Close Ad close
Breaking
Sun. Oct 6th, 2024

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় : Today’s Famous Day 12 June in History

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় : Today's Famous Day 12 June in History
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় : Today’s Famous Day 12 June in History

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ১২ জুন।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : Today’s Important Day or Famous Day in Bengali

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস । আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 12 June. On this day Important Day in Bengali)

12 June : ১২ জুন বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস।

আজকের বিখ্যাত দিনে ইতিহাস : Famous day 12 June in History (Bengali)

আজকের বিখ্যাত দিনে ভারত : Famous day 12 June in India (Bengali)

আজকের দিনে ভারত : আজকের বিখ্যাত দিনে ভারত । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s Famous day on 12 June in India. On this day Historical Famous Events in Bengali)

12 June 1860 : ১৮৬০ সালের আজকের দিনে বিখ্যাত আইনজ্ঞ স্যার আশুতোষ চৌধুরীর জন্ম হয়।

12 June 1897 : ১৮৯৭ সালের আজকের দিনে কবি ঈশানচন্দ্র বন্দ্যোপাধ্যায় আত্মহত্যা করেন।

12 June 1897 : ১৮৯৭ সালে আজকের দিনে ভারতের আসামে সবচেয়ে তীব্র ভূমিকম্পটি হয় (১৫০০ জন আহত হয়েছেন)।

12 June 1932 : ১৯৩২ সালের আজকের দিনে বিশিষ্ট অভিনেত্রী ও ভরতনট্টম শিল্পী পদ্মিনীর জন্ম হয়।

12 June 1972 : ১৯৭২ সালের আজকের দিনে প্রগতিবাদী মারাঠী সাহিত্যিক ডি.ডি তেন্ডুলকারের মৃত্যু হয়।

12 June 1986 : ১৯৮৬ সালের আজকের দিনে কবি অমিয় চক্রবর্তীর মৃত্যু হয়।

12 June 2014 : ২০১৪ সালের আজকের দিনে বিশিষ্ট লেখক শক্তিপদ রাজগুরুর মৃত্যু হয়।

আজকের বিখ্যাত দিনে বাংলাদেশ : Famous day 12 June in Bangladesh (Bengali)

আজকের দিনে বাংলাদেশ : আজকের বিখ্যাত দিনে বাংলাদেশ : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s Famous day on 12 June in Bangladesh. On this day Historica Famousl Events in Bengali)

12 June 1978 : ১৯৭৮ সালের আজকের দিনে বাংলাদেশে প্রেসিডেন্ট পদে জিয়াউর রহমান শপথগ্রহণ করেন।

12 June 1990 : ১৯৯০ সালের আজকের দিনে বাংলাদেশের জাতীয় সংসদের সংবিধানের দশম সংশোধনী গৃহীত হয়।

12 June 1991 : ১৯৯১ সালের আজকের দিনে বেআইনি অস্ত্র রাখার দায়ে বাংলাদেশের রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ দশ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন।

12 June 1996 : ১৯৯৬ সালের আজকের দিনে বাংলাদেশে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ জয় লাভ করে।

12 June 1996 : ১৯৯৬ সালের আজকের দিনে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক সংগঠন হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমা অপহৃত হন।

আজকের বিখ্যাত দিনে বিশ্ব : Famous day 12 June in World (Bengali)

আজকের দিনে বিশ্ব : আজকের বিখ্যাত দিনে বিশ্ব : আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব : আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব : আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s Famous day on 12 June in the World. On this day Historical Famous Events in Bengali)

12 June 1714 : ১৭১৪ সালের আজকের দিনে প্রুশিয়া ও রাশিয়া গোপন চুক্তি করে।

12 June 1837 : ১৮৩৭ সালের আজকের দিনে উইলিয়াম কুক ও চার্লস হুইটস্টোন সর্বপ্রথম বৈদ্যুতিক টেলিগ্রাফ পেটেন্ট করেন।

12 June 1839 : ১৮৩৯ সালের আজকের দিনে আমেরিকায় প্রথম বেসবল খেলা হয়।

12 June 1898 : ১৮৯৮ সালের আজকের দিনে ফিলিপাইন স্বাধীন হয়।

12 June 1929 : ১৯২৯ সালের আজকের দিনে ডায়েরি লেখার জন্য পৃথিবী বিখ্যাত অ্যানি ফ্রাঙ্কের জন্ম হয়।

12 June 1956 : ১৯৫৬ সালের আজকের দিনে অস্ট্রেলীয় ক্রিকেটার টেরেন্স মাইকেল অল্ডারম্যানের জন্ম হয়।

12 June 1957 : ১৯৫৭ সালের আজকের দিনে পাকিস্তানী ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদের জন্ম হয়।

12 June 1964 : ১৯৬৪ সালের আজকের দিনে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে সাতজন সংগ্রামীসহ দক্ষিণ আফ্রিকার মুক্তি আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

12 June 1976 : ১৯৭৬ সালের আজকের দিনে উরুগুয়েতে সামরিক অভ্যুত্থানে প্রেসিডেন্ট জুয়ান বর্দাবেরি ক্ষমতাচ্যুত হন।

12 June 1982 : ১৯৮২ সালের আজকের দিনে পারমানবিক অস্ত্রের বিরুদ্ধে নিউইয়র্কের হাজার হাজার লোক রাস্তায় বের হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

12 June 1998 : ১৯৯৮ সালের আজকের দিনে পারমাণবিক পরীক্ষা চালানোর অপরাধে পাকিস্তান ও ভারতকে বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর ঋণদানে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

আজকের বিখ্যাত জন্মদিন : Today Famous Birthday

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 12 June. On this day Famous Birthdays in Bengali)

12 June 1929 : ১৯২৯ সালের আজকের দিনে জামিল জলবি, পাকিস্তানি পন্ডিত, লেখক, এবং উর্দু ভাষাতত্ত্ববিদ, ব্রিটিশ ভারত উত্তরপ্রদেশের আলিগড় শহরে জন্মগ্রহণ করেন।

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : Today Famous Marriage Anniversary and Divorces

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ বিবাহ এবং বিবাহবিচ্ছেদ (Today’s Famous Marriage Anniversary and Divorces on 12 June. On this day Famous Marrige Anniversary and Divorces in Bengali)

12 June : No Events

আজকের বিখ্যাত মৃত্যুদিন : Today Famous Deaths

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 12 June. On this day Famous Deaths in Bengali)

12 June 2000 : ২০০০ সালে আজকের দিনে  পি. এল. দেশপাণ্ডে, ভারতীয় মারাঠি লেখক, 80 বছর বয়সে মারা যান।

আজকের বিখ্যাত দিনে : The Famous Day 12 June in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে : The Famous Day 12 June (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *