Close Ad close
Breaking
Sun. Jan 12th, 2025

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় : Today’s Famous Day 12 July in History

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় : Today's Famous Day 12 July in History

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ১২ জুলাই।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : Today’s Important Day or Famous Day in Bengali

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস । আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 12 July. On this day Important Day in Bengali)

12 July : ১২ জুলাই আজ বিশ্ব মালালার দিন।

আজকের বিখ্যাত দিনে ইতিহাস : Famous day 12 July in History (Bengali)

আজকের বিখ্যাত দিনে ভারত : Famous day 12 July in India (Bengali)

আজকের দিনে ভারত : আজকের বিখ্যাত দিনে ভারত । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s Famous day on 12 July in India. On this day Historical Famous Events in India)

12 July 1674 : ১৬৭৪ সালের আজকের দিনে শিবাজি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মৈত্রী চুক্তি করেন।

12 July 1909 : ১৯০৯ সালের আজকের দিনে বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক বিমল রায়ের জন্ম হয়।

12 July 1920 : ১৯২০ সালের আজকের দিনে কাজী নজরুল ইসলাম ও মোজাফ্ফর আহমদের সম্পাদনায় দৈনিক ‘নবযুগ’ পত্রিকা প্রথম প্রকাশিত হয়।

12 July 1961 : ১৯৬১ সালের আজকের দিনে খাদাকোয়াসলা ও পানসেট ড্যামের ব্যর্থতার কারণে পুনে শহর বন্যাপ্লাবিত হয় ও অন্তত দু’হাজার লোকের মৃত্যু হয়।

12 July 1965 : ১৯৬৫ সালের আজকের দিনে বিশিষ্ট ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকরের জন্ম হয়।

12 July 2002 : ২০০২ হিন্দি ছবি “দেবদাস” প্রিমিয়ারস সঞ্জয় লীলা ভানসলি পরিচালিত এবং শাহরুখ খান, ঐশ্বরিয়া রায় এবং মাধুরী দীক্ষিত অভিনীত (সেরা চলচ্চিত্র ফিল্মফেয়ার পুরষ্কার)।

12 July 2012 : ২০১২ সালের আজকের দিনে ভারতীয় কুস্তিগীর ও অভিনেতা দারা সিংয়ের মৃত্যু হয়।

আজকের বিখ্যাত দিনে বাংলাদেশ : Famous day 12 July in Bangladesh (Bengali)

আজকের দিনে বাংলাদেশ : আজকের বিখ্যাত দিনে বাংলাদেশ : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s Famous day on 12 July in Bangladesh. On this day Historica Famousl Events Bangladesh)

12 July 1957 : ১৯৫৭ সালের আজকের দিনে ঢাকা সিটি আওয়ামী লীগের তৎকালীন সভাপতি ইয়ার মোহাম্মদ খান সভাপতি পদ থেকে ইস্তফা দেন এবং রাজনীতি থেকে সরে দাঁড়ান।

12 July 1972 : ১৯৭২ সালের আজকের দিনে বই প্রকাশক ফয়সাল আবেদিন দীপনের জন্ম হয়।

12 July 1972 : ১৯৭২ সালের আজকের দিনে তানজানিয়া বাংলাদেশকে স্বাধীন দেশের স্বীকৃতি দেয়।

12 July 1992 : ১৯৯২ সালের আজকের দিনে ক্রিকেটার অভিষেক মিত্রের জন্ম হয়।

আজকের বিখ্যাত দিনে বিশ্ব : Famous day 12 July in The World (Bengali)

আজকের দিনে বিশ্ব : আজকের বিখ্যাত দিনে বিশ্ব : আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব : আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব : আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s Famous day on 12 July in the World. On this day Historical Famous Events in The World)

12 July 1854 : ১৮৫৪ সালের আজকের দিনে ইস্টম্যান-কোডাকের প্রতিষ্ঠাতা জর্জ ইস্টম্যানের জন্ম হয়।

12 July 1861 : ১৮৬১ সালের আজকের দিনে রাশিয়ান পিয়ানোবাদক, সুরকার ও শিক্ষক আন্তন স্তেপানোভিচ আরেনস্কাইয়ের জন্ম হয়।

12 July 1868 : ১৮৬৮ সালের আজকের দিনে জার্মান কবি স্টিফান জর্জ এর জন্ম হয়।

12 July 1902 : ১৯০২ সালের আজকের দিনে ইতালির সন্ত জোহানেস গোয়ালবার্তাস এর মৃত্যু হয়।

12 July 1904 : ১৯০৪ সালে আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী চিলির কবি পাবলো নেরুদার জন্ম হয়।

12 July 1913 : ১৯১৩ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিজ্ঞানী উইলিস ইউজিন ল্যাম্বের জন্ম হয়।

12 July 1926 : ১৯২৬ সালের আজকের দিনে ইংরেজ পুরাতাত্ত্বিক গায়ট্রুডের মৃত্যু হয়।

12 July 1928 : ১৯২৮ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ এলিয়াস জেমস কোরির জন্ম হয়।

12 July 1931 : ১৯৩১ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ ধর্ম যাজক নাথান সডারব্লমের মৃত্যু হয়।

12 July 1945 : ১৯৪৫ সালের আজকের দিনে জার্মান ফিল্ড মার্শাল ওয়লফ্রাম ফ্রেইহের ভন রিচথোফেনের মৃত্যু হয়।

12 July 1945 : ১৯৪৫ সালের আজকের দিনে রাশিয়ান গণিতবিদ ও প্রকৌশলী বরিস গালেরকিনের মৃত্যু হয়।

12 July 1975 : ১৯৭৫ সালের আজকের দিনে ব্রিটেনে নগ্ন দৌড়ের ঘটনা দেখা দেয়।

12 July 1998 : ১৯৯৮ সালের আজকের দিনে বিশ্বকাপ ফুটবলে ফ্রান্স চ্যাম্পিয়ন হয়।

আজকের বিখ্যাত জন্মদিন : Today Famous Birthday

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 12 July. On this day Famous Birthdays in Bengali)

12 July 1983 : ১৯৮৩ মুনাফ প্যাটেল, ভারতীয় ক্রিকেট মিডিয়াম-ফাস্ট বোলার (১৩ টেস্ট, ৩৫ উইকেট; ওয়ানডে), ভারতের ইজহার, গুজরাটে জন্মগ্রহণ করেন।

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : Today Famous Marriage Anniversary and Divorces

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ বিবাহ এবং বিবাহবিচ্ছেদ (Today’s Famous Marriage Anniversary and Divorces on 12 July. On this day Famous Marrige Anniversary and Divorces in Bengali)

12 July : Click here

আজকের বিখ্যাত মৃত্যুদিন : Today Famous Deaths

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 16 June. On this day Famous Deaths in Bengali)

12 July 2013 : ২০১৩ প্রাণ কৃশন সিকান্দ, ভারতীয় অভিনেতা প্রায়শই হিন্দি সিনেমায় খলনায়ক হিসাবে অভিনয় করেছিলেন (খন্দান, বি-ইমামান), নিউমোনিয়ায় মারা গেছেন 93 বছর বয়সে মারা যান।

আজকের বিখ্যাত দিনে : The Famous Day 12 July in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে : The Famous Day 12 July (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Sources : Link1, Link2, Link3

Please share with your friends

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *