Close Ad close
Breaking
Sun. Jan 19th, 2025
আজকের দিনে ইতিহাসের পাতায় ৮ ফেব্রুয়ারি | Today's Historical Events 8 Februaryআজকের দিনে ইতিহাসের পাতায় ৮ ফেব্রুয়ারি | Today's Historical Events 8 February

আজকের দিনে ইতিহাসের পাতায় ৮ ফেব্রুয়ারি | Today’s Historical Events 8 February in Bengali

আজকের দিনে ইতিহাসের পাতায় ৮ ফেব্রুয়ারি  : Today’s Historical Events 8 February in Bengali : আজকের বিখ্যাত দিনে ৮ ফেব্রুয়ারি ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ৮ ফেব্রুয়ারি  : Today’s Historical Events 8 February) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা  ইতিহাসে ৮ ফেব্রুয়ারি।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৮ ফেব্রুয়ারি | Today’s Famous Day or Important Day in Bengali : 8 February

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৮ ফেব্রুয়ারি – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 8 February. On this day Important Day in Bengali)

8 February : আজ ৮ ফেব্রুয়ারি – বৌদ্ধ ধর্ম: নির্ভানা দিবস।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৮ ফেব্রুয়ারি | Today’s Famous Day in History (Bengali) : 8 February

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৮ ফেব্রুয়ারি | Today’s famous day in the history of India (Bengali) : 8 February

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৮ ফেব্রুয়ারি । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 8 February. Today’s Famous day on 8 February in India. On this day Historical Famous Events in India)

8 February 1872 : ১৮৭২ সালের আজকের দিনে ভারতের ভাইসরয় আর্ল অফ মেয়ো আততায়ীর হাতে নিহত হন।

8 February 1936 : ১৯৩৬ সালের আজকের দিনে পন্ডিত জওহরলাল নেহেরু মহাত্মা গান্ধীর পর ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে নিযুক্ত হন।

8 February 1941 : ১৯৪১ সালের আজকের দিনে বিখ্যাত গজল গায়ক জগজিৎ সিং জন্মগ্রহণ করেন।

8 February 1963 : ১৯৬৩ সালের আজকের দিনে ভারতীয় ক্রিকেটার এবং রাজনীতিবিদ মহম্মদ আজহারউদ্দীন জন্মগ্রহণ করেন।

8 February 1994 : ১৯৯৪ সালের আজকের দিনে কপিল দেব টেস্ট ক্রিকেটে চারশত বত্রিশ-টি উইকেট নেওয়ার মধ্য দিয়ে বিশ্বরেকর্ড গড়ে তোলেন।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৮ ফেব্রুয়ারি | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 8 February

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৮ ফেব্রুয়ারি : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

8 February 1934 : ১৯৩৪ সালের আজকের দিনে বিখ্যাত কবি আবু জাফর ওবায়দুল্লাহ জন্মগ্রহণ করেন।

8 February 1972 : ১৯৭২ সালের আজকের দিনে বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দেয় অস্ট্রেলিয়া।

8 February 1976 : ১৯৭৬ সালের আজকের দিনে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক উইকেটকিপার ও অধিনায়ক খালেদ মাসুদ জন্মগ্রহণ করেন।

8 February 2013 : ২০১৩ সালের আজকের দিনে ঢাকার রাস্তায় প্রায় এক লক্ষ মানুষ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় নৃশংসতার জন্য দায়ী দোষীদের শাস্তির দাবিতে পদযাত্রা করে।

8 February 2018 : ২০১৮ সালের আজকের দিনে বাংলাদেশের বিচারালয় ভূতপূর্ব প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দুর্নীতিতে অভিযুক্ত থাকার জন্য দোষীসাব্যস্ত হওয়ার কারণে পাঁচ বছরের জন্য কারাদন্ডে দন্ডিত করা হয়।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৮ ফেব্রুয়ারি | Today’s famous day in the history of the world (Bengali) : 8 February

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৮ ফেব্রুয়ারি, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 8 February, Today’s Famous day on 8 February in the World. On this day Historical Famous Events in The World)

8 February 1622 : ১৬২২ সালের আজকের দিনে সম্রাট প্রথম জেমস ব্রিটিশ আইনসভা ভেঙে দেন।

8 February 1672 : ১৬৭২ সালের আজকের দিনে আইজ্যাক নিউটন লন্ডনের ‘রয়্যাল সোসাইটি’-র সন্মুখে প্রথম তাঁর আলোকবিদ্যা সংক্রান্ত গবেষণাপত্র পড়ে শোনান।

8 February 1802 : ১৮০২ সালের আজকের দিনে সিমন উইলার্ড ‘ব্যাঞ্জো ঘড়ি’-র পেটেন্ট লাভ করেন।

8 February 1807 : ১৮০৭ সালের আজকের দিনে নেপোলিয়ন বোনাপার্ট প্রথম কোনও যুদ্ধে পরাজিত হন। এটি ছিল রাশিয়ার বিরুদ্ধে এইলাউ-র যুদ্ধ।

8 February 1828 : ১৮২৮ সালের আজকের দিনে বিখ্যাত ফরাসি কল্পবিজ্ঞান লেখক জুল ভার্ন জন্মগ্রহণ করেন।

8 February 1903 : ১৯০৩ সালের আজকের দিনে মালেয়শিয়ার প্রতিষ্ঠাতা টুঙ্কু আবদুল রহমান জন্মগ্রহণ করেন।

8 February 1905 : ১৯০৫ সালের আজকের দিনে হাইতি ও তার সংলগ্ন দ্বীপগুলিতে ভয়ঙ্কর ধরনের সাইক্লোন আছড়ে পড়ায় প্রায় দশহাজার মানুষ মৃত্যুমুখে পতিত হন।

8 February 1905 : ১৯০৫ সালের আজকের দিনে রুশ-জাপান যুদ্ধ শুরু হয়।

8 February 1926 : ১৯২৬ সালের আজকের দিনে ‘ডিজনি ব্রাদার্স কার্টুন স্টুডিওর নাম পরিবর্তন করে ‘ওয়াল্ট ডিজনি স্টুডিওস’ রাখা হয়।

8 February 1934 : ১৯৩৪ সালের আজকের দিনে ‘পর্যায় সারণী’-র উদ্ভাবক বিশিষ্ট রাশিয়ার রসায়নবিদ দিমিত্রি মেন্ডেলেভ জন্মগ্রহণ করেন।

8 February 1984 : ১৯৮৪ সালের আজকের দিনে যুগোশ্লোভিয়ার সারাজেভো-তে ১৪তম শীতকালীন অলিম্পিকের উদ্বোধন হয়।

8 February 1992 : ১৯৯২ সালের আজকের দিনে ফ্রান্সের এ্যালবার্টভিলে-তে ১৬তম শীতকালীন অলিম্পিকের উদ্বোধন হয়।

8 February 2002 : ২০০২ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের উটা অঞ্চলের সল্ট লেক সিটি-তে ১৯তম শীতকালীন অলিম্পিকের উদ্বোধন হয়।

আজকের বিখ্যাত জন্মদিন : ৮ ফেব্রুয়ারি | Today Famous Birthdays : 8 February

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 8 February. On this day Famous Birthdays in Bengali)

8 February 1897 : ১৮৯৭ সালের আজকের দিনে জাকির হুসেন, ভারতের তৃতীয় রাষ্ট্রপতি (1967-69) এবং পন্ডিত, হায়দরাবাদ রাজ্যে জন্মগ্রহণ করেন (মৃত্যু: 1969)।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ৮ ফেব্রুয়ারি | Today Famous Deaths : 8 February

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 8 February. On this day Famous Deaths in Bengali)

8 February 1912 : ১৯১২ সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন গিরিশচন্দ্র ঘোষ ভারতের প্রখ্যাত বাঙালি নট ও নাট্যকার ও নাট্য পরিচালক।

8 February 1995 : ১৯৯৫ সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন ‘ অগ্নিকন্যা’ কল্পনা দত্ত ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও মাস্টারদা সূর্য সেনের সহযোগী।

আজকের দিনে ইতিহাস প্রশ্ন ও উত্তর : ৮ ফেব্রুয়ারি | Today’s History Question and Answer : 8 February | History QNA 

  1. বৌদ্ধ ধর্ম: নির্ভানা দিবস কবে পালন করা হয়?

Ans. ৮ ফেব্রুয়ারি (8 February) বৌদ্ধ ধর্ম: নির্ভানা দিবস পালন করা হয়।

  1. ভারতের তৃতীয় রাষ্ট্রপতি জাকির হুসেন কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৮৯৭ সালের ৮ ফেব্রুয়ারি (8 February 1897) ভারতের তৃতীয় রাষ্ট্রপতি জাকির হুসেন হায়দরাবাদ রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন।

  1. ভারতের প্রখ্যাত বাঙালি নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ কবে মারা যান?

Ans. ১৯১২ সালের ৮ ফেব্রুয়ারি (8 February 1912) ভারতের প্রখ্যাত বাঙালি নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ মারা যান।

  1. বিখ্যাত গজল গায়ক জগজিৎ সিং কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৪১ সালের ৮ ফেব্রুয়ারি (8 February 1941) বিখ্যাত গজল গায়ক জগজিৎ সিং জন্মগ্রহণ করেন।

  1. ভারতীয় ক্রিকেটার এবং রাজনীতিবিদ মহম্মদ আজহারউদ্দীন কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৬৩ সালের ৮ ফেব্রুয়ারি (8 February 1963) ভারতীয় ক্রিকেটার এবং রাজনীতিবিদ মহম্মদ আজহারউদ্দীন জন্মগ্রহণ করেন।

  1. কবে বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দেয় অস্ট্রেলিয়া?

Ans. ১৯৭২ সালের ৮ ফেব্রুয়ারি (8 February 1972) বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দেয় অস্ট্রেলিয়া।

  1. কবে সম্রাট প্রথম জেমস ব্রিটিশ আইনসভা ভেঙে দেন?

Ans. ১৬২২ সালের ৮ ফেব্রুয়ারি (8 February 1622) সম্রাট প্রথম জেমস ব্রিটিশ আইনসভা ভেঙে দেন।

  1. আইজ্যাক নিউটন লন্ডনের ‘রয়্যাল সোসাইটি’-র সন্মুখে প্রথম তাঁর আলোকবিদ্যা সংক্রান্ত গবেষণাপত্র কবে পড়ে শোনান?

Ans. ১৬৭২ সালের ৮ ফেব্রুয়ারি (8 February 1672) আইজ্যাক নিউটন লন্ডনের ‘রয়্যাল সোসাইটি’-র সন্মুখে প্রথম তাঁর আলোকবিদ্যা সংক্রান্ত গবেষণাপত্র পড়ে শোনান।

  1. বিখ্যাত ফরাসি কল্পবিজ্ঞান লেখক জুল ভার্ন কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৮২৮ সালের ৮ ফেব্রুয়ারি (8 February 1828) বিখ্যাত ফরাসি কল্পবিজ্ঞান লেখক জুল ভার্ন জন্মগ্রহণ করেন।

  1. কবে রুশ-জাপান যুদ্ধ শুরু হয়?

Ans. ১৯০৫ সালের ৮ ফেব্রুয়ারি (8 February 1905) রুশ-জাপান যুদ্ধ শুরু হয়।

আজকের বিখ্যাত দিনে ৮ ফেব্রুয়ারি – The Famous Day 8 February in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ৮ ফেব্রুয়ারি | Today’s Historical Events : 8 February (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। এই পোস্টটি লেখার জন্য On this day, Wikipedia, Bornglorious, Google এই উৎসগুলো থেকে কিছু তথ্য সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *