Close Ad close
Breaking
Sat. Jan 18th, 2025

আজকের বিখ্যাত দিনে : The Famous Day 5th June in Bengali

আজকের বিখ্যাত দিনে : The Famous Day 5th June in Bengali
আজকের বিখ্যাত দিনে : The Famous Day 5th June in Bengali

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ৫ জুন।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : Today’s Important Day or Famous Day in Bengali

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস । আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 5th June. On this day Important Day in Bengali)

5th June : ৫ জুন আজ বিশ্ব পরিবেশ দিবস।

আজকের বিখ্যাত দিনে ইতিহাস : Famous day 5th June in History (Bengali)

আজকের বিখ্যাত দিনে ভারত : Famous day 5th June in India (Bengali)

আজকের দিনে ভারত : আজকের বিখ্যাত দিনে ভারত । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s Famous day on 5th June in India. On this day Historical Famous Events in Bengali)

5th June 1865 : ১৮৬৫ সালের আজকের দিনে বিশিষ্ট শিক্ষাবিদ সতীশ চন্দ্র মুখার্জীর জন্ম হয়।

5th June 1952 : ১৯৫২ সালের আজকের দিনে বিশিষ্ট ভারতীয় চলচ্চিত্র প্রযোজক মুকেশ ভাটের জন্ম হয়।

5th June 1961 : ১৯৬১ সালের আজকের দিনে বিশিষ্ট টেনিস খেলোয়ার রমেশ কৃষ্ণাণ এর জন্ম হয়।

5th June 1973 : ১৯৭৩ সালের আজকের দিনে বিশিষ্ট হিন্দু জাতীয়তাবাদী নেতা মাধব সদাশিব গোলওয়ালকরের মৃত্যু হয়।

5th June 1984 : ১৯৮৪ সালের আজকের দিনে রাত দশটা নাগাদ ‘অপারেশন ব্লু স্টার’-এর অংশ হিসেবে অমৃতস্বর স্বর্ণ মন্দিরে ভারতীয় সামরিক বাহিনীর হামলা করে।

5th June 2016 : ২০১৬ সালের আজকের দিনে বিশিষ্ট বডিবিল্ডার বিশ্বশ্রী মনোহর আইচের মৃত্যু হয়।

আজকের বিখ্যাত দিনে বাংলাদেশ : Famous day 5th June in Bangladesh (Bengali)

আজকের দিনে বাংলাদেশ : আজকের বিখ্যাত দিনে বাংলাদেশ : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s Famous day on 5th June in Bangladesh. On this day Historica Famousl Events in Bengali)

5th June 1961 : ১৯৬১ সালের আজকের দিনে “একুশে পদক” প্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক স্বদেশ রায়ের জন্ম হয়।

5th June 1963 : ১৯৬৩ সালের আজকের দিনে রাজনীতিবিদ আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ হাছান মাহমুদের জন্ম হয়।

5th June 1988 : ১৯৮৮ সালের আজকের দিনে ক্রিকেটার মুহম্মদ শামসুর রেহমান (শুভ) এর জন্ম হয়।

5th June 2011 : ২০১১ সালের আজকের দিনে বিশিষ্ট পপ সঙ্গীতশিল্পী আজম খানের মৃত্যু হয়।

5th June 2016 : ২০১৬ সালের আজকের দিনে বর্ডার গার্ড বাংলাদেশের প্রথম নারী সদস্যদের পথচলা শুরু হয়।

আজকের বিখ্যাত দিনে বিশ্ব : Famous day 5th June in World (Bengali)

আজকের দিনে বিশ্ব : আজকের বিখ্যাত দিনে বিশ্ব : আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব : আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব : আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s Famous day on 5th June in the World. On this day Historical Famous Events in Bengali)

5th June 467 : ৪৬৯ পূর্ব সাধারণ অব্দের আজকের দিনে বিখ্যাত গ্রিক দার্শনিক সক্রেটিসের জন্ম হয়।

5th June 1723 : ১৭২৩ সালের আজকের দিনে বিশিষ্ট স্কটিশ অর্থনীতিবিদ ও দার্শনিক অ্যাডাম স্মিথের জন্ম হয়।

5th June 1898 : ১৮৯৮ সালের আজকের দিনে স্পেনের বিশিষ্ট কবি ফেদেরিকো গারসিয়া লোরকার জন্ম হয়।

5th June 1910 : ১৯১০ সালের আজকের দিনে প্রখ্যাত মার্কিন ছোট গল্পকার ও হেনরির মৃত্যু হয়।

5th June 1915 : ১৯১৫ সালের আজকের দিনে ডেনমার্কের সংবিধান সংশোধনের মধ্য দিয়ে নারীদের ভোটদানের অধিকার প্রদান করা হয়।

5th June 1982 : ১৯৪২ সালের আজকের দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্র বুলগেরিয়া, হাঙ্গেরি ও রোমানিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

5th June 1967 : ১৯৬৭ সালের আজকের দিনে মধ্যপ্রাচ্যের ছয়দিনের যুদ্ধ শুরু হয়।

5th June 1972 : ১৯৭২ সালের আজকের দিনে সুইডেনের রাজধানী স্টকহোমে ‘মানব পরিবেশ সম্মেলন’ শুরু হয়।

5th June 2004 : ২০০৪ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪০তম রাষ্ট্রপতি রোনাল্ড রেগানের মৃত্যু হয়।

5th June 2015 : ২০১৫ সালের আজকের দিনে ইরাকের বিশিষ্ট রাজনীতিবিদ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং উপ-প্রধানমন্ত্রী তারেক আজিজের মৃত্যু হয়।

5th June 2017 : ২০১৭ সালের আজকের দিন মধ্যপ্রাচ্যের ছ’টি অন্যতম প্রধান দেশ যথাক্রমে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, মিশর, লিবিয়া, ইয়েমেন ও বাহরিন একত্রে কাতারের সাথে কূটনৈতিক সম্পর্কের বিচ্ছেদ ঘটায়।

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী : Today Famous Marriage Anniversary

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ বিবাহ (Today’s Famous Marriage Anniversary on 5th June. On this day Famous Marrige Anniversary in Bengali)

আজকের বিখ্যাত জন্মদিন : Today Famous Birthday

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 5th June. On this day Famous Birthdays in Bengali)

5th June 1952 : ১৯৫২ সালের ৫ ই জুন: মুকেশ ভট্ট, ভারতীয় চলচ্চিত্র নির্মাতা (বিশেশ ফিল্মস), ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেছিলেন।

5th June 1961 : ১৯৬১ সালের ৫ ই জুন : রমেশ কৃষ্ণান, ভারতীয় টেনিস তারকা (ডেভিস কাপ ১৯৮৭), ভারতের চেন্নাইয়ে জন্মগ্রহণ করেছিলেন।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : Today Famous Deaths

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 5th June. On this day Famous Deaths in Bengali)

5th June 1984 : ১৯৮৪ সালের ৫ ই জুন : জারনাইল সিং ভিন্দ্রনওয়ালে, ইন্ডিজ শিখ নেতা।

আজকের বিখ্যাত দিনে : The Famous Day 5th June in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে : The Famous Day 5th June (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *