আজকের দিনে ইতিহাসের পাতায় ৯ জানুয়ারি | Today’s Historical Events 9 January in Bengali
আজকের দিনে ইতিহাসের পাতায় ৯ জানুয়ারি : Today’s Historical Events 9 January in Bengali : আজকের বিখ্যাত দিনে ৯ জানুয়ারি ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ৯ জানুয়ারি : Today’s Historical Events 9 January) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা ইতিহাসে ৯ জানুয়ারি।
আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৯ জানুয়ারি | Today’s Famous Day or Important Day in Bengali : 9 January
আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৯ জানুয়ারি – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 9 January. On this day Important Day in Bengali)
9 January : আজ ৯ জানুয়ারি – প্রবাসী ভারতীয় দিবস (ভারত)।
ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৯ জানুয়ারি | Today’s Famous Day in History (Bengali) : 9 January
ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৯ জানুয়ারি | Today’s famous day in the history of India (Bengali) : 9 January
আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৯ জানুয়ারি । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 9 January. Today’s Famous day on 9 January in India. On this day Historical Famous Events in India)
9 January 1757 : ১৭৫৭ সালের আজকের দিনে রবার্ট ক্লাইভ হুগলি দখল করেন।
9 January 1760 : ১৭৬০ সালের আজকের দিনে আহমদ শাহ দুরানি মারাঠাদের যুদ্ধে পরাজিত করেন। তাঁর অপর নাম ছিল আহমদ খান আবদালি, তাঁকে দুরানি বংশের প্রতিষ্ঠাতা ও আধুনিক আফগানিস্তানের প্রতিষ্ঠাতা বলা হয়।
9 January 1912 : ১৯১২ সালের আজকের দিনে মেদিনীপুর জেলায় বিপ্লবী রামকৃষ্ণ রায়ের জন্ম হয়। মেদিনীপুরের জেলাশাসক বার্জকে হত্যা করার অপরাধে ১৯৩৩ সালে তিনি প্রাণদণ্ডে দণ্ডিত হন।
9 January 1922 : ১৯২২ সালের আজকের দিনে পাঞ্জাব প্রদেশের রাইপুরে ভারতীয় বিজ্ঞানী হরগোবিন্দ খোরানার জন্ম হয়। ভারত সরকার দ্বারা পদ্মবিভূষণ সম্মানে তিনি ভূষিত হন। জেনেটিক কোড সংক্রান্ত গবেষণার জন্য তিনি ১৯৬৮ সালে শারীরবিদ্যায় নোবেল পুরস্কার পান।
9 January 1923 : ১৯২৩ সালের আজকের দিনে প্রথম ভারতীয় সিভিলিয়ান ও সাহিত্যিক সত্যেন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয়। তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা। ভারতীয় মহিলাদের সামাজিক সম্মান ও অগ্রগতিতে তাঁর অবদান অনস্বীকার্য।
9 January 1923 : ১৯২৩ সালে আজকের দিনে স্বরাজ রাজনৈতিক দল ভারতে প্রতিষ্ঠা করেছিলেন চিত্তরঞ্জন দাশকে সভাপতি এবং মতিলাল নেহেরু এর সেক্রেটারি হিসাবে।
9 January 1952 : ১৯৫২ সালের আজকের দিনে কলকাতায় ভারতীয় অর্থনীতিবিদ কৌশিক বসুর জন্ম হয়। ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত ওয়ার্ল্ড ব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ থাকার পর পর তিনি আন্তর্জাতিক অর্থনীতি সংস্থার প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত ছিলেন। ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি অর্থনীতিতে ভারত সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন। ২০০৮ সালে ভারত সরকার দ্বারা তিনি পদ্মভূষণ সম্মানে ভূষিত হন।
বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৯ জানুয়ারি | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 9 January
আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৯ জানুয়ারি : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ : আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)
9 January 1925 : ১৯২৫ সালের আজকের দিনে বাঙালি সাংবাদিক, কবি ও প্রবন্ধকার সন্তোষ গুপ্তের জন্ম হয়।
9 January 1965 : ১৯৬৫ সালের আজকের দিনে বাংলাদেশের মির্জাপুর ক্যাডেট কলেজের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৯ জানুয়ারি | Today’s famous day in the history of the world (Bengali) : 9 January
আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৯ জানুয়ারি, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 9 January, Today’s Famous day on 9 January in the World. On this day Historical Famous Events in The World)
9 January 1811 : ১৮১১ সালের আজকের দিনে স্কটল্যান্ডে প্রথম মহিলা গল্ফ টুর্নামেন্ট শুরু হয়।
9 January 1816 : ১৮১৬ সালের আজকের দিনে স্যার হামফ্রে ডেভির নিরাপত্তা বাতি সর্বপ্রথম হেপবার্ন কয়লাখনিতে ব্যবহৃত হয়।
9 January 1873 : ১৮৭৩ সালের আজকের দিনে ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের মৃত্যু হয়।
9 January 1913 : ১৯১৩ সালের আজকের দিনে আমেরিকার ৩৭তম প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন জন্ম হয়।
9 January 1951 : ১৯৫১ সালের আজকের দিনে নিউ ইয়র্ক সিটিতে জাতিপুঞ্জ সদর দপ্তরের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
9 January 1960 : ১৯৬০ সালের আজকের দিনে মিশরের নীল নদের উপর বিশ্ববিখ্যাত আসোয়ান বাঁধের নির্মাণের কাজ শুরু হয়।
9 January 2011 : ২০১১ সালের আজকের দিনে ‘ইরান এয়ার ফ্লাইট ২৭৭’ ইরানের উর্মিয়াতে ভেঙে পড়ায় ৭৭ জনের মৃত্যু হয়।
আজকের বিখ্যাত জন্মদিন : ৯ জানুয়ারি | Today Famous Birthdays : 9 January
আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 9 January. On this day Famous Birthdays in Bengali)
9 January 1920 : ১৯২০ সালের আজকের দিনে হাকিম মোহাম্মদ সাইদ, পাকিস্তানী পন্ডিত এবং চিকিত্সক গবেষক, ভারতের নয়াদিল্লিতে জন্মগ্রহণ করেছিলেন (মৃত্যু:1998)।
9 January 1922 : ১৯২২ সালের আজকের দিনে হর গোবিন্দ খোরানা, ভারতীয়-আমেরিকান বায়োকেমিস্ট (নোবেল 1968), ব্রিটিশ ভারতের পাঞ্জাবের রায়পুরে জন্মগ্রহণ করেন।
9 January 1974 : ১৯৭৪ সালের আজকের দিনে ফারহান আখতার, ভারতীয় বলিউড চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা, ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেছিলেন।
আজকের বিখ্যাত মৃত্যুদিন : ৯ জানুয়ারি | Today Famous Deaths : 9 January
আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 9 January. On this day Famous Deaths in Bengali)
9 January : আজ ৯ জানুয়ারি – No Record.
আজকের বিখ্যাত দিনে ৯ জানুয়ারি : The Famous Day 9 January in Bengali
আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ৯ জানুয়ারি | Today’s Historical Events : 9 January (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।