Close Ad close
Breaking
Sun. Sep 29th, 2024
আজকের দিনে ইতিহাসের পাতায় ৮ মার্চ | Today's Historical Events 8 Marchআজকের দিনে ইতিহাসের পাতায় ৮ মার্চ | Today's Historical Events 8 March

আজকের দিনে ইতিহাসের পাতায় ৮ মার্চ | Today’s Historical Events 8 March in Bengali

আজকের দিনে ইতিহাসের পাতায় ৮ মার্চ  : Today’s Historical Events 8 March in Bengali : আজকের বিখ্যাত দিনে ৮ মার্চ ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ৮ মার্চ  : Today’s Historical Events 8 March) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা  ইতিহাসে ৮ মার্চ।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৮ মার্চ | Today’s Famous Day or Important Day in Bengali : 8 March

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৮ মার্চ – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 8 March. On this day Important Day in Bengali)

8 March : আজ ৮ মার্চ – আন্তর্জাতিক নারী দিবস(International Women’s Day)। এই বছরের(2021) থিম হচ্ছে “Women In Leadership: An Equal Future In A COVID-19 World (নেতৃত্বে নারী: কোভিড ১৯ পৃথিবীতে সমান ভবিষ্যৎ লাভ)”। সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে মহিলাদের কৃতিত্বকে চিহ্নিত করতে মার্চ মাসের ৮ তারিখটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হয়। প্রথমবার ১৯৯৬ সালে নির্দিষ্ট থিমে পালিত হয়েছিল আন্তর্জাতিক নারী দিবস। আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য :- “আন্তর্জাতিক নারী দিবসের মধ্য দিয়ে নারীত্বের উৎসব পালিত হয়। জাতি, ধর্ম, ভাষা, সংস্কৃতি, অর্থনৈতিক বা রাজনৈতিক ভেদাভেদ ভুলে মহিলাদের কৃতিত্বকে স্বীকৃতি জানানোর জন্য এই দিনটি পালিত হয়। এই দিনে প্রত্যেককে নারী অধিকার, লিঙ্গ সমতা সম্পর্কে সচেতন করে তোলা হয়। পাশাপাশি মহিলাদের সমান অধিকারের লড়াই জোরদার করা এই দিনটি পালনের অন্যতম উদ্দেশ্য”।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৮ মার্চ | Today’s Famous Day in History (Bengali) : 8 March

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৮ মার্চ | Today’s famous day in the history of India (Bengali) : 8 March

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৮ মার্চ । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 8 March. Today’s Famous day on 8 March in India. On this day Historical Famous Events in India)

8 March 1010 : ১০১০ সালের আজকের দিনে কবি ফেরদৌসী তাঁর বিখ্যাত মহাকাব্য ‘শাহনামা’-র লিখন সমাপ্ত করেন।

8 March 1936 : ১৮৩৬ সালের আজকের দিনে কলকাতায় পাবলিক লাইব্রেরির উদ্বোধন হয়।

8 March 1930 : ১৯৩০ সালের আজকের দিনে মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন শুরু হয়।

8 March 1992 : ১৯৯২ সালের আজকের দিনে রবীন্দ্র সংগীত শিল্পী ও কবি অমিতা ঠাকুরের মৃত্যু হয়।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৮ মার্চ | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 8 March

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৮ মার্চ : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

8 March 1942 : ১৯৪২ সালের আজকের দিনে ঢাকায় ফ্যাসিবিরোধী আন্দোলনে ছোট গল্পকার সোমেন চন্দ মিছিল চলাকালীন নিহত হন।

8 March 1972 : ১৯৭২ সালের আজকের দিনে বাংলাদেশে জাতীয় রক্ষীবাহিনী গঠনের সরকারি আদেশ জারী হয়।

8 March 2020 ; ২০২০ সালে আজকের দিনে বাংলাদেশে নোভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৮ মার্চ | Today’s famous day in the history of the world (Bengali) : 8 March

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৮ মার্চ, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 8 March, Today’s Famous day on 8 March in the World. On this day Historical Famous Events in The World)

8 March 1080 : ১০৮০ সালের আজকের দিনে পোপ গ্রেগরী জার্মানীর রাজা চতুর্থ হেনরীকে দ্বিতীয়বারের মতো ক্ষমতাচ্যুত করেন।

8 March 1702 : ১৭০২ সালের আজকের দিনে ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়াম পরলোক গমন করেন।

8 March 1722 : ১৭২২ সালের আজকের দিনে গুলনাবাদ যুদ্ধের সময় ইরানের সম্রাট সাফাভিদ একজন আফগান সৈন্যের দ্বারা পরাজিত হন।

8 March 1817 : ১৮১৭ সালের আজকের দিনে নিউ ইয়র্কের শেয়ার মার্কেটের প্রতিষ্ঠা হয়।

8 March 1878 : ১৮৭৪ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের ত্রয়োদশ রাষ্ট্রপতি মিলার্ড ফিল্‌মোর পরলোক গমন করেন।

8 March 1876 : ১৮৭৬ সালের আজকের দিনে আলেকজান্ডার গ্রাহাম বেল তাঁর প্রথম টেলিফোনের পেটেন্ট গ্রহণ করেন।

8 March 1894 : ১৮৯৪ সালের আজকের দিনে নিউইয়র্ক শহরে সর্বপ্রথম কুকুরের লাইসেন্স প্রদান করা হয়।

8 March 1911 : ১৯১১ সালে আজকের দিনে দিনটি আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্থান পায়।

8 March 1917 : ১৯১৭ সালের আজকের দিনে জ্যাজ রেকর্ড প্রথম বাজারে বিক্রি শুরু হয়।

8 March 1917 : ১৯১৭ সালের আজকের দিনে রাশিয়ার পেট্রো গ্রাদে রুশ বিপ্লব শুরু হয়।

8 March 1930 : ১৯৩০ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৭তম রাষ্ট্রপতি ও ১০ম প্রধান বিচারপতি উইলিয়াম হাওয়ার্ড পরলোক গমন করেন।

8 March 1949 : ১৯৪৯ সালের আজকের দিনে ভিয়েতনাম ফরাসিদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

8 March 1950 : ১৯৫০ সালের আজকের দিনে সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক বোমার অধিকারত্ব দাবি করে।

8 March 1954 : ১৯৫৪ সালের আজকের দিনে পূর্ববঙ্গ পরিষদের নির্বাচন হয়। ক্ষমতাসীন মুসলিম লীগকে পরাজিত করে যুক্তফ্রন্টের ঐতিহাসিক বিজয় সম্পন্ন হয়। ২৩৭টি আসনের মধ্যে যুক্তফ্রন্ট ২২৭টি ও মুসলিম লীগ ৯টি আসন পায়।

8 March 1957 : ১৯৫৭ সালের আজকের দিনে ঘানা জাতিসংঘে যোগদান করে।

8 March 2004 : ২০০৪ সালের আজকের দিনে প্যালেস্টাইন লিবারেশন ফ্রন্টের প্রতিষ্ঠাতা আবু আব্বাস পরলোক গমন করেন।

আজকের বিখ্যাত জন্মদিন : ৮ মার্চ | Today Famous Birthdays : 8 March

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 8 March. On this day Famous Birthdays in Bengali)

8 March 1879 : ১৮৭৯ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন নোবেলজয়ী বিখ্যাত জার্মানির ভৌত রসায়নবিদ অটো হান(Atto Hahn)। তিনি পরমাণু বিষয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করেছেন। ১৯৩৮ সালে নিউক্লিয়ার ফিসন আবিষ্কার করেন যা পারমাণবিক বিভাজন নামে পরিচিত। তেজস্ক্রিয়তা এবং তেজস্ক্রিয়-রসায়নবিদ্যার পথিকৃৎদের অন্যতম তিনি। তাকে প্রায়শঃই পরমাণু রসায়নবিদ্যার জনক হিসেবে আখ্যায়িত করা হয়। তিনি ১৯৪৪ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।

8 March 1953 : ১৯৫৩ সালে আজকের দিনে মুম্বাইয়ে জন্ম গ্রহণ করেন ভারতের বিশিষ্ট রাজনীতিক এবং রাজস্থানের প্রাক্তন তথা বর্তমান মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে/বসুন্ধরা রাজে সিন্ধিয়া(Vasundhara Raje)। ২০০৩ সালে ইনি রাজস্থানে ভারতীয় জনতা পার্টির হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেন এবং প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হন।

8 March 1974 : ১৯৭৪ সালে আজকের দিনে মুম্বাইয়ে জন্ম গ্রহণ করেন প্রাক্তন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা ফারদিন খান(Fardeen Khan)। তিনি ১৯৯৮ সালের হিন্দি চলচ্চিত্র “প্রেম আগান” এ অভিনয়ের মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি অনেক ব্যাবসাসফল জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেন , যেমন: জঙ্গল(২০০০), লাভ কে লিয়ে কুছ ভি কারেগা(২০০১), ভূত(২০০৩), জানশিন(২০০৩), নো এন্ট্রি(২০০৫), হেই বেবী(২০০৭), এবং অল দ্যা বেস্ট: ফান বিগিনস(২০০৯)।

8 March 1975 : ১৯৭৫ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ফারদিনী খান, ভারতীয় অভিনেতা।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ৮ মার্চ | Today Famous Deaths : 8 March

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 8 March. On this day Famous Deaths in Bengali)

8 March 1992 : ১৯৯২ সালে আজকের দিনে কলকাতায় মৃত্যুবরণ করেন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী ও কবি অমিতা ঠাকুর(Amita Thakur)। বিভিন্ন পত্র-পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হয়েছে। ‘জন্মদিন’ ও ‘অঞ্জলি’ তাঁর দু-খানি কাব্যগ্রন্থ। শেষ বয়সে প্রকাশিত হয়েছে তাঁর উল্লেখযোগ্য স্মৃতি রচনা – ‘জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির রান্না’ ও ‘বাইশে শ্রাবণ’। ১৯৯১ খ্রিস্টাব্দে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃক তিনি ডি.লিট. সম্মানে ভূষিত হন।

8 March 2002 : ২০০২ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন দক্ষিণ চব্বিশ পরগনার বিশিষ্ট যুক্তিবাদী সমাজবিজ্ঞানী ও মানবতাবাদী ঐতিহাসিক ড: নিরঞ্জন ধর(Dr. Niranjan Dhar)। তাঁর লেখা ‘Vedanta and Bengal Renaissance’ বইটি ইতিহাস ও সমাজ বিজ্ঞানের ছাত্র ও গবেষকদের কাছে এবং গণবিজ্ঞানকর্মী, বামপন্থায় বিশ্বাসী রাজনৈতিক ও সাংস্কৃতিক সকল কর্মীদের পাঠযোগ্য মূল্যবান সম্পদ।

8 March 2009 : ২০০৯ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ভারতীয় ইংরেজ জাদুকর আলী বংগো (William Oliver Wallace known by his stage name Ali Bongo)। He was former president of The Magic Circle who performed an act in which he was known as the “Shriek of Araby”.

আজকের দিনে ইতিহাস প্রশ্ন ও উত্তর : ৮ মার্চ | Today’s History Question and Answer : 8 March | History QNA 

  1. আন্তর্জাতিক নারী দিবস (International Women’s Day) কবে পালন করা হয়?

Ans. ৮ মার্চ (8 March) আন্তর্জাতিক নারী দিবস (International Women’s Day) পালন করা হয়। 

  1. নোবেলজয়ী বিখ্যাত জার্মানির ভৌত রসায়নবিদ অটো হান কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৮৯৭ সালের ৮ মার্চ (8 March 1897) নোবেলজয়ী বিখ্যাত জার্মানির ভৌত রসায়নবিদ অটো হান জন্মগ্রহণ করেন।

  1. ভারতের বিশিষ্ট রাজনীতিক এবং রাজস্থানের প্রাক্তন তথা বর্তমান মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৫৩ সালের ৮ মার্চ (8 March 1953) ভারতের বিশিষ্ট রাজনীতিক এবং রাজস্থানের প্রাক্তন তথা বর্তমান মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে জন্মগ্রহণ করেন।

  1. ভারতীয় চলচ্চিত্র অভিনেতা ফারদিন খান কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৭৪ সালের ৮ মার্চ (8 March 1974) ভারতীয় চলচ্চিত্র অভিনেতা ফারদিন খান জন্মগ্রহণ করেন।

  1. ভারতীয় অভিনেতা ফারদিনী খান কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৭৫ সালের ৮ মার্চ (8 March 1975) ভারতীয় চলচ্চিত্র অভিনেতা ফারদিন খান জন্মগ্রহণ করেন।

  1. যুক্তিবাদী সমাজবিজ্ঞানী ও মানবতাবাদী ঐতিহাসিক ড: নিরঞ্জন ধর কবে মারা যান?

Ans. ২০০২ সালের ৮ মার্চ (8 March 2002) যুক্তিবাদী সমাজবিজ্ঞানী ও মানবতাবাদী ঐতিহাসিক ড: নিরঞ্জন ধর মারা যান।

  1. বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী ও কবি অমিতা ঠাকুর(Amita Thakur) কবে মারা যান?

Ans. ১৯৯২ সালের ৮ মার্চ (8 March 1992) বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী ও কবি অমিতা ঠাকুর(Amita Thakur) কবে মারা যান।

  1. ভারতীয় ইংরেজ জাদুকর আলী বংগো কবে জন্মগ্রহণ করেন?

Ans. ২০০৯ সালের ৮ মার্চ (8 March 2009) ভারতীয় ইংরেজ জাদুকর আলী বংগো কবে জন্মগ্রহণ করেন।

  1. কলকাতায় পাবলিক লাইব্রেরির কবে উদ্বোধন হয়?

Ans. ১৯৩৬ সালের ৮ মার্চ (8 March 1936) কলকাতায় পাবলিক লাইব্রেরির উদ্বোধন হয়।

  1. বাংলাদেশে প্রথম কবে নোভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়?

Ans. ২০২০ সালের ৮ মার্চ (8 March 2020) বাংলাদেশে নোভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়।

আজকের বিখ্যাত দিনে ৮ মার্চ – The Famous Day 8 March in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ৮ মার্চ | Today’s Historical Events : 8 March (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। এই পোস্টটি লেখার জন্য On this day, Wikipedia, Bornglorious, Google এই উৎসগুলো থেকে কিছু তথ্য সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *