Close Ad close
Breaking
Sun. Oct 6th, 2024

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় : Today’s Famous Day 22 June in History

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় : Today's Famous Day 22 June in History
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় : Today’s Famous Day 22 June in History

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ২২ জুন।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : Today’s Important Day or Famous Day in Bengali

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস । আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 22 June. On this day Important Day in Bengali)

22 June : ২২ জুন আজ বিশ্ব রেইন ফরেস্ট দিবস।

22 June : ২২ জুন আজ ইতিবাচক মিডিয়া দিবস।

আজকের বিখ্যাত দিনে ইতিহাস : Famous day 22 June in History (Bengali)

আজকের বিখ্যাত দিনে ভারত : Famous day 22 June in India (Bengali)

আজকের দিনে ভারত : আজকের বিখ্যাত দিনে ভারত । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s Famous day on 22 June in India. On this day Historical Famous Events in India)

22 June 1555 : ১৫৫৫ সালের আজকের দিনে হুমায়ুন সিন্ধু নদী পার হয়ে লাহোর দখল করে নেন এবং সিকান্দর সুরিকে দিল্লীর সিংহাসন থেকে উৎখাত করেন।

22 June 1555 : ১৫৫৫ সালের আজকের দিনে সিরহিন্দ যুদ্ধে জয়লাভের পর সম্রাট আকবর হুমায়ুনকে উত্তরাধিকার ঘোষণা করেন।

22 June 1889 : ১৮৮৯ সালের আজকের দিনে রবীন্দ্রযুগের বিশিষ্ট রবীন্দ্রানুসারী কবি, প্রাবন্ধিক ও পাঠ্যপুস্তক রচয়িতা কালিদাস রায়ের জন্ম হয়।

22 June 1900 : ১৯০০ সালের আজকের দিনে বাঙালি স্বাধীনতাসংগ্রামী ও রাজনীতিবিদ গণেশ ঘোষের জন্ম হয়।

22 June 1932 : ১৯৩২ সালের আজকের দিনে ভারতীয় অভিনেতা অমরিশ লাল পুরির জন্ম হয়।

22 June 1940 : ১৯৪০ সালের আজকের দিনে সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেস ত্যাগ করে ফরোয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন।

22 June 1944 : ১৯৪৪ সালে আজকের দিনে ব্রিটিশ 14 তম আর্মি জাপানের কাছ থেকে আসামের ইম্ফলকে মুক্তি দেয়।

22 June 1946 : ১৯৪৬ সালে আজকের দিনে নয়াদিল্লিতে এক প্রার্থনা সভায় বক্তব্য রাখেন মোহনা গান্ধী, দক্ষিণ আফ্রিকার সরকারকে হোয়াইটদের দ্বারা ‘গুণ্ডামি’ বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

22 June 1959 : ১৯৫৯ সালের আজকের দিনে অভিনেতা, বাংলা ছায়াছবির জনপ্রিয় চিত্রনাট্যকার তুলসী লাহিড়ীর মৃত্যু হয়।

22 June 2012 : ২০১২ সালে আজকের দিনে অনুরাগ কাশ্যপ পরিচালিত বলিউড ছবি ‘গ্যাংস অফ ওয়াসেপুর পার্ট 1’ ভারতে মুক্তি পেয়েছিলো।

আজকের বিখ্যাত দিনে বাংলাদেশ : Famous day 22 June in Bangladesh (Bengali)

আজকের দিনে বাংলাদেশ : আজকের বিখ্যাত দিনে বাংলাদেশ : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s Famous day on 22 June in Bangladesh. On this day Historica Famousl Events Bangladesh)

22 June 1972 : ১৯৭২ সালের আজকের দিনে বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থায় (আইএলও) এর সদস্যপদ লাভ করে।

22 June 1982 : ১৯৮২ সালের আজকের দিনে ফুটবলার রোকনুজ্জামান কাঞ্চনের জন্ম হয়।

22 June 1983 : ১৯৮৩ সালের আজকের দিনে ক্রিকেটার আরমান হোসেইনের জন্ম হয়।

22 June 1990 : ১৯৯০ সালের আজকের দিনে চিত্রগ্রাহক কাজী রিয়াসাত আলভের জন্ম হয়।

22 June 2017 : ২০১৭ সালের আজকের দিনে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো ৩ হাজার ৩০০ কোটি ডলার ছাড়িয়ে যায়।

আজকের বিখ্যাত দিনে বিশ্ব : Famous day 22 June in The World (Bengali)

আজকের দিনে বিশ্ব : আজকের বিখ্যাত দিনে বিশ্ব : আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব : আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব : আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s Famous day on 22 June in the World. On this day Historical Famous Events in The World)

22 June 1377 : ১৩৭৭ সালের আজকের দিনে দ্বিতীয় রিচার্ড ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন।

22 June 1633 : ১৬৩৩ সালের আজকের দিনে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে- এই অভিমতের জন্য গ্যালিলিও গ্যালিলির বিচার শুরু হয়।

22 June 1757 : ১৭৫৭ সালের আজকের দিনে ইংরেজ লেফটেন্যান্ট ও এক্সপ্লোরার জর্জ ভ্যানকুভারের জন্ম হয়।

22 June 1772 : ১৭৭২ সালের আজকের দিনে ব্রিটেন থেকে ক্রীতদাস প্রথা তুলে নেওয়া হয়।

22 June 1814 : ১৮১৪ সালের আজকের দিনে লন্ডনে লর্ডের ক্রিকেট মাঠে প্রথম ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।

22 June 1911 : ১৯১১ সালের আজকের দিনে পঞ্চম জর্জ ব্রিটেনের রাজা হিসেবে অভিষিক্ত হন।

22 June 1915 : ১৯১৫ সালের আজকের দিনে নেপোলিয়ন দ্বিতীয়বার সিংহাসনচ্যুত হন।

22 June 1940 : ১৯৪০ সালের আজকের দিনে অস্ট্রেলীয় ক্রিকেটার মন্টাগু আলফ্রেড নোবেলের মৃত্যু হয়।

22 June 1941 : ১৯৪১ সালের আজকের দিনে হিটলার অপারেশন বারবারোসা নামে পরিচিত সোভিয়েত রাশিয়া অভিযান শুরু করেন।

22 June 1984 : ১৯৮৪ সালের আজকের দিনে ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার জেরোমি এভারটন টেলরের জন্ম হয়।

22 June 2002 : ২০০২ সালের আজকের দিনে ইরানে ভূমিকম্পে ৫ শতাধিক লোকের মৃত্যু হয়।

22 June 2008 : ২০০৮ সালের আজকের দিনে আমেরিকান কৌতুকাভিনেতা, অভিনেতা ও লেখক জর্জ কারলিনের মৃত্যু হয়।

আজকের বিখ্যাত জন্মদিন : Today Famous Birthday

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 22 June. On this day Famous Birthdays in Bengali)

22 June 1933 : ১৯৩৩ অমরেশ পুরী, ভারতীয় অভিনেতা (মোলার রাম, মিঃ ইন্ডিয়া-মোগাম্বো ছবিতে অভিনয় করেছেন), পাঞ্জাবের লাহোরে জন্মগ্রহণ করেন (মৃত্যু 2005) ।

22 June 1974 : ১৯৭৪ সালে আজকের দিনে [সি  জোসেফ] বিজয়, ভারতীয় অভিনেতা এবং গায়ক (পোভ উনাক্কাগা), ভারতের মাদ্রাজে (বর্তমানে চেন্নাই) জন্মগ্রহণ করেন।

22 June 1975 : ১৯৭৫ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন লায়লা রাউস, মরোক্কান-ভারতীয় অভিনেত্রী।

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : Today Famous Marriage Anniversary and Divorces

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ বিবাহ এবং বিবাহবিচ্ছেদ (Today’s Famous Marriage Anniversary and Divorces on 22 June. On this day Famous Marrige Anniversary and Divorces in Bengali)

22 June : Click here

আজকের বিখ্যাত মৃত্যুদিন : Today Famous Deaths

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 16 June. On this day Famous Deaths in Bengali)

22 June 1699 : ১৬৯৯ আজকের দিনে মারা যান জোসিয়াহ চাইল্ড, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইংরেজ গভর্নর (জন্ম : 1630)।

আজকের বিখ্যাত দিনে : The Famous Day 22 June in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে : The Famous Day 22 June (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Sources : Link1, Link2, Link3

Please share with your friends

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *