Close Ad close
Breaking
Mon. Sep 30th, 2024
আজকের দিনে ইতিহাসের পাতায় ৮ জানুয়ারি | Today's Historical Events 8 Januaryআজকের দিনে ইতিহাসের পাতায় ৮ জানুয়ারি | Today's Historical Events 8 January

আজকের দিনে ইতিহাসের পাতায় ৮ জানুয়ারি | Today’s Historical Events 8 January in Bengali

আজকের দিনে ইতিহাসের পাতায় ৮ জানুয়ারি  : Today’s Historical Events 8 January in Bengali : আজকের বিখ্যাত দিনে ৮ জানুয়ারি ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ৮ জানুয়ারি  : Today’s Historical Events 8 January) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা  ইতিহাসে ৮ জানুয়ারি।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৮ জানুয়ারি | Today’s Famous Day or Important Day in Bengali : 8 January

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৮ জানুয়ারি – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 8 January. On this day Important Day in Bengali)

8 January : আজ ৮ জানুয়ারি – আফ্রিকান জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা দিবস।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৮ জানুয়ারি | Today’s Famous Day in History (Bengali) : 8 January

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৮ জানুয়ারি | Today’s famous day in the history of India (Bengali) : 8 January

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৮ জানুয়ারি । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 8 January. Today’s Famous day on 8 January in India. On this day Historical Famous Events in India)

8 January 1884 : ১৮৮৪ সালের আজকের দিনে বাঙালি চিন্তাবিদ ও দার্শনিক কেশব চন্দ্র সেনের মৃত্যু হয়। ১৮৫৬ সালে তিনি ব্রাহ্মসমাজের সদস্য হন। হিন্দু হওয়া সত্ত্বেও তিনি খ্রিস্টান ধর্ম দ্বারা অনুপ্রাণিত হয়ে ১৮৬৬ সালে ভারতীয় ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন।

8 January 1908 : ১৯০৮ সালের আজকের দিনে  অস্ট্রেলিয়া বংশোদ্ভূত ভারতীয় অভিনেত্রী ও স্টান্টউইম্যান ফিয়ারলেস নাদিয়ার জন্ম হয়। তাঁর আসল নাম ছিল ম্যারি অ্যান এভানস।

8 January 1909 : ১৯০৯ সালের আজকের দিনে কলকাতার পটলডাঙায় বাঙালি ঔপন্যাসিক আশাপূর্ণা দেবীর  জন্ম হয়। তাঁর বিখ্যাত লেখাগুলির মধ্যে ‘প্রথম প্রতিশ্রুতি’, ‘সুবর্ণলতা’, ‘বকুল কথা’ অন্যতম।

8 January 1929 : ১৯২৯ সালের আজকের দিনে ব্রিটিশ-ইন্ডিয়ান অভিনেতা সঈদ জাফরির জন্ম হয়। ‘গান্ধী’, ‘শতরঞ্জ কে খিলাড়ি’র মতো বিখ্যাত সিনেমা সহ তিনি ১৫০ -এর বেশি ব্রিটিশ, আমেরিকান ও ভারতীয় সিনেমায় অভিনয় করেছেন।

8 January 1933 : ১৯৩৩ সালের আজকের দিনে  বাংলা চলচ্চিত্রে ৫০ বছরেরও বেশি সময় ধরে থাকা অভিনেত্রী সুপ্রিয়া দেবীর জন্ম হয়।

8 January 1965 : ১৯৬৫ সালের আজকের দিনে স্টার অফ ইন্ডিয়ান আমেরিকান জাদুঘরের প্রাকৃতিক ইতিহাসে ফিরে আসেন।

8 January 1981 : ১৯৮১ সালের আজকের দিনে ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে অস্ট্রেলিয়া বনাম ভারত 63 রানে অলআউট হয়েছেন।

8 January 1984 : ১৯৮৪ সালের আজকের দিনে প্রথম ভারতীয় মহিলা পাইলট সুষমা মুখোপাধ্যায়ের মৃত্যু হয়।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৮ জানুয়ারি | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 8 January

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৮ জানুয়ারি : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

8 January 1945 : ১৯৪৫  সালের আজকের দিনে বাংলাদেশি কৌতুক অভিনেতা টেলি সামাদের জন্ম হয়।

8 January 2013 : ২০১৩ সালের আজকের দিনে বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক, রাজনীতিবিদ নির্মল সেনের মৃত্যু হয়।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৮ জানুয়ারি | Today’s famous day in the history of the world (Bengali) : 8 January

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৮ জানুয়ারি, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 8 January, Today’s Famous day on 8 January in the World. On this day Historical Famous Events in The World)

8 January 307 : ৩০৭ সালের আজকের দিনে চীনের জিন বংশের রাজা জিন হুইদিকে বিষ খাইয়ে মারা হয়েছিল। পরবর্তী রাজা হয়েছিলেন জিন হুয়াইদি।

8 January 1642 : ১৬৪২ সালের আজকের দিনে গ্যালিলিও গ্যালিলেই এর ৭৭ বছর বয়সে মৃত্যু হয়।

8 January 1891 : ১৮৯১ সালের আজকের দিনে জার্মানির পদার্থবিজ্ঞানী ওয়ালথার উইলহেম জর্জি বোথের জন্ম হয়। তিনি এবং ম্যাক্স বর্ন একসাথে ১৯৫৪ সালে পদার্থবিজ্ঞানের নোবেল পুরষ্কার পেয়েছিলেন।

8 January 1935 : ১৯৩৫সালের আজকের দিনে আমেরিকার বিখ্যাত সঙ্গীতশিল্পী এলভিস প্রেসলির জন্ম হয়।

8 January 1936 : ১৯৩৬ সালের আজকের দিনে তৎকালীন পারস্যের সম্রাট রেজা শাহ একটি আইন চালু করেন যেখানে কেউ প্রকাশ্যে হিজাব ব্যবহার করতে পারবে না, করলে পুলিস প্রকাশ্য রাস্তায় হিজাব খুলে নেবে।

8 January 1942 : ১৯৪২ সালের আজকের দিনে প্রখ্যাত পদার্থবিদ ও মহাবিশ্ববিজ্ঞানী স্টিফেন উইলিয়াম হকিং-এর লন্ডনের অক্সফোর্ডে জন্ম হয়। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে তিনি গণিত ও মহাবিশ্ববিজ্ঞানের অধ্যাপক ছিলেন।

8 January 1973 : ১৯৭৩ সালের আজকের দিনে মহাকাশযান লুনা ২১ প্রেরন করে রাশিয়া।

8 January 1984 : ১৯৮৪ সালের আজকের দিনে উত্তর কোরিয়ার তৃতীয় সর্বোচ্চ নেতা কিম জং উনের জন্ম হয়।

আজকের বিখ্যাত জন্মদিন : ৮ জানুয়ারি | Today Famous Birthdays : 8 January

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 8 January. On this day Famous Birthdays in Bengali)

8 January 1929 : ১৯২৯ সালের আজকের দিনে সায়েদ জাফরি, ভারতীয় অভিনেতা (দাবা প্লেয়ার্স, গান্ধী), ভারতের পাঞ্জাবে জন্মগ্রহণ করেন (মৃত্যু: 2015)।

8 January 1975 : ১৯৭৫ সালের আজকের দিনে হরিস জয়রাজ, ভারতীয় সংগীত সুরকার, ভারতের চেন্নাইয়ে জন্মগ্রহণ করেছিলেন।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ৮ জানুয়ারি | Today Famous Deaths : 8 January

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 8 January. On this day Famous Deaths in Bengali)

8 January : আজ ৮ জানুয়ারি – No Record.

Sources : Link1, Link2, Link3

আজকের বিখ্যাত দিনে ৮ জানুয়ারি : The Famous Day 8 January in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ৮ জানুয়ারি | Today’s Historical Events : 8 January (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *