Close Ad close
Breaking
Sat. Jan 18th, 2025
আজকের দিনে ইতিহাসের পাতায় ৭ এপ্রিল | Today’s Historical Events 7 Aprilআজকের দিনে ইতিহাসের পাতায় ৭ এপ্রিল | Today’s Historical Events 7 April

আজকের দিনে ইতিহাসের পাতায় ৭ এপ্রিল | Today’s Historical Events 7 April in Bengali

আজকের দিনে ইতিহাসের পাতায় ৭ এপ্রিল  : Today’s Historical Events 7 April in Bengali : আজকের বিখ্যাত দিনে ৭ এপ্রিল ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ৭ এপ্রিল  : Today’s Historical Events 7 April) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা  ইতিহাসে ৭ এপ্রিল।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৭ এপ্রিল | Today’s Famous Day or Important Day in Bengali : 7 April

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৭ এপ্রিল – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 7 April. On this day Important Day in Bengali)

7 April : আজ ৭ এপ্রিল – বিশ্ব স্বাস্থ্য দিবস (World Health Day)। ১৯৪৬ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘ অর্থনীতি ও সমাজ পরিষদ আন্তর্জাতিক স্বাস্থ্য ক্ষেত্রের সম্মেলন ডাকার সিদ্ধান্ত নেয়। ১৯৪৬ সালের জুন ও জুলাই মাসে আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলন অনুষ্ঠিত হয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাংগঠনিক আইন গৃহীত হয়, ১৯৪৮ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রথম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে ৭ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালনের প্রস্তাব দেওয়া হলে তা ১৯৫০ সালে কার্যকর হয় অর্থাৎ ৭ই এপ্রিলকে “বিশ্ব স্বাস্থ্য দিবস” বলে নির্ধারিত হয়। The theme for ‘World Health Day’ 2021 is “Building a fairer, healthier world for everyone”.

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৭ এপ্রিল | Today’s Famous Day in History (Bengali) : 7 April

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৭ এপ্রিল | Today’s famous day in the history of India (Bengali) : 7 April

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৭ এপ্রিল । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 7 April. Today’s Famous day on 7 April in India. On this day Historical Famous Events in India)

7 April 1818 : ১৮১৮ সালের এই দিনে ব্রিটিশ সরকার ব্রিটিশ শাসিত ভারতে ‘বিনা বিচারে আটক’ আইন কার্যকর করে।

7 April 1897 : ১৮৯৭ সালের এই দিনে বিশিষ্ট নাট্যকার, অভিনেতা, সুরকার, বাংলা ছায়াছবির জনপ্রিয় চিত্রনাট্যকার তুলসী লাহিড়ী জন্মগ্রহণ করেন।

7 April 1920 : ১৯২০ সালের এই দিনে প্রসিদ্ধ সঙ্গীতজ্ঞ রবি শংকরের  জন্ম হয়।

7 April 1995 : ১৯৯৫ সালের এই দিনে যৌন কেলেঙ্কারির ঘটনায় ভারতের মহারাষ্ট্রে দুই কংগ্রেস দলীয় এমপি পণ্ডিত সাপকালে ও সঞ্চয় পাওয়ারকে দশ বছর করে কারাদণ্ড প্রদান করা হয়।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৭ এপ্রিল | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 7 April

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৭ এপ্রিল : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

7 April 1952 : ১৯৫২ সালের এই দিনে ভাষা আন্দোলনে অংশগ্রহণকারী আবদুস সালাম পরলোক গমন করেন।

7 April 1973 : ১৯৭৩ সালের এই দিনে বাংলাদেশে জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৭ এপ্রিল | Today’s famous day in the history of the world (Bengali) : 7 April

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৭ এপ্রিল, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 7 April, Today’s Famous day on 7 April in the World. On this day Historical Famous Events in The World)

7 April 1721 : ১৭২১ সালের এই দিনে রাশিয়ার সম্রাট পিটার কাবির সুইডেনের উপর হামলা শুরু করেন।

7 April 1770 : ১৭৭০ সালের এই দিনে ইংরেজ কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের জন্ম হয়।

7 April 1772 : ১৭৭২ সালের এই দিনে ফরাসি কল্পবাদী সমাজতন্ত্রী শার্ল ফুরিয়ের জন্ম হয়।

7 April 1795 : ১৭৯৫ সালের এই দিনে ফ্রান্সে ‘মিটার’কে দৈর্ঘ্যের একক হিসেবে প্রাতিষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়।

7 April 1798 : ১৭৯৮ সালের এই দিনে তুরস্কের তৃতীয় সেলিম রাজসিংহাসনে অধিষ্ঠিত হন।

7 April 1889 : ১৮৮৯ সালের এই দিনে ল্যাটিন আমেরিকার বিখ্যাত কবি ও লেখক গ্যাবরিয়েলা মিসট্রল জন্মগ্রহণ করেন।

7 April 1939 : ১৯৩৯ সালের এই দিনে ইতালী আলবেনিয়া দখলের জন্যে হামলা শুরু করে।

7 April 1944 : ১৯৪৪ সালের এই দিনে বিশিষ্ট জার্মান রাজনীতিবিদ গেরহার্ট শ্রোডারের জন্ম হয়।

7 April 1947 : ১৯৪৭ সালের এই দিনে মার্কিন মোটরযান উৎপাদক হেনরি ফোর্ড পরলোক গমন করেন।

7 April 1948 : ১৯৪৮ সালের এই দিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) প্রতিষ্ঠিত হয়।

7 April 1953 : ১৯৫৩ সালের এই দিনে সুইডেনের কূটনীতিক ডাক হামারস্কজোল্ট জাতিসংঘের মহাসচিব নিযুক্ত হন।

7 April 1956 : ১৯৫৬ সালের এই দিনে মরক্কো স্বাধীনতা লাভ করে।

7 April 1982 : ১৯৮২ সালের এই দিনে মেক্সিকোয় চিকোনল আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে প্রায় দশ হাজার মানুষ মৃত্যুমুখে পতিত হয়।

আজকের বিখ্যাত জন্মদিন : ৭ এপ্রিল | Today Famous Birthdays : 7 April

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 7 April. On this day Famous Birthdays in Bengali)

7 April 1770 : ১৭৭০ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন ইংরেজ রোমান্টিক কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ (William Wordsworth)। তার স্ততিষ্টির মধ্যে অন্যতম হল “দ্য প্রিলিউড”। এটি মূলত একটি অর্ধ-জীবনীমূলক গ্রন্থ যা তার প্রারম্ভিক জীবনে লিখা হলেও মধ্য বয়সে তিনি বেশ কয়েকবার সংশোধন করেন। ওয়ার্ডসওয়ার্থের মৃত্যুর পর দ্য প্রিলিউড ধারাবাহিকভাবে প্রকাশ করা হয়। এছাড়াও তার উল্লেখযোগ্য রচনাবলিগুলো হলো: লিরিক্যাল ব্যালাডস , পোয়েমস ইন টু ভলিউমস , দ্য এক্সকারশন।

7 April 1897 : ১৮৯৭ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন বিশিষ্ট নাট্যকার, অভিনেতা, সুরকার, বাংলা ছায়াছবির জনপ্রিয় চিত্রনাট্যকার তুলসী লাহিড়ী (Tulsi Lahiri)।

7 April 1920 : ১৯২০ সালে আজকের দিনে বারাণসীতে(উত্তরপ্রদেশে) জন্ম গ্রহণ করেন প্রসিদ্ধ সঙ্গীতজ্ঞ রবি শংকর (Ravi Shankar)। তিনি সেতারবাদনে কিংবদন্তিতুল্য শ্রেষ্ঠত্বের জন্য বিশ্বব্যাপী সুপরিচিত। ২০১২ খ্রিষ্টাব্দে মৃত্যুকালে রবি শংকর দীর্ঘতম আন্তর্জাতিক কর্মজীবনের জন্য গিনেস রেকর্ডের অধিকারী ছিলেন।

7 April 1942 : ১৯৪২ সালে আজকের দিনে পাঞ্জাবের অমৃতসরে জন্ম গ্রহণ করেন হিন্দি চলচ্চিত্র জগতের খ্যাতনামা অভিনেতা জিতেন্দ্র/রবি কাপুর (Jeetendra)।

7 April 1954 : ১৯৫৪ সালে আজকের দিনে হংকং’এ জন্ম গ্রহণ করেন অভিনেতা, মার্শাল আর্টিস্ট, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার জ্যাকি চ্যান (Jackie Chan)। ষাটের দশক থেকে শুরু করে জ্যাকি চ্যান আজ পর্যন্ত একশরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

7 April 1962 : ১৯৬২ সালে আজকের দিনে হায়দ্রাবাদে জন্ম গ্রহণ করেন পরিচালক রাম গোপাল ভার্মা (Penmetsa Ram Gopal Varma)।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ৭ এপ্রিল | Today Famous Deaths : 7 April

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 7 April. On this day Famous Deaths in Bengali)

7 April 1947 : ১৯৪৭ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন আমেরিকান মোটরযান উৎপাদক হেনরি ফোর্ড (Henry Ford)। তার উদ্ভাবিত মডেল টি মোটরগাড়ি আমেরিকার শিল্প ও যোগাযোগ ক্ষেত্রে আমূল পরিবর্তন আনে। ফোর্ড মোটর কোম্পানির মালিক হিসেবে তিনি পৃথিবীর অন্যতম ধনী ও সম্মানিত ব্যক্তিত্বে পরিণত হন। তিনি হচ্ছেন পৃথিবীর প্রথম বিলিয়নিয়ার যিনি শিল্প বিপ্লবের পথিকৃৎ হিসেবে পরিচিত। 

আজকের দিনে ইতিহাস প্রশ্ন ও উত্তর : ৭ এপ্রিল | Today’s History Question and Answer : 7 April | History QNA 

  1. বিশ্ব স্বাস্থ্য দিবস (World Health Day) কবে পালন করা হয়?

Ans. ৭ এপ্রিল (7 April) বিশ্ব স্বাস্থ্য দিবস (World Health Day) পালন করা হয়।

  1. পরিচালক রাম গোপাল ভার্মা কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৬২ সালের ৭ এপ্রিল (7 April 1962) পরিচালক রাম গোপাল ভার্মা জন্মগ্রহণ করেন।

  1. হিন্দি চলচ্চিত্র জগতের খ্যাতনামা অভিনেতা জিতেন্দ্র/রবি কাপুর কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৪২ সালের ৭ এপ্রিল (7 April 1942) হিন্দি চলচ্চিত্র জগতের খ্যাতনামা অভিনেতা জিতেন্দ্র/রবি কাপুর জন্মগ্রহণ করেন।

  1. প্রসিদ্ধ সঙ্গীতজ্ঞ রবি শংকর কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯২০ সালের ৭ এপ্রিল (7 April 1920) প্রসিদ্ধ সঙ্গীতজ্ঞ রবি শংকর জন্মগ্রহণ করেন।

আজকের বিখ্যাত দিনে ৭ এপ্রিল – The Famous Day 7 April in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ৭ এপ্রিল | Today’s Historical Events : 7 April (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। এই পোস্টটি লেখার জন্য On this day, Wikipedia, Bornglorious, Google এই উৎসগুলো থেকে কিছু তথ্য সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *