Close Ad close
Breaking
Thu. Oct 3rd, 2024
আজকের দিনে ইতিহাসের পাতায় ৭ মার্চ | Today's Historical Events 7 Marchআজকের দিনে ইতিহাসের পাতায় ৭ মার্চ | Today's Historical Events 7 March

আজকের দিনে ইতিহাসের পাতায় ৭ মার্চ | Today’s Historical Events 7 March in Bengali

আজকের দিনে ইতিহাসের পাতায় ৭ মার্চ  : Today’s Historical Events 7 March in Bengali : আজকের বিখ্যাত দিনে ৭ মার্চ ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ৭ মার্চ  : Today’s Historical Events 7 March) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা  ইতিহাসে ৭ মার্চ।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৭ মার্চ | Today’s Famous Day or Important Day in Bengali : 7 March

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৭ মার্চ – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 7 March. On this day Important Day in Bengali)

7 March : আজ ৭ মার্চ – No record.

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৭ মার্চ | Today’s Famous Day in History (Bengali) : 7 March

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৭ মার্চ | Today’s famous day in the history of India (Bengali) : 7 March

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৭ মার্চ । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 7 March. Today’s Famous day on 7 March in India. On this day Historical Famous Events in India)

7 March 1835 : ১৮৩৫ সালের এই দিনে ব্রিটিশ রাজ ভারতে সরকারি অফিসে ফরাসি ভাষা বিলোপ করে ইংরেজি ভাষার প্রচলন শুরু করে।

7 March 1923 : ১৯২৩ সালের এই দিনে তৃতীয় পেশোয়ার ষড়যন্ত্র মামলা শুরু হয়।

7 March 1982 : ১৯৮২ সালের এই দিনে বিখ্যাত শিশু সাহিত্যিক বিমল বোস পরলোক গমন করেন।

7 March 2017 : ২০১৭ সালের এই দিনে বিশিষ্ট সঙ্গীতশিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্য পরলোক গমন করেন।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৭ মার্চ | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 7 March

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৭ মার্চ : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

7 March 1861 : ১৮৬১ সালের এই দিনে ঢাকা শহরের প্রথম সাপ্তাহিক পত্রিকা ‘ঢাকা প্রকাশ’-এর আত্মপ্রকাশ ঘটে।

7 March 1971 : ১৯৭১ সালের এই দিনে রমনার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে মুক্তি সংগ্রামের আহ্বান জানিয়ে ঐতিহাসিক ভাষণ দেন।

7 March 1973 : ১৯৭৩ সালের এই দিনে বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।

7 March 1999 : ১৯৯৯ সালের এই দিনে যশোরে উদীচীর অনুষ্ঠানে বোমা বিস্ফোরণের ফলে দুই শতাধিক ব্যক্তি হতাহত হন।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৭ মার্চ | Today’s famous day in the history of the world (Bengali) : 7 March

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৭ মার্চ, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 7 March, Today’s Famous day on 7 March in the World. On this day Historical Famous Events in The World)

7 March 15300 : ১৫৩০ সালের এই দিনে পোপ ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরির বিবাহবিচ্ছেদে অসম্মতি প্রদান করেন।

7 March 1785 : ১৭৮৫ সালের এই দিনে ভূতত্ববিদ জেমস হুটন এডিনবার্গে রয়্যাল সোসাইটির জমায়েতে ‘অভিন্নতার তত্ত্ব’ (Theory of uniformitarianism) তুলে ধরেন।

7 March 1912 : ১৯১২ সালের এই দিনে রোনাল্ড আমুন্ডসেন দক্ষিন মেরুর আবিষ্কার ঘোষণা করেন।

7 March 1933 : ১৯৩৩ সালের এই দিনে Game of Monopoly -এর উদ্ভাবন হয়।

7 March 1936 : ১৯৩৬ সালের এই দিনে অ্যাডল্ফ হিটলার ভার্সাই সন্ধি ভঙ্গ করে রাইনল্যান্ডে সেনাবাহিনী পাঠান।

7 March 1945 : ১৯৪৫ সালের এই দিনে টিটো কর্তৃক যুগোশ্লোভিয়ার সরকার গঠিত হয়।

7 March 1985 : ১৯৮৫ সালের এই দিনে আমেরিকান ব্যান্ড গানস এন্ড রোজেস’র বিখ্যাত গান ‘উই আর দ্য ওয়ার্ল্ড’ (we are the world) আন্তর্জাতিক ভাবে প্রকাশ পায়।

7 March 1986 : ১৯৮৬ সালের এই দিনে চ্যালেঞ্জার দুর্ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রিসার্ভারের ডুবুরীরা সাগর তলে চ্যালেঞ্জারের কেবিন ক্রু-দের অবস্থান নিশ্চিত করে।

7 March 1989 : ১৯৮৯ সালের এই দিনে ইরান ও ব্রিটিশ যুক্তরাজ্যের কূটনৈতিক সর্ম্পক ছিন্ন হয়ে যায়। সলমন রুশদী-কে নিয়ে দুদেশের মধ্যে জটিলতার সৃষ্টি হয়।

7 March 1996 : ১৯৯৬ সালের এই দিনে প্রথম জনগণের ভোটে নির্বাচিত হয়ে প্যালেস্টাইনে সরকার গঠিত হয়।

7 March 2009 : ২০০৯ সালের এই দিনে মাত্র ১৭ বছর বয়সি হওয়া সত্ত্বেও ব্রাজিলের জনপ্রিয় তারকা ফুটবলার নেইমার ‘সান্তোস’-এর হয়ে তার পেশাদার ফুটবল জীবন শুরু করেন।

7 March 2017 : ২০১৭ সালের এই দিনে মাল্টার জনপ্রিয় স্থাপত্য  Azure Window ঝড়ে সমুদ্রে ভেঙ্গে পড়ে।

আজকের বিখ্যাত জন্মদিন : ৭ মার্চ | Today Famous Birthdays : 7 March

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 7 March. On this day Famous Birthdays in Bengali)

7 March 1904 : ১৯০৪ সালে আজকের দিনে বীরভূম জেলায় জন্ম গ্রহণ করেন খ্যাতনামা বাঙালি লেখক, ঔপন্যাসিক ও সম্পাদক ফাল্গুনী মুখোপাধ্যায়(Falguni Mukhopadhyay)। এটি তার ছদ্মনাম। তার আসল নাম ‘তারাপদ’। তার বিখ্যাত উপন্যাস ‘চিতা বহ্নিমান’ ও ‘শাপমোচন’। এই দুটি উপন্যাস তার পাঠক সৃষ্টিতে বড় ভূমিকা রেখেছে। তার অন্যান্য উপন্যাসগুলোর মধ্যে আকাশ বনানী জাগে, আশার ছলনে ভুলি, বহ্নিকন্যা, ভাগীরথী বহে ধীরে, মন ও ময়ূরী, জলে জাগে ঢেউ, মীরার বধূয়া, স্বাক্ষর, চরণ দিলাম রাঙায়ে উল্লেখযোগ্য।

7 March 1907 : ১৯০৭ সালে আজকের দিনে বৃটিশ ভারতে(বর্তমান বাংলাদেশ) জন্ম গ্রহণ করেন ব্রিটিশবিরোধী বিপ্লবী ও সাম্যবাদী কর্মী অখিলচন্দ্র নন্দী(Akhil Chandra Nandi)। তিনি ১৯৩৯ সালে ভারতের কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেছিলেন এবং একটি জীবনীমূলক বই লিখেছেন যার নাম ‘বিপ্লবীর স্মৃতিচারণ’।

7 March 1911 : ১৯১১ সালে আজকের দিনে উত্তর প্রদেশে জন্ম গ্রহণ করেন ভারতের জনপ্রিয় হিন্দি কবি ও ঔপন্যাসিক সচ্চিদানন্দ হীরানন্দ বাৎসায়ন(Sachchidananda Hirananda Vatsyayan)। He worked as a journalist in Calcutta, and from 1939 for All India Radio. He edited Sainik from Agra(1936–37), Vishal Bharat from Calcutta(1937–39), Prateek(1947) and Naya Prateek(1973) respectively from Allahabad and New Delhi.

7 March 1931 : ১৯৩১ সালে আজকের দিনে বৃটিশ ভারতে জন্ম গ্রহণ করেন বাংলা সাহিত্যে সুপরিচিত ভ্রমণ কাহিনিকার শঙ্কু মহারাজ(Shonku Moharaj)। তার আসল নাম জ্যোর্তিময় ঘোষদস্তিদার। তার প্রকাশিত গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হল – হিমালয়(৫ টি খণ্ড) , ত্রিপুরা-তীর্থে, ভ্রমণে ভারত(উত্তর-পূর্ব পর্ব) , গজমোতি গোয়া , এক ফরাশী নগরে , মায়াময় মেঘালয়(অখণ্ড) , মধুবৃন্দাবনে(অখণ্ড) , বৈষ্ণোদেবীর দরবারে , কুম্ভমেলায় , অমরতীর্থ অমরনাথ , গঙ্গাযমুনার দেশে , গঙ্গাসাগর , পঞ্চপ্রয়াগ।

7 March 1949 : ১৯৪৯ সালে আজকের দিনে জম্বু এন্ড কাশ্মীরে জন্ম গ্রহণ করেন রাজনীতিবিদ গােলাম নবি আজাদ(Ghulam Nabi Azad)। তিনি হলেন একজন ভারতীয় জাতীয় কংগ্রেস এর রাজনীতিবিদ এবং সংযুক্ত প্রগতিশীল জোটের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ছিলেন।

7 March 1955 : ১৯৫৫ সালে আজকের দিনে শিমলা, পাঞ্জাবে(বর্তমানে হিমাচল প্রদেশ) জন্ম গ্রহণ করেন ভারতের জনপ্রিয় হিন্দি চলচ্চিত্র জগতের অভিনেতা অনুপম খের(Anupam Kher)। তিনি প্রায় ৪০০টি ছবিতে অভিনয় করেছেন। তিনি ১৯৮২ সালে ‘আগমন’ হিন্দি ছবি দিয়ে চলচ্চিত্রে পদচারণা শুরু করেছিলেন।

7 March 1973 : ১৯৭৩ সালে আজকের দিনে গুয়াহাটিতে(আসাম) জন্ম গ্রহণ করেন সাংবাদিক অর্ণব গােস্বামী(Arnab Goswami)। তিনি ভারতীয় নিউজ মিডিয়া রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কএর মালিক ও মুখ্য সম্পাদক। বৰ্তমানে তিনি নেশন ওয়ান্ট টু নো ও পুছতা হ্যায় ভারত শীর্ষক দুটি জনপ্রিয় বিতর্কের অনুষ্ঠান সম্প্রচারিত করেন।

7 March 1974 : ১৯৭৪ সালে আজকের দিনে মহারাষ্ট্রের দাভোল এলাকায় জন্ম গ্রহণ করেন বিশিষ্ট ভারতীয় সঙ্গীতশিল্পী সাধনা সরগম(Sadhana Sargam)। তিন দশক ধরে ভারতীয় চলচ্চিত্র জগতে নিজেকে সরব রেখেছেন তিনি। চলচ্চিত্রের পাশাপাশি ভক্তিমূলক, ধ্রুপদী, গজল, লোকগীতিতে অসাধারণ ভূমিকা রেখেছেন সাধনা সরগম।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ৭ মার্চ | Today Famous Deaths : 7 March

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 7 March. On this day Famous Deaths in Bengali)

7 March 1952 : ১৯৫২ সালের আজকের দিনে পরমহংস যোগানন্দ, ভারতীয় গুরু (একটি যোগীর আত্মজীবনী), 59 বছর বয়সে মারা যান।

7 March 1954 : ১৯৫৪ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন বাংলা রঙ্গমঞ্চের নৃত্যগীতে সুদক্ষা খ্যাতনাম্নী  অভিনেত্রী নীহারবালা(Niharbala)। ১৯২১ খ্রিস্টাব্দ হতে তিনি দীর্ঘদিন স্টার থিয়েটারে অভিনয় করেন। স্ত্রী-চরিত্র অভিনয়ে একদিকে নাট্যসম্রাজ্ঞী তারাসুন্দরী ও অন্যদিকে লাস্যময়ী নীহারবালা সেসময় স্টারের প্রধান আকর্ষণ ছিলেন। ১৯২৩ খ্রিস্টাব্দে “কর্ণার্জুন” নাটকে ‘নিয়তি’ র ভূমিকায় অভিনয় করে প্রথম খ্যাতি লাভ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর “চিরকুমার সভা” নাটকে নীরবালা’র ভূমিকায় তাঁর  অভিনয় দেখেন। নাটকে সঠিকভাবে তাঁর নাট্যগীতির প্রয়োগের দক্ষতা কবিকে মুগ্ধ করে ও তিনি কবির প্রশংসা কুড়ান।

7 March 1961 : ১৯৬১ সালে আজকের দিনে দিল্লীতে মৃত্যুবরণ করেন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী গোবিন্দবল্লভ পন্থ(Govind Ballabh Pant)। He Mahatma Gandhi, Jawaharlal Nehru and Vallabh Bhai Patel, Pant was a key figure in the movement for India’s Independence and later a pivotal figure in the Indian Government. He was one of the foremost political leaders of Uttarakhand (then known as United Provinces) and a key player in the unsuccessful movement to establish Hindi as the national language of Indian Union.

7 March 1982 : ১৯৮২ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন বাঁকুড়া জেলার খ্যাতনামা বাঙালি শিশুসাহিত্যিক বিমল ঘোষ(Bimal Ghosh)। তিনি ছাত্রাবস্থাতেই লেখালেখি করতেন। আর্ট কলেজে শিক্ষালাভের পর কর্মজীবন শুরু করেন ‘অ্যাডভান্স’ পত্রিকার বিজ্ঞাপন বিভাগে। পরে যোগ দেন আনন্দবাজার পত্রিকায়। তাঁর উদ্যোগে ও ব্যবস্থাপনায় ১৯৪০ খ্রিস্টাব্দে আনন্দবাজার পত্রিকার ছোটদের আসর ‘আনন্দমেলা’ প্রতিষ্ঠা হয় ও প্রসার ঘটে। এই সময় তিনি ‘মৌমাছি’ ছদ্মনামে বিখ্যাত হয়ে ওঠেন। তাঁর রচিত শিশু সাহিত্যের সংখ্যা একশো চল্লিশ। ‘মায়াময়ূর’ তাঁর জনপ্রিয় নাটক। ‘চেঙাবেঙা’ বইটির জন্য তিনি রাষ্ট্রীয় পুরস্কার লাভ করেন। বিমল ঘোষ আকাশবাণীর সঙ্গে দীর্ঘ দিন যুক্ত ছিলেন।

7 March 2017 : ২০১৭ সালে আজকের দিনে হুগলী জেলার গুরাপ গ্রামের কাছে এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন ভারতীয় সঙ্গীতশিল্পী, দোহার ফোক ব্যান্ড কালিকাপ্রসাদ ভট্টাচার্য(Kalika Prasad Bhattacharya)। তিনি আসামের শিলচরে জন্মগ্রহণ করেন। ১৯৯৯ সালে, তিনি উত্তরবঙ্গ এবং পূর্ববঙ্গের পল্লীগান ও লোকায়ত গানের ঐতিহ্যকে পুনর্জাগরণের উদ্দেশ্যে লোকগানের ব্যান্ড দোহার সহপ্রতিষ্ঠা করেন।

আজকের দিনে ইতিহাস প্রশ্ন ও উত্তর : ৭ মার্চ | Today’s History Question and Answer : 7 March | History QNA 

  1. খ্যাতনামা বাঙালি লেখক, ঔপন্যাসিক ও সম্পাদক ফাল্গুনী মুখোপাধ্যায় কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯০৪ সালের ৭ মার্চ (7 March 1904) খ্যাতনামা বাঙালি লেখক, ঔপন্যাসিক ও সম্পাদক ফাল্গুনী মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন । 

  1. ব্রিটিশবিরোধী বিপ্লবী ও সাম্যবাদী কর্মী অখিলচন্দ্র নন্দী কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯০৭ সালের ৭ মার্চ (7 March 1907) ব্রিটিশবিরোধী বিপ্লবী ও সাম্যবাদী কর্মী অখিলচন্দ্র নন্দী জন্মগ্রহণ করেন।

  1. ভারতের জনপ্রিয় হিন্দি কবি ও ঔপন্যাসিক সচ্চিদানন্দ হীরানন্দ বাৎসায়ন কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯১১ সালের ৭ মার্চ (7 March 1911) ভারতের জনপ্রিয় হিন্দি কবি ও ঔপন্যাসিক সচ্চিদানন্দ হীরানন্দ বাৎসায়ন জন্মগ্রহণ করেন।

  1. বাংলা সাহিত্যে সুপরিচিত ভ্রমণ কাহিনিকার শঙ্কু মহারাজ কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৩১ সালের ৭ মার্চ (7 March 1931) বাংলা সাহিত্যে সুপরিচিত ভ্রমণ কাহিনিকার শঙ্কু মহারাজ জন্মগ্রহণ করেন।

  1. রাজনীতিবিদ গােলাম নবি আজাদ কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৪৯ সালের ৭ মার্চ (7 March 1949) রাজনীতিবিদ গােলাম নবি আজাদ জন্মগ্রহণ করেন।

  1. ভারতের জনপ্রিয় হিন্দি চলচ্চিত্র জগতের অভিনেতা অনুপম খের কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৫৫ সালের ৭ মার্চ (7 March 1955) ভারতের জনপ্রিয় হিন্দি চলচ্চিত্র জগতের অভিনেতা অনুপম খের জন্মগ্রহণ করেন।

  1. সাংবাদিক অর্ণব গােস্বামী কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৭৩ সালের ৭ মার্চ (7 March 1973) সাংবাদিক অর্ণব গােস্বামী জন্মগ্রহণ করেন।

  1. ভারতীয় সঙ্গীতশিল্পী সাধনা সরগম কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৭৪ সালের ৭ মার্চ (7 March 1974) ভারতীয় সঙ্গীতশিল্পী সাধনা সরগম জন্মগ্রহণ করেন।

আজকের বিখ্যাত দিনে ৭ মার্চ – The Famous Day 7 March in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ৭ মার্চ | Today’s Historical Events : 7 March (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। এই পোস্টটি লেখার জন্য On this day, Wikipedia, Bornglorious, Google এই উৎসগুলো থেকে কিছু তথ্য সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *