গ্রহণ করেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী প্রয়াত পারভীন ববি (Parveen Babi)। তার অভিনীত ব্যবসাসফল চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে দিওয়ার (১৯৭৫), নমক হালাল (১৯৮২), অমর আকবর এন্থনি (১৯৭৭) এবং শান (১৯৮০)।

4 April 1979 : ১৯৭৯ সালে আজকের দিনে দিল্লীতে জন্ম গ্রহণ করেন টেলিভিশনের অভিনেতা গৌরব চোপড়া (Gaurav Chopra)। He has appeared as a contestant on Bigg Boss 10 .

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ৪ এপ্রিল | Today Famous Deaths : 4 April

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 4 April. On this day Famous Deaths in Bengali)

4 April 1928 : ১৯২৮ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের ব্যক্তিত্ব ও অগ্নিযুগের শহীদ বিপ্লবী অনুরূপচন্দ্র সেন (Anurupchandra Sen)। ১৯১৮ সনে যে পাঁচজনকে নিয়ে চট্টগ্রাম বিপ্লবী দলের কেন্দ্র গঠিত হয় তিনি তার অন্যতম ছিলেন। যদিও তিনি অন্তরালেই থেকে গেছেন ভারতের বৈপ্লবিক আন্দোলনের ইতিহাসে। অপর চারজন হচ্ছেন সূর্য সেন, নগেন সেন (জুলু), অম্বিকা চক্রবর্তী ও চারু বিকাশ দত্ত। চট্টগ্রাম বিপ্লবীদের গোপন সংবিধান তারই রচিত।

4 April 1940 : ১৯৪০ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন বাঙালি সম্পাদক, শিক্ষক ও পণ্ডিত ব্যক্তিত্ব অমূল্যচরণ বিদ্যাভূষণ (Amulyacharan Vidyabhushan)। তিনি ‘ভারতবর্ষ’ মাসিক পত্রিকার যুগ্ম সম্পাদক সহ ‘বাণী’, ‘ইন্ডিয়ান একাডেমি’, ‘পঞ্চপুষ্প’ প্রভৃতি পত্রিকা সম্পাদনার দায়িত্ব পালন করেন। এছাড়াও ‘বিশ্বকোষ’-এর ২য় সংস্করণের ১ম ও ২য় খন্ড সম্পাদনার দায়িত্ব পালন করেন। তিনি দেশী বিদেশী মোট ২৬টি ভাষায় দক্ষতা অর্জন করেন।

4 April 1950 : ১৯৫০ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন হুগলী জেলার চন্দননগরের অগ্নিযুগের স্বাধীনতা সংগ্রামী ও সাংবাদিক উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (Upendranath Bandyopadhyay)। ১৯০৭ সালে আলিপুর বোমার মামলায় অরবিন্দ ঘোষ, বারীন্দ্রকুমার ঘোষ ও আরও কিছু বিপ্লবীর সঙ্গে উনিও ধরা পড়েছিলেন । ১৯০৯ সালে ওঁর যাবজ্জীবন কারাদণ্ড হয় এবং ১২ বছর কারাদণ্ড ভোগের পর উনি মুক্তি পেয়েছিলেন।

4 April 1971 : ১৯৭১ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন বৃটিশ ভারতের বিখ্যাত আয়ুর্বেদ শাস্ত্র বিশারদ এবং শিক্ষাবিদ ও ‘সাধনা ঔষধালয়’-এর প্রতিষ্ঠাতা যোগেশচন্দ্র ঘোষ (Jogesh Chandra Ghosh)।

আজকের দিনে ইতিহাস প্রশ্ন ও উত্তর : ৪ এপ্রিল | Today’s History Question and Answer : 4 April | History QNA 

  1. হংকং, তাইওয়ানে শিশু দিবস কবে পালন করা হয়?

Ans. ৪ এপ্রিল (4 April) হংকং, তাইওয়ানে শিশু দিবস পালন করা হয়।

  1. কবে এম এন রায় কর্তৃক ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া পত্রিকা প্রকাশিত হয়?

Ans. ১৯৩৭ সালের ৪ এপ্রিল (4 April 1937) এম এন রায় কর্তৃক ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া পত্রিকা প্রকাশিত হয়।

  1. কবে বিশিষ্ট বাঙালি সম্পাদক, শিক্ষক ও পন্ডিত ব্যক্তিত্ব অমূল্যচরণ বিদ্যাভূষণ পরলোক গমন করেন?

Ans. ১৯৪০ সালের ৪ এপ্রিল (4 April 1940) বিশিষ্ট বাঙালি সম্পাদক, শিক্ষক ও পন্ডিত ব্যক্তিত্ব অমূল্যচরণ বিদ্যাভূষণ পরলোক গমন করেন।

  1. কবে বিখ্যাত আয়ুর্বেদ শাস্ত্র বিশারদ এবং শিক্ষাবিদ ও ‘সাধনা ঔষধালয়’-এর প্রতিষ্ঠাতা যোগেশচন্দ্র ঘোষ পরলোক গমন করেন?

Ans. ১৯৭১ সালের ৪ এপ্রিল (4 April 1971) বিখ্যাত আয়ুর্বেদ শাস্ত্র বিশারদ এবং শিক্ষাবিদ ও ‘সাধনা ঔষধালয়’-এর প্রতিষ্ঠাতা যোগেশচন্দ্র ঘোষ পরলোক গমন করেন।

  1. কবে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়?

Ans. ১৯৭২ সালের ৪ এপ্রিল (4 April 1972) মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়।

  1. কবে সুইজারল্যান্ডে ব্যাসলে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

Ans. ১৪৬০ সালের ৪ এপ্রিল (4 April 1460) সুইজারল্যান্ডে ব্যাসলে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

  1. কবে বিল গেটস ও পল অ্যালেন ‘মাইক্রোসফট (Microsoft) কর্পোরেশন’-এর প্রতিষ্ঠা করেন?

Ans. ১৯৭৫ সালের ৪ এপ্রিল (4 April 1975) বিল গেটস ও পল অ্যালেন ‘মাইক্রোসফট (Microsoft) কর্পোরেশন’-এর প্রতিষ্ঠা করেন।

  1. টেলিভিশনের অভিনেতা গৌরব চোপড়া কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৭৯ সালের ৪ এপ্রিল (4 April 1979) টেলিভিশনের অভিনেতা গৌরব চোপড়া জন্মগ্রহণ করেন।

  1. জনপ্রিয় বলিউড অভিনেত্রী প্রয়াত পারভীন ববি কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৪৯ সালের ৪ এপ্রিল (4 April 1949) জনপ্রিয় বলিউড অভিনেত্রী প্রয়াত পারভীন ববি জন্মগ্রহণ করেন।

  1. ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের ব্যক্তিত্ব ও অগ্নিযুগের শহীদ বিপ্লবী অনুরূপচন্দ্র সেন কবে মারা যান?

Ans. ১৯২৮ সালের ৪ এপ্রিল (4 April 1928) ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের ব্যক্তিত্ব ও অগ্নিযুগের শহীদ বিপ্লবী অনুরূপচন্দ্র সেন মারা যান।

আজকের বিখ্যাত দিনে ৪ এপ্রিল – The Famous Day 4 April in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ৪ এপ্রিল | Today’s Historical Events : 4 April (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। এই পোস্টটি লেখার জন্য On this day, Wikipedia, Bornglorious, Google এই উৎসগুলো থেকে কিছু তথ্য সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *