Close Ad close
Breaking
Sat. Jan 18th, 2025

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় : Today’s Famous Day 23 July in History

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় : Today's Famous Day 23 July in History

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ২৩ জুলাই।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : Today’s Important Day or Famous Day in Bengali

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস । আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 23 July. On this day Important Day in Bengali)

23 July : ২৩ জুলাই আজ জাতীয় সম্প্রচার দিবস।

আজকের বিখ্যাত দিনে ইতিহাস : Famous day 23 July in History (Bengali)

আজকের বিখ্যাত দিনে ভারত : Famous day 23 July in India (Bengali)

আজকের দিনে ভারত : আজকের বিখ্যাত দিনে ভারত । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s Famous day on 23 July in India. On this day Historical Famous Events in India)

23 July 1808 : ১৮০৮ সালের আজকের দিনে উনিশ শতকের বাঙালি বিচারপতি হরচন্দ্র ঘোষের জন্ম হয়।

23 July 1843 : ১৮৪৩ সালের আজকের দিনে সাংবাদিক ও সাহিত্যিক রায়বাহাদুর কালীপ্রসন্ন ঘোষের জন্ম হয়।

23 July 1856 : ১৮৫৬ সালের আজকের দিনে ভারতীয় মুক্তি সংগ্রামী বাল গঙ্গাধর তিলকের জন্ম হয়।

23 July 1893 : ১৮৯৩ সালের আজকের দিনে বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রতিষ্ঠিত হয়।

23 July 1898 : ১৮৯৮ সালের আজকের দিনে খ্যাতনামা কথাশিল্পী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়।

23 July 1906 : ১৯০৬ সালের আজকের দিনে ভারতের স্বাধীনতাসংগ্রামী চন্দ্র শেখর আজাদের জন্ম হয়।

23 July 1933 : ১৯৩৩ সালের আজকের দিনে কারারুদ্ধ অবস্থায় যতীন্দ্রমোহন সেনগুপ্তর মৃত্যু হয়।

23 July 1973 : ১৯৭৩ সালের আজকের দিনে ভারতীয় গায়ক, গীতিকার, প্রযোজক, অভিনেতা ও পরিচালক হিমেশ রেশমিয়ার জন্ম হয়।

23 July 2004 : ২০০৪ সালের আজকের দিনে ভারতীয় অভিনেতা, পরিচালক ও প্রযোজক মেহমুদ আলীর মৃত্যু হয়।

23 July 2019 : ২০১৯ সালের আজকের দিনে ভারতের উত্তরকাশি জেলার ১৩২ টি গ্রামে তিন মাসের মধ্যে কোনও মেয়ে জন্ম না দেওয়ার পরে তদন্ত শুরু হয়েছিল, কারণ হিসাবে সন্দেহযুক্ত যৌন-নির্বাচনী গর্ভপাত নিয়ে সন্দেহ করা হচ্ছে।

আজকের বিখ্যাত দিনে বাংলাদেশ : Famous day 23 July in Bangladesh (Bengali)

আজকের দিনে বাংলাদেশ : আজকের বিখ্যাত দিনে বাংলাদেশ : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s Famous day on 23 July in Bangladesh. On this day Historica Famousl Events Bangladesh)

23 July 1925 : ১৯২৫ সালের আজকের দিনে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও সাবেক অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদের জন্ম হয়।

23 July 1937 : ১৯৩৭ সালের আজকের দিনে অভিনেতা আজিম রউফ খালেদের জন্ম হয়।

23 July 1975 : ১৯৭৫ সালের আজকের দিনে রাজনীতিবিদ, আওয়ামী লীগের সদস্য তাহজীব আলম সিদ্দিকীর জন্ম হয়।

23 July 1986 : ১৯৮৬ সালের আজকের দিনে বাংলা কি বোর্ড ‘অভ্র’ এর উদ্ভাবক মেহেদী হাসান খানের জন্ম হয়।

23 July 2007 : ২০০৭ সালের আজকের দিনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত হয়।

আজকের বিখ্যাত দিনে বিশ্ব : Famous day 23 July in The World (Bengali)

আজকের দিনে বিশ্ব : আজকের বিখ্যাত দিনে বিশ্ব : আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব : আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব : আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s Famous day on 23 July in the World. On this day Historical Famous Events in The World)

23 July 1645 : ১৬৪৫ সালের আজকের দিনে খিলাফতের দ্বিতীয় খলিফা প্রথম ইয়েজিদ উমাইয়ার জন্ম হয়।

23 July 1793 : ১৭৯৩ সালের আজকের দিনে ফ্রান্স-এর হাত থেকে মেইনজ পুনরুদ্ধার করে প্রুশিয়া।

23 July 1797 : ১৭৯৭ সালের আজকের দিনে কায়রো শহরে নেপোলিয়ানের সেনারা ঢুকে এই শহরকে ফরাসি শাসন কায়েম করে।

23 July 1881 : ১৮৮১ সালের আজকের দিনে আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা সমূহের মধ্যে সবচেয়ে পুরাতন আন্তর্জাতিক জিমন্যাস্টিক ফেডারেশন প্রতিষ্ঠিত হয়।

23 July 1885 : ১৮৮৫ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের অষ্টাদশ রাষ্ট্রপতি ইউলিসিস এস. গ্রান্টের মৃত্যু হয়।

23 July 1903 : ১৯০৩ সালের আজকের দিনে ফোর্ড মোটরগাড়ি কোম্পানি ডেট্রয়েটে প্রথম গাড়ি বিক্রি করেছে।

23 July 1916 : ১৯১৬ সালের আজকের দিনে নোবেলজয়ী ইংরেজ রসায়নবিদ স্যার উইলিয়াম রামসের মৃত্যু হয়।

23 July 1957 : ১৯৫৭ সালের আজকের দিনে হল্যান্ডের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা থিও ভ্যান গগের জন্ম হয়।

23 July 1995 : ১৯৯৫ সালের আজকের দিনে হেল-বপ ধূমকেতু আবিস্কার হয়। পরের বছরের শুরুতে সেটি খালি চোখে দৃশ্যমান হয়।

আজকের বিখ্যাত জন্মদিন : Today Famous Birthday

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 23 July. On this day Famous Birthdays in Bengali)

23 July 1856 : ১৮৫৬ সালের আজকের দিনে বাল গঙ্গাধর তিলক, ভারতীয় প্রারম্ভিক জাতীয়তাবাদী নেতা, ব্রিটিশ ভারতের রত্নগিরিতে জন্মগ্রহণ করেন (মৃত্যু: 1920)।

23 July 1906 : ১৯০৬ সালের আজকের দিনে চন্দ্র শেখর আজাদ, ভারতীয় বিপ্লবী (হিন্দুস্তান সমাজতান্ত্রিক রিপাবলিকান আর্মি), ভাভরায় জন্মগ্রহণ করেছিলেন (মৃত্যু। ১৯৩১)।

23 July 1973 : ১৯৭৩ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন হিমেশ রেশমিয়া, ভারতীয় বলিউড সুরকার, গায়ক এবং অভিনেতা।

23 July 1975 : ১৯৭৫ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন সূর্য শিবকুমার, তামিল অভিনেতা।

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : Today Famous Marriage Anniversary and Divorces

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ বিবাহ এবং বিবাহবিচ্ছেদ (Today’s Famous Marriage Anniversary and Divorces on 23 July. On this day Famous Marrige Anniversary and Divorces in Bengali)

23 July : Click here

আজকের বিখ্যাত মৃত্যুদিন : Today Famous Deaths

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 16 June. On this day Famous Deaths in Bengali)

23 July 2004 : ২০০৪ মেহমুদ [আলী], ভারতীয় অভিনেতা, গায়ক, পরিচালক এবং প্রযোজক (ডু ফু !, ভারদান), 71 বছর বয়সে মারা যান।

আজকের বিখ্যাত দিনে : The Famous Day 23 July in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে : The Famous Day 23 July (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Sources : Link1, Link2, Link3

Please share with your friends

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *