Close Ad close
Breaking
Thu. Jan 16th, 2025
আজকের দিনে ইতিহাসের পাতায় ৪ মার্চ | Today's Historical Events 4 Marchআজকের দিনে ইতিহাসের পাতায় ৪ মার্চ | Today's Historical Events 4 March

আজকের দিনে ইতিহাসের পাতায় ৪ মার্চ | Today’s Historical Events 4 March in Bengali

আজকের দিনে ইতিহাসের পাতায় ৪ মার্চ  : Today’s Historical Events 4 March in Bengali : আজকের বিখ্যাত দিনে ৪ মার্চ ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ৪ মার্চ  : Today’s Historical Events 4 March) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা  ইতিহাসে ৪ মার্চ।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৪ মার্চ | Today’s Famous Day or Important Day in Bengali : 4 March

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৪ মার্চ – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 4 March. On this day Important Day in Bengali)

4 March : আজ ৪ মার্চ – জাতীয় সুরক্ষা দিবস (National Security Day)।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৪ মার্চ | Today’s Famous Day in History (Bengali) : 4 March

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৪ মার্চ | Today’s famous day in the history of India (Bengali) : 4 March

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৪ মার্চ । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 4 March. Today’s Famous day on 4 March in India. On this day Historical Famous Events in India)

4 March 1784 : ১৭৮৪ সালের আজকের দিনে ফ্রান্সিস গ্লাডুইনের সম্পাদনায় ‘ক্যালকাটা গেজেট’ প্রথম প্রকাশিত হয়।

4 March 1836 : ১৮৩৬ সালের আজকের দিনে লর্ড অকল্যান্ড ভারতের গভর্নর জেনারেল নিযুক্ত হন।

4 March 1925 : ১৯২৫ সালের আজকের দিনে বিশিষ্ট চিত্রশিল্পী, সঙ্গীতজ্ঞ ও নাট্যকার জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয়।

4 March 1931 : ১৯৩১ সালের আজকের দিনে বন্দি মুক্তি দিবসে গান্ধী-আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়।

4 March 1983 : ১৯৮৩ সালের আজকের দিনে বিশিষ্ট অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়।

4 March 2013 : ২০১৩ সালের আজকের দিনে ভারতের জলন্ধর জেলায় বাসের এবং ট্রাকের ধাক্কায় ১১ শিশু মারা যায়।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৪ মার্চ | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 4 March

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৪ মার্চ : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

4 March 1965 : ১৯৬৫ সালের আজকের দিনে বিশিষ্ট লেখক, নাট্যকার ও সাংবাদিক আনিসুল হকের জন্ম হয়।

4 March 1971 : ১৯৭১ সালের আজকের দিনে ঢাকার ‘রেডিও পাকিস্তান’-এর ‘ঢাকা বেতার কেন্দ্র’ নামকরণ করা হয়।

4 March 1972 : ১৯৭২ সালের আজকের দিনে স্বাধীন বাংলাদেশে প্রথম এক টাকা ও একশত টাকার নোট চালু করা হয়।

4 March 1978 : ১৯৭৮ সালের আজকের দিনে বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক ও সম্পাদক আবুল কালাম শামসুদ্দীনের মৃত্যু হয়।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৪ মার্চ | Today’s famous day in the history of the world (Bengali) : 4 March

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৪ মার্চ, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 4 March, Today’s Famous day on 4 March in the World. On this day Historical Famous Events in The World)

4 March 1152 : ১১৫২ সালের আজকের দিনে ফ্রেডেরিক বারবারোসা জার্মান রাজা নির্বাচিত হন।

4 March 1386 : ১৩৮৬ সালের আজকের দিনে ভ্লাদিস্লভ দ্বিতীয় পোল্যান্ডের রাজা নির্বাচিত হন।

4 March 1397 : ১৩৯৭ সালের আজকের দিনে অক্সফোর্ডের নতুন কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।

4 March 1665 : ১৬৬৫ সালের আজকের দিনে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস নেদারল্যান্ডসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।

4 March 1789 : ১৭৮৯ সালের আজকের দিনে মার্কিন সংবিধান কার্যকর হয়।

4 March 1823 : ১৮২৩ সালের আজকের দিনে গ্রীসের সেনারা ত্রিপোলিৎজা শহরে ১২ হাজার মুসলমানকে হত্যা করে।

4 March 1848 : ১৮৪৮ সালের আজকের দিনে অস্ট্রিয়ার বিরুদ্ধে হাঙ্গেরীর স্বাধীনতা আন্দোলন শুরু হয়।

4 March 1919 : ১৯১৯ সালের আজকের দিনে কমিনটার্ন (কমিউনিস্ট আন্তর্জাতিক) গঠিত হয়।

4 March 1933 : ১৯৩৩ সালের আজকের দিনে ফ্রাঙ্কলিন ডেলানোর রুজভেল্টের অভিষেক হয়।

4 March 1941 : ১৯৪১ সালের আজকের দিনে মার্কিন ঔপন্যাসিক শেরউড অ্যান্ডারসনের মৃত্যু হয়।

4 March 1963 : ১৯৬৩ সালের আজকের দিনে মার্কিন চিকিৎসক ও কবি উইলিয়াম কার্লোস উইলিয়ামের মৃত্যু হয়।

4 March 1977 : ১৯৭৭ সালের আজকের দিনে রুমানিয়ায় ভূমিকম্পে সহস্রাধিক লোক নিহত হন।

4 March 1990 : ১৯৯০ সালের আজকের দিনে দক্ষিণ আফ্রিকার সিসকেইয়ের সরকারের উৎখাত হয়।

4 March 2011 : ২০১১ সালের আজকের দিনে নেদারল্যান্ডসের নোবেলবিজয়ী চিকিৎসক সাইমন ভ্যান ডের মারের মৃত্যু হয়।

আজকের বিখ্যাত জন্মদিন : ৪ মার্চ | Today Famous Birthdays : 4 March

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 4 March. On this day Famous Birthdays in Bengali)

4 March 1856 : ১৮৫৬ সালে আজকের দিনে কলকাতায় জন্ম গ্রহণ করেন ভারতীয় বাঙালি কবি তরু দত্ত/তরুলতা দত্ত(Toru Dutt)। তিনি হলেন প্রথম বাঙালি মহিলা যিনি ফরাসি ও ইংরেজি দুই ভাষাতেই সমান দাপটের সঙ্গে লিখেছেন। তাঁর সবচেয়ে বিখ্যাত কবিতাটি হলো ‘Our Casurina Tree’।

4 March 1980 : ১৯৮০ সালে আজকের দিনে বেঙ্গালুড়ুতে জন্ম গ্রহণ করেন ভারতীয় পেশাদার টেনিস খেলোয়াড় রোহন বোপান্না(Rohan Bopanna)।২০০৭ সালে তার একক ক্যারিয়ারের শীর্ষে র্যাঙ্কিং ছিল বিশ্বের ২১৩ নম্বর এবং ২২ জুলাই ২০১৩ সালে তার দ্বৈত ক্যারিয়ারের উচ্চতম র্যাঙ্কিং ছিল বিশ্বের ৩ নম্বর। ২০০২ সাল থেকে তিনি ভারতীয় ডেভিস কাপ দলের সদস্য। গ্র্যান্ড স্ল্যামের শিরোপা জেতার জন্য তিনি চতুর্থ ভারতীয় খেলোয়াড় হিসেবে ২০১৭ ফ্রেঞ্চ ওপেন – গ্যাব্রিয়েলা ড্যাব্রোস্কি সাথে মিশ্র দ্বৈতের শিরোপা জিতেছিলেন।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ৪ মার্চ | Today Famous Deaths : 4 March

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 4 March. On this day Famous Deaths in Bengali)

4 March 1925 : ১৯২৫ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন কলকাতার  বাঙালি নাট্যকার, সংগীতস্রষ্টা, সম্পাদক ও চিত্রশিল্পী জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর(Jyotirindranath Tagore)। ১৮৯৯ থেকে ১৯০৪ সালের মধ্যে তিনি সতেরটি গুরুত্বপূর্ণ সংস্কৃত নাটক বাংলা ভাষায় অনুবাদ করেন। এর মধ্যে কালিদাসের ‘’অভিজ্ঞান শকুন্তলম’’ ও ‘’মালতী মাধবা ও সুদ্রকের “মৃচ্চাদিকা” উল্লেখযোগ্য। তার অঙ্কিত রবীন্দ্রনাথের বিভিন্ন প্রকারের স্কেচ আছে। তার প্রায় ২০০০ টি স্কেচ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় এর জাদুঘরে সংরক্ষিত আছে।

4 March 1983 : ১৯৮৩ সালে আজকের দিনে কলকাতায় মৃত্যুবরণ করেন পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্রের অত্যন্ত জনপ্রিয় হাস্যকৌতুকময় অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়(Bhanu Bandopadhyay)। ভানুর অভিনয়-জীবন শুরু হয় ১৯৪৭-এ, ‘জাগরণ’ ছবির মাধ্যমে। তার কিছু উল্লেখযোগ্য ছবি গুলো হল সাড়ে চুয়াত্তর(১৯৫৩) , ওরা থাকে ওধারে(১৯৫৩) , ভানু পেল লটারি(১৯৫৮) , যমালয়ে জীবন্ত মানুষ(১৯৫৮) ,পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট(১৯৫৯) , মিস প্রিয়ংবদা(১৯৬৭) , ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট (১৯৭১)।

4 March 2007 : ২০০৭ সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন সুনীল কুমার মাহাতো, ভারতীয় সংসদ সদস্য (জন্ম: 1966)।

4 March 2011 : ২০১১ সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন কৃষ্ণ প্রসাদ ভট্টারাই, ভারতীয় রাজনীতিবিদ এবং প্রাক্তন নেপালি প্রধানমন্ত্রী (জন্ম: ১৯২৪)।

4 March 2011 : ২০১১ সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন অর্জুন সিং, ভারতীয় রাজনীতিবিদ (জন্ম: 1930)।

4 March 2016 : ২০১৬ সালে আজকের দিনে কলকাতায় মৃত্যুবরণ করেন অধ্যাপক নির্মল দাশ(Nirmal Das) , তিনি ছিলেন বাঙালি ভাষা বিজ্ঞানী, বাংলা ভাষা ও সাহিত্যের যশস্বী অধ্যাপক প্রাজ্ঞ গবেষণা নির্দেশক ও বাংলায় সাক্ষরতা আন্দোলনের এক পুরোধা ব্যক্তিত্ব। তাঁর চমৎকার গবেষণাপত্রটি – ‘বাংলাভাষার ব্যাকরণ ও তার ক্রমবিকাশ’ বিগত অর্ধশতাব্দী কালের মধ্যে শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়ে থাকে।

আজকের দিনে ইতিহাস প্রশ্ন ও উত্তর : ৪ মার্চ | Today’s History Question and Answer : 4 March | History QNA 

  1. জাতীয় সুরক্ষা দিবস (National Security Day) কবে পালন করা হয়?

Ans. ৪ মার্চ (4 March) জাতীয় সুরক্ষা দিবস (National Security Day) পালন করা হয়।

  1. ভারতীয় বাঙালি কবি তরু দত্ত/তরুলতা দত্ত কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৮৫৬ সালের ৪ মার্চ (4 March 1856) ভারতীয় বাঙালি কবি তরু দত্ত/তরুলতা দত্ত জন্মগ্রহণ করেন। তিনি হলেন প্রথম বাঙালি মহিলা যিনি ফরাসি ও ইংরেজি দুই ভাষাতেই সমান দাপটের সঙ্গে লিখেছেন। তাঁর সবচেয়ে বিখ্যাত কবিতাটি হলো ‘Our Casurina Tree’।

  1. ভারতীয় পেশাদার টেনিস খেলোয়াড় রোহন বোপান্না কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৮০ সালের ৪ মার্চ (4 March 1980) ভারতীয় পেশাদার টেনিস খেলোয়াড় রোহন বোপান্না জন্মগ্রহণ করেন।

  1. বাঙালি নাট্যকার, সংগীতস্রষ্টা, সম্পাদক ও চিত্রশিল্পী জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর কবে মারা যান?

Ans. ১৯২৫ সালের ৪ মার্চ (4 March 1925) বাঙালি নাট্যকার, সংগীতস্রষ্টা, সম্পাদক ও চিত্রশিল্পী জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর মারা যান।

  1. পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্রের অত্যন্ত জনপ্রিয় হাস্যকৌতুকময় অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায় কবে মারা যান?

Ans. ১৯৮৩ সালের ৪ মার্চ (4 March 1983) পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্রের অত্যন্ত জনপ্রিয় হাস্যকৌতুকময় অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায় মারা যান।

  1. ভারতীয় সংসদ সদস্য সুনীল কুমার মাহাতো কবে মারা যান?

Ans. ২০০৭ সালের ৪ মার্চ (4 March 2007) ভারতীয় সংসদ সদস্য সুনীল কুমার মাহাতো মারা যান।

  1. ভারতীয় রাজনীতিবিদ এবং প্রাক্তন নেপালি প্রধানমন্ত্রী কৃষ্ণ প্রসাদ ভট্টারাই কবে মারা যান?

Ans. ২০১১ সালের ৪ মার্চ (4 March 2011) ভারতীয় রাজনীতিবিদ এবং প্রাক্তন নেপালি প্রধানমন্ত্রী কৃষ্ণ প্রসাদ ভট্টারাই মারা যান।

  1. ভারতীয় রাজনীতিবিদ অর্জুন সিং কবে মারা যান?

Ans. ২০১১ সালের ৪ মার্চ (4 March 2011) ভারতীয় রাজনীতিবিদ অর্জুন সিং মারা যান।

  1. অধ্যাপক নির্মল দাশ কবে মারা যান?

Ans. ২০১৬ সালের ৪ মার্চ (4 March 2016) অধ্যাপক নির্মল দাশ মারা যান।

  1. ফ্রান্সিস গ্লাডুইনের সম্পাদনায় ‘ক্যালকাটা গেজেট’ প্রথম কবে প্রকাশিত হয়?

Ans. ১৭৮৪ সালের ৪ মার্চ (4 March 1784) ফ্রান্সিস গ্লাডুইনের সম্পাদনায় ‘ক্যালকাটা গেজেট’ প্রথম প্রকাশিত হয়।

  1. লর্ড অকল্যান্ড কবে ভারতের গভর্নর জেনারেল নিযুক্ত হন?

Ans. ১৮৩৬ সালের ৪ মার্চ (4 March 1836) লর্ড অকল্যান্ড ভারতের গভর্নর জেনারেল নিযুক্ত হন।

  1. কবে বন্দি মুক্তি দিবসে গান্ধী-আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়?

Ans. ১৯৩১ সালের ৪ মার্চ (4 March 1931) বন্দি মুক্তি দিবসে গান্ধী-আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়।

আজকের বিখ্যাত দিনে ৪ মার্চ – The Famous Day 4 March in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ৪ মার্চ | Today’s Historical Events : 4 March (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। এই পোস্টটি লেখার জন্য On this day, Wikipedia, Bornglorious, Google এই উৎসগুলো থেকে কিছু তথ্য সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *