আজকের দিনে ইতিহাসের পাতায় ৫ এপ্রিল | Today’s Historical Events 5 April in Bengali
আজকের দিনে ইতিহাসের পাতায় ৫ এপ্রিল : Today’s Historical Events 5 April in Bengali : আজকের বিখ্যাত দিনে ৫ এপ্রিল ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ৫ এপ্রিল : Today’s Historical Events 5 April) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা ইতিহাসে ৫ এপ্রিল।
আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৫ এপ্রিল | Today’s Famous Day or Important Day in Bengali : 5 April
আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৫ এপ্রিল – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 5 April. On this day Important Day in Bengali)
5 April : আজ ৫ এপ্রিল – জাতীয় সামুদ্রিক দিবস, ভারত।
5 April : আজ ৫ এপ্রিল – জাতীয় অটিজম দিবস, বাংলাদেশ।
ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৫ এপ্রিল | Today’s Famous Day in History (Bengali) : 5 April
ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৫ এপ্রিল | Today’s famous day in the history of India (Bengali) : 5 April
আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৫ এপ্রিল । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 5 April. Today’s Famous day on 5 April in India. On this day Historical Famous Events in India)
5 April 1931 : ১৯৩১ সালে আজকের দিনে ব্রিটিশ গভর্নর জেনারেলও মহাত্মা গান্ধীর মধ্যে চুক্তি সই হয়েছিল রাজনৈতিক বন্দিদের মুক্তি ও গরিবের জন্য লবণের অধিকার সংরক্ষণের।
5 April 1944 : ১৯৪৪ সালে আজকের দিনে সুভাষচন্দ্র বসু রেঙ্গুনে আজাদ হিন্দ ব্যাঙ্ক স্থাপন করেন।
5 April 2000 : ২০০০ সালের এই দিনে বিশিষ্ট বাঙালি রবীন্দ্রসংগীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায় পরলোক গমন করেন।
5 April 2007 : ২০০৭ সালের এই দিনে বিশিষ্ট বাঙালি লেখিকা লীলা মজুমদার পরলোক গমন করেন।
বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৫ এপ্রিল | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 5 April
আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৫ এপ্রিল : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ : আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)
5 April 1929 : ১৯২৯ সালের এই দিনে বাংলাদেশের বিশিষ্ট সহিত্যিক, গবেষক ও অনুবাদক গোলাম সামদানী কোরায়শী জন্মগ্রহণ করেন।
বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৫ এপ্রিল | Today’s famous day in the history of the world (Bengali) : 5 April
আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৫ এপ্রিল, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 5 April, Today’s Famous day on 5 April in the World. On this day Historical Famous Events in The World)
5 April 1424 : ১৪২৪ সালের এই দিনে স্কটিশ রাজা প্রথম জেমস আঠারো বছর ধরে আটক থাকার পর দেশে ফিরে আসেন।
5 April 1588 : ১৫৮৮ সালের এই দিনে বিশিষ্ট ইংরেজ দার্শনিক টমাস হব্স জন্মগ্রহণ করেন।
5 April 1762 : ১৭৬২ সালের এই দিনে ব্রিটিশরা ফরাসিদের কাছ থেকে ওয়েস্ট ইন্ডিজের গ্রেনাডা নিয়ে নেয়।
5 April 1814 : ১৮১৪ সালের এই দিনে নেদারল্যান্ডের ব্যাঙ্ক তার প্রথম নোট প্রকাশ করে।
5 April 1879 : ১৮৭৯ সালের এই দিনে চিলির, বলিভিয়া ও পেরুর ওপর যুদ্ধ ঘোষণার মধ্য দিয়ে প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধের সূচনা ঘটে।
5 April 1900 : ১৯০০ সালের এই দিনে ব্রাসেলসে ওয়েলসের যুবরাজ এডওয়ার্ডকে হত্যার প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়।
5 April 1900 : ১৯০০ সালের এই দিনে বিশিষ্ট মার্কিন অভিনেতা স্পেন্সার ট্রেসি জন্মগ্রহণ করেন।
5 April 1904 : ১৯০৪ সালের এই দিনে প্রথম আন্তর্জাতিক রাগবি ম্যাচটি ইংল্যান্ডের উইগানের সেন্ট্রাল পার্কে খেলা হয় ইংল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ডের মধ্যে।
5 April 1908 : ১৯০৮ সালের এই দিনে মার্কিন অভিনেত্রী বেটি ডেভিস জন্মগ্রহণ করেন।
5 April 1919 : ১৯১৯ সালের এই দিনে পোলিশ সেনারা পঁয়ত্রিশজন তরুণ ইহুদিদের প্রাণদন্ডে দন্ডিত করে।
5 April 1938 : ১৯৩৮ সালের এই দিনে দক্ষিণ আফ্রিকান বিশিষ্ট ক্রিকেটার কলিন ব্ল্যান্ড জন্মগ্রহণ করেন।
5 April 1939 : ১৯৩৯ সালের এই দিনে বিশিষ্ট অস্ট্রেলীয় ক্রিকেটার উইলিয়াম কুপার পরলোক গমন করেন।
5 April 1947 : ১৯৪৭ সালের এই দিনে ফিলিপিন্সের ১৪তম রাষ্ট্রপতি গ্লোরিয়া মাকাপাগাল আরোইয়ো জন্মগ্রহণ করেন।
5 April 1951 : ১৯৫১ সালে আজকের দিনে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কাছে পরমাণু বিষয়ক গোপন তথ্য পাচারের দায়ে যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী দম্পতি জুলিয়াস এবং ইথেল রোজেনবার্গকে প্রাণদন্ড প্রদান করা হয়।
5 April 1955 : ১৯৫৫ সালের এই দিনে জাপানি মাঙ্গা চিত্রশিল্পী ও ভিডিও গেম শিল্পী আকিরা তোরিয়ামা জন্মগ্রহণ করেন।
5 April 1964 : ১৯৬৪ সালে আজকের দিনে লন্ডনে প্রথম চালকবিহীন স্বয়ংক্রিয় পাতালরেল চালু হয়।
5 April 1071 : ১৯৭১ সালের এই দিনে ফ্রান্ ফিপস্ প্রথম নারী হিসেবে উত্তর মেরুতে পৌঁছান
5 April 1971 : ১৯৭১ সালে আজকের দিনে সিসিলিতে এটসা আগ্নেয়গিরি অগ্নুৎপাতে প্রচুর লাভা উদগিরণ হয়।
5 April 1995 : ১৯৯৫ সালে আজকের দিনে বার্লিনে জলবায়ু সংক্রান্ত জাতিসংঘ সম্মেলন শুরু।
5 April 2009 : ২০০৯ সালের এই দিনে বিশিষ্ট অস্ট্রেলীয় ক্রিকেটার জর্জ ট্রাইব পরলোক গমন করেন।
5 April 2012 : ২০১২ সালের এই দিনে ইন্টারনেট দুনিয়ার আন্তর্জাতিক অজ্ঞাতপরিচয়দের দল (Anonymous) চীনের বিভিন্ন সরকারি দপ্তরের ওয়েবসাইট হ্যাক করে নেওয়ার মধ্য দিয়ে সেন্সরসিপের বিরুদ্ধে প্রতিবাদ জানায়।
5 April 2012 : ২০১২ সালে আজকের দিনে ইন্টারনেট দুনিয়ার আন্তর্জাতিক অজ্ঞাতপরিচয়দের দল (Anonymous) চীনের বিভিন্ন সরকারি দপ্তরের ওয়েবসাইট হ্যাক করে নেওয়ার মধ্য দিয়ে সেন্সরসিপের বিরুদ্ধে প্রতিবাদ জানায়।
আজকের বিখ্যাত জন্মদিন : ৫ এপ্রিল | Today Famous Birthdays : 5 April
আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 5 April. On this day Famous Birthdays in Bengali)
5 April 1882 : ১৮৮২ সালে আজকের দিনে উত্তর চব্বিশ পরগণা জেলায় জন্ম গ্রহণ করেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব ও অগ্নিযুগের বিপ্লবী অবিনাশচন্দ্র ভট্টাচার্য (Abhinash Bhattacharya)। কলকাতার ৩২ নং মুরারিপুকুরের বাগানবাড়িতে একটি বোমা তৈরির স্থান ছিলো। সেই মুরারিপুকুরের ঘটনায় ‘আলিপুর বোমা মামলা’র আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করে ১৯০৯ সনের ৬মে মাসে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। পরে দণ্ডাদেশ হ্রাস পাওয়ায় ১৯১৫ সনের মে মাসে তিনি মুক্তি পান।
5 April 1908 : ১৯০৮ সালে আজকের দিনে বিহারে জন্ম গ্রহণ করেন রাজনীতিক জগজীবন রাম (Jagjivan Ram)। He was instrumental in the foundation of the All India Depressed Classes League, an organisation dedicated to attaining equality for untouchables, in 1935 and was elected to Bihar Legislative Assembly in 1937, after which he organised the rural labour movement.
5 April 1955 : ১৯৫৫ সালে আজকের দিনে কেরালায় জন্ম গ্রহণ করেন কৃশ গােপালাকৃষ্ণন (Kris Gopalakrishnan/Senapathy Gopalakrishnan)। He is Chairman of Axilor Ventures, a company supporting and funding startups, was former executive vice chairman (former co-chairman) of Infosys, a global consulting and IT services company based in India.
5 April 1967 : ১৯৬৭ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন পপস্টার সুনীতা রাও (Suneeta Rao)। She popular for her songs sung in the 1980s and 1990s.
আজকের বিখ্যাত মৃত্যুদিন : ৫ এপ্রিল | Today Famous Deaths : 5 April
আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 5 April. On this day Famous Deaths in Bengali)
5 April 1932 : ১৯৩২ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন পূর্ব বর্ধমানের বাংলা সাহিত্যের অপ্রতিদ্বন্দ্বী কথাসাহিত্যিক ছোটগল্পকার ও ঔপন্যাসিক প্রভাতকুমার মুখোপাধ্যায় (Prabhat Kumar Mukherjee)। তাঁর রচিত ১৪ টি উপন্যাস ও মোট ১০৮ টি গল্প নিয়ে ১২ টি গল্প-সংকলনের সম্ভার আছে বাংলা সাহিত্যে। তাঁর প্রথম উপন্যাস ‘রমাসুন্দরী’ ১৯০৮ খ্রিস্টাব্দে ধারাবাহিক ভাবে ‘ভারতী’ পত্রিকায় প্রকাশিত হয় । শ্রেষ্ঠ উপন্যাস হিসাবে স্বীকৃতি লাভ করে ১৯১৫ খ্রিস্টাব্দে প্রকাশিত ‘রত্নদীপ’। এটি নাট্য ও চলচ্চিত্ররূপে জনপ্রিয় হয়েছে।
5 April 1940 : ১৯৪০ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ভারতের স্বাধীনতা সংগ্রামের একনিষ্ঠ সেবক দীনবন্ধু চার্লস ফ্রিয়ার এন্ড্রুজ (Charles Freer Andrews)। তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের একনিষ্ঠ সেবক,বিশ্বভারতীর আদর্শ প্রচারে রবীন্দ্রনাথের একান্ত সহকারী, বন্ধু, খ্রিস্টভক্ত মানবপ্রেমিক, শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক। মহান মানবদরদী চার্লস ফ্রিয়ার এন্ড্রুজের স্মৃতি রক্ষার্থে কলকাতার গড়িয়াতে ১৯৫৬ খ্রিস্টাব্দে “দীনবন্ধু এন্ড্রুজ কলেজ” স্থাপিত হয়। ১৯৭১ খ্রিস্টাব্দে তাঁর জন্মশতবর্ষে ভারত সরকার স্মারক ডাকটিকিট প্রকাশ করে।
5 April 1993 : ১৯৯৩ সালে আজকের দিনে মাত্র ১৯ বছর বয়সে ভারসোভা, মুম্বইর নিজস্ব পাঁচতলা অ্যাপার্টমেন্ট থেকে নিচে পড়ে মৃত্যুবরণ করেন নব্বইর দশকের সবচেয়ে সফল অভিনেত্রী দিব্যা ভারতী/দিব্যা ওম প্রকাশ ভারতী (Divya Bharti)।
5 April 2000 : ২০০০ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন স্বনামধন্য ভারতীয় বাঙালি রবীন্দ্রসংগীত শিল্পী ও শিক্ষিকা কণিকা বন্দ্যোপাধ্যায় (Kanika Banerjee)। রবীন্দ্রসঙ্গীত জগতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিল্পীদের মধ্যে কণিকা বন্দ্যোপাধ্যায় অন্যতম।
5 April 2007 : ২০০৭ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ভারতীয় বাঙালি লেখিকা লীলা মজুমদার (Leela Majumdar)। তার কয়েকটি উল্লেখযোগ্য রচনা হল:- হলদে পাখির পালক , টং লিং , পদি পিসীর বর্মী বাক্স , সব ভুতুড়ে , মাকু , গল্পসল্প।
আজকের দিনে ইতিহাস প্রশ্ন ও উত্তর : ৫ এপ্রিল | Today’s History Question and Answer : 5 April | History QNA
- ভারতে জাতীয় সামুদ্রিক দিবস কবে পালন করা হয়?
Ans. ৫ এপ্রিল (5 April) ভারতে জাতীয় সামুদ্রিক দিবস পালন করা হয়।
- বাংলাদেশে জাতীয় অটিজম দিবস কবে পালন করা হয়?
Ans. ৫ এপ্রিল (5 April) বাংলাদেশে জাতীয় অটিজম দিবস পালন করা হয়।
- পপস্টার সুনীতা রাও কবে জন্মগ্রহণ করেন?
Ans. ১৯৬৭ সালের ৫ এপ্রিল (5 April 1967) পপস্টার সুনীতা রাও জন্মগ্রহণ করেন।
- স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব ও অগ্নিযুগের বিপ্লবী অবিনাশচন্দ্র ভট্টাচার্য কবে জন্মগ্রহণ করেন?
Ans. ১৮৮২ সালের ৫ এপ্রিল (5 April 1882) স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব ও অগ্নিযুগের বিপ্লবী অবিনাশচন্দ্র ভট্টাচার্য জন্মগ্রহণ করেন।
- কবে সুভাষচন্দ্র বসু রেঙ্গুনে আজাদ হিন্দ ব্যাঙ্ক স্থাপন করেন?
Ans. ১৯৪৪ সালের ৫ এপ্রিল (5 April 1944) সুভাষচন্দ্র বসু রেঙ্গুনে আজাদ হিন্দ ব্যাঙ্ক স্থাপন করেন।
- বিশিষ্ট বাঙালি রবীন্দ্রসংগীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায় কবে মারা যান?
Ans. ২০০০ সালের ৫ এপ্রিল (5 April 2000) বিশিষ্ট বাঙালি রবীন্দ্রসংগীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায় মারা যান।
আজকের বিখ্যাত দিনে ৫ এপ্রিল – The Famous Day 5 April in Bengali
আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ৫ এপ্রিল | Today’s Historical Events : 5 April (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। এই পোস্টটি লেখার জন্য On this day, Wikipedia, Bornglorious, Google এই উৎসগুলো থেকে কিছু তথ্য সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।