আজকের দিনে ইতিহাসের পাতায় ৬ মার্চ | Today’s Historical Events 6 March in Bengali
আজকের দিনে ইতিহাসের পাতায় ৬ মার্চ : Today’s Historical Events 6 March in Bengali : আজকের বিখ্যাত দিনে ৬ মার্চ ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ৬ মার্চ : Today’s Historical Events 6 March) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা ইতিহাসে ৬ মার্চ।
আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৬ মার্চ | Today’s Famous Day or Important Day in Bengali : 6 March
আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৬ মার্চ – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 6 March. On this day Important Day in Bengali)
6 March : আজ ৬ মার্চ – জাতীয় পাট দিবস, বাংলাদেশ।
ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৬ মার্চ | Today’s Famous Day in History (Bengali) : 6 March
ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৬ মার্চ | Today’s famous day in the history of India (Bengali) : 6 March
আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৬ মার্চ । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 6 March. Today’s Famous day on 6 March in India. On this day Historical Famous Events in India)
6 March 1508 : ১৫০৮ সালের আজকের দিনে দ্বিতীয় মুঘল সম্রাট হুমায়ুনের জন্ম হয়।
6 March 1775 : ১৭৭৫ সালের আজকের দিনে রঘুনাথ রাও ও ব্রিটিশ রাজের মধ্যে সুরাট চুক্তি স্বাক্ষরিত হয়।
6 March 1812 : ১৮১২ সালের আজকের দিনে বিশিষ্ট কবি-সম্পাদক ঈশ্বর গুপ্তের জন্ম হয়।
6 March 1962 : ১৯৬২ সালের আজকের দিনে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী অম্বিকা চক্রবর্তীর মৃত্যু হয়।
বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৬ মার্চ | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 6 March
আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৬ মার্চ : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ : আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)
6 March 1999 : ১৯৯৯ সালের আজকের দিনে যশোরের টাউন হলে উদীচী শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠানে টাইম বোমার বিষ্ফোরণ ঘটে।
বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৬ মার্চ | Today’s famous day in the history of the world (Bengali) : 6 March
আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৬ মার্চ, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 6 March, Today’s Famous day on 6 March in the World. On this day Historical Famous Events in The World)
6 March 1252 : ১২৫২ সালের আজকের দিনে ইতালির বিশিষ্ট সাধু ‘রোজ’-এর জন্ম হয়।
6 March 1859 : ১৪৫৯ সালের আজকের দিনে জার্মান ব্যবসায়ী ও ব্যাংকার ‘জ্যাকব’-এর জন্ম হয়।
6 March 1522 : ১৫২২ সালের আজকের দিনে জার্মানীর ক্যাথলিক ও প্রোটেস্টান্টদের মধ্যে দ্বিতীয় বার বড় ধরনের যুদ্ধ অনুষ্ঠিত হয়।
6 March 1799 : ১৭৯৯ সালের আজকের দিনে নেপোলিয়ন প্যালেস্টাইনের জাফা দখল করেন।
6 March 1806 : ১৮০৬ সালের আজকের দিনে ইংরেজ কবি ‘এলিজাবেথ বেরেট ব্রাউনিং’-এর জন্ম হয়।
6 March 1836 : ১৮৩৬ সালের আজকের দিনে ১৩ দিনের অবরোধের পর মেক্সিকোর সেনাবাহিনীর হাতে টেস্কাসের সান এন্টোনিওর পতন হয় এবং এই অভিযানে মোট ১৮৬ জন নিহত হয়।
6 March 1899 : ১৮৯৯ সালের আজকের দিনে ‘ফলিক্স হফম্যান’ অ্যাসপিরিনের পেটেন্ট গ্রহণ করেন।
6 March 1902 : ১৯০২ সালের আজকের দিনে ব্রিটিশ সেনারা দায়িত্ব পালনকালে বা অন্য সময়ে চশমা ব্যবহারের অধিকার পায়।
6 March 1927 : ১৯২৭ সালের আজকের দিনে নোবেলজয়ী কলম্বিয়ান ঔপন্যাসিক গাব্রিয়েল মার্কুয়েজ জন্মগ্রহণ করেন।
6 March 1930 : ১৯৩০ সালের আজকের দিনে লন্ডনে প্রথম হিমায়িত খাদ্য বিপণন শুরু হয়।
6 March 1944 : ১৯৪৪ সালের আজকের দিনে মার্কিন বাহিনী দিবালোকে বার্লিনে বোমাবর্ষণ শুরু করে।
6 March 1956 : ১৯৫৬ সালের আজকের দিনে মরক্কো ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা পুনরুদ্ধার করে।
6 March 1957 : ১৯৫৭ সালের আজকের দিনে ডক্টর কাওয়াম নকরোমোর নেতৃত্বে ঘানা স্বাধীনতা লাভ করে।
6 March 1974 : ১৯৭৪ সালের আজকের দিনে রোমক সম্রাট ও ফ্রান্সের রাজার মধ্যে ‘রাস্টার্ড শান্তি চুক্তি’ স্বাক্ষরিত হয়।
6 March 1975 : ১৯৭৫ সালের আজকের দিনে ইরান ও ইরাকের মধ্যে সীমান্ত বিরোধের নিষ্পত্তি সংক্রান্ত ‘আলজিয়ার্স চুক্তি’ স্বাক্ষরিত হয়।
আজকের বিখ্যাত জন্মদিন : ৬ মার্চ | Today Famous Birthdays : 6 March
- আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 6 March. On this day Famous Birthdays in Bengali)
6 March 1475 : ১৪৭৫ সালে আজকের দিনে ইতালিতে জন্ম গ্রহণ করেন ইতিহাসে সর্বকালের শ্রেষ্ঠ রেনেসাঁস যুগের শিল্পীদের মধ্যে একজন ভাস্কর, চিত্রকর, স্থপতি এবং কবি মাইকেলেঞ্জেলো(Michelangelo)। তার পুরো নাম ‘মাইকেলেঞ্জেলো দি লোদোভিকো বুওনারোত্তি সিমোনি’। তার বৈচিত্রময়তার ব্যাপ্তি এবং বিস্তৃতির কারণে মিকেলাঞ্জেলোকে রেনেসাঁ মানব বলে বর্ণনা করা হয়।
6 March 1508 : ১৫০৮ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন সম্রাট বাবরের পুত্র এবং দ্বিতীয় মুঘল সম্ৰাট হুমায়ুন(Nasir-ud-din Muhammad)। তিনি ১৫৩০ খ্রিষ্টাব্দ থেকে ১৫৪০ খ্রিষ্টাব্দ এবং ১৫৫৫ খ্রিস্টাব্দ থেকে ১৫৫৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত দুই দফায় আধুনিক আফগানিস্তান, পাকিস্তান এবং ভারতের উত্তরাঞ্চলে রাজত্ব করেছেন।
6 March 1812 : ১৮১২ সালে আজকের দিনে জন্ম গ্রহণ বর্তমান উত্তর চব্বিশ পরগনা জেলায় অন্তর্গত কাঁচঢ়াপাড়ার ঊনবিংশ শতাব্দীর বাঙালি কবি ও সাহিত্যিক এবং সাংবাদিক ঈশ্বরচন্দ্র গুপ্ত(Ishwar Chandra Gupta)। তিনি সংবাদ প্রভাকর (বা ‘সম্বাদ প্রভাকর’) এর সম্পাদক। তাঁর হাত ধরেই বাংলা কবিতা জগতে মধ্যযুগীয় সীমানা অতিক্রম করে আধুনিকতার পথে পা বাড়িয়েছিল। তিনি “গুপ্ত কবি” নামেও পরিচিত ছিলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সহ তাঁর পরবর্তী বহু সাহিত্যিক ঈশ্বর গুপ্তকে ‘গুরু’পদে বরণ করেন।
6 March 1851 : ১৮৫১ সালে আজকের দিনে বর্তমানে সাতগাছিয়ায়(পূর্ব বর্ধমান) জন্ম গ্রহণ করেন সুপ্রসিদ্ধ বাঙালি চিত্রশিল্পী বামাপদ বন্দ্যোপাধ্যায়। তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, যতীন্দ্রমোহন ঠাকুর প্রমুখের তৈলচিত্র অঙ্কন করে যশস্বী হন। তাঁর অঙ্কিত ‘কৃষ্ণকান্তের উইল’ হস্তে বঙ্কিমচন্দ্রের মূল প্রতিকৃতি কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে রক্ষিত আছে।
6 March 1966 : ১৯৬৬ সালে আজকের দিনে মুম্বাইয়ে জন্ম গ্রহণ করেন অভিনেতা মারাকারান্ড দেশপান্ডে(Makarand Deshpande)। He is often seen in supporting and pivotal roles in various films like Jungle, Sarfarosh, Swades, Makdee and Darna Zaroori Hai where he often plays drunkard, wayfarer roles. Also he has directed over 5 films.
6 March 1987 : ১৯৮৭ সালে আজকের দিনে কলকাতায় জন্ম গ্রহণ করেন ভারতীয় বাংলা চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেতা গৌরব চক্রবর্তী(Gaurav Chakrabarty)। তাঁর বাবা সব্যসাচী চক্রবর্তী এবং মা মিঠু চক্রবর্তী , তিনি ২০১১ সালের অন্যতম প্রশংসিত চলচ্চিত্র কৌশিক গাঙ্গুলির রংমিলান্তি(২০১১)তে বড় পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন।
6 March 1990 : ১৯৯০ সালে আজকের দিনে উত্তর প্রদেশের কানপুরে জন্ম গ্রহণ করেন ভারতীয় নেপথ্য সঙ্গীতশিল্পী, সঙ্গীত পরিচালক ও সুরকার অঙ্কিত তিওয়ারি(Ankit Tiwari)। তিনি বিজ্ঞাপনের জিঙ্গেল ও টেলিভিশন অনুষ্ঠানের আবহ সঙ্গীতের মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু করেন। পরবর্তী কালে তিনি দো দুনি চার (২০১০) ও সাহেব, বিবি অউর গ্যাংস্টার (২০১১) চলচ্চিত্রের সুরারোপের মধ্য দিয়ে চলচ্চিত্রে কাজ শুরু করেন।
6 March 1997 : ১৯৯৭ সালে আজকের দিনে মুম্বাইয়ে জন্ম গ্রহণ করেন ভারতীয় বলিউড চলচ্চিত্রের উদীয়মান অভিনেত্রী জাহ্নবী কাপুর(Janhvi Kapoor)। তিনি ভারতীয় অভিনেত্রী শ্রীদেবীর এবং প্রযোজক বনি কাপুরের কন্যা। হিন্দি চলচ্চিত্র “ধড়ক” দিয়ে তার বলিউডে অভিষেক হয়।
আজকের বিখ্যাত মৃত্যুদিন : ৬ মার্চ | Today Famous Deaths : 6 March
আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 6 March. On this day Famous Deaths in Bengali)
6 March 1962 : ১৯৬২ সালে আজকের দিনে কলকাতায় মৃত্যুবরণ করেন বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী অম্বিকা চক্রবর্তী(Ambika Chakrabarty)। তিনি ১৯১৮ সালে বিপ্লবী নায়ক সূর্য সেনের সঙ্গে যোগ দিয়ে চট্টগ্রামে একটি বিপ্লবী ঘাঁটি গড়ে তোলেন এবং ১৯৩০ সালের ১৮ এপ্রিল চূড়ান্ত পর্যায়ের চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণের দিন তার নেতৃত্বে একটি ক্ষুদ্র দল রথম ই-মেইল পাঠান। এর আগে একই কম্পিউটারের বিভিন্ন ব্যবহারকারীদের মধ্যে মেইল আদান-প্রদান করা যেত। কিন্তু টমলিনসনের পদ্ধতিতে প্রথমবারের মতো আরপানেটে যুক্ত বিভিন্ন হোস্টের মধ্যে বার্তা আদান-প্রদান সম্ভব হয়। তিনিই প্রথম কম্পিউটার এবং এর ব্যবহারকারীদের মধ্যে পার্থক্য বোঝানোর জন্য ব্যবহারকারীর নামের সামনে @ এই চিহ্নটি ব্যবহার শুরু করেন।তারপর থেকে ই-মেইলে এই চিহ্নটি ব্যবহার হয়ে আসছে।
আজকের দিনে ইতিহাস প্রশ্ন ও উত্তর : ৬ মার্চ | Today’s History Question and Answer : 6 March | History QNA
- কবি মাইকেলেঞ্জেলো (Michelangelo) কবে জন্মগ্রহণ করেন?
Ans. ১৪৭৫ সালের ৬ মার্চ (6 March 1475) কবি মাইকেলেঞ্জেলো (Michelangelo) জন্মগ্রহণ করেন । তার পুরো নাম ‘মাইকেলেঞ্জেলো দি লোদোভিকো বুওনারোত্তি সিমোনি’।
- সম্রাট বাবরের পুত্র এবং দ্বিতীয় মুঘল সম্ৰাট হুমায়ুন(Nasir-ud-din Muhammad) কবে জন্মগ্রহণ করেন?
Ans. ১৫০৮ সালের ৬ মার্চ (6 March 1508) বাবরের পুত্র এবং দ্বিতীয় মুঘল সম্ৰাট হুমায়ুন(Nasir-ud-din Muhammad) জন্মগ্রহণ করেন।
- ঊনবিংশ শতাব্দীর বাঙালি কবি ও সাহিত্যিক এবং সাংবাদিক ঈশ্বরচন্দ্র গুপ্ত কবে জন্মগ্রহণ করেন?
Ans. ১৮১২ সালের ৬ মার্চ (6 March 1812) ঊনবিংশ শতাব্দীর বাঙালি কবি ও সাহিত্যিক এবং সাংবাদিক ঈশ্বরচন্দ্র গুপ্ত জন্মগ্রহণ করেন।
- বাঙালি চিত্রশিল্পী বামাপদ বন্দ্যোপাধ্যায় কবে জন্মগ্রহণ করেন?
Ans. ১৮৫১ সালের ৬ মার্চ (6 March 1851) বাঙালি চিত্রশিল্পী বামাপদ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন।
- অভিনেতা মারাকারান্ড দেশপান্ডে কবে জন্মগ্রহণ করেন?
Ans. ১৯৬৬ সালের ৬ মার্চ (6 March 1966) অভিনেতা মারাকারান্ড দেশপান্ডে মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন।
- ভারতীয় বাংলা চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেতা গৌরব চক্রবর্তী কবে জন্মগ্রহণ করেন?
Ans. ১৯৮৭ সালের ৬ মার্চ (6 March 1987) ভারতীয় বাংলা চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেতা গৌরব চক্রবর্তী জন্মগ্রহণ করেন।
- সঙ্গীতশিল্পী, সঙ্গীত পরিচালক ও সুরকার অঙ্কিত তিওয়ারি কবে জন্মগ্রহণ করেন?
Ans. ১৯৯০ সালের ৬ মার্চ (6 March 1990) সঙ্গীতশিল্পী, সঙ্গীত পরিচালক ও সুরকার অঙ্কিত তিওয়ারি জন্মগ্রহণ করেন।
- ভারতীয় বলিউড চলচ্চিত্রের উদীয়মান অভিনেত্রী জাহ্নবী কাপুর কবে জন্মগ্রহণ করেন?
Ans. ১৯৯৭ সালের ৬ মার্চ (6 March 1997) ভারতীয় বলিউড চলচ্চিত্রের উদীয়মান অভিনেত্রী জাহ্নবী কাপুর জন্মগ্রহণ করেন।
আজকের বিখ্যাত দিনে ৬ মার্চ – The Famous Day 6 March in Bengali
আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ৬ মার্চ | Today’s Historical Events : 6 March (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। এই পোস্টটি লেখার জন্য On this day, Wikipedia, Bornglorious, Google এই উৎসগুলো থেকে কিছু তথ্য সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।