Close Ad close
Breaking
Sat. Jan 18th, 2025
আজকের দিনে ইতিহাসের পাতায় ৭ ফেব্রুয়ারি | Today's Historical Events 7 Februaryআজকের দিনে ইতিহাসের পাতায় ৭ ফেব্রুয়ারি | Today's Historical Events 7 February

আজকের দিনে ইতিহাসের পাতায় ৭ ফেব্রুয়ারি | Today’s Historical Events 7 February in Bengali

আজকের দিনে ইতিহাসের পাতায় ৭ ফেব্রুয়ারি  : Today’s Historical Events 7 February in Bengali : আজকের বিখ্যাত দিনে ৭ ফেব্রুয়ারি ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ৭ ফেব্রুয়ারি  : Today’s Historical Events 7 February) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা  ইতিহাসে ৭ ফেব্রুয়ারি।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৭ ফেব্রুয়ারি | Today’s Famous Day or Important Day in Bengali : 7 February

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৭ ফেব্রুয়ারি – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 7 February. On this day Important Day in Bengali)

7 February : আজ ৭ ফেব্রুয়ারি – আন্তর্জাতিক উন্নয়ন সপ্তাহ (International Development Week)।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৭ ফেব্রুয়ারি | Today’s Famous Day in History (Bengali) : 7 February

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৭ ফেব্রুয়ারি | Today’s famous day in the history of India (Bengali) : 7 February

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৭ ফেব্রুয়ারি । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 7 February. Today’s Famous day on 7 February in India. On this day Historical Famous Events in India)

7 February 1982 : ১৯৮২ সালের এই দিনে বিশিষ্ট লেখক ও রাজনীতিবিদ অনিল মুখার্জির মৃত্যু হয়।

7 February 1999 : ১৯৯৯ সালের এই দিনে বিশিষ্ট ক্রিকেটার অনিল কুম্বলে দিল্লীর ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে ২৬.৩ ওভারে মাত্র ৭৪ রান দিয়ে ১০ টি উইকেট নেন। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এটি একটি ঊজ্জ্বল অধ্যায় হিসেবে বিবেচিত হয়।

7 February 2005 : ২০০৫ সালের এই দিনে বিশিষ্ট বাঙালি সাহিত্যিক নারায়ণ সান্যালের মৃত্যু হয়।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৭ ফেব্রুয়ারি | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 7 February

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৭ ফেব্রুয়ারি : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

7 February 1982 : ১৯৮২ সালের এই দিনে বিশিষ্ট লেখক ও রাজনীতিবিদ অনিল মুখার্জির মৃত্যু হয়।

7 February 1999 : ১৯৯৯ সালের এই দিনে বিশিষ্ট ক্রিকেটার অনিল কুম্বলে দিল্লীর ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে ২৬.৩ ওভারে মাত্র ৭৪ রান দিয়ে ১০ টি উইকেট নেন। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এটি একটি ঊজ্জ্বল অধ্যায় হিসেবে বিবেচিত হয়।

7 February 2005 : ২০০৫ সালের এই দিনে বিশিষ্ট বাঙালি সাহিত্যিক নারায়ণ সান্যালের মৃত্যু হয়।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৭ ফেব্রুয়ারি | Today’s famous day in the history of the world (Bengali) : 7 February

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৭ ফেব্রুয়ারি, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 7 February, Today’s Famous day on 7 February in the World. On this day Historical Famous Events in The World)

7 February 457 : ৪৫৭ সালের এই দিনে প্রথম লিও বাইজানটাইন সাম্রাজ্যের সম্রাটের পদে আসীন হন।

7 February 1238 : ১২৩৮ সালের এই দিনে মোঙ্গলরা রাশিয়ার ভ্লাদিমির শহরটি আগুনে পুড়িয়ে দেয়।

7 February 1613 : ১৬১৩ সালের এই দিনে মিখাইল রোমানভ মাত্র ষোলো বছর বয়সে রাশিয়ার জাঁর-এর পদে আসীন হন।

7 February 1812 : ১৮১২ সালের এই দিনে বিশিষ্ট ইংরেজ ঔপন্যাসিক চার্লস ডিকেন্সের জন্ম হয়।

7 February 1889 : ১৮৮৯ সালের এই দিনে প্রশান্ত মহাসাগরীয় জ্যোতির্বিজ্ঞান সমিতি-র প্রথম বৈঠকটি সানফ্রান্সিকো-তে অনুষ্ঠিত হয়।

7 February 1907 : ১৯০৭ সালের এই দিনে মহিলাদের ভোটপ্রকাশের অধিকার সংক্রান্ত সম্মিলিত জাতীয় সমিতি ( NUWSS)-র প্রথম পদযাত্রা অনুষ্ঠিত হয়।

7 February 1940 : ১৯৪০ সালের এই দিনে ওয়াল্ট ডিজনি-র দ্বিতীয় কাহিনীচিত্র-টি আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রথম প্রদর্শিত হয়।

7 February 1959 : ১৯৫৯ সালের এই দিনে রাষ্ট্রপ্রধান ফিদেল কাস্ত্রো কিউবার নতুন সংবিধান ঘোষণা করেন।

7 February 1962 : ১৯৬২ সালের এই দিনে জার্মানির ভোয়েল্কলিনজেন-এর লুইসানথাল কয়লাখনিতে বিস্ফোরণের ফলে দুইশত আটানব্বই জন মানুষ মৃত্যুমুখে পতিত হয়।

7 February 1962 : ১৯৬২ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জন.এফ কেনেডি কিউবার সঙ্গে সমস্ত ধরনের আমদানি ও রপ্তানি বন্ধের মধ্য দিয়ে কিউবা অবরোধ শুরু করেন।

7 February 1969 : ১৯৬৯ সালের এই দিনে ইয়াসের আরাফাত ‘প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন’-এর সভাপতি নিযুক্ত হন।

7 February 1976 : ১৯৭৬ সালের এই দিনে সোভিয়েত ইউনিয়নে (বর্তমান রাশিয়া) অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ দূরবীক্ষণ যন্ত্রটি (৬০০ সেন্টিমিটার)  কাজ করা শুরু করে।

7 February 1992 : ১৯৯২ সালের এই দিনে ইউরোপের বারোটি দেশ ‘ম্যাসট্রিচট চুক্তি’-তে স্বাক্ষরের মধ্য দিয়ে ‘ইউরোপিয়ান ইউনিয়ন’-এর জন্ম দেয়।

7 February 1998 : ১৯৯৮ সালের এই দিনে জাপানের নাগানোতে ১৮তম শীতকালীন অলিম্পিকের উদ্বোধন হয়।

7 February 2013 : ২০১৩ সালের এই দিনে আজারবাইজান তার প্রথম স্যাটেলাইট ‘আজারস্পেস-১’ মহাকাশে পাঠায়।

7 February 2014 : ২০১৪ সালের এই দিনে রাশিয়ার সোচিতে ২২তম শীতকালীন অলিম্পিকের উদ্বোধন হয়।

7 February 2018 : ২০১৮ সালের এই দিনে বিখ্যাত ‘নেচার’ শীর্ষক পত্রিকায় প্রকাশিত একটি গবেষণামূলক প্রতিবেদনে দাবি করা হয় যে, ডি.এন.এ পরীক্ষা অনুযায়ী লেবু বর্গের সমস্ত ধরনের ফলের উৎস হিসেবে হিমালয় পর্বতমালার দক্ষিণ-পূর্ব পাদদেশকে চিহ্নিত করা যায়।

আজকের বিখ্যাত জন্মদিন : ৭ ফেব্রুয়ারি | Today Famous Birthdays : 7 February

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 7 February. On this day Famous Birthdays in Bengali)

7 February 1907 : ১৯০৭ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন বিধায়ক ভট্টাচার্য ভারতের বাঙালি নাট্যকার সাহিত্যিক ও সাংবাদিক।

7 February 1938 : ১৯৩৮ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন এস রামচন্দ্রন পিল্লাই, ভারতীয় কমিউনিস্ট নেতা।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ৭ ফেব্রুয়ারি | Today Famous Deaths : 7 February

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 7 February. On this day Famous Deaths in Bengali)

7 February 1984 : ১৯৮৪ সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন জানকী অম্মল, প্রখ্যাত ভারতীয় উদ্ভিদবিজ্ঞানী।

আজকের দিনে ইতিহাস প্রশ্ন ও উত্তর : ৭ ফেব্রুয়ারি | Today’s History Question and Answer : 7 February | History QNA 

  1. আন্তর্জাতিক উন্নয়ন সপ্তাহ (International Development Week) কবে থেকে পালন করা হয়?

Ans. ৭ ফেব্রুয়ারি (7 February) থেকে আন্তর্জাতিক উন্নয়ন সপ্তাহ (International Development Week) পালন করা হয়।

  1. ভারতীয় কমিউনিস্ট এস রামচন্দ্রন পিল্লাই কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৩৮ সালের ৭ ফেব্রুয়ারি (7 February 1938) ভারতীয় কমিউনিস্ট এস রামচন্দ্রন পিল্লাই জন্মগ্রহণ করেছিলেন।

  1. ভারতের বাঙালি নাট্যকার সাহিত্যিক ও সাংবাদিক বিধায়ক ভট্টাচার্য কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯০৭ সালের ৭ ফেব্রুয়ারি (7 February 1907) ভারতের বাঙালি নাট্যকার সাহিত্যিক ও সাংবাদিক বিধায়ক ভট্টাচার্য জন্মগ্রহণ করেন।

  1. প্রখ্যাত ভারতীয় উদ্ভিদবিজ্ঞানী জানকী অম্মল কবে মারা যান?

Ans. ১৯৮৪ সালের ৭ ফেব্রুয়ারি (7 February 1984) প্রখ্যাত ভারতীয় উদ্ভিদবিজ্ঞানী জানকী অম্মল মারা যান।

  1. বিশিষ্ট লেখক ও রাজনীতিবিদ অনিল মুখার্জি কবে মারা যান?

Ans. ১৯৮২ সালের ৭ ফেব্রুয়ারি (7 February 1982) বিশিষ্ট লেখক ও রাজনীতিবিদ অনিল মুখার্জি মারা যান।

  1. বাঙালি সাহিত্যিক নারায়ণ সান্যাল কবে মারা যান?

Ans. ২০০৫ সালের ৭ ফেব্রুয়ারি (7 February 2005) বাঙালি সাহিত্যিক নারায়ণ সান্যাল মারা যান।

  1. কবে জাপানের নাগানোতে ১৮তম শীতকালীন অলিম্পিকের উদ্বোধন হয়?

Ans. ১৯৯৮ সালের ৭ ফেব্রুয়ারি (7 February 1998) জাপানের নাগানোতে ১৮তম শীতকালীন অলিম্পিকের উদ্বোধন হয়।

  1. কবে আজারবাইজান তার প্রথম স্যাটেলাইট ‘আজারস্পেস-১’ মহাকাশে পাঠায়?

Ans. ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি (7 February 2013) আজারবাইজান তার প্রথম স্যাটেলাইট ‘আজারস্পেস-১’ মহাকাশে পাঠায়।

আজকের বিখ্যাত দিনে ৭ ফেব্রুয়ারি – The Famous Day 7 February in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ৭ ফেব্রুয়ারি | Today’s Historical Events : 7 February (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। এই পোস্টটি লেখার জন্য On this day, Wikipedia, Bornglorious, Google এই উৎসগুলো থেকে কিছু তথ্য সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *