Close Ad close
Breaking
Sat. Nov 16th, 2024
আজকের দিনে ইতিহাসের পাতায় ৫ মার্চ | Today's Historical Events 5 Marchআজকের দিনে ইতিহাসের পাতায় ৫ মার্চ | Today's Historical Events 5 March

আজকের দিনে ইতিহাসের পাতায় ৫ মার্চ | Today’s Historical Events 5 March in Bengali

আজকের দিনে ইতিহাসের পাতায় ৫ মার্চ  : Today’s Historical Events 5 March in Bengali : আজকের বিখ্যাত দিনে ৫ মার্চ ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ৫ মার্চ  : Today’s Historical Events 5 March) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা  ইতিহাসে ৫ মার্চ।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৫ মার্চ | Today’s Famous Day or Important Day in Bengali : 5 March

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৫ মার্চ – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 5 March. On this day Important Day in Bengali)

5 March : আজ ৫ মার্চ – No Record.

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৫ মার্চ | Today’s Famous Day in History (Bengali) : 5 March

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৫ মার্চ | Today’s famous day in the history of India (Bengali) : 5 March

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৫ মার্চ । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 5 March. Today’s Famous day on 5 March in India. On this day Historical Famous Events in India)

5 March 1822 : ১৮২২ সালের আজকের দিনে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত ‘সমাচার চন্দ্রিকা’ প্রকাশিত হয়।

5 March 1833 : ১৮৩৩ সালের আজকের দিনে অবিভক্ত ভারতের প্রথম দুই মহিলা কাদিম্বিনী ও চন্দ্রমুখী বসু স্নাতক ডিগ্রী লাভ করেন।

5 March 1931 : ১৯৩১ সালের আজকের দিনে গান্ধী ও ব্রিটিশ ভাইসরয় লর্ড ইরউইন চুক্তি স্বাক্ষর করেছেন।

5 March 1949 : ১৯৪৯ সালের আজকের দিনে ঝাড়খণ্ড পার্টি ভারতে প্রতিষ্ঠিত।

5 March 1961 : ১৯৬১ সালের আজকের দিনে বিশিষ্ট নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের মৃত্যু হয়।

5 March 1973 : ১৯৭৩ সালের আজকের দিনে বাঙালি লেখক ও শিক্ষাবিদ অমূল্যকুমার দাশগুপ্তের মৃত্যু হয়।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৫ মার্চ | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 5 March

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৫ মার্চ : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

5 March 1984 : ১৯৮৪ সালের আজকের দিনে ভুটানের সাথে বাংলাদেশের বাণিজ্য ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়।

5 March 1996 : ১৯৯৬ সালের আজকের দিনে বাংলাদেশের রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমেদের মৃত্যু হয়।

5 March 2007 : ২০০৭ সালের আজকের দিনে ঢাকা-ব্যাংকক-ঢাকা সেক্টরে ইলেকট্রনিক টিকেটিং পদ্ধতি চালু হয়।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৫ মার্চ | Today’s famous day in the history of the world (Bengali) : 5 March

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৫ মার্চ, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 5 March, Today’s Famous day on 5 March in the World. On this day Historical Famous Events in The World)

5 March 1133 : ১১৩৩ সালের আজকের দিনে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় হেনরির জন্ম হয়।

5 March 1625 : ১৬২৫ সালের আজকের দিনে ইংল্যান্ডের রাজা প্রথম জেমস পরলোক গমন করেন।

5 March 1793 : ১৭৯৩ সালের আজকের দিনে ফ্রান্সের সেনাবাহিনী অস্ট্রিয়ার কাছে পরাজিত হয়।

5 March 1827 : ১৮২৭ সালের আজকের দিনে ইতালীর বিখ্যাত পদার্থ বিজ্ঞানী আলেসাঁন্দ্রো ভোল্টা পরলোক গমন করেন।

5 March 1836 : ১৮৩৬ সালের আজকের দিনে মেক্সিকো আলামো আক্রমণ করে।

5 March 1887 : ১৮৮৭ সালের আজকের দিনে ব্রাজিলীয় সুরকার আতোর ভিলা-লোবোসের জন্ম হয়।

5 March 1896 : ১৮৯৬ সালের আজকের দিনে ইতালির প্রধানমন্ত্রী ক্রিসপি পদত্যাগ করেন।

5 March 1912 : ১৯১২ সালের আজকের দিনে স্প্যানিশ স্টিমার ডুবিতে ৫০০ যাত্রীর প্রাণহানি ঘটে।

5 March 1933 : ১৯৩৩ সালের আজকের দিনে জার্মানিতে নির্বাচনে অ্যাডল্ফ হিটলার ও তার নাৎসী পার্টি বহু আসনে জয়লাভ করলেও সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তবে এর কিছুদিন পরই এক নায়কতন্ত্রের ঘোষণা হয়।

5 March 1966 : ১৯৬৬ সালের আজকের দিনে জাপানের ফুজি পর্বতে ব্রিটিশ এয়ার লাইন্সের বিমান বিধ্বস্ত হয়ে ১২৪ যাত্রী নিহত হন।

5 March 1998 : ১৯৯৮ সালের আজকের দিনে ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ড ‘উত্তর আয়ারল্যান্ড’ চুক্তিতে উপনীত হয়।

5 March 2001 : ২০০১ সালের আজকের দিনে হজের সময় মিনায় পদদলিত হয়ে ৩৫ হজী’র (হজ যাত্রী) মৃত্যু হয়।

5 March 2016 : ২০১৬ সালের আজকের দিনে মার্কিন কম্পিউটার প্রোগ্রামার ও বিশ্বের প্রথম ই-মেইল প্রবর্তনকারী ব্যক্তিত্ব রে টমলিনসনের মৃত্যু হয়।

আজকের বিখ্যাত জন্মদিন : ৫ মার্চ | Today Famous Birthdays : 5 March

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 5 March. On this day Famous Birthdays in Bengali)

5 March 1905 : ১৯০৫ সালে আজকের দিনে চব্বিশ পরগনায় জন্ম গ্রহণ করেন বাঙালি সাহিত্যিক, গীতিকার ও শিক্ষাব্রতী প্রভাবতী দেবী সরস্বতী(Prabhavathi Devi Saraswathi)। ১১ বছর বয়সে তার প্রথম কবিতা ‘গুরুবন্দনা’ প্রকাশ পায় তত্ত্বমঞ্জরী পত্রিকায়। প্রথম গল্প ‘টমি’ প্রকাশ পায় অর্চনা পত্রিকায় ১৯২২ সালে। বাংলা গোয়েন্দা কাহিনী সাহিত্যে তিনিই প্রথম মেয়ে গোয়েন্দা কৃষ্ণা’র সৃষ্টি করেন। 

5 March 1911 : ১৯১১ সালে আজকের দিনে কলকাতায় জন্ম গ্রহণ করেন এয়ার মার্শাল সুব্রত মুখার্জী(Subroto Mukerjee) , তিনি ছিলেন ভারতীয় হিসেবে দেশের বিমান বাহিনীর প্রথম ‘চীফ অভ দ্যা এয়ার স্টাফ’ বা বিমান বাহিনীর প্রধান কর্মকর্তা ; তার পূর্বের প্রধানগণ সবাই ব্রিটিশ ছিলেন। তিনি প্রথমে রয়াল এয়ার ফোর্সে যোগ দেন এবং পরবর্তীতে ভারতীয় বিমান বাহিনীর প্রথম দিককার সদস্য ছিলেন। তার বৈচিত্রপূর্ণ জীবনে তিনি অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন। ১৯৬০ সালে তিনি দুর্ঘটনায় মারা যান। তাকে বলা হয় “ভারতীয় বিমান বাহিনীর জনক”।

5 March 1928 : ১৯২৮ সালে আজকের দিনে মেদিনীপুরে জন্ম গ্রহণ করেন শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী(Sailendra Narayana Ghoshal Sastri) , তিনি ছিলেন বাঙালি বৈদিক পণ্ডিত ও বৈদিক রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা।

5 March 1939 : ১৯৩৯ সালে আজকের দিনে বিহারের ভাগলপুরে জন্ম গ্রহণ করেন ভারতীয় বাঙালি লেখক দিব্যেন্দু পালিত (Dibyendu Palit)। তিনি ১৯৫৫ থেকে অনেক উপন্যাস, গল্প, কবিতা প্রবন্ধ ইত্যাদি লিখছেন। বাংলা ও হিন্দি চলচ্চিত্র ,দূরদর্শন ও বেতারে রূপায়িত হয়েছে অনেকগুলি কাহিনী। তার কিছু গ্রন্থ তালিকা হলো -অচেনা আবেগ, অন্তর্ধান, অমৃত হরিন, একদিন সারাদিন, যখন বৃষ্টি, রজত জয়ন্তী, সংঘাত, হঠাৎ একদিন, হিন্দু।

5 March 1959 : ১৯৫৯ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন ভারতের কেন্দ্রীয় রাজ্য মধ্যপ্রদেশের BJP’র ১৮ তম এবং বর্তমান মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান(Shivraj Singh Chouhan)। 

5 March 1963 : ১৯৬৩ সালে আজকের দিনে উত্তর প্রদেশে জন্ম গ্রহণ করেন পরিচালক ও অভিনেতা সৌরভ শুক্লা (Saurabh Shukla)। He is famous for his roles in Satya(1998) , Yuva(2004) , Barfi!(2012) , Jolly LLB(2013) , Kick(2014) , PK(2014) , Jolly LLB 2(2017) and Raid(2018).

5 March 1966 : ১৯৬৬ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন আসিফ মান্দভি, ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা এবং কৌতুক অভিনেতা।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ৫ মার্চ | Today Famous Deaths : 5 March

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 5 March. On this day Famous Deaths in Bengali)

5 March 1539 : ১৫৩৯ সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন নুনো দা কুনহা, ভারতে পর্তুগিজ গভর্নর (জন্ম: 1487)।

5 March 1827 : ১৮২৭ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ইতালীর পদার্থবিজ্ঞানী হিসেবে বিদ্যুৎ শক্তি উদ্ভাবনে পথিকৃৎ আলেসান্দ্রো ভোল্টা (Alessandro Giuseppe Antonio Anastasio Volta)। অষ্টাদশ শতকে প্রথম ব্যাটারী বা বিদ্যুৎ কোষ আবিষ্কারের মাধ্যমে তিনি চীরস্মরণীয় হয়ে রয়েছেন। তিনি ১৭৭৪ সালে কোমো’র রয়্যাল স্কুলে পদার্থবিজ্ঞানের অধ্যাপক হিসেবে নিয়োজিত হয়েছিলেন। এর পরের বছর তিনি ইলেক্ট্রোফোরাস আবিষ্কার করেন যা থেকে তিনি স্থির বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হয়েছিলেন। তার নামানুসারে এসআই একক পদ্ধতিতে বৈদ্যুতিক বিভবের এককের নাম রাখা হয়েছে ভোল্ট(সঙ্কেত V)।

5 March 1973 : ১৯৭৩ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন পূর্ব মেদিনীপুরের কাঁথির বাঙালি লেখক ও শিক্ষাবিদ অমূল্যকুমার দাশগুপ্ত(Amulya Kumar Dasgupta) , যিনি “সম্বুদ্ধ” নামে খ্যাত। অমূল্যকুমার দাশগুপ্ত অনুশীলন দলের একজন সক্রিয় সদস্য হিসাবে ব্রিটিশবিরোধী সহিংস আন্দোলনে যোগদান করেন এবং কারাবরণ করেন। তিনি বিভিন্ন মেয়াদে বরিশাল বি.এম. কলেজ, দৌলতপুর বি.এল. কলেজ, ফরিদপুর রামাদিয়া কলেজ, পাবনা এডোয়ার্ড কলেজ ও কাঁথি পি.কে. কলেজে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপনা করেন। তিনি আনন্দবাজার পত্রিকা এবং শনিবারের চিঠির সহ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

5 March 2016 : ২০১৬ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন বিখ্যাত মার্কিন কম্পিউটার বিজ্ঞানী ও বিশ্বের প্রথম ই-মেইল প্রবর্তনকারী রে টমলিনসন(Raymond Samuel Tomlinson)। ১৯৭১ সালে ইন্টারনেটের সূচনাকারী আরপানেটে রে টমলিনসন প্রথম ই-মেইল পাঠান। এর আগে একই কম্পিউটারের বিভিন্ন ব্যবহারকারীদের মধ্যে মেইল আদান-প্রদান করা যেত। কিন্তু টমলিনসনের পদ্ধতিতে প্রথমবারের মতো আরপানেটে যুক্ত বিভিন্ন হোস্টের মধ্যে বার্তা আদান-প্রদান সম্ভব হয়। তিনিই প্রথম কম্পিউটার এবং এর ব্যবহারকারীদের মধ্যে পার্থক্য বোঝানোর জন্য ব্যবহারকারীর নামের সামনে 5 March চিহ্নটি ব্যবহার শুরু করেন।তারপর থেকে ই-মেইলে এই চিহ্নটি ব্যবহার হয়ে আসছে।

আজকের দিনে ইতিহাস প্রশ্ন ও উত্তর : ৫ মার্চ | Today’s History Question and Answer : 5 March | History QNA 

  1. বাঙালি সাহিত্যিক, গীতিকার ও শিক্ষাব্রতী প্রভাবতী দেবী সরস্বতী কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯০৫ সালের ৫ মার্চ (5 March 1905) বাঙালি সাহিত্যিক, গীতিকার ও শিক্ষাব্রতী প্রভাবতী দেবী সরস্বতী জন্মগ্রহণ করেন। 

  1. এয়ার মার্শাল সুব্রত মুখার্জী কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯১১ সালের ৫ মার্চ (5 March 1911) এয়ার মার্শাল সুব্রত মুখার্জী জন্মগ্রহণ করেন।

  1. শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯২৮ সালের ৫ মার্চ (5 March 1928) শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী জন্মগ্রহণ করেন।

  1. ভারতীয় বাঙালি লেখক দিব্যেন্দু পালিত কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৩৯ সালের ৫ মার্চ (5 March 1939) ভারতীয় বাঙালি লেখক দিব্যেন্দু পালিত জন্মগ্রহণ করেন।

  1. ভারতের কেন্দ্রীয় রাজ্য মধ্যপ্রদেশের BJP’র ১৮ তম এবং বর্তমান মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৫৯ সালের ৫ মার্চ (5 March 1959) ভারতের কেন্দ্রীয় রাজ্য মধ্যপ্রদেশের BJP’র ১৮ তম এবং বর্তমান মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জন্মগ্রহণ করেন।

  1. পরিচালক ও অভিনেতা সৌরভ শুক্লা কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৬৩ সালের ৫ মার্চ (5 March 1963) পরিচালক ও অভিনেতা সৌরভ শুক্লা জন্মগ্রহণ করেন।

  1. ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা এবং কৌতুক অভিনেতা আসিফ মান্দভি কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৬৬ সালের ৫ মার্চ (5 March 1966) ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা এবং কৌতুক অভিনেতা আসিফ মান্দভি জন্মগ্রহণ করেন।

  1. ভারতে পর্তুগিজ গভর্নর নুনো দা কুনহা কবে মারা যান?

Ans. ১৫৩৯ সালের ৫ মার্চ (5 March 1539) ভারতে পর্তুগিজ গভর্নর নুনো দা কুনহা মারা যান।

  1. ইতালীর পদার্থবিজ্ঞানী হিসেবে বিদ্যুৎ শক্তি উদ্ভাবনে পথিকৃৎ আলেসান্দ্রো ভোল্টা কবে মারা যান?

Ans. ১৮২৭ সালের ৫ মার্চ (5 March 1827) ইতালীর পদার্থবিজ্ঞানী হিসেবে বিদ্যুৎ শক্তি উদ্ভাবনে পথিকৃৎ আলেসান্দ্রো ভোল্টা মারা যান।

  1. ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত ‘সমাচার চন্দ্রিকা’ কবে প্রকাশিত হয়?

Ans. ১৮২২ সালের ৫ মার্চ (5 March 1822) ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত ‘সমাচার চন্দ্রিকা’ প্রকাশিত হয়।

  1. অবিভক্ত ভারতের প্রথম দুই মহিলা কাদিম্বিনী ও চন্দ্রমুখী বসু কবে স্নাতক ডিগ্রী লাভ করেন?

Ans. ১৮৩৩ সালের ৫ মার্চ (5 March 1833) অবিভক্ত ভারতের প্রথম দুই মহিলা কাদিম্বিনী ও চন্দ্রমুখী বসু স্নাতক ডিগ্রী লাভ করেন।

  1. গান্ধী ও ব্রিটিশ ভাইসরয় লর্ড ইরউইন চুক্তি কবে স্বাক্ষর করেছেন?

Ans. ১৯৩১ সালের ৫ মার্চ (5 March 1931) গান্ধী ও ব্রিটিশ ভাইসরয় লর্ড ইরউইন চুক্তি স্বাক্ষর করেছেন।

  1. কবে ঝাড়খণ্ড পার্টি ভারতে  প্রতিষ্ঠিত হয়?

Ans. ১৯৪৯ সালের ৫ মার্চ (5 March 1949) ঝাড়খণ্ড পার্টি ভারতে প্রতিষ্ঠিত হয়।

  1. বিশিষ্ট নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত কবে মারা যান?

Ans. ১৯৬১ সালের ৫ মার্চ (5 March 1961) বিশিষ্ট নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত মারা যান।

  1. ঢাকা-ব্যাংকক-ঢাকা সেক্টরে ইলেকট্রনিক টিকেটিং পদ্ধতি কবে চালু হয়?

Ans. ২০০৭ সালের ৫ মার্চ (5 March 2007) ঢাকা-ব্যাংকক-ঢাকা সেক্টরে ইলেকট্রনিক টিকেটিং পদ্ধতি চালু হয়।।

আজকের বিখ্যাত দিনে ৫ মার্চ – The Famous Day 5 March in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ৫ মার্চ | Today’s Historical Events : 5 March (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। এই পোস্টটি লেখার জন্য On this day, Wikipedia, Bornglorious, Google এই উৎসগুলো থেকে কিছু তথ্য সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *