Close Ad close
Breaking
Mon. Sep 30th, 2024
আজকের দিনে ইতিহাসের পাতায় ৫ জানুয়ারি | Today's Historical Events 5 Januaryআজকের দিনে ইতিহাসের পাতায় ৫ জানুয়ারি | Today's Historical Events 5 January

আজকের দিনে ইতিহাসের পাতায় ৫ জানুয়ারি | Today’s Historical Events 5 January in Bengali

আজকের দিনে ইতিহাসের পাতায় ৫ জানুয়ারি  : Today’s Historical Events 5 January in Bengali : আজকের বিখ্যাত দিনে ৫ জানুয়ারি ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ৫ জানুয়ারি  : Today’s Historical Events 5 January) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা  ইতিহাসে ৫ জানুয়ারি।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৫ জানুয়ারি | Today’s Famous Day or Important Day in Bengali : 5 January

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৫ জানুয়ারি – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 5 January. On this day Important Day in Bengali)

5 January : আজ ৫ জানুয়ারি – পাখি দিবস (Bird Day)।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৫ জানুয়ারি | Today’s Famous Day in History (Bengali) : 5 January

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৫ জানুয়ারি | Today’s famous day in the history of India (Bengali) : 5 January

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৫ জানুয়ারি । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 5 January. Today’s Famous day on 5 January in India. On this day Historical Famous Events in India)

5 January 1664 : ১৬৬৪ সালের আজকের দিনে ছত্রপতি শিবাজির নেতৃত্বে মারাঠা সেনা মোগল সৈন্যবাহিনীকে পরাজিত করে। এই যুদ্ধ সুরাটের যুদ্ধ নামে পরিচিত।

5 January 1941 : ১৯৪১ সালের আজকের দিনে ভূপালে ভারতের প্রাক্তন ক্রিকেটার ও ক্যাপ্টেন মনসুর আলি খান পতৌদির জন্ম হয়।

5 January 1955 : ১৯৫৫ সালের আজকের দিনে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়।

5 January 1986 : ১৯৮৬ সালের আজকের দিনে ডেনমার্কের কোপেনহেগেনে ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোনের মেয়ে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের জন্ম হয়।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৫ জানুয়ারি | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 5 January

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৫ জানুয়ারি : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

5 January 1938 : ১৯৩৮ সালের আজকের দিনে বাংলাদেশের প্রখ্যাত ছড়াকার সুকুমার বড়ুয়ার জন্ম হয়।

5 January 2014 : ২০১৪ সালের আজকের দিনে বাংলাদেশের ১০ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৫ জানুয়ারি | Today’s famous day in the history of the world (Bengali) : 5 January

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৫ জানুয়ারি, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 5 January, Today’s Famous day on 5 January in the World. On this day Historical Famous Events in The World)

5 January 1781 : ১৭৮১ সালের আজকের দিনে আমেরিকান বিপ্লব চলাকালীন ইংরেজ নৌবাহিনীর প্রধান বেনেডিক্ট আর্নল্ডের নির্দেশে ভার্জিনিয়ার রিচমন্ড শহরটি পুড়িয়ে দেওয়া হয়েছিল।

5 January 1909 : ১৯০৯ সালের আজকের দিনে কলম্বিয়া পানামাকে স্বাধীন ঘোষণা করে।

5 January 1919 : ১৯১৯ সালের আজকের দিনে জার্মানিতে জার্মান ওয়ার্কার্স পার্টি প্রতিষ্ঠিত হয়, যা পরে নাৎজি পার্টি নামে খ্যাত হয়।

5 January 1933 : ১৯৩৩ সালের আজকের দিনে সান ফ্রান্সিসকোতে গোল্ডেন গেট ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়েছিল। সান ফ্রান্সিসকো উপসাগর ও প্রশান্ত মহাসাগরের মধ্যে এই ব্রিজটি লম্বায় প্রায় ২.৭ কিলোমিটার। আমেরিকান সোসাইটি অব সিভিল ইঞ্জিনিয়ারস এই ব্রিজকে আধুনিক পৃথিবীর অন্যতম আশ্চর্য বলে ঘোষণা করেছে।

5 January 1953 : ১৯৫৩ সালের আজকের দিনে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী স্যামুয়েল বেকেটের নাটক ‘ওয়েটিং ফর গোডোট’ প্যারিসের ব্যাবিলন থিয়েটারে প্রথম মঞ্চস্থ হয়। এই নাটকটিকে বিংশ শতাব্দীর সবচেয়ে তা ৎপর্যপূর্ণ নাটক হিসেবে গণ্য করা হয়।

5 January 1971 : ১৯৭১ সালের আজকের দিনে প্রথম ওয়ান ডে ক্রিকেট ম্যাচ মেলবোর্নে অনুষ্ঠিত। এতে অংশ গ্রহণ করে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।

5 January 2000 : ২০০০ সালের আজকের দিনে শ্রীলঙ্কার তামিল রাজনীতিবিদ কুমার পোন্নাম্বালামকে গুলিবিদ্ধ করে হত্যা করে দুষ্কৃতীরা।

আজকের বিখ্যাত জন্মদিন : ৫ জানুয়ারি | Today Famous Birthdays : 5 January

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 5 January. On this day Famous Birthdays in Bengali)

5 January 1592 : ১৫৯২ সালের আজকের দিনে শাহ জাহান, ভারতের পঞ্চম মোগল সম্রাট (1628-58) যিনি মুঘল সাম্রাজ্যের লাহোরে জন্মগ্রহণ করেছিলেন তাঁর প্রিয় স্ত্রী মমতাজ মহলের জন্য তাজমহল তৈরি করেছিলেন (মৃত্যু: 1666)।

5 January 1666 : ১৬৬৬ সালের আজকের দিনে গুরু গোবিন্দ সিং, শিখ ধর্মের দশম গুরু, খল্টা আর্মির প্রতিষ্ঠাতা ও জেনারেল, সমাজ সংস্কারবাদী ও কবি, পাটনা সাহেবের জন্ম (মৃত্যু: 1708)।

5 January 1893 : ১৮৯৩ সালের আজকের দিনে পরমহংস যোগানন্দ, ভারতীয় গুরু (একটি যোগীর আত্মজীবনী), ভারতের গোরখপুরে জন্মগ্রহণ করেন (মৃত্যু: 1952)।

5 January 1986 : ১৯৮৬ সালের আজকের দিনে দীপিকা পাডুকোন, ভারতীয় মডেল, অভিনেত্রী (ওম শান্তি ওম, ককটেল, পিকে), ডেনমার্কের কোপেনহেগেনে জন্মগ্রহণ করেছেন।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ৫ জানুয়ারি | Today Famous Deaths : 5 January

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 5 January. On this day Famous Deaths in Bengali)

5 January 1713 : ১৭১৩ সালের আজকের দিনে ফরাসি এক্সপ্লোরার (মধ্য প্রাচ্য এবং ভারত) জিন চারদিন 69 বছর বয়সে মারা যান।

5 January 1952 : ১৯৫২ সালের আজকের দিনে ভিক্টর আলেকজান্ডার জন হোপ, ভারতের ভাইসরয় (1936-43), 64 বছর বয়সে মারা যান।

Sources : Link1, Link2, Link3

আজকের বিখ্যাত দিনে ৫ জানুয়ারি : The Famous Day 5 January in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ৫ জানুয়ারি | Today’s Historical Events : 5 January (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *