Close Ad close
Breaking
Sun. Jan 12th, 2025
আজকের দিনে ইতিহাসের পাতায় ৯ মার্চ | Today's Historical Events 9 Marchআজকের দিনে ইতিহাসের পাতায় ৯ মার্চ | Today's Historical Events 9 March

আজকের দিনে ইতিহাসের পাতায় ৯ মার্চ | Today’s Historical Events 9 March in Bengali

আজকের দিনে ইতিহাসের পাতায় ৯ মার্চ  : Today’s Historical Events 9 March in Bengali : আজকের বিখ্যাত দিনে ৯ মার্চ ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ৯ মার্চ  : Today’s Historical Events 9 March) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা  ইতিহাসে ৯ মার্চ।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৯ মার্চ | Today’s Famous Day or Important Day in Bengali : 9 March

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৯ মার্চ – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 9 March. On this day Important Day in Bengali)

9 March : আজ ৯ মার্চ – Barbie Day.

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৯ মার্চ | Today’s Famous Day in History (Bengali) : 9 March

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৯ মার্চ | Today’s famous day in the history of India (Bengali) : 9 March

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৯ মার্চ । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 9 March. Today’s Famous day on 9 March in India. On this day Historical Famous Events in India)

9 March 1858 : ১৮৫৮ সালের আজকের দিনে বিখ্যাত কবি, পণ্ডিত ও নাট্যকার মদনমোহন তর্কালঙ্কারের মৃত্যু হয়।

9 March 1858 : ১৮৫৮ সালের আজকের দিনে সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফর রেঙ্গুনে নির্বাসিত হন।

9 March 1872 : ১৮৭২ সালের আজকের দিনে ব্রাহ্মধর্ম বোধিনী সভা প্রতিষ্ঠিত হয়।

9 March 1951 : ১৯৫১ সালের আজকের দিনে ভারতীয় বিখ্যাত তবলা বাদক, সুরকার ও অভিনেতা জাকির হোসেনের জন্ম হয়।

9 March 2012 : ২০১২ সালের আজকের দিনে ভারতের বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক জয় মুখার্জির মৃত্যু হয়।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৯ মার্চ | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 9 March

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৯ মার্চ : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

9 March 1929 : ১৯২৯ সালের আজকের দিনে বাংলাদেশের রাষ্ট্রপতি জিল্লুর রহমানেরজন্ম হয়।

9 March 1934 : ১৯৩৪ সালের আজকের দিনে বাংলাদেশের জনপ্রিয় চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরীর জন্ম হয়।

9 March 2015 : ২০১৫ সালের আজকের দিনে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো নকআউট পর্বে উন্নীত হয় ৷

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৯ মার্চ | Today’s famous day in the history of the world (Bengali) : 9 March

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৯ মার্চ, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 9 March, Today’s Famous day on 9 March in the World. On this day Historical Famous Events in The World)

9 March 1074 : ১০৭৪ সালের আজকের দিনে পোপ সপ্তম গ্রেগরী বিবাহিত পাদ্রীদের ধর্মচ্যুত করেন।

9 March 1454 : ১৪৫৪ সালের আজকের দিনে বিশিষ্ট নৌ-অভিযাত্রী আমেরিগো ভেসপুচি জন্মগ্রহণ করেন। তাঁর নামানুসারে আমেরিকার নামকরণ করা হয়।

9 March 1851 : ১৮৫১ সালের আজকের দিনে বিশিষ্ট ডেনিশ পদার্থবিজ্ঞানী ও রসায়নবিদ হান্স ক্রিশ্চিয়ান অরস্টেডের মৃত্যু হয়।

9 March 1897 : ১৮৯৭ সালের আজকের দিনে বিশিষ্ট আফগান ভাবাদর্শী সাইয়িদ জামাল উদ্দিন আফগানির মৃত্যু হয়।

9 March 1923 : ১৯২৩ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রিয়ান বংশোদ্ভূত আমেরিকান পদার্থবিদ ওয়াল্টার কোন জন্মগ্রহণ করেন।

9 March 1930 : ১৯৩০ সালের আজকের দিনে লন্ডনে প্রথম হিমায়িত খাদ্য বিপণন শুরু হয়।

9 March 1944 : ১৯৪৪ সালের আজকের দিনে মার্কিন বাহিনী দিবালোকে বার্লিনে বোমাবর্ষণ শুরু করে।

9 March 1956 : ১৯৫৬ সালের আজকের দিনে মরক্কো ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা পুনরুদ্ধার করে নেয়।

9 March 1961 : ১৯৬১ সালের আজকের দিনে সোভিয়েত ইউনিয়ন স্পুটনিক-৯ নভোযানের মাধ্যমে মহাশূন্যে প্রথমবারের মতো লাইকা নামের একটি কুকুর প্রেরণ করে।

9 March 1974 : ১৯৭৪ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান শারীরবিজ্ঞানী আর্ল উইলবার সাদারল্যান্ড জুনিয়রের মৃত্যু হয়।

9 March 1983 : ১৯৮৩ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ শারীরবিজ্ঞানী উল্ফ ভন ইউলারের মৃত্যু হয়।

9 March 1992 : ১৯৯২ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী রাজনীতিবিদ ও ৬ষ্ঠ প্রধানমন্ত্রী ইজরায়েলের মেনাখেম বেগিনের মৃত্যু হয়।

9 March 2015 : ২০১৫ সালের আজকের দিনে বিশিষ্ট ফরাসি মুষ্টিযোদ্ধা অ্যালেক্সিস ভাস্টিনের মৃত্যু হয়।

আজকের বিখ্যাত জন্মদিন : ৯ মার্চ | Today Famous Birthdays : 9 March

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 9 March. On this day Famous Birthdays in Bengali)

9 March 1934 : ১৯৩৪ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন রাশিয়ার কর্নেল, পাইলট ও মহাকাশচারী ইউরি গ্যাগারিন (Yuri Alekseyevich Gagarin)। তিনি সর্বপ্রথম ব্যক্তি যিনি মহাকাশ ভ্রমণ করেন, তিনি ভস্টক নভোযানে করে ১৯৬১ সালের ১২ই এপ্রিল, পৃথিবীর কক্ষপথ প্রদক্ষিণ করেন।

9 March 1951 : ১৯৫১ সালে আজকের দিনে মুম্বাইয়ে জন্ম গ্রহণ করেন বিখ্যাত ভারতীয় তবলা বাদক, সুরকার ও অভিনেতা জাকির হোসেন (Ustad Zakir Hussain)। He was awarded the Padma Shri in 1988, and the Padma Bhushan in 2002, by the Government of India presented by President Abdul Kalam.

9 March 1956 : ১৯৫৬ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন ভারতীয় রাজনীতিবীদ এবং আন্তর্জাতিক কূটনীতিক কংগ্রেস নেতা শশী থারুর (Shashi Tharoor)। যিনি ২০০৯ সাল থেকে ভারতের কেরল রাজ্যের লোকসভা সংসদ সদস্য।

9 March 1985 : ১৯৮৫ সালে আজকের দিনে গুজরাতের আহমেদাবাদে জন্ম গ্রহণ করেন প্রাক্তন ক্রিকেটার পার্থিব প্যাটেল (Parthiv Ajay Patel)। ২০০০-এর দশকের শুরুরদিক থেকে শুরু করে ২০১০-এর শেষদিক পর্যন্ত ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ৯ মার্চ | Today Famous Deaths : 9 March

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 9 March. On this day Famous Deaths in Bengali)

9 March 1851 : ১৮৫১ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন কোপেনহেগেনের(ডেনমার্ক) পদার্থবিজ্ঞানী ও রসায়নবিদ হান্স ক্রিশ্চিয়ান অরস্টেড (Hans Christian Orsted) , যিনি আবিষ্কার করেছিলেন , তড়িৎ প্রবাহ চৌম্বক ক্ষেত্র তৈরি করে যা তড়িচ্চুম্বকত্বের একটি গুরুত্বপূর্ণ দিক। তিনি এখনো ওরস্টেডের লয়ের জন্য পরিচিত। সিজিএস পদ্ধতিতে চৌম্বক ক্ষেত্রের একক অরস্টেড (Oe) তার নামানুসারে করা হয়।

9 March 1858 : ১৮৫৮ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন নদীয়া জেলার কবি, পণ্ডিত ও নাট্যকার মদনমোহন তর্কালঙ্কার (Madan Mohan Tarkalankar)। তিনি বাংলার নবজাগরণের অন্যতম অগ্রদূত হিসিবেও পরিগণিত। তিনি ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যাপক ছিলেন এবং বাল্যশিক্ষার জন্য একাধিক পাঠ্যপুস্তক রচনা করেন। তাঁর রচিত শিশুশিক্ষা গ্রন্থটি ঈশ্বরচন্দ্র কর্তৃক রচিত “বর্ণপরিচয়” গ্রন্থটিরও পূর্বে প্রকাশিত। তিনি ‘শিশুশিক্ষা’ পুস্তকটির ‘প্রথম ভাগ’ ১৮৪৯ সালে এবং ‘দ্বিতীয় ভাগে’ ১৮৫০ সালে প্রকাশ করেন। পরবর্তীতে পুস্তকটির ‘তৃতীয় ভাগ’ এবং ‘বোধোদয়’ শিরোনামে ‘চতুর্থ ভাগ’ প্রকাশিত হয়। তাঁর বিখ্যাত কিছু পংক্তির মধ্যে রয়েছে: ‘পাখী সব করে রব, রাতি পোহাইল’ ; ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারা দিন আমি যেন ভালো হয়ে চলি’ ; ‘লেখাপড়া করে যে/ গাড়ি ঘোড়া চড়ে সে’।

9 March 1994 : ১৯৯৪ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন বিশাখাপত্তমের(বর্তমান অন্ধ্রপ্রদেশ) ভারতের’ফার্স্ট লেডি অফ ইণ্ডিয়ান স্কিন’খ্যাত অভিনেত্রী দেবিকা রাণী চৌধুরী (Devika Rani Chaudhuri) , যিনি সচরাচর দেবিকা রাণী নামে পরিচিত। বিংশ শতাব্দীর তিরিশের দশক হতে চল্লিশের দশক পর্যন্ত ভারতীয় চলচ্চিত্রে অভিনয় করেন।

9 March 2012 : ২০১২ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ঝাঁসিতে(উত্তর প্রদেশে) জন্ম গ্রহণকারী ভারতের চলচিত্র অভিনেতা ও পরিচালক জয় মুখার্জি (Joy Mukherjee)। তার বিখ্যাত কিছু পুরোনো হিন্দি ছবি এখনো অনেকের হৃদয়ে গেঁথে রয়েছে , যেমন – ‘লাভ ইন সিমলা’ , ‘ফির ওহি দিল লায়া হুঁ’ , ‘লাভ ইন টোকিও’ , ‘শাগির্দ’।

আজকের দিনে ইতিহাস প্রশ্ন ও উত্তর : ৯ মার্চ | Today’s History Question and Answer : 9 March | History QNA 

  1. রাশিয়ার কর্নেল, পাইলট ও মহাকাশচারী ইউরি গ্যাগারিন কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৩৪ সালের ৯ মার্চ (9 March 1934) রাশিয়ার কর্নেল, পাইলট ও মহাকাশচারী ইউরি গ্যাগারিন জন্মগ্রহণ করেন।

  1. ভারতীয় তবলা বাদক, সুরকার ও অভিনেতা জাকির হোসেন কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৫১ সালের ৯ মার্চ (9 March 1951) ভারতীয় তবলা বাদক, সুরকার ও অভিনেতা জাকির হোসেন জন্মগ্রহণ করেন।

  1. ভারতীয় রাজনীতিবীদ এবং আন্তর্জাতিক কূটনীতিক কংগ্রেস নেতা শশী থারুর কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৫৬ সালের ৯ মার্চ (9 March 1956) ভারতীয় রাজনীতিবীদ এবং আন্তর্জাতিক কূটনীতিক কংগ্রেস নেতা শশী থারুর জন্মগ্রহণ করেন।

  1. গুজরাতের আহমেদাবাদে জন্ম গ্রহণ করেন প্রাক্তন ক্রিকেটার পার্থিব প্যাটেল কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৫৬ সালের ৯ মার্চ (9 March 1956) গুজরাতের আহমেদাবাদে জন্ম গ্রহণ করেন প্রাক্তন ক্রিকেটার পার্থিব প্যাটেল জন্মগ্রহণ করেন।

  1. কোপেনহেগেনের(ডেনমার্ক) পদার্থবিজ্ঞানী ও রসায়নবিদ হান্স ক্রিশ্চিয়ান অরস্টেড কবে মারা যান?

Ans. ১৮৫১ সালের ৯ মার্চ (9 March 1851) কোপেনহেগেনের(ডেনমার্ক) পদার্থবিজ্ঞানী ও রসায়নবিদ হান্স ক্রিশ্চিয়ান অরস্টেড কবে মারা যান।

  1. নদীয়া জেলার কবি, পণ্ডিত ও নাট্যকার মদনমোহন তর্কালঙ্কার কবে মারা যান?

Ans. ১৮৫৮ সালের ৯ মার্চ (9 March 1858) নদীয়া জেলার কবি, পণ্ডিত ও নাট্যকার মদনমোহন তর্কালঙ্কার মারা যান।

  1. বিশাখাপত্তমের(বর্তমান অন্ধ্রপ্রদেশ) ভারতের’ফার্স্ট লেডি অফ ইণ্ডিয়ান স্কিন’খ্যাত অভিনেত্রী দেবিকা রাণী চৌধুরী কবে মারা যান?

Ans. ১৯৯৪ সালের ৯ মার্চ (9 March 1994) বিশাখাপত্তমের(বর্তমান অন্ধ্রপ্রদেশ) ভারতের’ফার্স্ট লেডি অফ ইণ্ডিয়ান স্কিন’খ্যাত অভিনেত্রী দেবিকা রাণী চৌধুরী মারা যান।

  1. ভারতের চলচিত্র অভিনেতা ও পরিচালক জয় মুখার্জি কবে জন্মগ্রহণ করেন?

Ans. ২০১২ সালের ৯ মার্চ (9 March 2012) ভারতের চলচিত্র অভিনেতা ও পরিচালক জয় মুখার্জি জন্মগ্রহণ করেন।

আজকের বিখ্যাত দিনে ৯ মার্চ – The Famous Day 9 March in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ৯ মার্চ | Today’s Historical Events : 9 March (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। এই পোস্টটি লেখার জন্য On this day, Wikipedia, Bornglorious, Google এই উৎসগুলো থেকে কিছু তথ্য সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *